Logo
সহজে ইংরেজি শেখা @SohojEnglishLearn
#৩য় ক্লাস

সবকিছু অনুবাদ করতে যাবেন না। আপনার হয়তো মনে হতে পারে, ইংরেজি যখন শিখছিই তখন সব কিছুরই বঙ্গানুবাদ শিখে রাখা দরকার। আপনি চেয়ারকে "কেদারা" বলা শুরু করলেন। অথবা কোন Phrase কে আপনি বাংলায় অনুবাদ করে শেখার চেষ্টা করলেন।

ভুলেও এই কাজ করতে যাবেন না। এটা আপনার শেখার গতিকে একেবারেই কমিয়ে দিবে। তার চেয়ে বড় কথা ভালো ইংরেজি জানার জন্য এসব জানাটা মুখ্য কোন বিষয় নয়। ভুল করার ভয় করবেন না, মানুষ হয়ে যখন জন্মেছেন, ভুল আপনার হবেই। কিন্তু সেই ভুলের ভয় করে হাত পা গুঁটিয়ে বসেও থাকা যাবে না।

ইংরেজিতে কথা বলতে গিয়ে, লিখতে গিয়ে আপনি যত বেশি ভুল করবেন, তত দ্রুতই শিখতে পারবেন। ধীরে ধীরে ভুলের মাত্রা আপনা আপনিই কমে আসবে। আপনি নিজেই পার্থক্য বুঝতে পারবেন।

তো শুরু করা যাক আজকের ক্লাস (৩য় ক্লাস)

some = (ছাম) = কিছু
work = (ওয়ার্ক) = কাজ
in = (ইন) = ভিতরে/মধ্যে
home = (হোম) = বাড়ি
because = (বিকৌজ) = কারণ
I have = (আই হেভ) = আমার আছে
Because I have some work at my home = (বিকৌজ আই হেভ ছাম ওয়ার্ক এ্যাট মাই হোম) = কারণ বাড়িতে আমার কিছু কাজ আছে।

bye = (বাই) = বিদায়
Ok dear, bye = (ওকে ডিয়ার, বাই) = ঠিক আছে প্রিয়, বিদায়।

see = (সি) = দেখা
again = (এগেইন) = আবার
Ok see you again. = (ওকে, সি ইউ এগেইন) = ঠিক আছে আবার তোমার সাথে দেখা হবে।

trying = (ট্রাইং) = চেষ্টা করছে
grow = (গ্রো) = বেড়ে উঠা / বড় করা
himself = (হিমসেলফ) = সে নিজেকে
He is trying to grow himself = (হি ইজ ট্রাইং টু গ্রো হিমসেলফ) = সে নিজেকে বড় করার চেষ্টা করছে।

teacher = (টিচার) = শিক্ষক
primary = (প্রাইমারী) = প্রাথমিক
school = (স্কুল) = বিদ্যালয়
Teacher of primary school = (টিচার অব প্রাইমারি স্কুল) = প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

selfish = (ছেলফিশ) = স্বার্থপর
You are a selfish = (ইউ আর এ ছেলফিশ) = তুমি একটা স্বার্থপর।

perfect = (পারফেক্ট) = নিখুত
solution = (সল্যুশন) = সমাধান
Perfect solution = (পারফেক্ট সল্যুশন) = নিখুত সমাধান।

tell = (টেল) = বলা
tell me = (টেল মি) = আমাকে বল
address = (এড্রেস) = ঠিকানা
Tell me your address = (টেল মি ইয়োর এড্রেস) = আমাকে তোমার ঠিকানা বল।

home = (হোম) = বাড়ি
I will go your home = (আই উইল গো ইয়োর হোম) = আমি তোমার বাড়ি যাব।

because = (বিকৌজ) = কারণ
need = (নীড) = দরকার
solution = (সল্যুশন) = সমাধান
Because i need a solution = (বিকৌজ আই নীড এ সল্যুশন) = কারণ আমার একটা সমাধান দরকার।

here = (হেয়ার) = এখানে
Are you here? = (আর ইউ হেয়ার?) = তুমি কি এখানে আছ?

yeah = (ইয়াহ) = হ্যা
listening = (লিসনিং) = শুনছি।
Yeah I am listening = (ইয়াহ আই এ্যাম লিসনিং) = হ্যা আমি শুনছি।

can = (ক্যান) = পারা
tell = (টেল) = বলা
Can you tell? = (ক্যান ইউ টেল?) = তুমি বলতে পার?

mom = (মম) = মা
Hi mom = (হাই মম) = হায় মা/ওই মা/ ওহে মা।
under = (আন্ডার) = নিচে /অধিনে
Under the sea = (আন্ডার দা সি) = সমুদ্রের নিচে।

workers = (ওয়ার্কার্স ) = শ্রমিকরা
working = (ওয়ার্কিং) = কাজ করছে
my under = (মাই আন্ডার) = আমার অধিনে
Workers is working in my under = (ওয়ার্কার্স আর ওয়ার্কিং ইন মাই আন্ডার) = শ্রমিকরা আমার অধিনে কাজ করছে।

let = (লেট) = দাও
him = (হিম) = তাকে
know = (নোও) = জানা
Let him know = (লেট হিম নোও) = তাকে জানতে দাও।

me = (মি) = আমাকে
finish = (ফিনিশ) = শেষ করা
Let me finish = (লেট মি ফিনিশ) = আমাকে শেষ করতে দাও।

see = (সি) = দেখা
Let me see = (লেট মি সি) = আমাকে দেখতে দাও।
where = (হয়ার) = কোথায়
Where we are going? = (হয়ার উই আর গোয়িং?) = আমরা কোথায় যাচ্ছি?

afraid = (এফ্রেইড) = ভয় পাওয়া
Don't be afraid = (ডন'ট বি এফ্রেইড) = ভয় পেও না।
always = (অলওয়েজ) = সবসময়
with = (উইথ) = সাথে
I am always with you = (আই এ্যাম অলওয়েজ উইথ ইউ) = আমি সবসময় তোমার সাথে আছি।

there = (দেয়ার) = সেখানে
distance = (ডিসটেন্স) = দূরত্ব
There was some distance = (দেয়ার ওয়াজ ছাম ডিসটেন্স) = সেখানে কিছু দূরত্ব ছিল।

wear = (ওয়্যার) = পরিধান করা
Wear this shirt = (ওয়্যার দিস শার্ট) = এই জামাটি পর।

standing = (স্ট্যান্ডিং) = দাঁড়িয়ে থাকা
on the way = (অন দা ওয়ে) = রাস্তায়
I am standing on the way = (আই এ্যাম স্ট্যান্ডিং অন দা ওয়ে) = আমি রাস্তায় দাঁড়িয়ে আছি।

fine = (ফাইন) = ভাল
I am fine = (আই এ্যাম ফাইন) = আমি ভাল।

in love = (ইন লাভ) = প্রেমে পরা
I am in love with you = (আই এ্যাম ইন লাভ উইথ ইউ) = আমি তোমার প্রেমে পরে গেছি।

interested = (ইন্টেরেস্টেড) = আগ্রহী
I am interested = (আই এ্যাম ইন্টেরেস্টেড) = আমি আগ্রহী।
7 months ago

No replys yet!

It seems that this publication does not yet have any comments. In order to respond to this publication from সহজে ইংরেজি শেখা , click on at the bottom under it