9 months ago
সহজে ইংরেজি শিখুন
**********
Learn bangla to English
*********
#আলোচনা Link: https://owntweet.com/threa...
#১ম ক্লাস Link: https://owntweet.com/threa...
#২য় ক্লাস Link: https://owntweet.com/threa...
#৩য় ক্লাস Link: https://owntweet.com/threa...
#৪র্থ ক্লাস Link: https://owntweet.com/threa...
#৫ম ক্লাস Link: https://owntweet.com/threa...
#৬ষ্ঠ ক্লাস Link: https://owntweet.com/threa...
#৭ম ক্লাস Link: https://owntweet.com/threa...
#৮ম ক্লাস Link: https://owntweet.com/threa...
#৯ম ক্লাস Link: https://owntweet.com/threa...
#১০ম ক্লাস Link: https://owntweet.com/threa...
#১১তম ক্লাস Link: https://owntweet.com/threa...
#১২তম ক্লাস Link: https://owntweet.com/threa...
#১৩তম ক্লাস Link: https://owntweet.com/threa...
#১৪তম ক্লাস Link: https://owntweet.com/threa...
#১৫তম ক্লাস Link: https://owntweet.com/threa...
#১৬তম ক্লাস Link: https://owntweet.com/threa...
#১৭তম ক্লাস Link: https://owntweet.com/threa...
#১৮তম ক্লাস Link: https://owntweet.com/threa...
#১৯তম ক্লাস Link: https://owntweet.com/threa...
#২০তম ক্লাস Link: https://owntweet.com/threa...
#২১তম ক্লাস Link: https://owntweet.com/threa...
#২২তম ক্লাস Link: https://owntweet.com/threa...
#২৩তম ক্লাস Link: https://owntweet.com/threa...
#২৪তম ক্লাস Link: https://owntweet.com/threa...
#২৫তম ক্লাস Link: https://owntweet.com/threa...
#২৬তম ক্লাস Link: https://owntweet.com/threa...
#২৭তম ক্লাস Link: https://owntweet.com/threa...
#২৮তম ক্লাস Link: https://owntweet.com/threa...
#২৯তম ক্লাস Link: https://owntweet.com/threa...
#৩০তম ক্লাস Link: https://owntweet.com/threa...
****এছাড়াও রয়েছে****
প্রয়োজনীয় ৫০০+ ইংরেজি শব্দ Link: https://owntweet.com/threa...
****স্পোকেন ইংলিশ LESSON #01 Link: https://owntweet.com/threa...
স্পোকেন ইংলিশ LESSON #02 Link: https://owntweet.com/threa...
স্পোকেন ইংলিশ LESSON #03 Link: https://owntweet.com/threa...
স্পোকেন ইংলিশ LESSON #04 Link: https://owntweet.com/threa...
স্পোকেন ইংলিশ LESSON #05 Link: https://owntweet.com/threa...
***ইংরেজিতে কথা বলার ফর্মুলা # (০১-৩০) Link: https://owntweet.com/threa...
ইংরেজিতে কথা বলার ফর্মুলা # (৩১-৬০) Link: https://owntweet.com/threa...
ইংরেজিতে কথা বলার ফর্মুলা # (৬১-৯০) Link: https://owntweet.com/threa...
ইংরেজিতে কথা বলার ফর্মুলা # (৯১-শেষ) Link: https://owntweet.com/threa...
****কথোপকথন শুরু করতে Link: https://owntweet.com/threa...
****আত্ম-পরিচয় - ABOUT YOURSELF Link: https://owntweet.com/threa...
****প্রেজেন্টেশন কথোপকথন Link: https://owntweet.com/threa...
****মিটিং সম্পর্কিত কথোপকথন Link: https://owntweet.com/threa...
****ভালবাসা সম্পর্কিত কথোপকথন Link: https://owntweet.com/threa...
***CONVERSATION (দিক নির্দেশনামূলক কথোপকথন) Link: https://owntweet.com/threa...
CONVERSATION (সাধারণ কথোপকথন) Link: https://owntweet.com/threa...
CONVERSATION (উপদেশমূলক কথোপকথন) Link: https://owntweet.com/threa...
CONVERSATION (হোটেল রেস্টুরেন্টে কথোপকথন) Link: https://owntweet.com/threa...
**********
Learn bangla to English
*********
#আলোচনা Link: https://owntweet.com/threa...
#১ম ক্লাস Link: https://owntweet.com/threa...
#২য় ক্লাস Link: https://owntweet.com/threa...
#৩য় ক্লাস Link: https://owntweet.com/threa...
#৪র্থ ক্লাস Link: https://owntweet.com/threa...
#৫ম ক্লাস Link: https://owntweet.com/threa...
#৬ষ্ঠ ক্লাস Link: https://owntweet.com/threa...
#৭ম ক্লাস Link: https://owntweet.com/threa...
#৮ম ক্লাস Link: https://owntweet.com/threa...
#৯ম ক্লাস Link: https://owntweet.com/threa...
#১০ম ক্লাস Link: https://owntweet.com/threa...
#১১তম ক্লাস Link: https://owntweet.com/threa...
#১২তম ক্লাস Link: https://owntweet.com/threa...
#১৩তম ক্লাস Link: https://owntweet.com/threa...
#১৪তম ক্লাস Link: https://owntweet.com/threa...
#১৫তম ক্লাস Link: https://owntweet.com/threa...
#১৬তম ক্লাস Link: https://owntweet.com/threa...
#১৭তম ক্লাস Link: https://owntweet.com/threa...
#১৮তম ক্লাস Link: https://owntweet.com/threa...
#১৯তম ক্লাস Link: https://owntweet.com/threa...
#২০তম ক্লাস Link: https://owntweet.com/threa...
#২১তম ক্লাস Link: https://owntweet.com/threa...
#২২তম ক্লাস Link: https://owntweet.com/threa...
#২৩তম ক্লাস Link: https://owntweet.com/threa...
#২৪তম ক্লাস Link: https://owntweet.com/threa...
#২৫তম ক্লাস Link: https://owntweet.com/threa...
#২৬তম ক্লাস Link: https://owntweet.com/threa...
#২৭তম ক্লাস Link: https://owntweet.com/threa...
#২৮তম ক্লাস Link: https://owntweet.com/threa...
#২৯তম ক্লাস Link: https://owntweet.com/threa...
#৩০তম ক্লাস Link: https://owntweet.com/threa...
****এছাড়াও রয়েছে****
প্রয়োজনীয় ৫০০+ ইংরেজি শব্দ Link: https://owntweet.com/threa...
****স্পোকেন ইংলিশ LESSON #01 Link: https://owntweet.com/threa...
স্পোকেন ইংলিশ LESSON #02 Link: https://owntweet.com/threa...
স্পোকেন ইংলিশ LESSON #03 Link: https://owntweet.com/threa...
স্পোকেন ইংলিশ LESSON #04 Link: https://owntweet.com/threa...
স্পোকেন ইংলিশ LESSON #05 Link: https://owntweet.com/threa...
***ইংরেজিতে কথা বলার ফর্মুলা # (০১-৩০) Link: https://owntweet.com/threa...
ইংরেজিতে কথা বলার ফর্মুলা # (৩১-৬০) Link: https://owntweet.com/threa...
ইংরেজিতে কথা বলার ফর্মুলা # (৬১-৯০) Link: https://owntweet.com/threa...
