Logo
Crypto Learn Bangla @CryptoLearn
5 days ago
😑 এই ক্রিপ্টো জগতে হ্যাক এবং স্ক্যাম থেকে কীভাবে বাঁচবেন?

আমরা সবাই চাই অনলাইন হ্যাকার এবং স্ক্যামারদের থেকে দূরে থাকতে, তাই না? এখানে আপনার জন্য কিছু সহজ টিপস রয়েছে।

প্রথমেই, ফিশিং স্ক্যাম থেকে সাবধান থাকুন। সব সময় যাচাই করুন যে ওয়েবসাইটটি "https" দিয়ে শুরু হয়েছে কিনা। এছাড়াও ইমেইল বা মেসেজে বানানের ভুল চেক করুন। যদি কিছু সন্দেহজনক মনে হয়, কোনো লিংক ক্লিক করবেন না বা কিছু ডাউনলোড করবেন না।

স্ক্যামাররা সবসময় অবিশ্বাস্য অফার দেয়, কিন্তু মনে রাখবেন, "যদি কিছু সত্য হতে খুব ভালো শোনায়, তাহলে তা সম্ভবত সত্য নয়।" সুতরাং, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একাধিক সূত্র থেকে যাচাই করে নিন।

আপনার ওয়ালেটে যদি এমন কোনো ফ্রি টোকেন পান যা আপনি নিজে পাঠাননি, তাহলে সেগুলো স্পর্শ করবেন না। এগুলো স্ক্যাম হতে পারে। শুধু ওগুলো এড়িয়ে যান এবং আপনার ওয়ালেটের হোয়াইটলিস্ট ফিচার ব্যবহার করে সেগুলো লুকিয়ে রাখুন।

সবশেষে, মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন (MFA) ব্যবহার করুন - এটি আপনার দরজায় আরও একটি তালা যোগ করার মতো, যা হ্যাকারদের প্রবেশ করতে আরও কঠিন করে তোলে। যদি মনে করেন আপনার ওয়ালেট আপস হয়েছে, তাহলে নতুন একটি তৈরি করুন এবং টোকেনগুলো সেখানে স্থানান্তর করুন।

শুনে রাখুন, বিশ্বাসযোগ্য প্রোজেক্টগুলো "কখনো আপনাকে প্রথমে ডিএম করবে না।" আজকের জন্য এতটুকুই, এই টিপসগুলো দিয়ে আপনি স্ক্যামারদের থেকে একধাপ এগিয়ে থাকবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য 🥰
Crypto Learn Bangla @CryptoLearn
5 days ago
স্পট ট্রেড হলো একটি ট্রেডিং পদ্ধতি যেখানে কোনও সম্পদ (যেমন ক্রিপ্টোকারেন্সি, স্টক, বা ফরেক্স) তাৎক্ষণিকভাবে ক্রয় বা বিক্রয় করা হয় এবং লেনদেন সম্পন্ন হওয়ার পরপরই সেটির ডেলিভারি হয়। এই ধরনের ট্রেডিংয়ে সম্পদটি বাস্তব সময়ের বাজারমূল্যে ক্রয় বা বিক্রয় করা হয় এবং লেনদেনটি সাধারণত দুই কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি হয়।

স্পট ট্রেডের বৈশিষ্ট্য:
- তাৎক্ষণিক লেনদেন: ক্রয় বা বিক্রয় তখনই সম্পন্ন হয়, অর্থাৎ ভবিষ্যতে নির্দিষ্ট কোনও তারিখে নয়, বরং তাত্ক্ষণিকভাবে সম্পন্ন হয়।

- বাজার মূল্য: স্পট ট্রেডে নির্দিষ্ট কোনও পূর্বনির্ধারিত মূল্য থাকে না, লেনদেনটি বর্তমান বাজার মূল্যে ঘটে।

- দ্রুত ডেলিভারি: ট্রেডের পর, সম্পদটি ক্রেতার কাছে সরাসরি স্থানান্তরিত হয়, যেমন ক্রিপ্টোকারেন্সি ট্রেডের ক্ষেত্রে কয়েন ক্রেতার ওয়ালেটে পাঠানো হয়।

স্পট ট্রেডের মাধ্যমে ট্রেডাররা তাদের সম্পদ দ্রুত ক্রয়-বিক্রয়ের সুবিধা পান এবং কোনও দীর্ঘমেয়াদি চুক্তি বা ফিউচার কন্ট্রাক্টের জটিলতায় পড়তে হয় না।
Jewel @mkjuel
3 months ago (E)
The current situation in Bangladesh: students are worried about quotas, teachers are concerned about pensions, parents are under tension, the education system is in the graveyard, and corruption is at the top!

বাংলাদেশের বর্তমান অবস্থা :- ছাত্ররা কোটায়, শিক্ষকরা পেনশনে, অভিভাবকেরা টেনশনে, শিক্ষা পদ্ধতি গোরস্থানে, দূর্নীতি শীর্ষস্থানে! #Bangladesh
Sharing @linking
6 months ago (E)
PC-MASTER All in One Premium (64GB)
সাধারন পেনড্রাইভ থেকে PC-MASTER পেনড্রাইভে উইন্ডোজ সেটাপ দেওয়া থেকে শুরু করে ২০টিরও অধিক ইউনিক সুবিধা রয়েছে। বিস্তারিত নিম্মে দেওয়া হলোঃ👇

১) PC-MASTER পেনড্রাইভ ডিলিট প্রটেক্টঃ
*** সাধারণত পেনড্রাইভ বুটেবল করা হলে সেই পেনড্রাইভের বুটেবল ফাইলের যেকোনো একটি ফাইল ডিলিট হলেও পেনড্রাইভের বুটেবল নষ্ট হয়ে যায়। কিন্তু PC-MASTER পেনড্রাইভের ফাইল ডিলিট প্রটেক্ট করা। যার জন্য বুটেবল ফাইল ডিলিট হবে না। (পেইড সফটওয়্যার)

২) PC-MASTER পেনড্রাইভ ফ্রি স্পেস ইউজেবলঃ
*** সাধারণত কোনো পেনড্রাইভ বুটেবল করা হলে, সেই পেনড্রাইভে সফটওয়্যার বা অন্য কোনো ডকুমেন্টস কপি-পেষ্ট করা হলে সেই পেনড্রাইভের বুটেবল নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু PC-MASTER পেনড্রাইভের ফ্রি স্পেস ইউজেবল করা। যার জন্য বুটেবল নষ্ট হবে না। (পেইড সফটওয়্যার)

৩) PC-MASTER পেনড্রাইভ ভাইরাস প্রটেক্টঃ
*** সাধারণত বুটেবল পেনড্রাইভে ভাইরাসের কারনে পেনড্রাইভের বুটেবল নষ্ট হয়ে যায়। কিন্তু PC-Master পেনড্রাইভ ভাইরাস প্রটেক্ট করা। যার জন্য বুটেবল নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। (পেইড সফটওয়্যার)

৪) Multi Windows Setup: 7, 8.1, 10, 11
*** PC-MASTER পেনড্রাইভের মাধ্যমে আপনার ল্যাপটপ/পিসিতে আপনার প্রয়োজনীয় উইন্ডোজ সেটাপ দিতে পারবেন (পিসিতে সাপোর্ট অনুযায়ী) এবং একটি ল্যাপটপ/পিসিতে একাধিক উইন্ডোজ সেটাপ দিতে পারবেন।

৫) Windows Auto Activated:
*** উইন্ডোজ সেটাপের পরে কোনো প্রকার ক্র‍্যাক, প্যাচ বা সিরিয়াল কিই দেওয়ার প্রয়োজন নেই। আপনার উইন্ডোজ অটো এক্টিভেটেড হয়ে যাবে। এবং আপনার উইন্ডোজ ফুল আপডেট দিতে পারবেন। (জেনুইন লাইসেন্স-কিই নিতে হলে এক্সট্রা চার্জ প্রযোজ্য)

৬) Windows Boot File Missing:
*** আপনার ল্যাপটপ/পিসিতে উইন্ডোজ বুট ফাইল মিসিং হলে PC-MASTER পেনড্রাইভের মাধ্যমে উইন্ডোজ তাৎক্ষনিক রান করতে পারবেন। (পেইড সফটওয়্যার)

৭) উইন্ডোজ ড্রাইভার এবং সফটওয়্যার ইন্সটলঃ
*** এই PC-MASTER পেনড্রাইভের মাধ্যমে সকল উইন্ডোজের ড্রাইভার ইন্সটল করতে পারবেন এবং আপনার প্রয়োজনীয় সফটওয়্যার ইন্সটল করতে পারবেন। (পেইড সফটওয়্যার)

৮) Dynamic to Primary Convert:
*** PC-MASTER পেনড্রাইভ এর মাধ্যমে আপনার হার্ডিস্ক Dynamic হয়ে গেলে Primary তে কনভার্ট করতে পারবেন। হার্ডডিস্ক PC থেকে খুলতে হবে না। এবং যেকোনো Partition কনভার্ট ও Recovery করতে পারবেন। (পেইড সফটওয়্যার)

৯) MBR to GPT & GPT to MBR Convert:
*** PC-MASTER পেনড্রাইভের মাধ্যমে আপনার হার্ডডিস্ক খুব সহজে MBR to GPT এবং GPT to MBR এ কনভার্ট করতে পারবেন। (পেইড সফটওয়্যার)

১০) Legecy or UEFI Supported:
*** PC-MASTER পেনড্রাইভের মাধ্যমে Legecy এবং UEFI এই Duel Mode এ খুব সহজে উইন্ডোজ সেটাপ দিতে পারবেন। (পেইড সফটওয়্যার)

১১) Anti Virus Live Scan or Live Clean:
*** আপনার হার্ডডিস্কের ভাইরাস থাকলে অথবা অন্য কোনো হার্ডডিস্ক, পেনড্রাইভ, মেমোরি কার্ডে ভাইরাস থাকলে স্ক্যান করে ভাইরাস ক্লিন করতে পারবেন। (পেইড সফটওয়্যার)

১২) Data Recovery Live Scan:
*** PC-MASTER পেনড্রাইভের মাধ্যমে আপনার হার্ডিস্কের বা অন্য কোনো হার্ডডিস্ক, পেনড্রাইভ, মেমোরি কার্ডের Delete হওয়া ফাইল, Format হওয়া ফাইল, Partition Delete হওয়া ফাইল রিকভারি করতে পারবেন। (পেইড সফটওয়্যার)

১৩) Bad Sector Remove:
*** আপনার হার্ডিস্কে যদি Bad Sector থাকে সেটা PC-MASTER পেনড্রাইভের মাধ্যমে Surface Test করে দেখতে পারবেন। (পেইড সফটওয়্যার)

