Logo
সহজে ইংরেজি শেখা @SohojEnglishLearn
#২৪তম ক্লাস

আমরা লেখালেখির ক্ষেত্রে খুব প্রচলিত ও সহজ শব্দগুলো ব্যবহার করি। ইংরেজিতে সাবলীল লেখালেখির জন্য বহুমাত্রিক শব্দ ব্যবহারের দিকে মনোযোগী হতে হবে। একই গঠনের বাক্য বারবার না লিখে শব্দের বৈচিত্র্য ব্যবহার করার মাধ্যমে ছোট ও সংক্ষিপ্ত লেখাকেও আকর্ষণীয় করে তোলা যায়। প্রতিদিন চেষ্টা করুন পাঁচ থেকে দশটি নতুন শব্দ আত্মস্থ করতে।

টানা দুই মাস শব্দভান্ডার সমৃদ্ধ করার পেছনে লেগে যান। যে শব্দগুলো শিখতে চান, তা আগেই ঠিক করে নিন, সারা দিন মনে মনে তা স্মরণ করুন। কয়েকবার সেই শব্দগুলো লিখলে মনে রাখা সহজ হবে।

তো শুরু করা যাক আজকের ক্লাস (২৪ তম ক্লাস)

আজ আমরা দেখবো ' if ' দিয়ে কিভাবে বাক্য গঠন করতে হয় -

If I were rich, I would go abroad. = (ইফ আই ওয়ার রিচ, আই উড গো এ্যাব্রোড) = আমি ধনী হলে বিদেশ যেতাম।

If I had money, I could buy it. = (ইফ আই হ্যাড মানি, আই কুড বাই ইট) = আমার কাছে টাকা থাকলে আমি এটি কিনতে পারতাম।

If I were you, I'd buy that one. = (ইফ আই ওয়ার ইউ, আই'ড বাই দ্যাট ওয়ান) = আমি যদি তুমি হতাম, তবে আমি ওটা কিনে দিতাম।

If he goes, I will go too. = (ইফ হি গোস, আই উইল গো ঠু) = সে গেলে আমিও যাব।Is it ok if I open a can? = (ইজ ইট ওকে ইফ আই ওপেন এ ক্যান?) = আমি যদি একটি ক্যান খুলি তবে কি ঠিক হবে?You may go home if you want to. = (ইউ মে গো ইফ ইউ ওয়ান্ট টু) = তুমি চাইলে বাড়ি যেতে পারো।You can go if you want to. = (ইউ ক্যান গো ইফ ইউ ওয়ান্ট টু) = তুমি চাইলে যেতে পারো।

I have to go even if it rains. = (আই হেভ টু গো ইভেন ইফ ইট রেইনস) = বৃষ্টি হলেও আমাকে যেতে হবে।I will go there even if it rains. = (আই উইল গো দেয়ার ইভেন ইফ ইট রেইনস) = বৃষ্টি হলেও আমি সেখানে যাব।I'll come if necessary. = (আই'ল কাম ইফ নেছেসারি) = প্রয়োজনে আসব / যদি প্রয়োজন হয় তাহলে আমি আসবো।He asked if I like Chinese food? = (হি আস্কড ইফ আই লাইক চাইনিজ ফুড?) = সে জিজ্ঞাসা করল আমি চাইনিজ খাবার পছন্দ করি কি না?

She asked him if he was happy? = (শি আস্কড হিম ইফ হি ওয়াজ হ্যাপি?) = সে তাকে জিজ্ঞাসা করল সে খুশি কি না?I asked him if he knew my name? = (আই আস্কড হিম ইফ হি নোও মাই নেইম?) = আমি তাকে জিজ্ঞাসা করলাম সে আমার নাম জানে কিনা?He behaves as if he is a king. = (হি বিহেইভস এ্যাস ইফ হি ইজ এ কিং) = সে এমন আচরণ করে যেন সে রাজা।I apologize if I hurt you. = (আই এপোলোজাইজ ইফ আই হার্ট ইউ) = আমি তোমাকে কষ্ট দিলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।

What happens if we fail? = (হোয়াট হ্যাপেন্স ইফ উই ফেইল?) = আমরা ব্যর্থ হলে কী হবে?What happens if I say no. = (হোয়াট হ্যাপেন্স ইফ আই ছে নো?) = আমি না বললে কী হবে?Do you mind if I turn off the TV? = (ডু ইউ মাইন্ড ইফ আই টার্ন অফ দা টিভি?) = আমি টিভিটা বন্ধ করলে কি আপত্তি আছে?