ইংরেজিতে কথা বলার ফর্মুলা # (৯১-শেষ) Link: https://owntweet.com/threa...
****কথোপকথন শুরু করতে Link: https://owntweet.com/threa...
****আত্ম-পরিচয় - ABOUT YOURSELF Link: https://owntweet.com/threa...
****প্রেজেন্টেশন কথোপকথন Link: https://owntweet.com/threa...
****মিটিং সম্পর্কিত কথোপকথন Link: https://owntweet.com/threa...
****ভালবাসা সম্পর্কিত কথোপকথন Link: https://owntweet.com/threa...
***CONVERSATION (দিক নির্দেশনামূলক কথোপকথন) Link: https://owntweet.com/threa...
CONVERSATION (সাধারণ কথোপকথন) Link: https://owntweet.com/threa...
CONVERSATION (উপদেশমূলক কথোপকথন) Link: https://owntweet.com/threa...
CONVERSATION (হোটেল রেস্টুরেন্টে কথোপকথন) Link: https://owntweet.com/threa...
সহজে ইংরেজি শেখা on Owntweet
#আলোচনা ইংরেজী শেখার আগে আমাদের করনীয় ইংরেজী শেখার আগে কিছু কথা না বললেই নয়, আমাদের অ্যাপটি আপনাদের ইংরেজি বলা এবং লেখার জন্য প্রস্তুত করে দেবে ইনশাল্লাহ। আপনাকেও ঠিক একই ভাবে নি
https://owntweet.com/thread/37725
9 months ago
#৩০তম ক্লাস
গ্রামার জানা ছাড়াই Tense
স্পোকেন ইংলিশ সঠিকভাবে সম্পাদনের জন্য Tense জানাটা অত্যন্ত জরুরী।
তাই আর দেরি না করে আজ আমরা শিখবো কিভাবে গ্রামার জানা ছাড়াই ১২ টি Tense আয়ত্তে এনে হাজার হাজার বাক্য তৈরি করা যায় ও ব্যাবহার করা যায়? ইংরেজি Tense জানার জন্য আপনি অতিতে যা করেছেন অর্থাৎ বিভিন্ন Tense এর জন্য বাংলা ফর্মেট মুখস্ত করেছেন। যেমন ইয়াছি, ইয়াছ, ইয়াছিলো আবার ইংরেজির বেলায় verb এর past participle লাগবে ইত্যাদি ইত্যাদি। এ সব মাথা থেকে ঝেরে ফেলে দিন।
তো শুরু করা যাক আজকের ক্লাস (৩০ তম ক্লাস)
Tense কাকে বলে?
Tense শব্দের অর্থ সময় বা কাল। সঠিকভাবে ইংরেজি লেখার প্রধান শর্ত হলো Tense. তাই Tense- কে ইংরেজি ভাষার প্রাণ বলতে পারি। Verb বা ক্রিয়ার কাজ সম্পাদনের সময়কে Tense বা কাল বলে। Tense দ্বারা সময়কে উল্লেখ করা হয় এবং যা বর্তমান, অতীত কিংবা ভবিষ্যত হতে পারে।
Today, Yesterday and Tomorrow >> আজ, কাল এবং আগামীকাল।
Example:
We play football today. - আমরা আজ ফুটবল খেলি।
We played football yesterday. - আমরা গতকাল ফুটবল খেলেছিলাম।
We shall play football tomorrow. - আমরা আগামিকাল ফুটবল খেলব।
Tense এর প্রকারভেদঃ
Tense প্রধানত তিন প্রকার। যেমনঃ
(a) Present Tense বা বর্তমান কাল।
(b) Past Tense বা অতীত কাল।
(c) Future Tense বা ভবিষ্যৎ কাল।
প্রতি Tense কে আবার চার ভাগে ভাগ করা হয়-
Indefinite Tense
Continuous Tense
Perfect Tense
Perfect Continuous Tense
তাহলে আপনারা শিখলেন Tense কাকে বলে ও তার প্রকার ভেদ। তা হলে আমরা মোট ১২ টি Tense পেলাম।
এবার চলে আসুন সহজ মেথডে। অর্থাৎ গ্রামার ছাড়াই যদি আমরা ১২ টি Tense আয়ত্তে আনতে চাই তাহলে আবশ্যই যা যা শিখতে হবে-
1. Subject + Verb + Object
Subject = কর্তা
Verb = ক্রিয়া
Object = কর্ম
অর্থাৎ
কর্তা ক্রিয়া কর্ম ইংরেজি বাক্যের ধর্ম
এখন একটা উদাহরণ এর মাধ্যমে দেখা যাক।
I + eat + rice. আমি ভাত খাই।
I = Subject = কর্তা
Eat = Verb = ক্রিয়া
Rice = Object = কর্ম
এবার ২য় যে কাজটি আপনাকে করতে হবে, তা হলো-
I - আমি
We - আমরা
You - তুমি/তোমরা
He / She - সে
It - ইহা
They - তারা
এই শব্দগুলোকে আমরা Subject হিসাবে ব্যবহার করব
I, we, us – First Person
you, your – Second person
He, she, it এবং সমস্ত নাম – Third Person
Subject 3rd person singular number হলে verb এর সাথে s/es যুক্ত হয়।
মনে রাখবেনঃ আমি (I) এবং তুমি (you) ছাড়া পৃথিবীর সবকিছু 3rd person singular number অর্থাৎ I, you ছাড়া সবকিছুর সাথে s/es যুক্ত হয়।
এখন মিলিয়ে দেখি ইংরেজিতে কি হয়-
আমি কাজটি করি।
আমি = Subject = I
করি = Verb = do
কাজটি = object = work
সুতরাং, Subject + Verb + Object.
আমি কাজটি করি = I do the work.
কাজটি" বলাতে নিদিষ্ট করে একটি কাজকে বুঝানো হয়েছে তাই "The" ব্যবহার হয়েছে।
তেমনি করে দ্বিতীয় উদাহরণটি দেখুন-
সে বই পড়ে।
অর্থাৎ, Sub + verb + Object. = He reads book.
এখানে verb এর সাথে "s" হয়েছে কারণ
Subject 3rd person singular number অর্থাৎ I, you ছাড়া সবকিছুর সাথে s/es যুক্ত হয়.
তেমনি তৃতীয় উদাহরণটিও হবে-
সে ঘুমায় = He sleeps.
এবার ২য় যে কাজটি আপনাকে করতে হবে, তা হলো-
Present continuous tense এর বাক্যগুলো কে ইংরেজি অনুবাদ করার জন্য নিয়ম অনুসরণ করতে হয়।
যেমনঃ Structure:- Subject + am/is/are + Verb এর সাথে (ing) + Object.
লক্ষ্যণীয় বিষয় হলো :-
Auxiliary Verb "am/is/are.
Verb এর সাথে "ing"
“ I ” এর পরে “am” হয়। 3rd person singular number এর পর “ is” হয়। সকল plural এর পর “are” হয়।
এখন ইংরেজি অনুবাদ করি, কি হয় দেখে নেওয়া যাক :-
আমি কাজটি করতেছি।
আমি = Subject.
করতেছি = Verb.
কাজটি = Object.
সুতরাং, Sub + am/is/are + V(ing) + Obj.
অর্থাৎ, আমি কাজটি করতেছি = I am doing the work.