১৪) Android Nine for Windows Gaming:
*** এই ফিচারের মাধ্যমে আপনার PC/Laptop কে Android Version এ রুপান্তর করে (Install or Bootable) PC/Laptop এ মোবাইলের সকল Apps ইউজ করতে পারবেন। যারা PC/Laptop এ গেমিং করেন তারা এই ফিচারটি ইউজ করে কোনো প্রকার ল্যাক ছাড়াই স্মুথলি গেমিং করতে পারবেন। (পেইড সফটওয়্যার)

১৫) Documents Secure:
*** যদি কোনো কারণে আপনার উইন্ডোজ ওপেন না হয় এবং উইন্ডোজ সেটাপ দেওয়ার প্রয়োজন হয় এবং ডেস্কটপে আপনার কোনো গুরুত্বপূর্ণ ফাইল থেকে থাকে তাহলে সেই ফাইল খুব সহজে PC-MASTER পেনড্রাইভের মাধ্যমে ফিরে পাবেন। (পেইড সফটওয়্যার)

১৬) Windows Secure Backup & Recovery:
*** সাধারণত উইন্ডোজ সেটাপ, ড্রাইভার সেটাপ, পুনরায় সকল প্রয়োজনীয় সফটওয়্যার ইন্সটল করে নিজের মনের মত করে উইন্ডোজ আগের অবস্থানে সেটিং করতে মিনিমাম ২ থেকে ৪ ঘন্টা বা আরো বেশি সময়ের প্রয়োজন হয়। কিন্তু আপনি চাইলে মাত্র ১০ থেকে ১৫ মিনিটেই উইন্ডোজ সেটাপ, ড্রাইভার সেটাপ বা কোনো সফটওয়্যার ইন্সটল না করেও PC-MASTER পেনড্রাইভের মাধ্যমে মাত্র কয়েকটা ক্লিকের মাধ্যমে খুব সহজেই আপনার পূর্বের অবস্থায় উইন্ডোজ, ড্রাইভার, সকল সফটওয়্যার এবং সেটিং সহ ফিরে পেতে পারেন। (পেইড সফটওয়্যার)

১৭) PC-EXPERT:
***এই একটি পেনড্রাইভ ইউজের মাধ্যমেই হয়ে যেতে পারেন PC-EXPERT সমাধান করতে পারেন নিজের অথবা পরিচিত জনের পিসি অথবা ল্যাপটপের উইন্ডোজ এবং সফটওয়্যার গত সকল সমস্যা। এই সকল সুবিধা পাচ্ছেন PC-MASTER একটি মাত্র পেনড্রাইভে, যার জন্য এক্সট্রা পেনড্রাইভ ইউজ করার প্রয়োজন নেই। এই পেনড্রাইভ ইউজের মাধ্যমে আপনার মূল্যবান সময় এবং অর্থ সেভ হবে আশা করি। পেনড্রাইভের লোগোতে আপনার পিকচার অথবা আপনার পছন্দ অনুযায়ী অন্য যেকোনো পিকচার দেওয়া হবে।

১৮) Windows Update On or Off:
*** আপনার পিসির উইন্ডোজের আপডেট আপনার প্রয়োজন অনুযায়ী অন এবং অফ করতে পারবেন।

১৯) PC-MASTER পেনড্রাইভ কিভাবে ইউজ করবো?
*** আপাতত আমরা অনলাইনে AnyDesk, Zoom এর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। আগামিতে আমাদের পরিকল্পনা আছে প্রফেশনাল ভিডিও টিউটোরিয়াল মেক করার মাধ্যমে সার্ভিস দেওয়ার। যেটা দেখে আশা করি একজন ল্যাপটপ/ডেস্কটপ অন-অফ করতে জানা সাধারণ ইউজারও খুব সহজেই আমাদের পেনড্রাইভটি ইউজ করতে পারবেন।

২০) ওয়ারেন্টি এবং লাইফটাইম সাপোর্টঃ
*** PC-MASTER পেনড্রাইভের জন্য অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন ৫ বছরের। বুটেবল ফাইল এবং সফটওয়্যারের জন্য ১ বছরের সাপোর্ট দেওয়া হবে।

PC-MASTER ডিভাইস সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাইলে নিচের লিংক এ ক্লিক করে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। লিংকঃ 👇
🌍 https://www.pcmasterbd.com...
🌏 https://www.pcmasterbd.com

পোস্টটি সম্পুর্ন পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।। আল্লাহ হাফেজ।।

Facook Group: 👇
Free Laptop-Computer Solution | ফ্রি ল্যাপটপ-কম্পিউটার সমাধান

Facebook Page:
👉 PC Master BD
সহজে ইংরেজি শেখা @SohojEnglishLearn
7 months ago
CONVERSATION (দিক নির্দেশনামূলক কথোপকথন)

How do I get to the airport from here? = (হাউ ডু আই গেট টু দা এয়ারপোর্ট ফ্রম হেয়ার?) = আমি এখানে থেকে কিভাবে এয়ারপোর্টে যাবো?

The book will come out in a day or two. = (দা বুক উইল কাম আউট ইন এ ডে অর টু) = দু-একদিনের মধ্যেই বা ভেতরেই বইটি বের হবে।

Do you know where Starbucks is located? = (ডু ইউ নোও হয়ার স্টারবাক্স ইজ লোকেটেড?) = আপনি কি জানেন স্টারবাক্স কোথায় অবস্থিত?

I'm looking for a supermarket. Do you know where the closest one is? = (আই’ম লুকিং ফর এ সুপারমার্কেট। ডু ইউ নোও হয়ার দা ক্লোজেস্ট ওয়ান ইজ?) = আমি একটি সুপারমার্কেট খুঁজছি। আপনি কি জানেন সবচেয়ে কাছেরটি কোথায়?

It's directly across from Taco Bell. = (ইট’স ডাইরেক্টলি এক্রস ফ্রম টাকো বেল) = এটি সরাসরি ট্যাকো বেল’এর অপর পাশে অবস্থিত।

It's across the street from the library. = (ইট’স এক্রস দা স্ট্রিট ফ্রম দা লাইব্রেরি) = এটা লাইব্রেরীর রাস্তার উল্টো পাশেই অবস্থিত।

Go for four blocks and then turn right. = (গো ফর ফোর ব্লকস এ্যান্ড দ্যান টার্ন রাইট) = চারটা ব্লক অতিক্রম করবেন এবং তারপর ডান দিকে ঘুরবেন।

You will see it on your right hand side. = (সি উইল ছি ইট অন ইয়োর রাইট হ্যান্ড সাইড) = আপনি এটা আপনার হাতের ডান দিকে দেখতে পাবেন।

After you turn right, go for five blocks and turn left. = (আফটার ইউ টার্ন রাইট, গো ফর ফাইভ ব্লকস এ্যান্ড টার্ন লেফট) = ডান দিকে মোড় নেয়ার পর আর পাঁচটা ব্লক যাবেন এবং তারপর বাম দিকে মোড় নিবেন।

It's right around the corner from the Starbucks over there. = (ইট’স রাইট এরাউন্ড দা কর্নার ফ্রম দা স্টারবাক্স ওভার দেয়ার) = স্টারবাক্সের পরে ঠিক কোণাতেই এর অবস্থান।

It's just right around the corner on the left side. = (ইট’স জাস্ট রাইট এরাউন্ড দা কর্নার অন দা লেফট সাইড) = বাম পাশ ধরে ঠিক কোণাতেই এর অবস্থান।

Turn left at the next street and immediately take another left. = (টার্ন লেফট এ্যাট দা নেক্সট স্ট্রিট এ্যান্ড ইমিডিয়েটলি টেক এনাদার লেফট) = পরবর্তী রাস্তাতেই বাম দিকে যাবেন এবং সাথে সাথেই আরো একবার বাম দিকে মোড় নিবেন।

When you see a church on your left hand side, turn right on the next street. = (হোয়েন ইউ ছি এ চার্চ অন ইয়োর লেফট হ্যান্ড সাইড, টার্ন রাইট অন দা নেক্সট স্ট্রিট) = যখন আপনি আপনার হাতের বাম দিকে একটি চার্চ দেখবেন, তার পরের রাস্তাতেই ডান দিকে মোড় নিবেন।

Turn right on 112th. = (টার্ন রাইট অন হান্ড্রেড টুয়েলভথ) = ১১২তে (address) যেয়ে ডান দিকে যাবেন।

Turn left after you pass McDonalds. = (টার্ন লেফট আফটার ইউ পাস ম্যাকডোনাল্ডস) = বাম দিকে যাবেন ম্যাকডোনাল্ড অতিক্রম করার পর।

Take a left when you come to a ‘stop’ sign. = (টেক এ লেফট হোয়েন ইউ কাম টু এ ‘স্টপ’ সাইন) = ’থামুন’ নির্দেশের কাছে আসার পর বাম দিকে মোড় নিবেন।

After you pass 7-11, take a right at the next light. = (আফটার ইউ পাস সেভেন-এলিভেন, টেক এ রাইট এ্যাট দা নেক্সট লাইট) = ৭-১১ (address) অতিক্রম করার পর পরবর্তী লাইট পোস্টের কাছ থেকে ডান দিকে মোড় নিবেন।

When you get to Robson Street, take a left. = (হোয়েন ইউ গেট টু রবসন স্ট্রীট, টেক এ লেফট) = রবসন স্ট্রীটে পৌঁছানোর পর বাম দিকে মোড় নিবেন।

Take a right at the gas station. = (টেক এ রাইট এ্যাট দা গ্যাস স্টেশন) = গ্যাস স্টেশন থেকে ডান দিকে মোড় নিবেন।

Take a left at the next light. = (টেক এ লেফট এ্যাট দা নেক্সট লাইট) = পরবর্তী লাইট পোস্টের ওখানে বাম দিকে মোড় নিবেন।

What is the best way to get to Seattle? = (হোয়াট ইজ দা বেস্ট ওয়ে টু গেট টু সিয়্যাটল?) = সিয়্যাটলে যাওয়ার সবচেয়ে উত্তম মাধ্যম কোনটি?

I'm looking for the post office. Do you know how to get there? = (আই’ম লুকিং ফর দা পোস্ট অফিস। ডু ইউ নোও হাউ টু গেট দেয়ার?) = আমি পোস্ট অফিসটা খুঁজছি। তুমি কি জানো সেখানে কিভাবে যাওয়া যাবে?

I'm looking for Bank of America. I thought it was around here. Do you know where it is? = (আই’ম লুকিং ফর ব্যাংক অব আমেরিকা। আই থট ইট ওয়াজ এরাউন্ড হেয়ার। ডু ইউ নোও হয়ার ইট ইজ?) = আমি ব্যাংক অব আমেরিকা খুঁজছি। আমি ভেবেছিলাম ওটা এখানেই কোথাও হবে। আপনি কি জানেন এটা কোথায়?

