Logo
সহজে ইংরেজি শেখা @SohojEnglishLearn
#১৬তম ক্লাস

"আপনি কি শিখবেন?" তার আগে জানা দরকার "কেন শিখবেন?" এভাবে শুরু করুন। অর্থাৎ আপনি নিজেকে প্রশ্ন করুন কেন আপনি ইংরেজি শিখতে চান? ভেবে দেখুন আপনি আপনার মস্তিষ্কে একবার যদি ঢুকাতে পারেন আপনার ইংরেজি শেখার কারণটা কি বা ইংরেজি শেখাটা আপনার জন্য কেন এত গুরুত্বপূর্ণ।

তাহলে আপনার মস্তিষ্কই আপনাকে প্রতিনিয়ত অনুপ্রেরণা যোগাবে ইংরেজি শিক্ষার জন্য। অর্ধেকটা সফলতা এর ওপরই নির্ভর করে।

তো শুরু করা যাক আজকের ক্লাস (১৬ তম ক্লাস)

stand = (স্ট্যান্ড) = সহ্য করা / বরদাস্ত করা
anymore = (এনিমোর) = আর
I can't stand you anymore. = (আই কান'টস্ট্যান্ড ইউ এনিমোর) = আমি তোমাকে আর সহ্য করতে পারছি না।

grit = (গ্রিট) = কঙ্কর / বালি
I have grit in my eyes. = (আই হেভ গ্রিট ইন মাই আইস) = আমার চোখে বালু গেছে।

You do not love me anymore. = (ইউ ডু নট লাভ মি এ্যানিমোর) = তুমি আমাকে আর ভালোবাসো না।

Say a word and you will die. = (ছে এ ওয়ার্ড এ্যান্ড ইউ উইল ডাই) = একটা কথা বলবে তো মরবে।

So be it. = (ছো বি ইট) = তবে তাই হোক।
stroked = (স্ট্রোকড) = হাত বুলিয়ে দেওয়া
He stroked my hair. = (হি স্ট্রোকড মাই হেয়ার) = সে আমার চুলে হাত বুলিয়ে দিল ।

sight = (সাইট) = দৃষ্টি
mind = (মাইন্ড) = মন
Out of sight is out of mind. = (আউট অব সাইট আউট অব মাইন্ড) = দৃষ্টির বাইরে মনের বাইরে।

wonderful = (ওয়ান্ডারফুল) = চমৎকার
experience = (এক্সপেরিয়েন্স) = অভিজ্ঞতা
I had a wonderful experience. = (আই হ্যাড এ ওয়ান্ডারফুল এক্সপেরিয়েন্স) = চমৎকার একটা অভিজ্ঞতা হয়েছিলো।

feel = (ফীল) = অনুভব করা
heart = (হার্ট) = হৃদয়
I can feel in my heart. = (আই ক্যান ফীল ইন মাই হার্ট) = আমি আমার হৃদয়ে অনুভব করতে পারি।

Who says this to you? = (হো ছেস দিস টু ইউ?) = কে তোমাকে বললো এ কথা ?

Will you be here? = (উইল ইউ বি হেয়ার?) = তুমি কি এখানে থাকবে?

often = (অফেন) = ঘনঘন / প্রায়ই
Why don't you see me often? = (হোয়াই ডন'ট ইউ সি মি অফেন?) = তুমি কেন ঘনঘন আমার সাথে দেখা করো না?

fired = (ফাইয়ার্ড) = চাকরীচ্যুত / বরখাস্ত

I'm fired. = (আই'ম ফাইয়ার্ড) = আমাকে চাকরীচ্যুত করা হয়েছে।

quitted = (কুইটেড) = চাকরি ছেড়ে দিয়েছি
I have quitted my job. = (আই হেভ কুইটেড মাই জব) = আমি চাকরি ছেড়ে দিয়েছি ।

fixed = (ফিক্স) = নির্ধারিত
Give me a fixed date. = (গিভ মি এ ফিক্স ডেট) = আমাকে নির্ধারিত তারিখ দাও।

lucrative = (লুক্রেটিভ) = লাভজনক
quite lucrative = (কুয়াইট লুক্রেটিভ) = খুবই লাভজনক
It is quite lucrative. = (ইট ইজ কুয়াইট লুক্রেটিভ) = এটা খুবই লাভজনক ।

makes = (মেইকস) = সৃষ্টি করা / গঠন করা
sense = (সেন্স) = জ্ঞান/অনুভূতি/মানে
It makes no sense. = (ইট মেইকস নো সেন্স) = এটার কোন মানে নেই।

thinking = (থিংকিং) = ভাবতেছে/চিন্তাকরতেছে
about = (এবাউট) = সম্পর্কে / বিষয়ে
What are you thinking about? = (হোয়াট আর ইউ থিংকিং এবাউট?) = তুমি কী ভাবছো?

knowledge = (নোওলেজ) =জ্ঞান/ অভিজ্ঞতালব্ধ ধারণা
I have no knowledge on that. = (আই হেভ নো নলেজ অন দ্যাট) = এ বিষয়ে আমার কোন ধারণা নেই।

What are you talking about? = (হোয়াট আর ইউ টকিং এবাউট?) = তোমরা কী বলছো?

hobbies = (হবিস) = শখ
What are your hobbies? = (হোয়াট আর ইয়োর হবিস?) = তোমার শখ কী?