দ্বিতীয় উদাহরণটি দেখুন-
যেমনঃ সে বই পড়তেছে।
সে = Subject.
পড়েতেছি = Verb.
বই = Object.
সুতরাং, Sub + am/is/are + V (ing) + obj.
সে বই পড়তেছে = He is reading Book.
তৃতীয় উদাহরণটিও হবে-
যেমনঃ তুমি ঘুমাইতেছ।
তুমি = Subject.
ঘুমাইতেছ Verb.
এখানে কোন object নেই।
সুতরাং, Sub + am/is/are + Verb(ing) + obj.
অর্থাৎ, তুমি ঘুমাইতেছ = You are sleeping.
Present perfect tense এর উদাহরণের বাংলা বাক্যগুলো ইংরেজিতে অনুবাদ করারও একটি নিয়ম আছে।
Structure:- Subject + have/has + Verb এর past Participle form + Object.
লক্ষ্যণীয় বিষয় মনে রাখতে হবে:-
Auxiliary Verb " have/has হয়।
Verb এর Past participle form হয়।
"I " এর পরে "have" হয়।
"3rd Person singular number এর পরে has হয়।
সকল plural এর পর have হয়।
ইংরেজি অনুবাদ করা যায় দেখা যাক-
আমি কাজটি করিয়াছি। এখানে,
আমি = I = Subject.
করিয়াছি = done= Verb (Do এর p.p)
কাজটি = The work = object.
সুতরাং, Sub + have/has + Verb এর p.p + obj.
এই নিয়মটা অনুসরণ করে অনুবাদ করলে হয়,
সুতরাং, আমি কাজটি করিয়াছি = I have done the work.
তেমনি করে দ্বিতীয় উদাহরণটি দেখুন-
যেমনঃ সে বইটি পড়িয়াছে/পড়েছে।
এখানে, সে = He = Subject.
পড়িয়াছে = Read = verb.
বইটি = The book = object.
সুতরাং, Sub + have/has + Verb এর P.P + Obj.
এই অনুসারে অনুবাদ করলে হয়।
অর্থাৎ, যে বইটি পড়িয়াছে = He has read the book.
তেমনি তৃতীয় উদাহরণটিও হবে-
তুমি খেলাটি দেখিয়াছ।
এখানে, তুমি = You = Subject.
দেখিয়াছ = Seen = verb (See এর P.P)
খেলাটি = The game = Object.
সুতরাং, Sub + have/has + Verb এর P.P + Obj
এই রুলসের নিয়মে অনুবাদ করলে হয়-
You have seen the game.
একটা কথা মনে রাখতে হবে এই, Auxiliary Verb “ have/has” যখন auxiliary verb এর কাজ না করে Main verb এর কাজ করবে তখন কিন্তু ঐ বাক্যটি Present indefinite Tense এর হয়ে যাবে।যেমনঃ •
I have a cow.= আমার একটি গরু আছে।
He has a book. = তার একটি বই আছে।
উক্ত বাক্য দুটিতে have/has main verb হিসেবে ব্যবহার হয়েছে।
তেমনি করে Continuous tense এর auxiliary verb "am/is/are" main verb হিসেবে ব্যবহার করা হলে তা আর continuous tense থাকবে না, সেটাও present indefinite Tense হয়ে যাবে। যেমনঃ
I am a student. = আমি একজন ছাত্র/ছাত্রী।
He is a powerful man. = সে একজন শক্তিশালী মানুষ।
এবার ৩য় যে কাজটি আপনাকে করতে হবে, তা হলো- Verb এর Past Participle মুখস্ত করতে হবে।
Present – Past - Past Participle
Do – did - done
Go – went - gone
Write – wrote – written
(ইত্যাদি যতগুলো পারেন মুখস্ত করবেন।)
আশা করি এটুকু নিয়ম জানলেই চলবে। এবার চাই শুধু অনুশিলন।
তো অনুশিলন শুরু করা যাক। এক্ষেত্রে আমরা Subject এবং Verb পরিবর্তন করে করে অনুশিলন করব। পারলে মুখস্ত করে নিতে পারলে ভালো। অর্থাৎ ১২ টি tense এর ১২ টি বাক্য বলতে ৫ থেকে ৭ মিনিটের মত সময় লাগতে পারে (শুধু ইংরেজি)। যদি পারেন তাহলে আর চিন্তা নাই আপনাকে আর কেউ ঠেকাইতে পারবেনা, আপনার মুখ দিয়ে ইংরেজি আনর্গল বের হতেই থাকবে। এবার শুধু vocabulary বাড়ান। বাস হয়ে গেল ইংরেজিতে কথা বলা শেখা।
তো আর দেরি নয়, এবার আমরা Subject = I এবং Verb = go নিয়ে আনুশিলন করব -
I go. - আমি যাই ।
I am going. - আমি যাচ্ছি ।
I have gone. - আমি গিয়েছি ।
I have been going. - আমি যাচ্ছি (নির্দিষ্ট সময় ধরে) ।
I went. - আমি গিয়েছিলাম ।
I was going. - আমি যাচ্ছিলাম ।
I had gone. - আমি গিয়েছিলাম (কোন কিছুর আগে) ।
I had been going. - আমি যাচ্ছিলাম (নির্দিষ্ট সময় ধরে) ।
I shall go. - আমি যাবো ।
I shall be going. - আমি যেত থাকবো ।
I shall have gone. – আমি গিয়ে থাকবো (কোন কিছুর আগে) ।
I shall have been going. - আমি যেতে থাকবো (নির্দিষ্ট সময় ধরে)।
এবার আমরা Subject = I এবং Verb = do নিয়ে আনুশিলন করব -
I do. - আমি করি।
I am doing. - আমি করছি।
I have done. - আমি করেছি।
I have been doing. - আমি করছি (নির্দিষ্ট সময় ধরে)।
I did. - আমি করেছিলাম।
I was doing. - আমি করছিলাম |
I had done. - আমি করেছিলাম (কোন কিছুর আগে) |
I had been doing. - আমি করছিলাম (নির্দিষ্ট সময় ধরে) |
I shall do. - আমি করবো |
I shall be doing. - আমি করতে থাকবো |
I shall have done. – আমি করে থাকবো (কোন কিছুর আগে) |
I shall have been doing. - আমি করতে থাকবো (নির্দিষ্ট সময় ধরে) |
এবার আমরা Subject = We এবং Verb = do নিয়ে আনুশিলন করব -
We do. - আমরা করি |
We are doing. - আমরা করছি |
We have done. - আমরা করেছি |
We have been doing. - আমরা করছি (নির্দিষ্ট সময় ধরে) |
We did. - আমরা করেছিলাম |
We were doing. - আমরা করছিলাম |
We had done. - আমরা করেছিলাম (কোন কিছুর আগে) |
We had been doing. - আমরা করছিলাম (নির্দিষ্ট সময় ধরে) |
We shall do. - আমরা করবো |
We shall be doing. - আমরা করতে থাকবো |
We shall have done. – আমরা করে থাকবো (কোন কিছুর আগে) |
We shall have been doing. - আমরা করতে থাকবো (নির্দিষ্ট সময় ধরে) |
এবার আমরা Subject = You এবং Verb = play নিয়ে আনুশিলন করব -
You play. - তোমরা খেলো |
You are playing. - তোমরা খেলছো |
You have played. - তোমরা খেলেছো |
You have been playing. - তোমরা খেলছো (নির্দিষ্ট সময় ধরে) |