Do you know how to get to the Shopping mall from here? = (ডু ইউ নোও হাউ টু গেট টু দা শপিং মল ফ্রম হেয়ার?) = আপনি কি জানেন এখান থেকে কিভাবে শপিং মলে যাওয়া যাবে?

Can you give me quick directions to the movie theatre? = (ক্যান ইউ গিভ মি কুইক ডিরেকশনস টু দা মুভি থিয়েটার?) = আপনি কি আমাকে মুভি থিয়েটারে তাড়াতাড়ি যাওয়ার জন্য সব চেয়ে সহজ পথটা বলবেন?

Can you point me to the nearest gas station? = (ক্যান ইউ পয়েন্ট মি টু দা নেয়ারেস্ট গ্যাস স্টেশন?) = আপনি কি আমাকে কাছের গ্যাস স্টেশনের দিকটা দেখাতে পারবেন?

Do you know where the post office is? = (ডু ইউ নোও হয়ার দা পোস্ট অফিস ইজ?) = আপনি কি জানেন পোস্ট অফিস’টা কোথায়?

Does this bus go to the center? = (ডাজ দিস বাস গো টু দা সেন্টার?) = এই বাস কি কেন্দ্রে (center) যায়?

How long will it take to get there? = (হাউ লং উইল ইট টেক টু গেট দেয়ার?) = ওখানে পৌঁছাতে কতক্ষণ লাগবে?

It's pretty far from here. You'd better take a bus. = (ইট’স প্রিটি ফার ফ্রম হেয়ার। ইউ’ড বেটার টেক এ বাস) = এটা (ট্রেন স্টেশনে) এখান থেকে বেশ ভালোই দূরে। আপনার জন্য ভালো হবে যদি একটা বাসে করে যান।

Can you tell me how to get to the train station, please? = (ক্যান ইউ টেল মি হাউ টু গেট টু দা ট্রেইন স্টেশন, প্লিজ?) = আপনি কি দয়া করে আমাকে বলতে পারবেন কিভাবে ট্রেন স্টেশনে যাওয়া যাবে?

Sorry, You'll have to ask someone else. = (সরি, ইউ’ল হেভ টু আস্ক সামওয়ান এলস) = দুঃখিত, আপনাকে অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে (যেহেতু জানে না, তাই)।

Where is the nearest drugstore, please? = (হয়ার ইজ দা নেয়ারেস্ট ড্রাগস্টোর, প্লিজ?) = দয়া করে বলবেন কাছের ওষুধের দোকানটা কোথায়?

There is a restaurant around the corner. = (দেয়ার ইজ এ রেস্টুরেন্ট এরাউন্ড দা কর্নার) = ওই কোণায় একটা রেস্টুরেন্ট আছে।

Is there a restaurant near here? = (ইজ দেয়ার এ রেস্টুরেন্ট নিয়ার হেয়ার?) = এখানে কাছে কোথাও রেস্টুরেন্ট আছে?

No, it's just a ten-minute walk. = (নো, ইট’স জাস্ট এ টেন-মিনিট ওয়াক) = না, দশ মিনিটেই হেঁটে যাওয়া যাবে / হেঁটে গেলে দশ মিনিট লাগবে।

How do you get to the bank? = (হাউ ডু ইউ গেট টু দা ব্যাংক?) = তুমি ব্যাংকে কিভাবে যাও?

Could you tell me where the nearest bank is, please? = (কুড ইউ টেল মি হয়ার দা নেয়ারেস্ট ব্যাংক ইজ, প্লিজ?) = দয়া করে আমাকে বলবেন সবচেয়ে কাছের ব্যাংকটা কোথায়?

Is it far from here? = (ইজ ইট ফার ফ্রম হেয়ার?) = এটা (ব্যাংক) কি এখান থেকে দূরে?

Excuse me! Is there a grocery store around here? = (এক্সকিউজ মি! ইজ দেয়ার এ গ্রোসারি স্টোর এরাউন্ড হেয়ার?) = অনুগ্রহ করে বলবেন এখানে কোথাও মুদির দোকান আছে কিনা?

Sure, what is it? = (সিয়োর, হোয়াট ইজ ইট?) = অবশ্যই। কি করতে হবে, বলুন?

Sorry, I don't live around here. = (সরি আই ডন’ট লিভ এরাউন্ড হেয়ার) = দুঃখিত, আমি এখানে (এলাকা) থাকি না।

Yeah, There's one right across the street. = (ইয়াহ, দেয়ার’স ওয়ান রাইট এক্রস দা স্ট্রিট) = হাঁ, রাস্তার ঠিক অপর পাশেই একটা দোকান আছে।
সহজে ইংরেজি শেখা @SohojEnglishLearn
7 months ago
ইংরেজিতে কথা বলার ফর্মুলা # (০১-৩০)

Formula #01

বাংলা ভাষায় যে সব বাক্যে ক্রিয়া থাকে না, সে সব বাক্য ইংরেজি করার সময় am/is/are ব্যবহার করতে হয়। এগুলো মূলত বাক্যের main verb হিসেবে ব্যবহৃত হয়।

আমি একজন বালক —- I am a boy.
পৃথিবী গোলাকার —- The earth is round.
তারা সাহসী —- They are brave.
Formula #02

বাংলা প্রশ্নবোধক বাক্যে ক্রিয়া না থাকলে ঐ বাক্যের ইংরেজি করার সময় বাক্যটি am/is/are দিয়ে শুরু করতে হবে এবং বাক্যের শেষে প্রশ্নবোধক (?) চিহ্ন দিতে হবে।

আমি কি একজন ছাত্র? —- Am I a student?
পৃথিবী কি গোলাকার? —- Is the earth round?
তারা কি সাহসী? —- Are they brave?
Formula #03

বাংলা বাক্যে নই/নও/নয় কথা থাকলে তার ইংরেজি করার সময় am/is/are-এর পরে not ব্যবহার করতে হয়।

আমি মিথ্যাবাদী নই। —- I am not a liar.
ধনীরা সব সময় সুখি নয়। —- The rich are not always happy.
Formula #04

বাংলা ক্রিয়াহীন বাক্যে যদি কোন অবস্থা অতীতকাল হতে বর্তমান কাল পর্যন্ত বিস্তৃত বুঝায়, তাহলে ইংরেজি করার সময় have been/has been বসে।

সে দুই দিন যাবত অসুস্থ। —- He has been ill for two days.
তারা রোববার হতে অনুপস্থিত। —- They have been absent since Sunday last.
দু’ঘণ্টা যাবত প্রবল বৃষ্টি হচ্ছে। —- It has been raining heavily for two hours.
Note: Singular Subject-এর পরে ‘has’ এবং Plural Subject-এর পরে ‘have’ বসে।

Formula #05

অতীতকাল হতে বর্তমান কাল পর্যন্ত ঐ ক্রিয়াহীন বাক্যগুলোকে যদি প্রশ্নবোধক হয়, তাহলে ইংরেজি করার সময় বাক্যের মধ্যে অবস্থিত has/have শব্দগুলো বাক্যের প্রথমে বসিয়ে দিতে হয় এবং বাক্যের শেষে প্রশ্নবোধক (?) চিহ্ন দিতে হয়।

সে কি দুই দিন যাবত অসুস্থ? —- Has he been ill for two days?
তারা কি রোববার হতে অনুপস্থিত? —- Have they been absent since Sunday last?
Formula #06

অতীতকাল হতে বর্তমান কাল পর্যন্ত বিস্তৃত ঐ ক্রিয়াহীন বাংলা বাক্যগুলো যদি ‘না বোধক’ হয়, তাহলে ইংরেজি করার সময় Have not been/Has not been বসে।

তারা তিন মাস যাবত অসুস্থ নয়। —- They have not been ill for three months.
সকাল হতে বৃষ্টি হচ্ছে না। —- It has not been raining since morning.
Formula #07

বাংলা ভাষায় সংখ্যাবাচক Noun-এর পূর্বে একক সংখ্যা (একটি, একখানা, একজন ইত্যাদি) ব্যবহার করলেও চলে, না করলেও চলে। কিন্তু ইংরেজিতে A/An অবশ্যই ব্যবহার করতে হয়।

ঢাকা (একটি) পুরাতন শহর। —- Dhaka is an old city.
সে (একজন) ভালো ছেলে। — He is a good boy.
Formula #08

ইংরেজি ভাষায় Adjective (Noun-এর দোষ-গুণ-অবস্থা)-এর পূর্বে A/An বসে না। কিন্তু Adjective-এর পরে Noun থাকলে একবচন বুঝাবার জন্য A/An বসে।

সে সুন্দরী। — She is beautiful.
সে সুন্দরী বালিকা। — She is a beautifulgirl.
এটা খুব শক্ত। — It is very hard.
একা খুব শক্ত কাজ। —- It is a very hard work.
Formula #09

ইংরেজি ভাষায় Adjective-এর পূর্বে The ব্যবহার করলে সেটা Noun হয়ে যায় এবং বহুবচন বুঝায়।

অন্ধরা দেখতে পায় না। —- The blind can not see.
জ্ঞানীরা বেশি কথা বলে না। —- The wise do not talk more.
Formula #10

জাতি বুঝাতে Singular Common Noun-এর পূর্বে The বসে।

The cat.
The rose.
The cow.
The Bangladesh
Note: Man অর্থে মানব জাতি এবং Woman অর্থে নারী জাতি বুঝালেও তার পূর্বে কোন Article (A/An/The) বসে না।

Formula #11

ব্যক্তি বা বস্তু যা আগে বলা হয়েছে, তা নির্দেশ করার জন্য The বসে।

I have read a book. —– The book is interesting.
Formula #12

শ্রেণী বা সম্প্রদায় বুঝাতে The বসে।

The rich are not always happy.
Formula #13

নদী, সাগর, উপসাগর, মহাসাগর, দ্বীপপুঞ্জ, পর্বতশ্রেণী এবং জাহাজের নামের পূর্ব The বসে।

The Padma, The Bay of Bengal. The Indian Ocean.
Formula #14

ধর্মগ্রন্থ বা পত্রিকা, বিমান, রেল প্রভৃতির নামের পূর্বে The বসে।

The Holy Quran. The Ittefaq.
Formula #15

সূর্য, চাঁদ, তারা, পৃথিবী, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম ইত্যাদির পূর্বে The বসে।

The earth. The moon, The sun. The east. The west.
Formula #16

Adjective-এর Comparative এবং Superlative Degree-এর পূর্বে The বসে।

The earlier, The better, The best boy.
Formula #17

বর্ণনামূলক ও অর্থপূর্ণ দেশ বা স্থান, প্রসিদ্ধ প্রতিষ্ঠান, প্রাসাদ, ঐতিহাসিক ঘটনা বা বস্তুর নামের পূর্বে The বসে।

The Sundarbans, The USA. The Tajmahal, The High Court.
Formula #18

তারিখ ও ক্রমিক সংখ্যার পূর্বে The বসে।

Reza is the first boy in the class, He will come on the 15th February.
Formula #19

কতোগুলো রো*গের নামের পূর্বে The বসে।

Formula #20

যে সকল Noun দ্বারা বৃত্তি বা পেশা বুঝায় তাদের পূর্বে The বসে।

He joined the Bar.