Show me how? = (শোও মি হাও?) = কীভাবে করবো দেখাও?

going to have = (গোয়িং টু হেভ) = পেতে চাও / নিতে চাও

What are you going to have? = (হোয়াট আর ইউ গোয়িং টু হেভ?) = তুমি কী নিতে চাও?

What did you do last night? = (হোয়াট ডিড ইউ ডু লাস্ট নাইট?) = গত রাতে তুমি কী করেছো।

What can I do for you? = (হোয়াট ক্যান আই ডু ফর ইউ?) = আমি তোমার জন্য কী করতে পারি?

owe to = (অও টু) = কৃতজ্ঞ থাকা / ঋণী থাকা
I owe to you. = (আই অও টু ইউ) = আমি তোমার কাছে কৃতজ্ঞ।

What color is that car? = (হোয়াট কালার ইজ দ্যাট কার?) = এই গাড়িটির রং কি?

Do you like your boss? = (ডু ইউ লাইক ইয়োর বস?) = তুমি তোমার বসকে পছন্দ কর?

need = (নীড) = দরকার
anything = (এ্যানিথিং) = যে কোনো কিছু
else = (এলস) = অন্য / অন্যথায়
Do you need anything else? = (ডু ইউ নীড এ্যানিথিং এলস?) = তোমার আর কিছু লাগবে?

yesterday = (ইয়েস্টারডে) = গতকাল
What did you do yesterday? = (হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে?) = গতকাল তুমি কী করেছিলে?

store = (স্টোর) = দোকান
sells = (সেলস) = বিক্রি
towel = (টাওয়েল) = তোয়ালে
Do you know where there's a store that sells towels? = ডু ইউ নোও হয়ার দেয়ার'স এ স্টোর দ্যাট সেলস টাওয়েল?) = তুমি কি জানো তোয়ালে বিক্রির দোকান কোথায়?

turned = (টার্নড) = পরিণত করেছে/ প্রমাণিত করেছে
mad = (ম্যাড) = পাগল
He turned me mad. = (হি টার্নড মি ম্যাড) = সে আমাকে পাগল করে দিয়েছে।

Beware! = (বিওয়ার!) = সাবধান!
play = (প্লে) = খেলা
sports = (স্পোস) = খেলাধুলা
Do you play any sports? = (ডু ইউ প্লে এনি স্পোস?) = তুমি কি কোন খেলাধুলা কর?

poor = (পুর) = দরিদ্র
help = (হেল্প) = সাহায্য
The poor have to be helped. = (দা পুর হেভ টু বি হেল্পড) = দরিদ্রদের সাহায্য করতে হবে।

better = (বেটার) = সেরে উঠা/ উন্নতিসাধন করা
soon = (সুন) = শীঘ্রই It will be better soon. = (ইট উইল বি বেটার সুন) = শীঘ্রই সেরে যাবে।

looking = (লুকিং) = খুঁজছি
I'm looking for a new book. = (আই'ম লুকিং ফর এ নিউ বুক) = আমি একটা নতুন বই খুঁজছি।

Do you know what this says? = (ডু ইউ নোও হোয়াট দিস ছেইস?) = তুমি কি জানো এটা কি বোঝায়?

money = (মানি) = টাকা
paid = (পেইড) = পরিশোধ
The money has to be paid. = (দা মানি হ্যাস টু বি পেইড) = টাকাটা পরিশোধ করতে হবে।

radio = (রেডিও) = রেডিও
repaired = (রিপিয়ারড) = মেরামত
The radio has to be repaired. = (দা রেডিও হ্যাস টু বি রিপিয়ারড) = রেডিওটি মেরামত করতে হবে।

how much = (হাও মাচ) = কত
How much is it to go to Dhaka? = (হাও মাচ ইজ ইট টু গো টু ঢাকা?) = ঢাকা যেতে কত টাকা লাগবে?

teachers = (টিচারস) = শিক্ষকদের
respected = (রেসপেক্টেড) = সম্মান
Teachers have to be respected. = (টিচারস হেভ টু বি রেসপেক্টেড) = শিক্ষকদের সম্মান করতে হবে।

earrings = (ইয়াররিংস) = দুল জোড়া
How much are these earrings? = (হাও মাচ আর দিজ ইয়াররিংস?) = এই দুল জোড়ার দাম কত?

letter = (লেটার) = চিঠি
corrected = (কারেক্টেড) = সংশোধন
The letter has to be corrected. = (দা লেটার হ্যাস টু বি কারেক্টেড) = চিঠিটা সংশোধন করতে হবে।

people = (পিপল) = সদস্য
family = (ফ্যামিলি) = পরিবার
How many people do you have in your family? = হাও মেনি পিপল ডু ইউ হেভ ইন ইয়োর ফ্যামিলি?) = তোমার পরিবারের সদস্যসংখ্যা কত?

Can I use your phone? = (ক্যান আই ইউজ ইয়োর ফোন?) = আমি কি আপনার ফোন ব্যবহার করতে পারি?
7 months ago

No replys yet!

It seems that this publication does not yet have any comments. In order to respond to this publication from সহজে ইংরেজি শেখা , click on at the bottom under it