You played. - তোমরা খেলেছিলে |
You were playing. - তোমরা খেলছিলে |
You had played. - তোমরা খেলেছিলে (কোন কিছুর আগে) |
You had been playing .- তোমরা খেলছিলে (নির্দিষ্ট সময় ধরে) |
You will play. - তোমরা খেলবে |
You will be playing. - তোমরা খেলতে থাকবে |
You will have played. – তোমরা খেলে থাকবে (কোন কিছুর আগে) |
You will have been playing. - তোমরা খেলতে থাকবে (নির্দিষ্ট সময় ধরে) |
এবার আমরা Subject = They এবং Verb = play নিয়ে আনুশিলন করব -
They play
They are playing
They have played
They have been playing
They played
They were playing
They had played
They had been playing
They will play
They will be playing
They will have played
They will have been playing
এবার আমরা Subject = She এবং Verb = play নিয়ে আনুশিলন করব -
She plays
She is playing
She has played
She has been playing
She played
She was playing
She had played
She had been playing
She will play
She will be playing
She will have played
She will have been playing
If you know word meaning. = (ইফ ইউ নোও ওয়ার্ড মিইনিং) = যদি তুমি শব্দার্থ জান।
Now I want to say. = (নাউ আই ওয়ান্ট টু ছে) = এখন আমি বলতে চাই।
If you read this app with significant. = (ইফ ইউ রিড দিস অ্যাপ উইথ ছিগনিফিকেন্ট) = যদি তুমি এই অ্যাপটি গুরুত্ব সহকারে পড়।
You will be able to talk in English Insha'Allah. = (ইউ উইল বি এইবল টু টক ইন ইংলিশ ইনশাআল্লাহ) = তুমি ইংরেজীতে কথাবলতে সক্ষম হবে ইনশা আল্লাহ।
I promise it = (আই প্রমিজ ইট) = আমি এটার প্রতিশ্রুতি দিলাম।
I will try to bring another new English app in play store. = (আই ইউল ট্রাই টু ব্রিং এনাদার নিউ ইংলিশ অ্যাপ ইন প্লে স্টোর) = আমি প্লে ষ্টোরে আরো নতুন নতুন ইংলিশ অ্যাপ দেওয়ার চেষ্টা করব (যাতে আপনারা আরো ভালো ইংলিশ বলতে পারেন ।
Or it bring new with update. = (অর ইট ব্রিং নিউ উইথ আপডেট) = অথবা এটাই নতুন করে আপডেট দেওয়া হবে।
Pray for me. = (প্রে ফর মি) = আমার জন্য দোয়া করবেন।
Thank you for staying with this app. = (থ্যাংক ইউ ফর স্টেয়িং উইথ দিস অ্যাপ) = এই অ্যাপ এর সাথে থাকার জন্য ধন্যবাদ।
Allah Hafeez = (আল্লাহ হাফেজ) = আল্লাহ্ হাফেজ।
একটি কথা মনেরাখবেন ,যতবেশি শব্দার্থ শিখতে পারবেন ততবেশি ইংরেজিতে কথা বলতে পারবেন। তাই আপনাদের সুবিধার্থে অ্যাপসটির শেষের দিকে কিছু প্রয়োজনীয় শব্দের অর্থ (Vocabulary) দিয়ে দিলাম, সেখন থেকে সহজ শব্দগুলোই শিখুন, যেগুলো আপনি কথা বলার সময় ব্যবহার করতে পারবেন। আল্লাহ্ হাফেজ।
গ্রামার জানা ছাড়াই Tense
স্পোকেন ইংলিশ সঠিকভাবে সম্পাদনের জন্য Tense জানাটা অত্যন্ত জরুরী।
তাই আর দেরি না করে আজ আমরা শিখবো কিভাবে গ্রামার জানা ছাড়াই ১২ টি Tense আয়ত্তে এনে হাজার হাজার বাক্য তৈরি করা যায় ও ব্যাবহার করা যায়? ইংরেজি Tense জানার জন্য আপনি অতিতে যা করেছেন অর্থাৎ বিভিন্ন Tense এর জন্য বাংলা ফর্মেট মুখস্ত করেছেন। যেমন ইয়াছি, ইয়াছ, ইয়াছিলো আবার ইংরেজির বেলায় verb এর past participle লাগবে ইত্যাদি ইত্যাদি। এ সব মাথা থেকে ঝেরে ফেলে দিন।
তো শুরু করা যাক আজকের ক্লাস (৩০ তম ক্লাস)
Tense কাকে বলে?
Tense শব্দের অর্থ সময় বা কাল। সঠিকভাবে ইংরেজি লেখার প্রধান শর্ত হলো Tense. তাই Tense- কে ইংরেজি ভাষার প্রাণ বলতে পারি। Verb বা ক্রিয়ার কাজ সম্পাদনের সময়কে Tense বা কাল বলে। Tense দ্বারা সময়কে উল্লেখ করা হয় এবং যা বর্তমান, অতীত কিংবা ভবিষ্যত হতে পারে।
Today, Yesterday and Tomorrow >> আজ, কাল এবং আগামীকাল।
Example:
We play football today. - আমরা আজ ফুটবল খেলি।
We played football yesterday. - আমরা গতকাল ফুটবল খেলেছিলাম।
We shall play football tomorrow. - আমরা আগামিকাল ফুটবল খেলব।
Tense এর প্রকারভেদঃ
Tense প্রধানত তিন প্রকার। যেমনঃ
(a) Present Tense বা বর্তমান কাল।
(b) Past Tense বা অতীত কাল।
(c) Future Tense বা ভবিষ্যৎ কাল।
প্রতি Tense কে আবার চার ভাগে ভাগ করা হয়-
Indefinite Tense
Continuous Tense
Perfect Tense
Perfect Continuous Tense
তাহলে আপনারা শিখলেন Tense কাকে বলে ও তার প্রকার ভেদ। তা হলে আমরা মোট ১২ টি Tense পেলাম।
এবার চলে আসুন সহজ মেথডে। অর্থাৎ গ্রামার ছাড়াই যদি আমরা ১২ টি Tense আয়ত্তে আনতে চাই তাহলে আবশ্যই যা যা শিখতে হবে-
1. Subject + Verb + Object
Subject = কর্তা
Verb = ক্রিয়া
Object = কর্ম
অর্থাৎ
কর্তা ক্রিয়া কর্ম ইংরেজি বাক্যের ধর্ম
এখন একটা উদাহরণ এর মাধ্যমে দেখা যাক।
I + eat + rice. আমি ভাত খাই।
I = Subject = কর্তা
Eat = Verb = ক্রিয়া
Rice = Object = কর্ম
এবার ২য় যে কাজটি আপনাকে করতে হবে, তা হলো-
I - আমি
We - আমরা
You - তুমি/তোমরা
He / She - সে
It - ইহা
They - তারা
এই শব্দগুলোকে আমরা Subject হিসাবে ব্যবহার করব
I, we, us – First Person
you, your – Second person
He, she, it এবং সমস্ত নাম – Third Person
Subject 3rd person singular number হলে verb এর সাথে s/es যুক্ত হয়।
মনে রাখবেনঃ আমি (I) এবং তুমি (you) ছাড়া পৃথিবীর সবকিছু 3rd person singular number অর্থাৎ I, you ছাড়া সবকিছুর সাথে s/es যুক্ত হয়।
এখন মিলিয়ে দেখি ইংরেজিতে কি হয়-
আমি কাজটি করি।
আমি = Subject = I
করি = Verb = do
কাজটি = object = work
সুতরাং, Subject + Verb + Object.