Formula #21

কোন কিছুর বিশেষ কোন অংশকে বুঝাতে Adjective-এর পূর্বে The বসে।

He likes the part of an egg.
Formula #22

Noun-এর পূর্বে All/Both/Half প্রভৃতি থাকে, তবে তাদের পরে এবং Noun-এর পূর্বে The বসে।

He spent all the money.
He ate half the bread.
Formula #23

কারো কিছু আছে বুঝালে ‘আছে’ ক্রিয়ার ইংরেজি Have/Has বসে। এটি মূলত বাক্যে main verb হিসেবে ব্যবহৃত হয় এবং এর পরে অবশই Noun বসে।

আমার একটি কলম আছে। —- I have a pen.
গরুর দুইটি শিং আছে। —- The cow has two horns.
Formula #24

কারো কিছু আছে কি বুঝালে ‘আছে কি’ কথার ইংরেজি দুইভাবে করা যায়।

তার ছাতা আছে কি? —- Has he an umbrella?/Does he have an umbrella?
তোমার কি একটি বই আছে? —-Have you a book?/Do you have a book?
Formula #25

কারো কিছু নাই বুঝালে ‘নাই’ কথার ইংরেজি দুইভাবে করা যায়।

আমার বই নাই। —- I have no book./I don’t have any book.
তার কোন অহংকার নেই। —- She has no pride./She does not have any pride.
Note: 3rd person singular number হলে verb-এর শেষে s/es যোগ হয়।

Formula #26

নির্দিষ্ট কোন ব্যক্তি বা বস্তু বা প্রাণী কোথাও আছে বুঝালে ‘আছে’ ক্রিয়ার ইংরেজি Am/Is/Are বসে।

সে বাড়িতে আছে। —- He is in the house.
তারা বিপদে আছে। —- They are in danger.
Formula #27

নির্দিষ্ট কোন ব্যক্তি বা বস্তু বা প্রাণী আছে কি বুঝালে ‘আছে কি’ কথার ইংরেজি করতে বাক্যের ঐ Am/Is/Are বাক্যের প্রথমে বসে এবং বাক্যের শেষে প্রশ্নবোধক (?) চিহ্ন দেওয়া হয়।

সে বাড়িতে আছে কি? —- Is he in the house?
তারা বিপদে আছে কি? —- Are they in danger?
Formula #28

কোন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বা প্রাণী আছে বুঝালে ‘আছে’ কথার ইংরেজি There is/There are হয়।

মাঠে দু’টি গরু আছে। —- There are two cows in the field.
পঞ্চগড়ে একটি জাদুঘর আছে। —- There is a museum in Panchagarh.
Formula #29

অনির্দিষ্ট কেহ বা কিছু ‘আছে কি’ বুঝালে তার ইংরেজি করার সময় Is/Are শব্দগুলো There-এর আগে বসে এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হয়।

এই গ্রামে কোন আইনজীবি আছে কি? —- Is there any lawyer in this village?
তোমার পকেটে তিনটি কমল আছে কি? —- Are there three pens in your pocket?
Note: কোন অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু নাই বুঝালে ‘নাই’ কথার ইংরেজি There is no বসে। যেমন: আমাদের গ্রামে কোন ডাক্তার নাই। —- There is no doctor in our village.

Formula #30

অতীত সময় হতে কেউ কোথাও আছে বুঝালে ‘আছে’ ক্রিয়ার ইংরেজি Have been/Has been বসে।

আমি গত রোববার হতে এখানে আছি। —- I have been here since Sunday last.
স্নেহা দুই ঘণ্টা যাবত স্কুলে আছে। —- Sneha has been in the school for two hours.
সহজে ইংরেজি শেখা @SohojEnglishLearn
7 months ago
স্পোকেন ইংলিশ LESSON #05

Obligation - বাধ্য-বাধকতা

কোনো ব্যক্ত বা অব্যক্ত কারণে কেউ কোন কিছু করতে বাধ্য এই ভাব প্রকাশ করার জন্য ইংরেজিতে কয়েকটি উপায় আছে। উপায়গুলি নিম্নরূপ:
Have To + V = I have to go now.
Must + V = You must do it.
Shall + V = I shall go there.
Be To + V = I am to go to the office every day.
Be Supposed To + V = He is supposed to do the work.
Can't But + V = I can't but help him.
Can't Help + V(ing) = I can't help smoking.
Opinion - মতামত

ব্যক্তিগত অভিমতকে বলায় এবং লেখায় নৈর্ব্যক্তিক (objective) তথ্য থেকে আলাদা করা হয়। এজন্য কিছু common expression-ও ব্যবহার করা হয়। নিচে বহুল ব্যবহৃত কিছু expression দেওয়া হল:

I think ---- আমি ভাবছি
I think so ---- আমার তো তাই মনে হয়
I don't think so ---- আমার তো তেমন মনে হয় না
I think so, too. ---- আমারও তাই মনে হয়

Opposition - বিরোধিতা

কোন ব্যক্তির বা যুক্তির বিরোধিকা করতে হলে কয়েকটি উপায়ে তা ঘোষণা করা যায়। যেমন:

I have an objection. ---- আমার একটা আপত্তি আছে।
But I'm afraid I oppose that view. --- কিন্তু আমি দুঃখিত যে আমি ঐ দৃষ্টিভঙ্গির বিরোধিতা করছি।
But I'm afraid I can't agree. ---- কিন্তু আমি যে একমত হতে পারছি না।

Pause - বিরতি

কথাবার্তার মধ্যে কোন কিছু মনে না পড়ার কারণে বা সঙ্গত কারণে বলতে দেরি হওয়ার কারণে আমরা থেমে থাকি। কিন্তু সচরাচর কথার মধ্যে চুপ করে থেমে থাকা মানুষের অভ্যাস নয়। এ কারণে অনেকে কথার এরূপ শূন্যস্থানকে বিভিন্ন অর্থহীন ধ্বনি দ্বরা পূরণ করে থাকে।
er......... (আ.......)
mm........ (ম্ ম্ .....)

Permission - অনুমতি

কাউকে কোন কিছু করতে অনুমতি দিতে বা করো কাছ থেকে অনুমতি চাইতে হলে may এবং can ব্যবহার করা হয়।

Can I use your pen?
Yes, you can.
May I speak to you for a minute?
Yes, you may.

Counting - গণনা করা

দৈনন্দিন জীবনে এমন একটি পর্যায়ও নেই যাতে কোন কিছু গণনা বা পরিমাপ করার প্রয়োজন হয় না। এসব কাজের জন্য ইংরেজিতে বিচিত্র উপায় রয়েছে। এরূপ যাবতীয় উপায় পুরোপুরি আয়ত্তে রাখা উচিত। নিচে এগুলো আলোচনা করা হলো।

One = First = 1st
Two + Second = 2nd
Three = Third = 3rd
Four = Fourth = 4th
Five = Fifth = 5th
Six = Sixth = 6th
Seven = Seventh = 7th
Eight = Eighth = 8th
Nine = Ninth = 9th
Ten = Tenth = 10th
সহজে ইংরেজি শেখা @SohojEnglishLearn
7 months ago
স্পোকেন ইংলিশ LESSON #04

Habit Expressing - অভ্যাস প্রকাশকরণ

নিজের অভ্যাস প্রকাশ করা এবং প্রাকৃকিত অভ্যাসবশত কিছু ঘটে এই ভাব প্রকাশ করা বাক্যের কাঠামোগত দিক থেকে অনেকখানি মিলসম্পন্ন। উভয়ক্ষেত্রেই Present Indefinite Tense ব্যবহৃত হয়। প্রথম ক্ষেত্রে কিছু বিশেষ শব্দও ব্যবহৃত হয়। যেমন:

Usually ---- সচরাচর
Normally ---- সাধারণত
Most of the time ---- অধিকাংশ সময়
Hatred - ঘৃণা
ঘৃণা বা বিতৃষ্ণা প্রকাশ করার জন্য বিশেষ বাক্যের পাশাপাশি বাক্যের মধ্যে বিশষ word ব্যবহৃত হয়।

Hate+Object

I hate it. ---- আমি এটি ঘৃণা করি।
Hate+Verb(ing)

I hate smoking in public place. ---- আমি প্রকাশ্যে ধুমপান ঘৃণা করি।
Informing - তথ্য প্রকাশ

কথাবার্তায় আমরা অনেক ধরনের মতামত কিছু expression বা phrase ব্যবহার করে আলাদাভাবে চিহ্নিত করে থাকি। নিচের উদাহরণগুলি থেকে বিষয়টি স্পষ্ট হবে।

The real thing is that ---- আসল ঘটনা হলো
When it really means is than ---- এর দ্বারা আসলে যা বুঝায় তা হলো
Now it's clear that ---- এখন এটা স্পষ্ট যে
As a matter of fact ---- প্রকৃত পক্ষে
Intensity - তীব্রতা/গভীরতা

কোন adjective বা adverb-এর অর্থের প্রাবল্যতা বা তীব্রতা প্রকাশ করার জন্য কিছু expression বা phrase ব্যবহৃত হয়। বক্তব্যে বিশেষ অভিঘাত (stress) কিংবা আবেগ (emotion) প্রদান করার উদ্দেশ্যে সেগুলিকে আমরা ব্যবহার করি।

She looks very nice indeed. ---- সে তো আসলে খুব সুন্দর।
The project was a total loss. ---- প্রকল্পটি ছিলো একটা ডাহা ক্ষতি।
They were utterly (আটার্লি) powerless. ---- তারা ছিলো পুরোপুরি ক্ষমতাহীন।
That's absolutely true. ---- তা পুরোপুরি সত্য।
He's really a genius. ---- সে আসলে একটা জিনিয়াস।
It was truly a gigantic creature. ---- ওটা ছিলো আসলে একটা বড় আকারের জীব।
Invitation - নিমন্ত্রণ

ইংরেজিতে নিমন্ত্রণ করা আর বন্ধুত্বপূর্ণ প্রস্তারব রাখা প্রায় একই জিনিস। এজন্য বেশ কয়েকটি উপায় আছে।