Do you mind if I sit? = (ডু ইউ মাইন্ড ইফ আই সিট?) = আমি বসলে কি কিছু মনে করবে? / আমি যদি বসি তাহলে কি কিছু মনে করবে?I'd help if I could. = (আই'ড হেল্প ইফ আই কুড) = পারলে আমি সাহায্য করতাম / আমি যদি পারতাম তাহলে সাহায্য করতাম।

I doubt if it'll rain. = (আই ডাউট ইফ ইট'ল রেইন) = বৃষ্টি হবে কি না আমার সন্দেহ।I'll go if you insist. = (আই'ল গো ইফ ইউ ইনসিস্ট) = তুমি জেদ করলে আমি যাব।Correct me if I'm wrong. = (কারেক্ট মি ইফ আই'ম রং) = আমি ভুল হলে শুধরে দাও।Come if you can. = (কাম ইফ ইউ ক্যান) = পারলে এসো বা যদি তুমি পারো তো এসো।

Let's see if that works. = (লেট'স সি ইফ দ্যাট ওয়ার্কস) = দেখা যাক এটি কাজ করে কি না।Stop me if you can. = (স্টপ মি ইফ ইউ ক্যান) = পারলে আমাকে থামিয়ে দাও।

Call me if you need help. = (কল মি ইফ ইউ নীড হেল্প) = তোমার সাহায্যের প্রয়োজন হলে আমাকে ফোন কর।I'll stay if it rains. = (আই'ল স্টে ইফ ইট রেইনস) = বৃষ্টি হলে আমি থাকব।

I'll stay if you want. = (আই'ল স্টে ইফ ইউ ওয়ান্ট) = তুমি চাইলে আমি থাকব।You can do this if you want. = (ইউ ক্যান ডু দিস ইফ ইউ ওয়ান্ট) = আপনি চাইলে এটি করতে পারেন।

I won't tell if you won't. = (আই ওয়ন'ট টেল ইফ ইউ ওয়ন'ট) = তুমি না চাইলে আমি বলব না।You will succeed if you try. = (ইউ উইল সাকসীড ইফ ইউ ট্রাই) = তুমি চেষ্টা করলে সফল হবে।

I don't mind if it's hot. = (আই ডন'ট মাইন্ড ইফ ইট'স হট) = গরম থাকলেও আমার আপত্তি নেই।I don't know if he knows it. = (আই ডন'ট নোও ইফ হি নোওস ইট) = এটা তিনি জানেন কিনা জানি না।

যখন আমরা বিস্ময়ের সাথে কোন কিছু দেখি অথবা এতটা বা খুবই বুঝাতে চাই তখন 'so' এর ব্যবহার করব।

(এখানে মনে রাখতে হবে অত্যাধিক বুঝাতে 'too' এর ব্যবহার করা হয়। এতোটা, এতদূর, যতোটা, যতোদুর বুঝাতে বাক্যে 'so' ব্যবহার করা হয় । )

You may do so. = (ইউ মে ডু ছো) = আপনি এটি করতে পারেন।
I'm so hungry. = (আই'ম ছো হাংরি) = আমি খুব ক্ষুধার্ত।
I think so. = (আই থিঙ্ক ছো) = আমিও তাই মনে করি।
I'm so stupid. = (আই'ম ছো স্টূপিড) = আমি খুবই বোকা।
It was so dark. = (ইট ওয়াজ ছো ডার্ক) = এটা খুবই অন্ধকার ছিলো।
I suppose so. = (আই ছাপোজ ছো) = আমারও তাই মনে হচ্ছে।
I'm so excited. = (আই'ম ছো এক্সাইটেড) = আমি খুবই উত্তেজিত।
I'm so sorry. = (আই'ম ছো সরি) = আমি খুবই দুঃখিত।
It's so rare. = (ইট'স ছো রেয়ার) = এটা খুব বিরল
I said so / I told you so. = (আই ছেইড ছো / আই টোল্ড ইউ ছো) = আমিও তাই বলেছি।
I told you so. = (আই টোল্ড ইউ ছো) = আমি আপনাকে তাই বলেছি।
You're so lazy. = (ইউ'র ছো লেইজি) = তুমি খবই অলস।
I hope so too. = (আই হোপ ছো ঠু) = আমিও তাই আশা করি।
I'm so fat. = (আই'ম ছো ফ্যাট) = আমি খুবই মোটা।
I'm too fat. = (আই'ম ঠু ফ্যাট) = আমি ভীষণ/অত্যাধিক মোটা।
I'm so glad. = (আই'ম ছো গ্ল্যাড) = আমি অনেক আনন্দিত। / আমি খুব খুশি।
It's not so easy. = (ইট'স নট ছো ইজি) = এটা এতটা সহজ নয়।
I'm so mad. = (আই'ম ছো ম্যাড) = আমি খুব পাগল।
It's so big. = (ইট'স ছো বিগ) = এটা খুবই বড়।
It's too big. = (ইট'স ঠু বিগ) = এটা ভীষণ বড়/এটা অত্যাধিক বড়।
‘যতদূর' ‘এতদূর' ‘এতোটা' বুঝাতে So এর ব্যবহার করা হয় । যেমন -