আমি কাজটি করি = I do the work.
কাজটি" বলাতে নিদিষ্ট করে একটি কাজকে বুঝানো হয়েছে তাই "The" ব্যবহার হয়েছে।
তেমনি করে দ্বিতীয় উদাহরণটি দেখুন-
সে বই পড়ে।
অর্থাৎ, Sub + verb + Object. = He reads book.
এখানে verb এর সাথে "s" হয়েছে কারণ
Subject 3rd person singular number অর্থাৎ I, you ছাড়া সবকিছুর সাথে s/es যুক্ত হয়.
তেমনি তৃতীয় উদাহরণটিও হবে-
সে ঘুমায় = He sleeps.
এবার ২য় যে কাজটি আপনাকে করতে হবে, তা হলো-
Present continuous tense এর বাক্যগুলো কে ইংরেজি অনুবাদ করার জন্য নিয়ম অনুসরণ করতে হয়।
যেমনঃ Structure:- Subject + am/is/are + Verb এর সাথে (ing) + Object.
লক্ষ্যণীয় বিষয় হলো :-
Auxiliary Verb "am/is/are.
Verb এর সাথে "ing"
“ I ” এর পরে “am” হয়। 3rd person singular number এর পর “ is” হয়। সকল plural এর পর “are” হয়।
এখন ইংরেজি অনুবাদ করি, কি হয় দেখে নেওয়া যাক :-
আমি কাজটি করতেছি।
আমি = Subject.
করতেছি = Verb.
কাজটি = Object.
সুতরাং, Sub + am/is/are + V(ing) + Obj.
অর্থাৎ, আমি কাজটি করতেছি = I am doing the work.
দ্বিতীয় উদাহরণটি দেখুন-
যেমনঃ সে বই পড়তেছে।
সে = Subject.
পড়েতেছি = Verb.
বই = Object.
সুতরাং, Sub + am/is/are + V (ing) + obj.
সে বই পড়তেছে = He is reading Book.
তৃতীয় উদাহরণটিও হবে-
যেমনঃ তুমি ঘুমাইতেছ।
তুমি = Subject.
ঘুমাইতেছ Verb.
এখানে কোন object নেই।
সুতরাং, Sub + am/is/are + Verb(ing) + obj.
অর্থাৎ, তুমি ঘুমাইতেছ = You are sleeping.
Present perfect tense এর উদাহরণের বাংলা বাক্যগুলো ইংরেজিতে অনুবাদ করারও একটি নিয়ম আছে।
Structure:- Subject + have/has + Verb এর past Participle form + Object.
লক্ষ্যণীয় বিষয় মনে রাখতে হবে:-
Auxiliary Verb " have/has হয়।
Verb এর Past participle form হয়।
"I " এর পরে "have" হয়।
"3rd Person singular number এর পরে has হয়।
সকল plural এর পর have হয়।
ইংরেজি অনুবাদ করা যায় দেখা যাক-
আমি কাজটি করিয়াছি। এখানে,
আমি = I = Subject.
করিয়াছি = done= Verb (Do এর p.p)
কাজটি = The work = object.
সুতরাং, Sub + have/has + Verb এর p.p + obj.
এই নিয়মটা অনুসরণ করে অনুবাদ করলে হয়,
সুতরাং, আমি কাজটি করিয়াছি = I have done the work.
তেমনি করে দ্বিতীয় উদাহরণটি দেখুন-
যেমনঃ সে বইটি পড়িয়াছে/পড়েছে।
এখানে, সে = He = Subject.
পড়িয়াছে = Read = verb.
বইটি = The book = object.
সুতরাং, Sub + have/has + Verb এর P.P + Obj.
এই অনুসারে অনুবাদ করলে হয়।
অর্থাৎ, যে বইটি পড়িয়াছে = He has read the book.
তেমনি তৃতীয় উদাহরণটিও হবে-
তুমি খেলাটি দেখিয়াছ।
এখানে, তুমি = You = Subject.
দেখিয়াছ = Seen = verb (See এর P.P)
খেলাটি = The game = Object.
সুতরাং, Sub + have/has + Verb এর P.P + Obj
এই রুলসের নিয়মে অনুবাদ করলে হয়-
You have seen the game.
একটা কথা মনে রাখতে হবে এই, Auxiliary Verb “ have/has” যখন auxiliary verb এর কাজ না করে Main verb এর কাজ করবে তখন কিন্তু ঐ বাক্যটি Present indefinite Tense এর হয়ে যাবে।যেমনঃ •
I have a cow.= আমার একটি গরু আছে।
He has a book. = তার একটি বই আছে।
উক্ত বাক্য দুটিতে have/has main verb হিসেবে ব্যবহার হয়েছে।
তেমনি করে Continuous tense এর auxiliary verb "am/is/are" main verb হিসেবে ব্যবহার করা হলে তা আর continuous tense থাকবে না, সেটাও present indefinite Tense হয়ে যাবে। যেমনঃ
I am a student. = আমি একজন ছাত্র/ছাত্রী।
He is a powerful man. = সে একজন শক্তিশালী মানুষ।
এবার ৩য় যে কাজটি আপনাকে করতে হবে, তা হলো- Verb এর Past Participle মুখস্ত করতে হবে।
Present – Past - Past Participle
Do – did - done
Go – went - gone
Write – wrote – written
(ইত্যাদি যতগুলো পারেন মুখস্ত করবেন।)
আশা করি এটুকু নিয়ম জানলেই চলবে। এবার চাই শুধু অনুশিলন।
তো অনুশিলন শুরু করা যাক। এক্ষেত্রে আমরা Subject এবং Verb পরিবর্তন করে করে অনুশিলন করব। পারলে মুখস্ত করে নিতে পারলে ভালো। অর্থাৎ ১২ টি tense এর ১২ টি বাক্য বলতে ৫ থেকে ৭ মিনিটের মত সময় লাগতে পারে (শুধু ইংরেজি)। যদি পারেন তাহলে আর চিন্তা নাই আপনাকে আর কেউ ঠেকাইতে পারবেনা, আপনার মুখ দিয়ে ইংরেজি আনর্গল বের হতেই থাকবে। এবার শুধু vocabulary বাড়ান। বাস হয়ে গেল ইংরেজিতে কথা বলা শেখা।
তো আর দেরি নয়, এবার আমরা Subject = I এবং Verb = go নিয়ে আনুশিলন করব -
I go. - আমি যাই ।
I am going. - আমি যাচ্ছি ।
I have gone. - আমি গিয়েছি ।
I have been going. - আমি যাচ্ছি (নির্দিষ্ট সময় ধরে) ।
I went. - আমি গিয়েছিলাম ।
I was going. - আমি যাচ্ছিলাম ।
I had gone. - আমি গিয়েছিলাম (কোন কিছুর আগে) ।
I had been going. - আমি যাচ্ছিলাম (নির্দিষ্ট সময় ধরে) ।
I shall go. - আমি যাবো ।
I shall be going. - আমি যেত থাকবো ।
I shall have gone. – আমি গিয়ে থাকবো (কোন কিছুর আগে) ।
I shall have been going. - আমি যেতে থাকবো (নির্দিষ্ট সময় ধরে)।
এবার আমরা Subject = I এবং Verb = do নিয়ে আনুশিলন করব -
I do. - আমি করি।
I am doing. - আমি করছি।
I have done. - আমি করেছি।
I have been doing. - আমি করছি (নির্দিষ্ট সময় ধরে)।
I did. - আমি করেছিলাম।
