Logo
সহজে ইংরেজি শেখা @SohojEnglishLearn
#১৮তম ক্লাস

আপনি যদি দ্রুত ইংরেজি শিখতে চান তবে আপনি কোন লেভেলে আছেন এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। যদি আপনার ইংলিশ এখনো বেসিক লেভেলের হয়। অর্থাৎ, আপনার কাছে যদি ইংরেজি আর্টিকেল পড়তে কঠিন মনে হয়। তবে, এখনই আপনাকে New York Times বা ওই জাতীয় কোন পত্রিকা পড়ার দরকার নেই।

কেননা এটি কেবলই আপনাকে নিরুৎসাহিত করবে। আপনি প্রথম অবস্থায় আমাদের ৩০ টি ক্লাসের প্রতিটা লাইন মনযোগ দিয়ে পড়ুন এবং মুখস্ত করে ফেলুন আত্মবিশ্বাসের সাথে এবং ইংরেজি বিভিন্ন ছোট ছোট আর্টিকেল পড়ে দেখতে পারেন।

তো শুরু করা যাক আজকের ক্লাস (১৮ তম ক্লাস)

there = (দেয়ার) = সেখানে / ঐ বিষয়ে
anything else = (এ্যানিথিং এলস) = আর কিছু
to say = (টু ছে) = বলার
Is there anything else to say? = (ইজ দেয়ার এ্যানিথিং এলস টু ছে?) = আর কিছু বলার আছে?

just = (জাস্ট) = এই / ঠিক / সবে মাত্র
I am just coming / Just coming. = (আই এ্যাম জাস্ট কামিং/ জাস্ট কামিং) = আমি এই আসছি।

Not at all. = (নট এ্যাট অল) = একেবারেই না / মোটেও না।
a little = (এ লিটল) = একটু/ সামান্য
a bit = (এ বিট) = একটু
a least = (এ লিস্ট) = কমপক্ষে
Not a little/bit or Not a least. = (নট এ লিটল/বিট অর নট এ লিস্ট) = একটুও না/নয়।
wish = (উইশ) = ইচ্ছা
As you wish. = (এ্যাস ইউ উইশ) = আপনার যেমন ইচ্ছা।
Why not? = (হোয়াই নট?) = কেন নয়?
Have fun. = (হেভ ফান) = আনন্দ কর ।
Why me? = (হোয়াই মি?) = আমিই কেন?
Go slow. = (গো স্লো) = আস্তে যাও।
I am full. = (আই এ্যাম ফুল) = আমার পেট ভরে গেছে।

That's = (দ্যাট'স) = এটাই
enough = (এনাফ) = যথেষ্ট
That's enough. = (দ্যাট'স এনাফ) = যথেষ্ট হয়েছে। / এটাই যথেষ্ট।
too much = (ঠু মাচ) = অতিরিক্ত / অনেক
That's too much. = (দ্যাট'স ঠু মাচ) = অনেক হয়েছে।
sure = (সিয়োর) = নিশ্চিত
Are you sure? = (আর ইউ সিয়োর?) = তুমি কী নিশ্চিত?
cold = (কোল্ড) = ঠান্ডা / শীত
I am cold. = (আই এ্যাম কোল্ড) = আমার শীত করছে।
Watch out. = (ওয়াচ আউট) = দেখে / সাবধানে।
got it = (গট ইট) = বুঝেছি / বুঝতে পারলাম
I got it. = (আই গট ইট) = আমি বুঝতে পারলাম।
feeling = (ফিলিং) = বোধ করছি
much = (মাচ) = অনেক
better = (বেটার) = ভাল
I'm feeling much better. = (আই'ম ফিলিং মাচ বেটার) = আমি অনেক ভাল বোধ করছি।

fainted = (ফেইন্টেড) = অজ্ঞান/ অচেতন
I fainted. = (আই ফেইন্টেড) = আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম ।

fast = (ফাস্ট) = দ্রুত
Do it fast. = (ডু ইট ফাস্ট) = এটা দ্রুত কর।
never = (নেভার) = কখনই না
mind = (মাইন্ড) = মন / চিন্তা / ভাবনা
Never mind. = (নেভার মাইন্ড) = কিছু মানে করো না।
again = (এগেইন) = আবার
come again. = (কাম এগেইন) = আবার আসবেন।
leaving = (লিভিং) = চলে যাচ্ছি
I'm leaving. = (আই'ম লিভিং) = আমি চলে যাচ্ছি।
Stay = (স্টে) = থাকো
a little = (এ লিটল) = একটু খানি
longer = (লংগার) = দীর্ঘ / আরও
Stay a little longer. = (স্টে এ লিটল লংগার) = আরও একটু খানি থাকো।

used to = (ইউজড টু) = অভ্যস্ত
I'm used to it. = (আই'ম ইউজড টু ইট) = আমি এতে অভ্যস্ত।

Let me speak. = (লেট মি স্পিক) = আমাকে বলতে দাও।

Don't try to call me. = (ডন'ট ট্রাই টু কল মি) = আমাকে ফোন করার চেষ্টা করবে না।

Don't say anything. = (ডন'ট ছে এ্যানিথিং) = কিছুই বলো না।

in time = (ইন টাইম) = সময়মত
Do it in time. = (ডু ইট ইন টাইম) = এটা সময়মত করে দিও।

delightful = (ডিলাইটফুল) = আনন্দদায়ক/ মজা
How delightful it is! = (হাউ ডিলাইটফুল ইট) = কী মজা ছিল!
How do you say it in Bengali? = (হাউ ডু ইউ ছে ইট ইন বেংগলি?) = আপনি এটাকে বাংলায় কীভাবে বলবেন?
9 months ago

No replys yet!

It seems that this publication does not yet have any comments. In order to respond to this publication from সহজে ইংরেজি শেখা , click on at the bottom under it