So far as I know. = (ছো ফার এ্যাস আই নোও) = আমি যতদূর জানি / আমি যতোটা জানি।It's not so far. = (ইট'স নট ছো ফার) = এটা এতদূর নয়।I'm not so sure. = (আই'ম নট ছো সিয়োর) = আমি এতোটা নিশ্চিত নই।

(so much - মানে এত, এতখানি, এতটা , অত ইত্যাদি) যেমন -

Don't add so much salt on your chips! = (ডন'ট এ্যাড ছো মাচ সল্ট অন ইয়োর চিপস) = আপনার চিপসগুলোতে এত লবণ যুক্ত করবেন না!

Try not to make so much noise. = (ট্রাই নট টু মেইক ছো মাচ নইজ) = এত শব্দ না করার চেষ্টা করুন।I've eaten so much. = (আ'ইভ ইটেন ছো মাচ) = আমি অনেক খেয়েছি।

Why do you dislike him so much? = (হোয়াই ডু ইউ ডিজলাইক হিম ছো মাচ?) = কেন আপনি তাকে এত অপছন্দ করেন?

I'm sorry for giving so much trouble. = (আই'ম সরি ফর গিভিং ছো মাচ ট্রাবল) = আমি এতটা কষ্ট দেওয়ার জন্য দুঃখিত।

(so many - মানে অনেক, এত, অত ইত্যাদি) যেমন -

There were so many people. = (দেয়ার ওয়ার ছো মেনি পিপল) = সেখানে অনেক লোক ছিল।

So many countries. = (ছো মেনি কান্ট্রিস) = অনেক দেশ।

There are so many clouds today. = (দেয়ার আর ছো মেনি ক্লাউডস টুডে) = আজ অনেক মেঘ আছে।

I have never seen so many birds. = (আই হেভ নেভার সীন ছো মেনি বার্ডস) = এত পাখি আমি কখনও দেখিনি।

She has made so many mistakes. = (শি হ্যাস মেইড ছো মেনি মিসটেইকস) = তিনি অনেক ভুল করেছেন।

I've spent so many sleepless nights. = (আ'ইভ স্প্যান্ট ছো মেনি স্লিপলেস নাইটস) = আমি অনেক নিদ্রাহীন রাত কাটিয়েছি।

(so that মানে যাতে বা যাতে করে) যেমন -

I stood aside so that she might come in. = (আই স্টূড এ্যাসাইড ছো দ্যাট শি মাইট কাম ইন) = আমি পাশে দাঁড়িয়েছিলাম যাতে সে ভিতরে আসতে পারে।

I need a microphone so that people in the back can hear me. = (আই নীড এ মাইক্রোফোন ছো দ্যাট পিপল ইন দা ব্যাক ক্যান হিয়ার মি) = আমার একটি মাইক্রোফোনের দরকার যাতে পিছনের লোকেরা আমাকে শুনতে পারে।

He died so that others might live. = (হি ডাইড ছো দ্যাট আদারস মাইট লিভ) = সে মারা গেল যাতে অন্যেরা বাঁচতে পারে।

' so' মানে কাছাকাছি, প্রায়। যেমন -

We'll stay here for an hour or so. = (উই'ল স্টে হেয়ার ফর অ্যান আওয়ার অর ছো) = আমরা এক ঘন্টা বা তার কাছাকাছি এখানে থাকব।

He must be fifty or so. = (হি মাস্ট বি ফিফটি অর ছো) = সে অবশ্যই পঞ্চাশ বা তার কাছাকাছি হবে।

I'll be back in another week or so. = (আই'ল বি ব্যাক ইন এনাদার উইক অর ছো) = আমি প্রায় সপ্তাখানেকের মধ্যে ফিরব।
9 months ago

No replys yet!

It seems that this publication does not yet have any comments. In order to respond to this publication from সহজে ইংরেজি শেখা , click on at the bottom under it