I was doing. - আমি করছিলাম |
I had done. - আমি করেছিলাম (কোন কিছুর আগে) |
I had been doing. - আমি করছিলাম (নির্দিষ্ট সময় ধরে) |
I shall do. - আমি করবো |
I shall be doing. - আমি করতে থাকবো |
I shall have done. – আমি করে থাকবো (কোন কিছুর আগে) |
I shall have been doing. - আমি করতে থাকবো (নির্দিষ্ট সময় ধরে) |
এবার আমরা Subject = We এবং Verb = do নিয়ে আনুশিলন করব -
We do. - আমরা করি |
We are doing. - আমরা করছি |
We have done. - আমরা করেছি |
We have been doing. - আমরা করছি (নির্দিষ্ট সময় ধরে) |
We did. - আমরা করেছিলাম |
We were doing. - আমরা করছিলাম |
We had done. - আমরা করেছিলাম (কোন কিছুর আগে) |
We had been doing. - আমরা করছিলাম (নির্দিষ্ট সময় ধরে) |
We shall do. - আমরা করবো |
We shall be doing. - আমরা করতে থাকবো |
We shall have done. – আমরা করে থাকবো (কোন কিছুর আগে) |
We shall have been doing. - আমরা করতে থাকবো (নির্দিষ্ট সময় ধরে) |
এবার আমরা Subject = You এবং Verb = play নিয়ে আনুশিলন করব -
You play. - তোমরা খেলো |
You are playing. - তোমরা খেলছো |
You have played. - তোমরা খেলেছো |
You have been playing. - তোমরা খেলছো (নির্দিষ্ট সময় ধরে) |
You played. - তোমরা খেলেছিলে |
You were playing. - তোমরা খেলছিলে |
You had played. - তোমরা খেলেছিলে (কোন কিছুর আগে) |
You had been playing .- তোমরা খেলছিলে (নির্দিষ্ট সময় ধরে) |
You will play. - তোমরা খেলবে |
You will be playing. - তোমরা খেলতে থাকবে |
You will have played. – তোমরা খেলে থাকবে (কোন কিছুর আগে) |
You will have been playing. - তোমরা খেলতে থাকবে (নির্দিষ্ট সময় ধরে) |
এবার আমরা Subject = They এবং Verb = play নিয়ে আনুশিলন করব -
They play
They are playing
They have played
They have been playing
They played
They were playing
They had played
They had been playing
They will play
They will be playing
They will have played
They will have been playing
এবার আমরা Subject = She এবং Verb = play নিয়ে আনুশিলন করব -
She plays
She is playing
She has played
She has been playing
She played
She was playing
She had played
She had been playing
She will play
She will be playing
She will have played
She will have been playing
If you know word meaning. = (ইফ ইউ নোও ওয়ার্ড মিইনিং) = যদি তুমি শব্দার্থ জান।
Now I want to say. = (নাউ আই ওয়ান্ট টু ছে) = এখন আমি বলতে চাই।
If you read this app with significant. = (ইফ ইউ রিড দিস অ্যাপ উইথ ছিগনিফিকেন্ট) = যদি তুমি এই অ্যাপটি গুরুত্ব সহকারে পড়।
You will be able to talk in English Insha'Allah. = (ইউ উইল বি এইবল টু টক ইন ইংলিশ ইনশাআল্লাহ) = তুমি ইংরেজীতে কথাবলতে সক্ষম হবে ইনশা আল্লাহ।
I promise it = (আই প্রমিজ ইট) = আমি এটার প্রতিশ্রুতি দিলাম।
I will try to bring another new English app in play store. = (আই ইউল ট্রাই টু ব্রিং এনাদার নিউ ইংলিশ অ্যাপ ইন প্লে স্টোর) = আমি প্লে ষ্টোরে আরো নতুন নতুন ইংলিশ অ্যাপ দেওয়ার চেষ্টা করব (যাতে আপনারা আরো ভালো ইংলিশ বলতে পারেন ।
Or it bring new with update. = (অর ইট ব্রিং নিউ উইথ আপডেট) = অথবা এটাই নতুন করে আপডেট দেওয়া হবে।
Pray for me. = (প্রে ফর মি) = আমার জন্য দোয়া করবেন।
Thank you for staying with this app. = (থ্যাংক ইউ ফর স্টেয়িং উইথ দিস অ্যাপ) = এই অ্যাপ এর সাথে থাকার জন্য ধন্যবাদ।
Allah Hafeez = (আল্লাহ হাফেজ) = আল্লাহ্ হাফেজ।
একটি কথা মনেরাখবেন ,যতবেশি শব্দার্থ শিখতে পারবেন ততবেশি ইংরেজিতে কথা বলতে পারবেন। তাই আপনাদের সুবিধার্থে অ্যাপসটির শেষের দিকে কিছু প্রয়োজনীয় শব্দের অর্থ (Vocabulary) দিয়ে দিলাম, সেখন থেকে সহজ শব্দগুলোই শিখুন, যেগুলো আপনি কথা বলার সময় ব্যবহার করতে পারবেন। আল্লাহ্ হাফেজ।
9 months ago
#২য় ক্লাস
ইংরেজি না জানার জন্য নিজেকে অহেতুক দোষারোপ করবে নাঃ আপনার ইংরেজি জ্ঞানের স্বল্পতা থাকতেই পারে। কিন্তু সেজন্য নিজেকে কখনোই দোষারোপ করবেন না! আপনি তো শিখতেই চাচ্ছেন এখন। কখনো না শেখার চেয়ে দেরিতে শেখাই কি ভালো না?
অনুশীলনের বিকল্প নেই, প্রয়োজনে আপনি ঘরের দরজা বন্ধ করে আয়নার সামনে দাঁড়িয়ে ইংরেজিতে কথা বলা অনুশীলন করুন এবং নিজের Voice রেকর্ড করে শুনুন। এতে আপনার Confidence বাড়বে, নিজের ভুলগুলোও বুঝতে পারবেন। ইনশাল্লাহ এটা খুবই কাজে দেয়, করেই দেখুন একবার।
তো শুরু করা যাক আজকের ক্লাস (২য় ক্লাস)
opportunity = (অপরচুনিটি) = সুযোগ
big = (বিগ) = বড়
big opportunity = (বিগ অপরচুনিটি) = বড় সুযোগ
It's a big opportunity for you = (ইট'স এ বিগ অপরচুনিটি ফর ইউ) = এটা তোমার জন্য বড় একটি সুযোগ।
really = (রিয়েলি) = আসলেই
This is really big opportunity for you = (দিস ইজ রিয়েলি বিগ অপরচুনিটি ফর ইউ) = ইহা তোমার জন্য আসলেই বড় সুযোগ।
let = (লেট) = দেওয়া
finish = (ফিনিশ) = শেষ করা
Let me finish = (লেট মি ফিনিশ) = আমাকে শেষ করতে দাও।
why = (হোয়াই) = কেনো
go = (গো) = যাওয়া
going = (গোয়িং) = যাচ্ছ
Why you are going = (হোয়াই ইউ আর গোয়িং) = তুমি চলে যাচ্ছ কেনো?