I invite you tonight at the dinner. And I hope you'll accept it. ---- আমি আপনাকে আজ রাতের ডিনারে আমন্ত্রণ জানাচ্ছি। আশাকরি আপনি তা গ্রহণকরবেন।
Would you be my guest tonight at the dinner? ---- আজ রাতের ডিনারে আমার অতিথি হবেন কি?
Length/Distance - দৈর্ঘ্য/দূরত্ব
কোন কিছুর দৈর্ঘ্য এবং স্থানের দূরত্বের ধারণা আমাদের চিন্তা-চেতনার পদ্ধতির সাথেই নিবিড়ভাবে জড়িত। এরূপ ধারণা প্রকাশ করার জন্য উপযুক্ত ভাষা-দক্ষতা না থাকলে আমরা অনেকে মনোভাবই স্পষ্টভাবে প্রকাশ করতে পারতাম না। স্থান এবং কালের সাপেক্ষে দৈর্ঘ্য বলতে যা বুঝায় তাকে আমরা বিভিন্নভাবে প্রকাশ করে থাকি। যেমন:

tow meters long = having the length of two metes.
a two meter long = The stick is two meters long.
Listening Response - শ্রোতার সাড়া
কারো কথা শুনতে গিয়ে আমরা সব সময়ে সাড়া প্রদান করে থাকি। এই সাড়া প্রদানের উপায় হতে পারে মাথা নাড়ানো থেকে শুরু করে ‘হ্যাঁ’ ‘না’ ‘অবশ্যই’ ‘তা ঠিক’ ‘হুম’ ইত্যাদি। ইংরেজিতে এরূপ ক্ষেত্রে বিভিন্ন অর্থ বুঝানোর জন্য বিভিন্ন expression ব্যবহৃত হয়। যেমন:

Yes, right ---- জ্বী, আচ্ছা
I see ---- তাই বুঝি
Strange! ---- কী অদ্ভুদ!
How funny! ---- চমৎকার তো!
Is that so! ---- তাই নাকি?
So that's the case? ---- তাহলে ব্যাপারটা এই?
Yes, go on. ---- হ্যাঁ, বলতে থাকো
Exactly ---- একেবারে ঠিক বলেছেন
Of course, I will ---- অবশ্যই আমি তা করবো
That's right ---- ঠিক বলেছেন
That's exactly the case ---- ঘটনাটি ঠিক তাই
I agree ---- আমি এটা স্বীকার করি
What! ---- কী বললে তুমি!
Oh my God! ---- হায় আল্লাহ, তাই নাকি!
Meals - আহারাদি

খাবার-দাবারের ধরন এবং পর্যায় অনুসারে তা প্রকাশ করার জন্য উপযুক্ত শব্দ ব্যবহার করতে হয়। এখন আমরা সংশ্লিষ্ট বিভিন্ন ধরনের শব্দ এবং expression-এর সাথে পরিচিত হবো।

eat ---- খাওয়া
drink ---- পান করা
suck ---- চুষে নেওয়া
lick ---- লেহন করা বা চাটা
bite ---- কামড়ানো
swallow ---- গিলে ফেলা
sip ---- চুমুক
taste ---- আস্বাদন করা
chew ---- চিবানো
bite off ---- কামড়ে ছিঁড়ে নেওয়া
eat voraciously ---- গোগ্রাসে খাওয়া
eat like a bird ---- অল্প খাওয়া
throw up ---- বমি করা (vomit)
eat too much ---- অত্যধিক আহার করা
vegetarian ---- নিরামিষভোজী
breakfast ---- সকালের নাস্তা
lunch ---- মধ্যাহ্নভোজ বা দুপুরের খাবার
dinner ---- রাতের খাবার
supper ---- দিনের শেষ খাবার
feast ---- আনন্দময় ভোজ
starve ---- অনাহারে কাটানো
fast ---- রোজা রাখা
overeat ---- অতিভোজন করা/পরিমাণে বেশি খেয়ে ফেলা
go without food ---- না খেয়ে থাকা
Means - উপায়

কোনো কিছু করার উপায় কিভাবে প্রকাশ করতে হয় তা জানা আবশ্যক। এরূপ প্রকাশভঙ্গি প্রধানত Preposition এবং Adverb-এর ব্যবহারের ওপর নির্ভরশীল।

By any means ---- যে কোন উপায়ে
By hook or by crook ---- যে কোন ভাবেই হোক
with a stick ---- একটি লাঠির সাহায্যে
সহজে ইংরেজি শেখা @SohojEnglishLearn
7 months ago
*****প্রয়োজনীয় ৫০০+ ইংরেজি শব্দ****

আপনি কি ইংরেজি কীভাবে বলবেন বা বুঝবেন তা নিয়ে চিন্তিত? কোনো ভাষা নিয়ে ভীতি দূর করার সবচেয়ে ভালো উপায় সেই ভাষার কমন শব্দগুলোর অর্থ জানা।

আমাদের প্রতিদিনের কথোপকথন এর জন্য খুব সাধারণ কিছু ইংরেজি শব্দ রয়েছে, যেগুলো জানতে পারলে ইংরেজিতে কথা বলা যায় খুব সহজেই।

এমন শব্দগুলো ক্যাটাগরি আকারে সাজানো হয়েছে যাতে করে খুব সহজ-গুছানো উপায়ে জানতে পারেন, এবং প্রতিদিন ব্যবহার করতে পারেন।

ইংরেজি শেখার সহজ উপায়: চলুন দেখে নিই ক্যাটাগরিগুলো :

১) মানবদেহ
২) পরিবার ও আত্বীয় স্বজন
৩) খাবার ও পানীয়
৪) বিভিন্ন রং
৫) সময়
৬) দিকসমূহ
৭) প্রাকৃতিক বিষয়
৮) ঋতু সমূহ
৯) ভ্রমণ সম্পর্কিত
১০) পরিমাপ এবং ওজন
১১) পেশা
১২) দৈনন্দিন জীবনে ব্যবহৃত

মানব দেহ (Human Body) নিয়ে গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দ:
Body (বডি) শরীর
Eyelid (আই-লিড্) চোখের পাতা
Leg (লেগ) পা
Head (হেড) মাথা
Lip (লিপ) ঠোঁট
Forehead (ফোরহেড) কপাল
Shoulder (শোল্ডার) কাঁধ
knee (নী) হাঁটু
Hair (হেয়ার) চুল
Finger (ফিঙ্গার) আঙ্গুল
Foot (ফুট) পায়ের পাতা
Cheek (চিক্) গাল
Chest (চেষ্ট) বুক
Toe (টো) পায়ের আঙ্গুল
Face (ফেস) মুখমন্ডল
Tongue (টাং) জিহ্বা
Thigh (থাই) উরু
Nose (নোজ) নাক
Tooth (টুথ) দাঁত
Palm (পাম) হাতের তালু
Mouth (মাউথ) মুখ
Belly (বেলী) পেট
Throat (থ্রোট) গলা
Eye (আই) চোখ
Elbow (এলবো) কনুই
Eye-brow (আই-ব্রাউ) চোখের ভ্র্রু
Hand (হ্যান্ড) হাত
Gum (গাম্) মাড়ি
Back (ব্যাক্) পৃষ্ঠ বা পিঠ
Skull (স্কাল) মাথার খুলি
Sole (সোল) পায়ের তলা
Stomach (স্টমাক্) পাকস্থলি
Thumb (থাম্ব) বৃদ্ধাঙ্গুল
Wrist (রিষ্ট) হাতের কব্জি
Back-bone (ব্যাক-বোন) মেরুদন্ড
Ear-hole (ইয়ার-হোল) কানের ছিদ্র
Nail (নেইল) নখ
Waist (ওয়েস্ট) কোমর
Ear-lap (ইয়ার-ল্যাপ) কানের লতি
Brain (ব্রেন) মগজ
Jaw (জ্ব) চোয়াল
skin (স্কিন) চামড়া
Vein (ভেন) শিরা
Ankle (অ্যাংকল) পায়ের গাট
Navel (নেভেল) নাভী
Abdomen (এবডোমেন) তলপেট
Kidney (কিডনি) মূত্রগ্রন্থি
Beard (বিয়ার্ড) দাড়ি
Liver (লিভার) যকৃত
Bone (বোন্) হাড়
Pupil (পিউপিল) চোখের তারা
Breast (ব্রেস্ট) বুক
Moustache (মাসটাশ) গোফ
Sweat (সোয়েট) ঘাম
Flesh (ফ্লেশ) গোশত
Tear (টিয়ার) চোখের জল
Arteries (আরটেরিজ) ধমনী
Lungs (লাঙন্স) শ্বাসযন্ত্র

পরিবার (Family) ও আত্বীয় স্বজন (Relatives) সম্পর্কিত কিছু কমন ইংরেজি শব্দ:
Parents (প্যারেন্টস) পিতা-মাতা
Grandfather দাদা, নানা
Stepfather বিপিতা, সৎপিতা, সতবাপ
Father (ফাদার) বাবা, পিতা
Grandmother দাদী, নানী
Stepmother সৎ মা
Mother (মাদার) মা, আম্মা
Grandson নাতি
Stepson সৎসন্তান
Son (সন) ছেলে, পুত্র
Granddaughter নাতনী
Stepdaughter সতমেয়ে
Sister(সিস্টার) বোন
Elder Brother বড় ভাই
Stepsister সৎবোন, বৈমাত্রেয় বোন
Daughter(ডটার) মেয়ে, কন্যা
Elder Sister বড় বোন
Stepbrother বৈমাত্রেয় ভাই, সৎভাই
Husband(হাজব্যান্ড) স্বামী
Uncle(আঙ্কেল) চাচা, মামা, জেঠা, খালু, ফুফা
Friend বন্ধু, বান্ধবী
Wife(ওয়াইফ) স্ত্রী
Aunt(আন্ট) চাচী, জেঠী, মামী, খালা, ফুফু
Relative আত্বীয়, স্বজন
Siblings(সিবলিংস) ভাইবোন
Nephew(নেফিউ) ভাইবো, ভাগনে
Neighbour প্রতিবেশী
Cousin(কাজিন) চাচাত ভাই/বোন, মামাত,খালাত, ফুফাত ভাই/বোন।
Niece(নীস) ভাইজি, ভাগনি
Child সন্তান
Son-in-law জামাতা
Daughter-in-law পুত্রবধূ
Brother-in-law দুলাভাই, ভাসুর, দেবর, ভগ্নিপতি
Sister-in-law ভাবী, জা, ননদ
Mother-in-law শাশুড়ী
Father-in-law শশুর

