Logo
সহজে ইংরেজি শেখা @SohojEnglishLearn
#২২তম ক্লাস

যা শিখছেন প্রতিদিন, তা প্রতিদিনই চর্চার কাজটা সেরে ফেলুন। প্রতিদিনের পড়াশুনা ও লেখালেখি থেকে যা শিখছেন, তা বিভিন্ন যায়গায় প্রয়োগ করতে চেষ্টা করুন। লেখালেখি কিংবা খুদে বার্তা লেখার সময় ‘শর্টকাটে’ লেখার অভ্যাস থাকলে তা ছেড়ে দিন।

তো শুরু করা যাক আজকের ক্লাস (২২ তম ক্লাস)

Well done! = (উয়েল ডান) = সাবাশ!
In my opinion. = (ইন মাই ওপেনিয়ন) = আমার মতে।
really = (রিয়েলি) = সত্যিই
grateful = (গ্রেইটফুল) = কৃতজ্ঞ
I'm really grateful. = (আই'ম রিয়েলি গ্রেইটফুল) = আমি সত্যিই কৃতজ্ঞ।

pleased = (প্লিজড) = সন্তুষ্ট
I'm really pleased. = (আই'ম রিয়েলি প্লিজড) = আমি সত্যিই সন্তুষ্ট।

I'd = (আই'ড) = আমি চাই
rather = (রাদার) = বরং
I'd rather not. = (আই'ড রাদার নট) = আমি বরং চাই না।
little = (লিটল) = সামান্য
little bit = (লিটল বিট) = সামান্য পরিমাণ / একটু
unhappy = (আন হ্যাপি) = অসুখী
I'm little bit unhappy. = (আই'ম লিটল বিট আনহ্যাপি) = আমি একটু অসুখী।

Not a bit. = (নট এ বিট ) = একটুও না।
Wait a little bit. = (ওয়েট এ লিটল বিট ) = একটু অপেক্ষা করুন।
over the moon = (ওভার দা মুন) = ভীষণ খুশী
I'm over the moon. = (আই'ম ওভার দা মুন) = আমি ভীষণ খুশী।
Indeed! = (ইনডীড) = সত্যি / প্রকৃতপক্ষে
Is everything fine? = (ইজ এভরিথিং ফাইন) = সব ঠিক আছে তো?
Is it clear to you? = (ইজ ইট ক্লেয়ার টু ইউ?) = এটা কি আপনার কাছে স্পষ্ট?

fantastic = (ফেন্টাস্টিক) = চমৎকার
What a fantastic news! = (হোয়াট এ ফেন্টাস্টিক নিউজ!) = কি চমৎকার একটি খবর!
It's none of your business. = (ইট'স নান অব ইয়োর বিজনেস) = এটা আপনার দেখার বিষয় নয়।

It has been so long. = (ইট হ্যাস বিন ছো লং) = কত দিন পর দেখা।

rumor = (রিউমার) = গুজব
It's only a rumor. = (ইট'স অনলি এ রিউমার) = এটা শুধুমাত্র একটি গুজব।

Let's sit somewhere. = (সামহোয়ার) = কোথাও
Let's sit somewhere. = (লেট'স সিট সামহোয়ার) = আসুন কোথাও বসে থাকি।
enough = (এনাফ) = যথেষ্ট
It's enough. = (ইট'স এনাফ) = এটা যথেষ্ট বা যথেষ্ট হয়েছে।
keep = (কিপ) = রাখা / থাকা
quiet = (কুয়াইট) = শান্ত / স্থির / চুপ
Keep quiet. = (কিপ কুয়াইট) = চুপ থাক।
May I have your attention please? = (মে আই হেভ ইয়োর এ্যাটেনশন প্লিজ?) = আমি কি আপনাদের মনোযোগ পেতে পারি?