wait = (ওয়েট) = অপেক্ষা করা
come = (কাম) = আসা
soon = (সুন) = শীঘ্রই
Wait, I am coming soon = (ওয়েট, আই এ্যাম কামিং সুন) = অপেক্ষা করুন আমি শীঘ্রই আসছি।
okay = (ওকে) = ঠিক আছে
Ok you can go = (ওকে ইউ ক্যান গো) = ঠিক আছে তুমি যেতে পার।
information = (ইনফরমেশন) = তথ্য
Give me your information = (গিভ মি ইয়োর ইনফরমেশন) = আমাকে তোমার তথ্য দাও।
but = (বাট) = কিন্তু
it = (ইট) = ইহা
remember = (রিমেম্বার) = মনে রাখা
But remember it = (বাট রিমেম্বার ইট) = কিন্তু ইহা মনে রেখো।
profession = (প্রফেশন) = পেশা
What is your profession = (হোয়াট ইজ ইয়োর প্রফেশন) = তোমার পেশা কি?
do = (ডু) = করা
don't = (ডন'ট) = করোনা / না করা
know = (নোও) = জানা
Do you know English? = (ডু ইউ নোও ইংলিশ?) = তুমি কি ইংরেজী জানো?
well = (উয়েল) = ভাল
I don't know = (আই ডন'ট নোও) = আমি জানিনা।
I don't know english well = (আই ডন'ট নোও ইংলিশ উয়েল) = আমি ভাল ইংরেজী জানিনা।
enough = (এনাফ) = যথেষ্ঠ
You know enough english = (ইউ নোও এনাফ ইংলিশ) = তুমি যথেষ্ট ইংরেজী যান।
dear = (ডিয়ার) = প্রিয়
need = (নীড) = দরকার/প্রয়োজন
friend = (ফ্রেন্ড) = বন্ধু
now = (নাউ) = এখন
Ok dear friend, I need to go now! = (ওকে ডিয়ার, আই নীড টু গো নাউ) = ঠিক আছে প্রিয় বন্ধু, আমার এখন যাওয়া দরকার।
would you like = (উড ইউ লাইক) = তুমি কি চাও
Would you like to play = (উড ইউ লাইক টু প্লে?) = তুমি কি খেলতে চাও?
Would you like to come = (উড ইউ লাইক টু কাম?) = তুমি কি আসতে চাও?
Would you like to go = (উড ইউ লাইক টু গো?) = তুমি কি যেতে চাও?
say = (ছে) = বলা
something = (সামথিং) = কিছু
Would you like to say something = (উড ইউ লাইক টু ছে সামথিং?) = তুমি কি কিছু বলতে চাও?
breakfast = (ব্রেকফাস্ট) = সকালের নাস্তা
Have you breakfast = (হেভ ইউ ব্রেকফাস্ট) = তুমি কি সকালের নাস্তা করেছ?
careful = (কেয়ারফুল) = সচেতন
should be = (শুড বি) = হয়া উচিৎ
Now you should be careful = (নাউ ইউ শুড বি কেয়ারফুল) = এখন তোমার সচেতন হওয়া উচিৎ।
consider = (কন্সিডার) = বিবেচনা
You should be consider = (ইউ শুড বি কন্সিডার) = তোমার বিবেচনা করা উচিত।
ask = (আস্ক) = জিজ্ঞাসা করা
why = (হোয়াই) = কেন?
silent = (সাইলেন্ট) = চুপ থাকা
Why you ask me? = (হোয়াই ইউ আস্ক মি?) = তুমি আমাকে জিজ্ঞেস করছ কেন?
Why you are sad? = (হোয়াই ইউ আর স্যাড?) = তোমার মন খারাপ কেন?
Why you are silent? = (হোয়াই ইউ আর সাইলেন্ট?) = তুমি চুপ কেন?
we = (উই) = আমাদের
confirm = (কনফার্ম ) = নিশ্চিত
about = (এবাউট) = সম্পর্কে / বিষয়ে
about it = (এবাউট ইট) = এ বিষয়ে
We need to confirm about it = (উই নীড টু কনফার্ম এবাউট ইট) = আমাদের এ বিষয়ে নিশ্চিত হওয়া উচিত।
cross = (ক্রস) = অতিক্রম করা
limit = (লিমিট) = সীমা/পরিমান
You are crossing your limit = (ইউ আর ক্রসিং ইয়োর লিমিট) = তুমি তোমার সীমা ছাড়িয়ে যাচ্ছ...
you are welcome = (ইউ আর ওয়েলকাম) = তোমাকে স্বাগতম
most = (মোস্ট) = অধিক।
You are most welcome = (ইউ আর মোস্ট ওয়েলকাম) = তোমাকে অনেক শুভেচ্ছা।
beautiful = (বিউটিফুল) = সুন্দর
You are so beautiful = (ইউ আর ছো বিউটিফুল) = তুমি অনেক সুন্দর।
You also beautiful = (ইউ অলসো বিউটিফুল) = তুমিও সুন্দর।
confidence = (কনফিডেন্স) = আত্নবিশ্বাস
I have most confidence = (আই হেভ মোস্ট কনফিডেন্স) = আমার অনেক আত্নবিশ্বাস আছে ।
forget = (ফরগেট ) = ভুলেযাওয়া/হারানো
never = (নেভার) = কখনো না
I never forget you = (আই নেভার ফরগোট ইউ) = আমি তোমাকে কখনো হারাবোনা।
give up = (গিভ আপ) = না মানা / তুচ্ছ করা
I never give up = (আই নেভার গিভ আপ) = আমি কখনো হার মানব না।
thought = (থট) = ভাবা/ভেবে ছিলাম/চিন্তা করেছিলাম
I never thought = (আই নেভার থট) = আমি কখনো ভাবিনি।
had = (হ্যাড) = ছিল
I never had = (আই নেভার হ্যাড) = আমার কখনো ছিলনা।
hear = (হিয়ার) = শোনা
I never heard = (আই নেভার হিয়ারড) = আমি কখনো শুনিনি।
mind = (মাইন্ড) = মনে করা
Don't mind = (ডন'ট মাইন্ড) = কিছু মনে করোনা।
ইংরেজি না জানার জন্য নিজেকে অহেতুক দোষারোপ করবে নাঃ আপনার ইংরেজি জ্ঞানের স্বল্পতা থাকতেই পারে। কিন্তু সেজন্য নিজেকে কখনোই দোষারোপ করবেন না! আপনি তো শিখতেই চাচ্ছেন এখন। কখনো না শেখার চেয়ে দেরিতে শেখাই কি ভালো না?