খাবার ও পানীয় (Foods and Drinks) সম্পর্কিত দরকারি ইংরেজি শব্দ:
Food খাবার/খাদ্য
Butter Milk ঘোল, মাখন-তোলা দুধ
Sauce আচার, সস
Breakfast সকালের নাস্তা
Chop বড়া
Salt লবণ
Lunch দুপুরের খাবার
Coffee কফি
Sweet মিষ্টি
Dinner রাতের খাবার
Curd দধি
Soup ঝোল/স্যুপ
Bread রুটি
Cream সর
Egg ডিম
Butter মাখন
Curry তরকারী
Fish মাছ
Barley যব/বার্লি
Cutlet গোশতের পিঠা
Flour ময়দা
Beef গরুর গোশত
Cake পিঠা
Flesh মাংস/গোশত
Mutton খাসির গোশত
Supper সন্ধ্যাভোজ, রাতের খাবার
Fowl মুরগীর গোশত
Milk দুধ
Sugar চিনি
Jelly চাটনী/জেলি
Rice চাল/ভাত
Ghee ঘি
Jam মোরব্বা
Fried rice খৈ
Honey মধু
Loaf পাউরুটি
Flattened rice চিড়া
Hotchpotch খিচুড়ি
Meat গোশত
Oil তৈল
Posset ছানা
Tea চা
Pulse ডাল
Roast ভাজা গোশত, মাংসের কাবাব
Water পানি

বিভিন্ন রং (Colors) সমূহের ইংরেজি শব্দ এবং অর্থ:
White সাদা
Golden সোনালী
Indigo বেগুনী নীল
Red লাল
Bright উজ্জল
Maroon তামাটে লাল
Black কালো
Ash Colour ছাই রং
Pink হালকা লাল/গোলাপী
Brown বাদামী
Rosy গোলাপী
Sky blue আকাশী নীল
Blue নীল
Crimson গাঢ় নীল
Orange color কমলা রং
Green সবুজ
Chocolate খয়েরী
Yellow হলুদ
Gray ধূসর
Grassy সবুজ বর্ণ
Violet বেগুনী
Dark blue শ্যামবর্ণ
Deep Green গাঢ় সবুজ
Raw color কাঁচা রং
Scarlet টকটকে লাল

সময় (Time) নিয়ে ব্যবহৃত দৈনন্দিন ইংরেজি শব্দসমূহ:
Day দিন
Night রাত
Morning সকাল
Hour ঘন্টা
Fortnight একপক্ষ
Afternoon বিকাল
Minute মিনিট
Midnight মধ্যরাত্রি
Dawn ভোরবেলা
Second সেকেন্ড
Mid-day মধ্যাহ্ন
Dark অন্ধকার
Month মাস
Sunrise সূর্যোদয়
Dusk গোধুলী/সন্ধ্যা/আবছা অন্ধকার
Century একশত বছর, শতাব্দী
Sunset সূর্যাস্ত
Evening সন্ধ্যা
Era যুগ
Today আজ
Everyday প্রতিদিন
Present বর্তমান
Tomorrow আগামীকাল/ কালকে
Noon দুপুর/মধ্যাহ্ন
Future ভবিষ্যৎ
Tonight আজ রাত
Date তারিখ
Past অতীত
Twilight গোধূলী
Week সপ্তাহ
Year বছর/বর্ষ
Yesterday গতকাল
Moment মুহূর্ত
Before পূর্বে/ আগে
Annual বার্ষিক
Afterward পরে/এরপরে
After পরে
Anytime যে কোন সময়
Decade দশক
Delay বিলম্ব/দেরী
Fiscal Year অর্থবছর
Leap Year অধিবর্ষ
Early তাড়াতাড়ি
Overtime অতিরিক্ত সময়
Punctual সময়নিষ্ঠ
Later পরে
Summer গ্রীষ্ম
Spring বসন্ত
Late বিলম্বে
Sometime একদা
Soon শীঘ্রই

দিকসমূহ (Directions) নিয়ে প্রতিদিন ব্যবহৃত কিছু কমন ইংরেজি শব্দ:
Right ডান, দক্ষিণ
West পশ্চিম
Down Ward নিচের দিকে
Left বাম
East পূর্ব
Endless সীমাহীন
Centre মধ্যস্থান
North উত্তর
Upward উপরে
Corner কোণ
North east উত্তর-পূর্ব কোণ
Backyard পিছনের দিকে
Back পিছন
North west উত্তর-পশ্চিম কোণ
Next to পাশেই
Below নিচে
South দক্ষিণ
Turn left বাম দিকে ঘুরুন
Map মানচিত্র
South east দক্ষিণ-পূর্ব কোণ
Turn right ডানে ঘোরা
Pointer দিক নির্দেশক
South West দক্ষিণ-পশ্চিম কোণ
Behind পিছনে
Horizon দিগন্ত
Compass দিক নির্ণয় যন্ত্র
Between মধ্যে, দুইয়ের মধ্যে
Front সামনে
Dimension মাত্রা, পরিমাণ
Turn back ঘুরে দারাও
Beside পাশে
Near কাছে, নিকটবর্তী
In front of সামনে

প্রাকৃতিক বিষয় (Natural Things) নিয়ে নিত্য প্রয়োজনীয় ইংরেজি শব্দ সমূহ:
Nature প্রকৃতি
Planet গ্রহ
Ice বরফ
World পৃথিবী
Sea সাগর
Mountain পর্বত
Earth পৃথিবী
Ocean মহাসাগর
Gulf উপসাগর
Star তারা
Lake হ্রদ
Hurricane প্রবল সামুদ্রিক ঝড়
Moon চাঁদ
Full moon পূর্ণিমা
River নদী
Sun সূর্য
Flood বন্যা
Sky আকাশ
Air বাতাস
Fog কুয়াশা
Rainbow রংধনু
Cloud মেঘ
Famine দুর্ভিক্ষ
Soil মাটি
Climate জলবায়ু
Fountain ঝরণা
Sand বালু
Desert মরুভূমি
Pond পুকুর
Water পানি
Weather আবহাওয়া
Village গ্রাম
Dew শিশির
Fire আগুন
Rain বৃষ্টি
Energy শক্তি
Creature জীবজন্তু
Species প্রজাতি
Plants গাছপালা/উদ্ভিদ

ঋতু সমূহের (Seasons) সম্পর্কে দৈনন্দিন ব্যবহৃত ইংরেজি শব্দ:
Seasons ঋতু
Rainy Season বর্ষাকাল
Late Autumn হেমন্তকাল
Summer গ্রীষ্মকাল
Autumn শরৎকাল
Winter শীতকাল
Spring বসন্তকাল

ভ্রমণ (Travel) সম্পর্কিত দৈনিক ইংরেজি শব্দ সমূহ:
All Inclusive Resort (অল ইনক্লুসিভ রিসোর্ট) থাকার সুবিধার পাশাপাশি তিন বেলা খাবারও সরবরাহ করা।
Bed & Breakfast (বেড অ্যান্ড ব্রেকফাস্ট) থাকার ব্যবস্থার পাশাপাশি সকালের নাশতা সরবরাহ করে এমন হোটেল।
Hostel (হোস্টেল) ছাত্রাবাস, সুলভমূল্যের থাকার জায়গা।
Motel (মোটেল) হাইওয়েগুলোর পাশে অবস্থিত মোটামুটি মানের থাকার জায়গা।
Guest House (গেস্ট হাউজ) পর্যটন এলাকাগুলোতে কারো ব্যক্তিগত বাসাকে ভ্রমণকারীদের জন্য ভাড়ার ব্যবস্থা করা হয়।
Single Room (সিংগেল রুম) একজনের জন্য উপযোগী রুম
Double Room (ডাবল রুম) দুইজনের জন্য উপযোগী রুম
Twin Sharing (টু-ইন শেয়ারিং) দুটি সিংগেল বেড যুক্ত রুম
Suite (সুইট) বিলাসবহুল রুমের সমষ্টি যেখানে কিচেন, ড্রয়িং রুম, বাথরুম সহ একটি বাসার সব সুবিধা থাকে।
Check–in (চেক ইন) হোটেলে আগে থেকে বুকিং করা থাকলে ওই হোটেলের রিসিপশনে নিয়ে তা নিশ্চিত করা।
Room Service ( রুম সার্ভিস) হোটেল স্টাফরা খাবার রুমে এসে সরবরাহ করে থাকে ।
House keeping ( হাউজ কিপিং) হোটেলের রুম, বেড এবং বাথরুম পরিষ্কার করা স্টাফ।
Safe (সেইফ) হোটেলের ছোট লকার, যেগুলোতে টাকা –পয়সা, মূল্যবান অলংকার ও ফাইলসমূহ রাখা যায়।
Amenities (এমেনিটিস) হোটেলে অবস্থানকালে হোটেল কর্তৃক প্রদানকৃত সেবাসমূহ।
Check-out (চেক আউট) হোটেল থেকে প্রস্থানের সময়

পরিমাপ এবং ওজন (Measurement and Weight) নিয়ে দৈনিক ইংরেজি শব্দ সমূহ:
Length দৈর্ঘ্য
Area আয়তন, ক্ষেত্রফল
Foot ফুট
Breadth প্রস্থ
Boundary সীমা
Pound পাউন্ড
Kilometer কিলোমিটার
Cubit একহাত পরিমিত মাপ
Ounce আউন্স
Centimeter সেন্টিমিটার
Liter লিটার
Scale নিক্তি
Decimeter ডেসিমিটার
Meter মিটার
Square বর্গ
Kilogram কিলোগ্রাম
Milligram মিলিগ্রাম
Thick পুরু
Hight উচ্চতা
Dram ড্রাম
Tape ফিতা
Weight ওজন
Measurement পরিমাপ
Yard গজ, উঠান
Gram গ্রাম
Balance দাঁড়িপাল্লা
degree মাত্রা
Inch ইঞ্চি
Furlong ফার্লং, এক মাইলের আট ভাগের এক ভাগ।
Dozen ডিগ্রি, মাত্রা
Hectare হেক্টর, জমির আয়তনের মাপবিশেষ
Mass ভর, পরিমাণ
Percent শতাংশ, শতকরা

