Logo
সহজে ইংরেজি শেখা @SohojEnglishLearn
#১৯তম ক্লাস

আমাদের প্রায় সকলেরই ইংরেজি শব্দভাণ্ডার খুবই সীমিত। আর এটি হল ইংরেজিতে দক্ষতা অর্জনের ক্ষেত্রে সবচাইতে বড় বাধা। ইংলিশ গ্রামারের চাইতেও অধিক গুরুত্বপূর্ণ এই ভোকাবুলারি। তাই প্রতিনিয়ত নতুন নতুন ইংরেজি শব্দ শেখার চেষ্টা করুন। আপনাদের সুবিধার্থে অ্যাপসটির শেষের দিকে কিছু প্রয়োজনীয় শব্দের অর্থ (Vocabulary) দিয়ে দিলাম, সেখন থেকে সহজ শব্দগুলোই শিখুন, যেগুলো আপনি কথা বলার সময় ব্যবহার করতে পারবেন।

তো শুরু করা যাক আজকের ক্লাস (১৯ তম ক্লাস)

খুব সহজে ইংরেজিতে কথা বলার জন্য কিছু নিত্যপ্রয়োজনীয় বাক্য -

What is your name please? = (হোয়াট ইজ ইয়োর নেইম প্লিজ?) = আপনার নাম জানতে পারি কি?

reason = (রিজন) = কারণ
What is the reason? = (হোয়াট ইজ দা রিজন) = কারণ টা কি?

trouble = (ট্রাবল) = গোলমাল
What is the trouble? = (হোয়াট ইজ দা ট্রাবল?) = গোলমাল টা কি?

matter = (ম্যাটার) = ব্যাপার
What is the matter? = (হোয়াট ইজ দা ম্যাটার?) = কি ব্যাপার?

looking for = (লুকিং ফর) = খুঁজছি
What are you looking for? = (হোয়াট আর ইউ লুকিং ফর?) = আপনি কি খুজছেন?

happened = (হ্যাপেন্ড) = ঘটেছিলো / হয়েছিলো
What has happened? = (হোয়াট হ্যাস হ্যাপেন্ড?) = কি হয়েছে?

tonight = (টুনাইট) = আজ রাতে
What will you do tonight? = (হোয়াট উইল ইউ ডু টুনাইট?) = আজ রাতে তুমি কি করবে?

What shall I do for you? = (হোয়াট শ্যাল আই ডু ফর ইউ?) = বলুন আমি কি করতে পারি?

where = (হয়ার) = কোথায়
live = (লিভ) = বাস করা / থাকো
Where do you live? = (হয়ার ডু ইউ লিভ?) = আপনি কোথায় থাকেন?

Where we shall meet? = (হয়ার উই শ্যাল মীট?) = আমরা কোথায় দেখা করব?

How do you do? = (হাউ ডু ইউ ডু?) = আপনি কেমন আছেন?

How is the family? = (হাউ ইজ দা ফ্যামিলি?) = বাড়ির সকলে ভাল তো?

How do we go? = (হাউ ডু উই গো?) = কেমন করে যাবো?

so sad = (ছো স্যাড) = খুব দুঃখজনক / বিষণ্ণ / খারাপ
Why are you looking so sad? = (হোয়াই আর ইউ লুকিং ছো স্যাড?) = তোমাকে মন খারাপ দেখাচ্ছে কেন?

When did you come? = (হোয়েন ডিড ইউ কাম?) = কখন এলে?

Who is there? = (হু ইজ দেয়ার?) = কে ওখানে?
Who is coming? = (হো ইজ কামিং?) = কে আসছে?
Watch out! / Be careful! = (ওয়াচ আউট / বি কেয়ারফুল) = সাবধান!
Did you call me? = (ডিড ইউ কল মি?) = আপনি কি আমায় ডেকে ছিলেন?

Are you coming? = (আর ইউ কামিং?) = আপনি কি আসছেন?
Is he coming? = (ইজ হি কামিং?) = সে কি আসছে?
Did he come? = (ডিড হি কাম?) = সে কি এলো?
Did they come? = (ডিড দে কাম?) = তারা কি এলো?
Did you know? = (ডিড ইউ নোও?) = তুমি জানো কি?
The sooner the better. = (দা সুনার দা বেটার) = যত তাড়াতাড়ি হয়, ততই ভাল।

pretty = (প্রিটি) = সুন্দর / বেশ মনোরম
beautiful = (বিউটিফুল) = সুন্দর
quite beautiful = (কুয়াইট বিউটিফুল) = বেশ সুন্দর
The girl is pretty beautiful. / The girl is quite beautiful. = (দা গার্ল ইজ প্রিটি বিউটিফুল / দা গার্ল ইজ কুয়াইট বিউটিফুল) = মেয়েটি বেশ সুন্দর।

The food is hot. = (দা ফুড ইজ হট) = খাবার গরম।

The Mayna is beautiful bird. = (দা ময়না ইজ বিউটিফুল বার্ড) = ময়না সুন্দর পাখি।

beasts = (বীস্টস) = পশুদের
The lion is the king of beasts. = (দা লাইয়ন ইজ দা কিং অব বীস্টস) = সিংহ পশুদের রাজা।

needs = (নিডস) = দরকার
cleaned = (ক্লিন্ড) = পরিষ্কার করা
The house needs to be cleaned. = (দা হাউস নিডস টু বি ক্লিন্ড) = ঘরটি পরিষ্কার করা দরকার।

over = (ওভার) = শেষ
The day is over. = (দা ডে ইজ ওভার) = দিন শেষ হয়েছে।

I came here for the first time. = (আই কেইম হেয়ার ফর দা ফাস্ট টাইম) = আমি এখানে প্রথমবার এসেছি।

We like it very much. = (উই লাইক ইট ভেরি মাচ) = আমরা এটা খুব পছন্দ করি।

May I go? = (মে আই গো?) = আমি কি যেতে পারি?
misunderstand = (মিসআন্ডারস্ট্যান্ড) = ভুল বুঝা
You misunderstand me. = (ইউ মিসআন্ডারস্ট্যান্ড মি) = তুমি আমাকে ভুল বুঝেছো।

skeptical = (স্কেপ্টিকল) = সন্দেহ প্রবন
You are a skeptical. = (ইউ আর এ স্কেপ্টিকল) = তুমি সন্দেহ প্রবন?

wrong = (রং) = ভুল
You are wrong. = (ইউ আর রং) = তুমি ভুল করেছ।
blowing = (ব্লোওয়িং) = ফুঁ দেওয়া
Eat with blowing. = (ইট উইথ ব্লোওয়িং) = ফুঁ দিয়ে খাও।
Always. = (অলওয়েজ) = সব সময়।
9 months ago

No replys yet!

It seems that this publication does not yet have any comments. In order to respond to this publication from সহজে ইংরেজি শেখা , click on at the bottom under it