অনুশীলনের বিকল্প নেই, প্রয়োজনে আপনি ঘরের দরজা বন্ধ করে আয়নার সামনে দাঁড়িয়ে ইংরেজিতে কথা বলা অনুশীলন করুন এবং নিজের Voice রেকর্ড করে শুনুন। এতে আপনার Confidence বাড়বে, নিজের ভুলগুলোও বুঝতে পারবেন। ইনশাল্লাহ এটা খুবই কাজে দেয়, করেই দেখুন একবার।
তো শুরু করা যাক আজকের ক্লাস (২য় ক্লাস)
opportunity = (অপরচুনিটি) = সুযোগ
big = (বিগ) = বড়
big opportunity = (বিগ অপরচুনিটি) = বড় সুযোগ
It's a big opportunity for you = (ইট'স এ বিগ অপরচুনিটি ফর ইউ) = এটা তোমার জন্য বড় একটি সুযোগ।
really = (রিয়েলি) = আসলেই
This is really big opportunity for you = (দিস ইজ রিয়েলি বিগ অপরচুনিটি ফর ইউ) = ইহা তোমার জন্য আসলেই বড় সুযোগ।
let = (লেট) = দেওয়া
finish = (ফিনিশ) = শেষ করা
Let me finish = (লেট মি ফিনিশ) = আমাকে শেষ করতে দাও।
why = (হোয়াই) = কেনো
go = (গো) = যাওয়া
going = (গোয়িং) = যাচ্ছ
Why you are going = (হোয়াই ইউ আর গোয়িং) = তুমি চলে যাচ্ছ কেনো?
wait = (ওয়েট) = অপেক্ষা করা
come = (কাম) = আসা
soon = (সুন) = শীঘ্রই
Wait, I am coming soon = (ওয়েট, আই এ্যাম কামিং সুন) = অপেক্ষা করুন আমি শীঘ্রই আসছি।
okay = (ওকে) = ঠিক আছে
Ok you can go = (ওকে ইউ ক্যান গো) = ঠিক আছে তুমি যেতে পার।
information = (ইনফরমেশন) = তথ্য
Give me your information = (গিভ মি ইয়োর ইনফরমেশন) = আমাকে তোমার তথ্য দাও।
but = (বাট) = কিন্তু
it = (ইট) = ইহা
remember = (রিমেম্বার) = মনে রাখা
But remember it = (বাট রিমেম্বার ইট) = কিন্তু ইহা মনে রেখো।
profession = (প্রফেশন) = পেশা
What is your profession = (হোয়াট ইজ ইয়োর প্রফেশন) = তোমার পেশা কি?
do = (ডু) = করা
don't = (ডন'ট) = করোনা / না করা
know = (নোও) = জানা
Do you know English? = (ডু ইউ নোও ইংলিশ?) = তুমি কি ইংরেজী জানো?
well = (উয়েল) = ভাল
I don't know = (আই ডন'ট নোও) = আমি জানিনা।
I don't know english well = (আই ডন'ট নোও ইংলিশ উয়েল) = আমি ভাল ইংরেজী জানিনা।
enough = (এনাফ) = যথেষ্ঠ
You know enough english = (ইউ নোও এনাফ ইংলিশ) = তুমি যথেষ্ট ইংরেজী যান।
dear = (ডিয়ার) = প্রিয়
need = (নীড) = দরকার/প্রয়োজন
friend = (ফ্রেন্ড) = বন্ধু
now = (নাউ) = এখন
Ok dear friend, I need to go now! = (ওকে ডিয়ার, আই নীড টু গো নাউ) = ঠিক আছে প্রিয় বন্ধু, আমার এখন যাওয়া দরকার।
would you like = (উড ইউ লাইক) = তুমি কি চাও
Would you like to play = (উড ইউ লাইক টু প্লে?) = তুমি কি খেলতে চাও?
Would you like to come = (উড ইউ লাইক টু কাম?) = তুমি কি আসতে চাও?
Would you like to go = (উড ইউ লাইক টু গো?) = তুমি কি যেতে চাও?
say = (ছে) = বলা
something = (সামথিং) = কিছু
Would you like to say something = (উড ইউ লাইক টু ছে সামথিং?) = তুমি কি কিছু বলতে চাও?
breakfast = (ব্রেকফাস্ট) = সকালের নাস্তা
Have you breakfast = (হেভ ইউ ব্রেকফাস্ট) = তুমি কি সকালের নাস্তা করেছ?
careful = (কেয়ারফুল) = সচেতন
should be = (শুড বি) = হয়া উচিৎ
Now you should be careful = (নাউ ইউ শুড বি কেয়ারফুল) = এখন তোমার সচেতন হওয়া উচিৎ।
consider = (কন্সিডার) = বিবেচনা
You should be consider = (ইউ শুড বি কন্সিডার) = তোমার বিবেচনা করা উচিত।
ask = (আস্ক) = জিজ্ঞাসা করা
why = (হোয়াই) = কেন?
silent = (সাইলেন্ট) = চুপ থাকা
Why you ask me? = (হোয়াই ইউ আস্ক মি?) = তুমি আমাকে জিজ্ঞেস করছ কেন?
Why you are sad? = (হোয়াই ইউ আর স্যাড?) = তোমার মন খারাপ কেন?
Why you are silent? = (হোয়াই ইউ আর সাইলেন্ট?) = তুমি চুপ কেন?
we = (উই) = আমাদের
confirm = (কনফার্ম ) = নিশ্চিত
about = (এবাউট) = সম্পর্কে / বিষয়ে
about it = (এবাউট ইট) = এ বিষয়ে
We need to confirm about it = (উই নীড টু কনফার্ম এবাউট ইট) = আমাদের এ বিষয়ে নিশ্চিত হওয়া উচিত।
cross = (ক্রস) = অতিক্রম করা
limit = (লিমিট) = সীমা/পরিমান
You are crossing your limit = (ইউ আর ক্রসিং ইয়োর লিমিট) = তুমি তোমার সীমা ছাড়িয়ে যাচ্ছ...
you are welcome = (ইউ আর ওয়েলকাম) = তোমাকে স্বাগতম
most = (মোস্ট) = অধিক।
You are most welcome = (ইউ আর মোস্ট ওয়েলকাম) = তোমাকে অনেক শুভেচ্ছা।
beautiful = (বিউটিফুল) = সুন্দর
You are so beautiful = (ইউ আর ছো বিউটিফুল) = তুমি অনেক সুন্দর।
You also beautiful = (ইউ অলসো বিউটিফুল) = তুমিও সুন্দর।
confidence = (কনফিডেন্স) = আত্নবিশ্বাস
I have most confidence = (আই হেভ মোস্ট কনফিডেন্স) = আমার অনেক আত্নবিশ্বাস আছে ।
forget = (ফরগেট ) = ভুলেযাওয়া/হারানো
never = (নেভার) = কখনো না
I never forget you = (আই নেভার ফরগোট ইউ) = আমি তোমাকে কখনো হারাবোনা।
give up = (গিভ আপ) = না মানা / তুচ্ছ করা
I never give up = (আই নেভার গিভ আপ) = আমি কখনো হার মানব না।
thought = (থট) = ভাবা/ভেবে ছিলাম/চিন্তা করেছিলাম
I never thought = (আই নেভার থট) = আমি কখনো ভাবিনি।
had = (হ্যাড) = ছিল
I never had = (আই নেভার হ্যাড) = আমার কখনো ছিলনা।
hear = (হিয়ার) = শোনা
I never heard = (আই নেভার হিয়ারড) = আমি কখনো শুনিনি।
mind = (মাইন্ড) = মনে করা
Don't mind = (ডন'ট মাইন্ড) = কিছু মনে করোনা।