Logo
সহজে ইংরেজি শেখা @SohojEnglishLearn
#২৯তম ক্লাস

স্পোকেন ইংলিশ ভালো ভাবে প্রাক্টিস করার জন্য আমি এমন কিছু বাক্য নিয়ে এখানে আলোচনা করব যা আপনাকে ইংলিশ বলতে অনেক সাহায্য করবে।

তাই যারা ইংরেজিতে অনর্গল কথা বলতে চান তারা এই বাক্য গুলো অনুশিলন করবেন খুবই কাজে আসবে ইনশাল্লাহ।

আপনাকে মুখ দিয়ে ইংরেজি বলতে হবে যেমন পারেন, মনে মনে ভাবলে হবে না। আর যখনই মুখে ইংরেজি বলা শুরু করবেন তখনই নানা রকম সমস্যা সামনে আসতে শুরু করবে, সমস্যা দেখে ঘাবড়ালে চলবে না, সমস্যা গুলো এক এক করে সমাধান করে এগিয়ে যেতে হবে সামনের দিকে।

তো শুরু করা যাক আজকের ক্লাস (২৯ তম ক্লাস)

আজকের যে বিষয় আলোচনা করব তা হল (Interrogative sentence).

কথা বলতে গেলে আমরা নানা ধরনের প্রশ্ন করে থাকি।যেমনঃ

(কোথাও যাবার অনুমতি নেবার জন্য আমরা এই ভাবে প্রশ্ন করতে পারি।)
May I go? = (মে আই গো?) = আমি কি যেতে পারি?

একই ভাবে আমরা আরও কিছু প্রশ্ন করতে পারি।
May I smoke? = (মে আই স্মোক?) = আমি কি ধূমপান করতে পারি?

Am I boring you? = (এ্যাম আই বোরিং ইউ?) = আমি কি তোমাকে বিরক্ত করছি?
Are you coming? = (আর ইউ কামিং?) = তুমি কি আসছ?
Are they friends? = (আর দে ফ্রেন্ডস?) = তারা কি বন্ধু?
Am I wrong? = (এ্যাম আই রং?) = আমি কি ভূল?

Is this your bike? = (ইজ দিস ইয়োর বাইক?) = এটি কি আপনার বাইক?
Is his father a doctor? = (ইজ হিস ফাদার এ ডক্টর) = তার বাবা কি ডাক্তার?

Will she come? = (উইল শি কাম?) = সে কি আসবে?
Will he get well? = (উইল হি গেট উয়েল?) = সে কি সুস্থ হয়ে উঠবে?
Will it rain today? = (উইল ইট রেইন টুডে?) = আজ কি বৃষ্টি হবে?
Will you do a thing? = (উইল ইউ ডু এ থিং?) = তুমি একটা কাজ করবে?
Shall I bring it? = (শ্যাল আই ব্রিং ইট?) = আমি কি এটা এনে দেব?

Do you have a family? = (ডু ইউ হেভ এ ফ্যামিলি?) = তোমার কি পরিবার আছে?
Do you have a fever? = (ডু ইউ হেভ এ ফিভার?) = তোমার কি জ্বর আছে?
Don't you know his name? = (ডন'ট ইউ নোও হিস নেইম?) = তুই কি ওর নাম জানিস না?
Do they know? = (ডু দে নোও?) = তারা কি জানে?
Do you know? = (ডু ইউ নোও?) = তুমি কি জানো?
Did you call me? = (ডিড ইউ কল মি?) = তুমি কি আমাকে কল করেছিলে?

Can I eat this? = (ক্যান আই ইট দিস?) = আমি কি এটি খেতে পারি?
Can you answer this? = (ক্যান ইউ আনসার দিস?) = আপনি কি এর উত্তর দিতে পারেন?

What are you doing? = (হোয়াট আর ইউ ডুয়িং?) = তুমি কি করছ?
What do you do? = (হোয়াট ডু ইউ ডু?) = আপনি কি করেন?
What did you buy? = (হোয়াট ডিড ইউ বাই?) = তুমি কি কিনেছিলে?

What does it mean? = (হোয়াট ডাজ ইট মিন?) = এর মানে কি?
What happened? = (হোয়াট হ্যাপেন্ড?) = কি ঘটেছিল?

What is the matter? = (হোয়াট ইজ দা ম্যাটার?) = ব্যাপারটা কি?
What is the reason? = (হোয়াট ইজ দা রিজন?) = কারণ কি?
What's the news? = (হোয়াট'স দা নিউজ?) = খবর কি?
What are you looking for? = (হোয়াট আর ইউ লুকিং ফর?) = আপনি কি খুঁজছেন?

