Logo
সহজে ইংরেজি শেখা @SohojEnglishLearn
#২৩তম ক্লাস

একটি কথা মনে রাখবেন, প্রথমে আপনি হয়ত গুছিয়ে বা ঠিক মতো ইংরেজিতে কথা বলতে পারবেন না, আর এই কারণে আপনার কথা শুনে অনেকেই হাসতে পারে, তাই বলে আপনি কিন্তু কিছুতেই হাল ছাড়বেন না।

মনে রাখবেন শিশু বেলায় শিশুরা কথা বলতে বা কথা বুঝতে পারে না, মা বাবা এবং বাড়ির অন্যান্য সদস্যরা যেভাবে কথা বলতে শেখায়, টিক সেভাবেই আস্তে আস্তে যত দিন যায় শিশুরা অল্প অল্প কথা বলতে শেখে।

তো শুরু করা যাক আজকের ক্লাস (২৩ তম ক্লাস)

kidding. = (কিডিং) = মজা / দুষ্টুমি
I'm not kidding. = (আই'ম নট কিডিং) = আমি মজা করছি না।
I drink tea without sugar. = (আই ড্রিংক টি উইদাউট সুগার) = আমি চিনি ছাড়া চা খাই।

couldn't = (কুডন্ট) = পারিনি / পারছিনা
handle = (হ্যান্ডল) = পরিচালিত করা / সামলানো
anymore = (এ্যানিমোর) = আর
I couldn't handle it anymore. = (আই কুডন্ট হ্যান্ডল ইট এ্যানিমোর) = আমি আর সামলাতে পারছিনা।

a matter of = (এ ম্যাটার অব) = ব্যাপার / কথা
few days = (ফিউ ডেস) = কিছু দিন
It's a matter of few days. = (ইট'স এ ম্যাটার অব ফিউ ডেস) = কিছু দিনের তো কথা।
It's not a matter of few days. = (ইট'স নট এ ম্যাটার অব ফিউ ডেস) = কিছু দিনের তো কথা নয়।

Change = (চেইঞ্জ) = পরিবর্তন / বদল
thinking = (থিংকিং) = চিন্তা / ভাবনা
over time = (ওভার টাইম) = সময়ের সাথে
So far everything is fine. = (ছো ফার এভরিথিং ইজ ফাইন) = এ পর্যন্ত সব ভালো।
It's good to have you here. = (ইট'স গুড টু হেভ ইউ হেয়ার) = তোমাকে এখানে পেয়ে ভাল লাগছে।

keeping = (কিপিং) = রাখা
waiting = (ওয়েটিং) = অপেক্ষা
Sorry for keeping you waiting. = (সরি ফর কিপিং ইউ ওয়েটিং) = তোমাকে অপেক্ষায় রাখার জন্য দুঃখিত।

fasten = (ফাসেন) = বেঁধে রাখা
Fasten your seat belt. = (ফাসেন ইয়োর সীট বেল্ট) = নিজের সিট ব্যাল্ট লাগিয়ে নাও।

How dare you say this? = (হাউ ডিয়ার ইউ ছে দিস?) = তুমি একথা বলার সাহস কী করে পাও।
He may not come. = (হি মে নট কাম) = সে নাও আসতে পারে।
He lost his job. = (হি লস্ট হিস জব) = সে চাকরি হারিয়েছে।
guts = (গাটস) = সাহস
He has guts. = (হি হ্যাস গাটস) = তার সাহস আছে।
He keeps his word. = (হি কিপস হিস ওয়ার্ড) = সে তার কথা রাখে।
His dream came true. = (হিস ড্রিম কেইম ট্রু) = তার স্বপ্ন সত্যি হয়েছিল।

Come to the point. = (কাম টু দা পয়েন্ট) = আসল কথায় আসো।
I do not need money now. = (আই ডু নট নীড মানি নাউ) = আমার এখন টাকার দরকার নেই।

leaving = (লিভিং) = চলে যাচ্ছে / যাচ্ছি
without = (উইদাউট) = ছাড়া / ব্যতীত
I am not leaving without you. = (আই এ্যাম নট লিভিং উইদাউট ইউ) = আমি তোমাকে ছাড়া যাচ্ছি না।