পেশা (Occupation) সমূহ নিয়ে কমন ইংরেজি শব্দ:
Author গ্রন্থকার
Carpenter কাঠমিস্ত্রি, সূত্রধর
Artist শিল্পী
Compounder কম্পাউন্ডার
Doorkeeper দারোয়ান, দ্বার রক্ষক
Astrologer জ্যোতিষী
Coachman গাড়োয়ান
Disciple শিষ্য
Actress অভিনেত্রী
Clerk কেরানী
Empress সম্রাজ্ঞী
Actor অভিনেতা
Cook বাবুর্চি
Emperor সম্রাট
Banker ব্যাংকার, ব্যাংকের মালিক
Cowboy রাখালবালক
Engineer প্রকৌশলী
Baker রুটিওয়ালা
Cobbler মুচি
Farmer কৃষক
Butcher কসাই
Crew নাবিক
Fisherman জেলে
Barber নাপিত
Coolie কুলি
Guard পাহারাদার
Broker দালাল
Chief Minister মুখ্যমন্ত্রী
General সেনাপতি
Book Seller পুস্তক বিক্রেতা
Chairman চেয়ারম্যান, সভাপতি
Gatekeeper দারোয়ান
Book binder গ্রন্থ বাঁধািইকার
Cashier ক্যাশিয়ার, কোষাধ্যক্ষ
Goldsmith স্বর্ণকার
Beggar ভিক্ষুক
Customer ক্রেতা,খরিদ্দার
Grocer মুদি
Boatman মাঝি
Compositor মুদ্রাক্ষর, স্থাপক
Governor শাসনকর্তা , গভর্নর, কর্তা
Businessman ব্যবসায়ী
Cultivator চাষী, কৃষক
Gardener মালী
Hawker হকার, ফেরিত্তয়ালা
Lecturer প্রভাষক
Hunter শিকারী
Lawyer আইনজীবী
Judge বিচারক, হাকিম
King রাজা
Minister মন্ত্রী
Juggler বাজিকর
Laborer শ্রমিক
Merchant সওদাগর
Landlord জমিদার
Jeweler মণিকার
Nurse সেবিকা
Queen রাণী
Milkman গোয়ালা
Officer কর্মকর্তা
Quazi বিচারক
Milkmaid গোয়ালিনী
Orator বক্তা
Reader পাঠক
Mechanic মিস্ত্রি
Oilman কলু, তৈল-বিক্রেতা
Singer গায়ক
Magistrate ম্যাজিস্ট্রেট
Publisher প্রকাশক, পস্তক-প্রকাশক
Soldier সৈনিক, সৈন্য, সেনা
Tenant প্রজা
Peasant চাষী
Sailor নাবিক
Weaver তাঁতী
Pleader উকিল
Shopkeeper দোকানদার
Washerman ধোপা
Police পুলিশ
Sweeper ঝাড়ুদার
Hairdresser হেয়ারড্রেসার
Peon পিয়ন
Shoemaker মুচি
Gardener মালী
Painter চিত্রকর
Shepherd রাখাল
Journalist সাংবাদিক
Printer মুদ্রাকর, অক্ষরজীবক
Thief চোর
Postman ডাকবাহক, পিয়ন
Potter কুম্ভকার, কুমোর, কুমার
Trader ব্যবসায়ী
Secretary সেক্রেটারি, সম্পাদক
Poet কবি
Tailor দরজী
Waiter ওয়েটার
Priest পুরোহিত
Teacher শিক্ষক
Goldsmith স্বর্ণকার

আরও কিছু দৈনন্দিন জীবনে ব্যবহৃত ইংরেজি শব্দ:
Each প্রতিটি, প্রত্যেক, প্রতি
Much অনেক
Great মহান
Find অনুসন্ধান, আবিষ্কার
Take গ্রহণ করা, লওয়া
Help সাহায্য
Information তথ্য
Want প্রয়োজন
Where কোথায়
Those সেগুলো
Army সৈন্য
Important গুরুত্বপূর্ণ
While যখন
Peace শান্তি
Example উদাহরণ
Look দেখুন, তাকান
Victory জয়
Go যাওয়া
However যাহোক
Study অধ্যয়ন
Own নিজের
Another অন্য
Lot অনেক
Enough যথেষ্ট
Process প্রক্রিয়া
Better উত্তম
Long দীর্ঘ
Specific নি
সহজে ইংরেজি শেখা @SohojEnglishLearn
7 months ago
#১০ম ক্লাস

“Grammar” নিয়ে শুরুতেই চিন্তা করা শুরু করলে আপনি কোনদিনও ইংরেজি ভালো করে শিখতে পারবেন না। আত্মস্থ করতে পারবেন না। মনে Grammar এর ভীতি নিয়ে না শিখে নতুন কিছু শেখার আনন্দে ইংরেজি শিখুন। ঠিক যেমন ছোট্ট শিশুরা নতুন খেলনা নিয়ে সীমাহীন আগ্রহ নিয়ে খেলে।

অনুশীলনের বিকল্প নেই, প্রয়োজনে আপনি ঘরের দরজা বন্ধ করে আয়নার সামনে দাঁড়িয়ে ইংরেজিতে কথা বলা অনুশীলন করুন এবং নিজের Voice রেকর্ড করে শুনুন। এতে আপনার Confidence বাড়বে, নিজের ভুলগুলোও বুঝতে পারবেন। ইনশাল্লাহ এটা খুবই কাজে দেয়, করেই দেখুন একবার।

তো শুরু করা যাক আজকের ক্লাস (১০ম ক্লাস)

really = (রিয়েলি) = আসলেই
proud = (প্রাউড) = গর্ভিত
I am really proud of you. = (আই এ্যাম রিয়েলি প্রাউড অব ইউ) আমি তোমার জন্য আসলেই গর্ভিত।

Don't worry. = (ডন'ট ওয়ারি) = টেনশন করোনা।
make = (মেইক) = বানানো
I will make it. = (আই উইল মেইক ইট) = আমি এটা বানাবো।

easy = (ইজি) = সহজ
It's very easy. = (ইট'স ভেরি ইজি) = এটি খুবই সহজ।

create = (ক্রিয়েট) = বানানো / তৈরি করা
It's very easy to create. = (ইট'স ভেরি ইজি টু ক্রিয়েট) = এটি বানানো খুবই সহজ।

Where are you going? = (হয়ার আর ইউ গোয়িং) = তুমি কোথায় যাচ্ছ?

stay = (স্টে) = অবস্থান করা / দাঁড়াও।
Please stay here. = (প্লীজ স্টে হেয়ার) = দয়া করে এখানে দাঁড়াও।

translate = (ট্রান্সলেট) = অনুবাদ
I want to translate. = (আই ওয়ান্ট টু ট্রান্সলেট) = আমি অনুবাদ করতে চাই।

never = (নেভার) = কখনো না
It's never easy. = (ইট'স নেভার ইজি) = এটা কোনোভাবেই সহজ নয়।

wait = (ওয়েট) = অপেক্ষা করা
Wait just a minute. = (ওয়েট জাস্ট এ মিনিট) = মাত্র এক মিনিট অপেক্ষা কর।

It's never easy to say = (ইট'স নেভার ইজি টু ছে) = এটা বলা কখনো সহজ নয়।

at first = (এ্যাট ফাস্ট) = প্রথমে
For example. = (ফর এক্সাম্পল) = উদাহরন স্বরূপ
At first take my salaam. = (এ্যাট ফাস্ট টেক মাই সালাম) = প্রথমে আমার সালাম নাও।

difficult = (ডিফিকাল্ট) = কঠিন
Easy to say but difficult to do. = (ইজি টু ছে বাট ডিফিকাল্ট টু ডু) = বলা সহজ কিন্তু করা কঠিন।

I'm watching TV = (আই'ম ওয়াচিং টিভি) = আমি টিভি দেখছি

Now I'm watching TV. = (নাউ আই'ম ওয়াচিং টিভি) = এখন আমি টিভি দেখছি।

leg = (লেগ) = পা legs finger = (লেগস ফিঙ্গার) = পায়ের আঙুল
hair = (হেয়ার) = চুল
ear = (ইয়ার) = কান
face = (ফেইস) = মুখমন্ডল
mouth wash = (মাউথ ওয়াশ) = মুখ ধোয়া
face wash = (ফেইস ওয়াশ) = মুখমন্ডল ধোয়া
don't touch me = ( ডন'ট টাচ মি) = আমাকে ছুবেনা
write it = (রাইট ইট) = এটা লেখ
right it = (রাইট ইট) = এটা ঠিক
do it = (ডো ইট) = এটা কর
do it again = (ডো ইট এগেইন) = এইটা আবার কর
Do you walking? = (ডো ইউ ওয়াকিং?) = তুমি কি হাটতেছ?

of course = (অফকোর্স) = অবশ্যই
Yeah of course. = (ইয়াহ অফকোর্স) = হ্যা অবশ্যই।

definitely = (ডেফিনেটলি) = নিঃসন্দেহে
impossible = (ইম্পছিবল) = অসম্ভব
prophet = (প্রফেট) = নবী
Prophet sm. said = (প্রফেট (সঃ) ছেইড) = নবী (সঃ) বলেন।

God = (গড) = প্রভু
Lord = (লর্ড) = প্রভু
God bless you. = (গড ব্লেছ ইউ) = আল্লাহ্‌ তোমার সহায় হোক।

life = (লাইফ) = জীবন
heaven = (হেভেন) = বেহেশত
garden = (গার্ডেন) = বাগান
fountain = (ফাউন্টেইন) = ঝর্ণা ধারা
I am walking on the way. = (আই এ্যাম ওয়াকিং অন দা ওয়ে) = আমি রাস্তায় হাটছি।

shopped = (শপড) = কেনাকাটা / জিনিসপত্র কেনা
already = (অলরেডি) = ইতিমধ্যে / ইহার আগেই
I have shopped already. = (আই হেভ শপড অলরেডি) = আমি ইতিমধ্যে কেনাকাটা সেরেছি।

figure out = (ফিগার আউট) = খুঁজে বের করা / চিনতে পারা
Sometimes I can't figure out you. = (সামটাইমস আই কান'ট ফিগার আউট ইউ ) = মাঝে মাঝে আমি তোমাকে চিনতে পারি না।

heard = (হিয়ার্ড) = শুনা
matter = (ম্যাটার) = ব্যাপারটা
yet. = (ইয়েট) = এখনো
I haven't heard the matter yet. = (আই হেভেন'ট হিয়ার্ড দা ম্যাটার ইয়েট) = আমি এখনো ব্যাপারটা শুনিনি।

Cut it short for me. = (কাট ইট শর্ট ফর মি) = এটাকে ছোট করে দাও আমার জন্য।

Bade = (বেইড) = আদেশ করা / জানাও
Bade her bye. = (বেইড হার বাই) = তাকে বিদায় জানাও।
সহজে ইংরেজি শেখা @SohojEnglishLearn
7 months ago (E)
#৬ষ্ঠ ক্লাস

৬ষ্ঠ ক্লাস, মোট ৩০ টি ক্লাস আছে। আজ আমরা ৬ষ্ঠ ক্লাসটি শুরু করবো। অলসতা না করে করে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি ক্লাসই খুব ভালোভাবে মনযোগ সহকারে করবেন ভয় পাবেননা ক্লাস গুলো খুবই সহজ।

তাছাড়া বাংলা উচ্চারণ দেওয়া আছে যাতে আপনাদের বুঝতে আরো সহজ হয় তবে একটি কথা যারা ইংরেজিতে দুর্বল বা কথা বলতে পারেননা তাদের জন্য সর্বাধিক উপকারী এই অ্যাপটি আর যারা ইংরেজি জানেন কিন্তু কথা বলতে পারেন না তাদের জন্য ও অধিক উপকারি হবে ইনশাআল্লাহ্।