Marvelous. = (মারভেলাস) = অবিশ্বাস্য। অসাধারন।
Not a single one. = (নট এ সিংগল ওয়ান) = একটিও না।
Listen to me. = (লিসেন টু মি) = আমার কথা শোন।
Oh, come on. = (ওহ, কাম অন) = ওহ, একটু বুঝতে চেষ্টা কর।
Oh sure. = (ওহ সিয়োর) = ওহ নিশ্চয়।
Oh shit. = (ওহ শিট) = ধ্যাত্তেরি।
Oh no! = (ওহ নো) = এটা হতে পারে না!
So so. = (ছো ছো) = মোটামুটি।
So what? = (ছো হোয়াট?) = তাতে কি?
So it is. = (ছো ইট ইজ) = তাই তো।
So be it. = (ছো বি ইট) = তবে তাই হোক।
So kind of you. = (ছো কাইন্ড অব ইউ) = আপনার দয়া।
Speak with care. = (স্পিক উইথ কেয়ার) = সাবধানে কথা বলুন।

Suppose. = (ছাপোজ) = অনুমান করো।
Take care of yourself. = (টেক কেয়ার অব ইয়োরসেলফ) = নিজের প্রতি যত্ন নাও।
That was so kind of you. = (দ্যাট ওয়াজ ছো কাইন্ড অব ইউ) = এটা ছিল তোমার মহানুভবতা।

That's right. = (দ্যাট'স রাইট) = ঠিক বলেছেন।
frank = (ফ্রাংক) = খোলাখুলি
To be frank. = (টু বি ফ্রাংক) = খোলাখুলি ভাবে বলতে গেলে।
No way. = (নো ওয়ে) = কোনভাবেই না।
Understand. = (আন্ডারস্ট্যান্ড) = বুঝেছি।
pity = (পিটি) = দু:খের বিষয়
What a pity! = (হোয়াট এ পিটি!) = কী দুঃখের!
surprise = (সাপ্রাইজ) = আশ্চর্য
What a surprise. = (হোয়াট এ সাপ্রাইজ) = আরে কি আশ্চর্য!
wonderful = (ওয়ান্ডারফুল) = চমৎকার
What a wonderful news! = (হোয়াট এ ওয়ান্ডারফুল নিউজ!) = কি চমৎকার খবর!

What about you? = (হোয়াট এবাউট ইউ?) = তোমার খবর কি?
Wow. = (ওয়াও) = কি দারুন! sight = (সাইট) = দৃশ্য
Wow, what a sight! = (ওয়াও, হোয়াট এ সাইট) = বাহ, কি সুন্দর দৃশ্য!
What's going on here? = (হোয়াট'স গোয়িং অন হেয়ার?) = এখানে কি হচ্ছে?

happened = (হ্যাপেন্ড) = ঘটেছে / হয়েছে
What's happened? = (হোয়াট'স হ্যাপেন্ড?) = কি হয়েছে?
What the hell you are talking about? = (হোয়াট দা হ্যাল ইউ আর টকিং এবাউট) = আপনি কি সব আজেবাজে কথা বলছেন?

Who cares? = (হো কেয়ারস?) = কার কি আসে যায়?
assist = (এসিস্ট) = সহায়তা করা / সাহায্য করা
Would you assist me, please? = (উড ইউ এসিস্ট মি, প্লিজ?) = তুমি কি আমাকে সাহায্য করবে?

Yes go on. = (ইয়েস গো অন) = হ্যাঁ বলতে থাকো।
got it = (গট ইট) = বুঝেছি
You got it? = (ইউ গট ইট) = তুমি বুঝতে পেরেছো?
nonsense = (ননসেন্স) = আজেবাজে কথা
You are talking nonsense. = (ইউ আর টকিং ননসেন্স) = আপনি আজেবাজে কথা বলছেন।

You have done a lot for me. = (ইউ হেভ ডান এ লট ফর মি) = আপনি আমার জন্য অনেক কিছু করেছেন।

See you later. = (সি ইউ লেইটার) = পরে দেখা হবে।
Thanks a lot. = (থ্যাংকস এ লট) = অনেক ধন্যবাদ।
7 months ago

No replys yet!

It seems that this publication does not yet have any comments. In order to respond to this publication from সহজে ইংরেজি শেখা , click on at the bottom under it