I have no money. = (আই হেভ নো মানি) = আমার কাছে টাকা নেই।

I have a high fever. = (আই হেভ এ হাই ফিভার) = আমার খুব জ্বর হয়েছে। / আমার খুব জ্বর আছে।

won't = (ওয়ন'ট) = না
I won't leave without you. = (আই ওয়ন'ট লীভ উইদাউট ইউ) = আমি তোমাকে ছাড়া যাব না।

lost = (লস্ট) = হারিয়েছি
wallet = (ওয়ালেট) = মানিব্যাগ
I have lost my wallet. = (আই হেভ লস্ট মাই ওয়ালেট) = আমি আমার মানিব্যাগ হারিয়েছি।

I have to go now. = (আই হেভ টু গো নাউ) = আমাকে এখনি যেতে হবে।

I got that from him. = (আই গট দ্যাট ফ্রম হিম) = আমি তার কাছ থেকে পেয়েছি।

I need them. = (আই নীড দেম) = আমার তাদেরকে দরকার।
That's his house. = (দ্যাট'স হিস হাউস) = এটাই তার বাড়ি।
could = (কুড) = পারা
question = (কুইসচেন) = প্রশ্ন
Could I ask you a question? = (কুড আই আস্ক ইউ এ কুইসচেন?) = আমি কি তোমাকে একটা প্রশ্ন করতে পারি?

Let's have dinner. = (লেট'স হেভ ডিনার) = রাতের খাবার খাওয়া যাক। / ডিনার করা যাক।
As far as I know. = (এ্যাস ফার এ্যাস আই নোও) = যতদুর আমি জানি।
concern = (কনসার্ন) = উদ্বেগ / চিন্তা / মাথাব্যথা
That's not my concern. = (দ্যাট'স নট মাই কনসার্ন) = এতে আমার মাথাব্যথা নেই।

Keep away from me. = (কিপ এওয়ে ফ্রম মি) = আমার থেকে দূরে রাখ।
a couple of minutes = (এ কাপল অব মিনিটস) = কয়েক মিনিট
See you in a couple of minutes. = (সি ইউ ইন এ কাপল অব মিনিটস) = কয়েক মিনিট পরেই তোমার সাথে দেখা করছি।

secret = (সিক্রেট) = গোপন
Please keep this secret. = (প্লিজ কিপ দিস সিক্রেট) = দয়া করে এটি গোপন রেখো।

She is from France. = (শি ইজ ফ্রম ফ্রান্স) = সে ফ্রান্স থেকে এসেছে।
Get away from here. = (গেট এওয়ে ফ্রম হেয়ার) = এখান থেকে চলে যাও।
Stay away from us. = (স্টে এওয়ে ফ্রম আছ) = আমাদের থেকে দুরে থাক।

Stop them. = (স্টপ দেম) = তাদেরকে থামাও।
They did it. = (দে ডিড ইট) = তারা এটা করেছে।
No one will know. = (নো ওয়ান উইল নোও) = কেউ জানবে না।
arrived = (এরাইভড) = পৌঁছেছে / এসেছে
The train has arrived. = (দা ট্রেইন হ্যাস এরাইভড) = ট্রেন এসেছে।
Listen to this! = (লিসেন টু দিস!) = এটা শোন!
Spring = (স্প্রিং) = বসন্ত / বসন্তকাল
Spring has come. = (স্প্রিং হ্যাস কাম) = বসন্ত এসেছে।
Easy to say. = (ইজি টু ছে) = বলা সহজ।
It is easy to say. = (ইট ইজ ইজি টু ছে) = এটা বলা সহজ।
difficult = (ডিফিকাল্ট) = কঠিন
Difficult to do. = (ডিফিকাল্ট টু ডু) = করা কঠিন।
perform = (পারফর্ম) = সম্পাদন করা
Difficult to perform. = (ডিফিকাল্ট টু পারফর্ম) = সম্পাদন করা কঠিন।
7 months ago

No replys yet!

It seems that this publication does not yet have any comments. In order to respond to this publication from সহজে ইংরেজি শেখা , click on at the bottom under it