Logo
সহজে ইংরেজি শেখা @SohojEnglishLearn
#২০তম ক্লাস

আজকের ক্লাসটি তাদের জন্য যারা একদমই ইংরেজিতে কথা বলতে পারে না । ইংরেজিতে কথা না বলতে পারার অনেক কারণ হতে পারে , যেমন কেউ ভয় পায় কেউ বা আবার বলতে পারে কিন্তু লজ্জা পায় । ইংরেজি বলা খুবই সহজ আর এটার জন্য অবশ্যই প্রথমে ভয় আর লজ্জা কাটাতে হবে তবেই আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন । ইংরেজি শেখার জন্য অনেক ধৈর্য দরকার আর প্র্যাকটিস করতে হবে নিয়মিত ।

আপনি বাংলা ভাষা কিন্তু ৩ বা ৪ মাসেই শিখে ফেলেন নি। এর জন্য আপনাকে প্রায় ৩ বা ৪ বছর পর্যন্ত শুধু মানুষের মুখের কথা শুনতে হয়েছে। তারপর একটু একটু করে মাম বলতে শিখেছেন। মাম মাম বলতেন বলতে একদিন ধীরে ধীরে সেটা পানি খাবো পর্যন্ত এসেছে। এখন হয়তো আপনি সাহিত্য ব্যাবহার করতে পারেন।

এটা কিন্তু হতে সময় লেগেছে। ইংরেজির ক্ষেত্রেও তাই।

তো শুরু করা যাক আজকের ক্লাস (২০ তম ক্লাস)

weather = (ওয়েদার) = আবহাওয়া
What is the weather like? = (হোয়াট ইজ দা ওয়েদার লাইক?) = আবহাওয়া কি রকম?

cook =(কুক) =
রান্না tonight = (টুনাইট) = আজ রাতে
What will you cook tonight? = (হোয়াট উইল ইউ কুক টুনাইট?) = আজ রাতে কি রান্না করবে?

next = (নেক্সট) = পরে
What shall we do next? = (হোয়াট শ্যাল উই ডু নেক্সট?) = এর পরে কি করব?
What's the time? = (হোয়াট'স দা টাইম?) = কটা বাজে?
What did you say? = (হোয়াট ডিড ইউ ছে?) = কি বললেন?
matter = (ম্যাটার) = ব্যাপার

What's the matter? = (হোয়াট'স দা ম্যাটার) = কি ব্যাপার?

What's the matter with it? = (হোয়াট'স দা ম্যাটার উইথ ইট?) = এটার কি হয়েছে?

What's the matter with you? = (হোয়াট'স দা ম্যাটার উইথ ইউ?) = তোমার কি হয়েছে?

What's it like? = (হোয়াট'স ইট লাইক?) = কি রকম?

happened = (হ্যাপেন্ড) = ঘটেছে / হয়েছে
What happened? = (হোয়াট হ্যাপেন্ড?) = কি হয়েছে?

What's that? = (হোয়াট'স দ্যাট?) = কি হল?

Why? = (হোয়াই?) = কেন?
Why not? = (হোয়াই নট?) = কেন নয়?

trouble = (ট্রাবল) = কষ্ট
Why trouble? = (হোয়াই ট্রাবল?) = কেন কষ্ট করবে?

certainly = (সাটেনলি) = নিশ্চয়ই / অবশ্যই
Why, certainly. = (হোয়াই, সাটেনলি) = বাহ! নিশ্চয়ই!
There you are! = (দেয়ার ইউ আর!) = এই যে আপনি! / আপনি এখানে!
There he is going. = (দেয়ার হি ইজ গোয়িং) = ঐ যে যাচ্ছে।

that'll = (দ্যাট'ল) = ওটা হবে
suit = (সুট) = মানানসই করা
perfectly = (পারফেক্টলি) = পুরোপুরি
That'll suit me perfectly. = (দ্যাট'ল সুট মি পারফেক্টলি) = ওটা আমার পুরোপুরি মানাবে।