What's this? = (হোয়াট'স দিস?) = এটা কী?
What do you have? = (হোয়াট ডু ইউ হেভ?) = তোমার কী আছে?
What does this mean? = (হোয়াট ডাজ দিস মিন?) = এটার মানে কি?
What are they doing? = (হোয়াট আর দে ডুয়িং?) = তারা কি করছে?
Which is mine? = (হুইচ ইজ মাইন?) = কোনটি আমার?

Which is better? = (হুইচ ইজ বেটার?) = কোনটা ভাল?
Which one is ours? = (হুইচ ওয়ান ইজ আওয়ারস?) = কোনটি আমাদের?
Which one is real? = (হুইচ ওয়ান ইজ রিয়েল?) = কোনটি আসল?

Which one is the best? = (হুইচ ওয়ান ইজ দা বেস্ট?) = কোনটি সবচাইতে ভাল?
How do you do? = (হাউ ডু ইউ ডু?) = আপনি কেমন আছেন?
How old are you? = (হাউ ওল্ড আর ইউ? ) = আপনার বয়স কত?

How can I help? = (হাউ ক্যান আই হেল্প?) = আমি কিভাবে সাহায্য করতে পারি?
How was lunch? = (হাউ ওয়াজ লাঞ্চ?) = দুপুরের খবার কেমন ছিল?
How much is this dress? = (হাউ মাচ ইজ দিস ড্রেস?) = এই পোশাকটির দাম কত?

When do we start? = (হোয়েন ডু উই স্টার্ট?) = আমরা কখন শুরু করবো?
When can we eat? = (হোয়েন ক্যান উই ইট?) = আমরা কখন খেতে পারি?
Where are you from? = (হয়ার আর ইউ ফ্রম?) = তুমি কোথা থেকে এসেছ?

Where's it from? = (হয়ার'স ইট ফ্রম?) = এটা কোথা থেকে এসেছে?
Where shall we meet? = (হয়ার শ্যাল উই মীট?) = কোথায় আমরা দেখা করব?

Who is coming? = (হো ইজ কামিং? ) = কে আসছে?
Who is it? = (হো ইজ ইট?) = এটা কে?
Who broke this? = (হো ব্রোক দিস?) = কে ভেঙেছে?

Who knows? = (হো নোওস?) = কে জানে?
Who stole the apple? = (হো স্টোল দা এপল?) = কে আপেল চুরি করেছে?

Why is the road close? = (হোয়াই ইজ দা রোড ক্লোজ?) = রাস্তা কেন বন্ধ?
Why did this happen? = (হোয়াই ডিড দিস হ্যাপেন?) = এটা কেন হল?

পারলে উপরের বাক্য গুলো মুখস্ত করে ফেলুন। দ্রুত বলার চেষ্টা করুন। এটা ছিল একটা অনুশিলন পর্ব। আমরা চেষ্টা করলাম কিছু প্রশ্ন করা শিখতে। যা আমাদের প্রতিদিন ব্যাবহার করতেই হয়। এগুলি আপনারা অভ্যাস করুন, তাহলে আপনারা দ্রুত ইংরেজি বলা শিখে যাবেন। ইনশাল্লাহ।

উপরের প্রশ্নগুলোর উত্তর আপনারাই দিতে চেষ্টা করুন। তাহলে ইংরেজি শিখাটা সহজ হবে।

অনেকেই মনে করেন ইংরেজি গ্রামার জানলে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। মনে রাখবেন ইংরেজি গ্রামার আপনাকে পারফেক্ট করে তুলে কিন্তু বলতে শেখায় না।
ইংরেজি বলতে গেলে লাগবে অনেক ধরনের বাক্য। বাক্য ছাড়া ইংরেজি বলা সম্ভব নয়।

আপনাকে বিভিন্ন বিষয়ের উপর বাক্য শুনতে হবে, কিছু কিছু মনে রাখতে হবে এবং তার সাথে নিয়মিত অনুশিলন করতে হবে।
আজকের মত এখানেই শেষ, আমাদের সাথে থাকুন এবং অনর্গল ইংরেজিতে কথা বলুন।
7 months ago

No replys yet!

It seems that this publication does not yet have any comments. In order to respond to this publication from সহজে ইংরেজি শেখা , click on at the bottom under it