That's right. = (দ্যাট'স রাইট) = সেটা সত্যি।
That's all. = (দ্যাট'স অল) = ঐ সব।
That's better. = (দ্যাট'স বেটার) = ওটা ভালো।
That won't do. = (দ্যাট ওয়ন'ট ডু) = ওতে চলবে না।
Which way? = (হুইচ ওয়ে?) = কোন দিকে?
Which one? = (হুইচ ওয়ান?) = কোনটা?
wait = (ওয়েট) = অপেক্ষা
Won't you wait? = (ওয়ন'ট ইউ ওয়েট?) = অপেক্ষা করবে না?

sit down = (সিট ডাউন) = বসিয়া পড়া
Won't you sit down? = (ওয়ন'ট ইউ সিট ডাউন?) = বসবেন না?

Won't you come and have some tea with me? = ওয়ন'ট ইউ কাম এ্যান্ড হেভ ছাম টি উইথ মি?) = আমার সাথে একটু চা খাবেন না?

Well now. = (উয়েল নাউ) = এখন ভালো / তাহলে এবার।
Well, what about it? = (উয়েল, হোয়াট এবাউট ইট?) = তাহলে কি করা যাবে?

surprised = (সাপ্রাইজড) = অবাক/ বিস্মিত
Well, I am surprised. = (উয়েল, আই এ্যাম সাপ্রাইজড) = বাহ, অবাক হলাম।

Well, well. = (উয়েল, উয়েল) = বেশ, বেশ।
Well, then = (উয়েল, দ্যান) = বেশ, তাহলে।
Well, it's like this. = (উয়েল, ইট'স লাইক দিস) = ব্যাপারটা এই রকম।

Very good. = (ভেরি গুড) = খুব ভালো।
Very likely. = (ভেরি লাইকলি) = খুব সম্ভবত।
Very likely not. = (ভেরি লাইকলি নট) = সম্ভবত নয়।
Very well. = (ভেরি উয়েল) = বেশ।
Very well and thank you. = (ভেরি উয়েল এ্যান্ড থ্যাংক ইউ) = বেশ, ধন্যবাদ।

Yes, It's all right. = (ইয়েস, ইট'স অল রাইট) = হ্যাঁ, ঠিকই আছে।
Yes, I think so. = (ইয়েস, আই থিঙ্ক ছো) = হ্যাঁ, তাই মনে হয়।
Yes, Got it. = (ইয়েস, গট ইট) = হ্যাঁ, বুঝেছি।
This way = (দিস ওয়ে) = এই দিকে / এই পথে
This way please. = (দিস ওয়ে প্লিজ) = এই দিকে আসুন।

Give me some tea. = (গিভ মি ছাম টি) = আমাকে একটু চা দিও।

Help yourself = (হেল্প ইয়োরসেলফ) = নিজেকে সাহায্য করুন

Help yourself, please. = (হেল্প ইয়োরসেলফ, প্লিজ) = আপনি নিজে নিন।

clear. = (ক্লেয়ার) = পরিষ্কার করা
Clear the table. = (ক্লেয়ার দা টেইবল) = টেবিল পরিষ্কার করো।

Bring = (ব্রিং) = আনা
Bring a plate for me. = (ব্রিং এ প্লেট ফর মি) = আমার জন্য একটি প্লেট আনো।

Have a lot of time. = (হেভ এ লট অব টাইম) = অনেক সময় আছে।

thirsty = (থাস্টি) = তৃষ্ণার্ত
I feel very thirsty. = (আই ফীল ভেরি থাস্টি) = আমার বড় তেষ্টা পেয়েছে।

cake = (কেক) = পিঠা Will you have some cake? = (উইল ইউ হেভ ছাম কেক?) = একটু পিঠা নেবেন?

enough = (এনাফ) = যথেষ্ট / পর্যাপ্ত
Have enough time. = (হেভ এনাফ টাইম) = যথেষ্ট সময় আছে।
7 months ago

No replys yet!

It seems that this publication does not yet have any comments. In order to respond to this publication from সহজে ইংরেজি শেখা , click on at the bottom under it