আপনার হয়তো ইংরেজিতে দক্ষ হতে অন্যদের চেয়ে একটু বেশিই সময় লাগছে। হতাশ হবেন না। ভেঙে পড়বেন না। সবার শেখার পদ্ধতি এবং সময়সীমা এক নয়। লেগে থাকলে আপনি পারবেনই। এটাই নিয়ম।

তো শুরু করা যাক আজকের ক্লাস (৬ষ্ঠ ক্লাস)

myself = (মাইসেলফ) = আমাকে / আমি স্বয়ং
Let me do it myself. = (লেট মি ডু ইট মাইসেলফ) = আমাকে একাই করতে দাও।

stand = (স্ট্যান্ড) = দাঁড়াও
wrong = (রং) = ভুল
ground = (গ্রাউন্ড) = ভিত্তি / স্থান
You stand on the wrong ground. = (ইউ স্ট্যান্ড অন দা রং গ্রাউন্ড) = তুমি ভুল করছো। (বুঝানো হচ্ছে)

wonder = (ওয়ান্ডার) = বিস্ময়
It's a wonder for me. = (ইট'স এ ওয়ান্ডার ফর মি) = এটা আমার জন্য একটা বিস্ময়।

so far = (সো ফার) = এ পর্যন্ত
So far so good. = (সো ফার সো গুড) = এ পর্যন্ত ভালই চলছে ।

faith = (ফেইথ) = বিশ্বাস
Keep faith on me. = (কিপ ফেইথ অন মি) = আমার ওপর বিশ্বাস রাখো।

paid no heed = (পেইড নো হিড) = কর্ণপাত না করা
You paid no heed to my words. = (ইউ পেইড নো হিড টু মাই ওয়ার্ডস) = তুমি আমার কথায় কর্ণপাত করনি।

repent = (রিপেন্ট) = অনুশোচনা করা
I repent what I have done. = (আই রিপেন্ট হোয়াট আই হেভ ডান) = যা করেছি তার জন্য আমি অনুশোচনা করি।

terrific = (টেরিফিক) = ভয়ানক / অপরিসীম / প্রচণ্ড
blow = (ব্লোও) = ঘা / আঘাত
What a terrific blow on him. = (হোয়াট এ টেরিফিক ব্লোও অন হিম) = তার উপর কি ভয়ানক আঘাত!

move = (মুভ) = সরান / সরে / অপসারণ
aside = ( এ্যাসাইড ) = এক পাশে
Move aside. = (মুভ এ্যাসাইড) = এক পাশে সরে দাঁড়াও।

a word. = (এ ওয়ার্ড) = একটা কথাও
Don't say a word. = (ডন'ট ছে এ ওয়ার্ড) = একটা কথাও বলবে না।

babble = (বাবল) = বকবক
Let him babble. = (লেট হিম বাবল) = তাকে বকবক করতে দাও।

It was not a girl's number. = (ইট ওয়াজ নট এ গার্ল'স নাম্বার) = এটা কোন মহিলার নাম্বার ছিলনা।

This is my friend. = (দিস ইজ মাই ফ্রেন্ড) = এটা আমার বন্ধু।

answer = (আনসার) = উত্তর
Tell me an answer. = (টেল মি এন আনসার) = আমায় একটা উত্তর দাও।

beauty = (বিউটি) = সুন্দর
Are I am not beauty? = (আর আই এ্যাম নট বিউটি?) = আমি কি সুন্দর নই?

definitely = (ডেফেনেটলি) = নিঃসন্দেহে
cute = (কিউট) = মিষ্টি
Definitely you are a beauty and cute girl. = (ডেফেনেটলি ইউ আর এ বিউটি এন্ড কিউট গার্ল) = নিঃসন্দেহে তুমি সুন্দর ও মিষ্টি একটি মেয়ে।

sleep = (স্লিপ) = শুয়েপরা/ঘুমানো
Get up from sleep. = (গেট আপ ফ্রম স্লিপ) = ঘুম থেকে উঠা।
When you will get up from sleep? = (হোয়েন ইউ উইল গেট আপ ফ্রম স্লিপ?) = তুমি কখন ঘুম থেকে উঠবে?

8 O'clock = (এইট ওক্লক) = আট টা বাজে।
think = (থিঙ্ক) = চিন্তাকরা/ভাবা
thinking = (থিংকিং) = ভাবতেছে/চিন্তাকরতেছে
What are you thinking. = (হোয়াট আর ইউ থিংকিং?) = তুমি কি ভাবতেছ?

Nothing but also something... = (নাথিং বাট অলসো সামথিং...) = কিছু না আবার কিছু ...

more = (মোর) = আরো
more work = (মোর ওয়ার্ক) = আরো কাজ
I have more work. = (আই হেভ মোর ওয়ার্ক) = আমার আরো কাজ আছে।

tomorrow = (টুমোরো) = আগামী কাল।
Sorry! I have more work tomorrow. = (সরি! আই হেভ মোর ওয়ার্ক টুমোরো) = দুঃখিত! কালকে আমার আরো কিছু কাজ আছে।

total = (টোটাল) = পুরো /সম্পূর্ণ
total free = (টোটাল ফ্রি) = সম্পূর্ণ অবসর
I am total free tomorrow! = (আই এ্যাম টোটাল ফ্রি টুমোরো!) = কালকে আমি পুরাপুরি অবসর।

help = (হেল্প) = সাহায্য করা।
I will help you = (আই উইল হেল্প ইউ) = আমি তোমায় সাহায্য করবো।

thanks = (থ্যাংকস) = ধন্যবাদ
No thanks. = (নো থ্যাংকস) = না ধন্যবাদ
need = (নীড) = দরকার
I don't need any help. = (আই ডন'ট নীড এনি হেল্প) = আমার কোনো সাহায্যের দরকার নেই।

just = (জাস্ট) = শুধু
Because it's just for me. = (বিকৌজ ইট'স জাস্ট ফর মি) = কারন এটা শুধু আমার জন্য।
I understand it. = (আই আন্ডারস্ট্যান্ড ইট) = আমি এটা বুঝতে পারছি।

matter = (ম্যাটার) = ব্যাপার
top secret = (টপ সিক্রেট) = অতি গোপনীয়
It's top secret matter. = (ইট'স টপ সিক্রেট ম্যাটার) = এটা অতি গোপনীয় ব্যাপার।

dangerous = (ডেনজারাস) = বিপজ্জনক
easily = (ইজিলি) = সহজে
recently = (রিসেন্টলি) = সাম্প্রতি/বর্তমানে
till now = (টিল নাউ) = এখন পর্যন্ত
Overlooked = (ওভারলুকড) = পরিদর্শন বা দেখাশোনা করা।
previous = (প্রিভিয়াস) = আগের /পূর্বের
previous address = (প্রিভিয়াস এড্রেস) = আগের ঠিকানা।
sufficient = (সাফিসিয়েন্ট) = পর্যাপ্ত পরিমান
insufficient = (ইনসাফিসিয়েন্ট) = অপর্যাপ্ত
increase = (ইনক্রিজ) = বৃদ্ধি পাওয়া
It's increasing day by day. = (ইট'স ইনক্রিজিং ডে বাই ডে) = এটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

It's very unnecessary. = (ইট'স ভেরি আন নেছেসারি ) = এটা খোবই অদরকারি। / যার কোন দরকার নাই।

You will be happy with me. = (ইউ উইল বি হ্যাপি উইথ মি) = তুমি আমার সাথে সুখি হবে।

marry =(মেরি)= বিয়ে
Will you marry me. = (উইল ইউ মেরি মি?) = তুমি কি আমাকে বিয়ে করবে?

Will you help me. = (উইল ইউ হেল্প মি?) = তুমি কি আমাকে সাহায্য করবে?

Letter = (লেটার) = পরে
I will help you letter. = (আই উইল হেল্প ইউ লেটার) = আমি তোমাকে পরে সাহায্য করবো ।

girlfriend = (গার্লফ্রেন্ড) = প্রেমিকা
Will you be my girlfriend. = (উইল ইউ বি মাই গার্লফ্রেন্ড?) = তুমি কি আমার প্রেমিকা হবে?

boyfriend = (বয়ফ্রেন্ড) = প্রেমিক
I have a boyfriend. = (আই হেভ এ বয়ফ্রেন্ড) = আমার একজন প্রেমিক আছে।

She has boyfriend. = (শি হ্যাস বয়ফ্রেন্ড) = তার প্রেমিক আছে ।

I will coming soon. = (আই উইল কামিং সুন) = আমি দ্রুত আসবো।
I will go. = (আউ উইল গো) = আমি যাব।
I am coming soon. = (আই এ্যাম কামিং সুন) = আমি দ্রুত আসছি।

try = (ট্রাই) = চেষ্টাকরা।
I will try. = (আই উইল ট্রাই) = আমি চেষ্টা করবো।
I will try to come. = (আই উইল ট্রাই টু কাম) = আমি আসার চেষ্টা করবো।
Wld @Bdnews
12 months ago
ফিলিস্তিনের জন্য মুসলিম বিশ্ব শক্ত অবস্থান নিতে পারেনা কেন
News @World
1 yr. ago
নতুন অ্যাসাসিন'স ক্রীড গেমটি ভাষার ক্ষেত্রে একটি বিশাল লাফ নিয়েছে বলে জানা গেছে। জাপানের সামন্ততান্ত্রিক যুগে সেট করা এই গেমটিতে পূর্ণ জাপানি ভয়েস অভিনয় এবং একাধিক ভাষায় সাবটাইটেল থাকবে বলে জানা গেছে।

এটি আগের অ্যাসাসিন'স ক্রীড গেমগুলি থেকে একটি উল্লেখযোগ্য প্রস্থান, যার সাধারণত সেটিং নির্বিশেষে সমস্ত চরিত্রের জন্য ইংরেজি ভয়েস অভিনয় থাকে। নতুন গেমে পূর্ণ জাপানি ভয়েস অভিনয় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তকে ইউবিসফট গেমটিকে যতটা সম্ভব সত্যিকারের করার প্রতিশ্রুতি হিসাবে দেখা হয়।

নতুন অ্যাসাসিন'স ক্রীড গেমটিতে আগের গেমগুলির তুলনায় আরও বৈচিত্রময় চরিত্রের অভিনয় থাকবে বলেও জানা গেছে। জাপানি চরিত্র ছাড়াও গেমটিতে অন্যান্য এশীয় সংস্কৃতির পাশাপাশি ইউরোপীয় সংস্কৃতির চরিত্রও থাকবে।

ভাষা এবং বৈচিত্রের ক্ষেত্রে সিরিজের জন্য নতুন অ্যাসাসিন'স ক্রীড গেমটি একটি স্বাগত জানানো পদক্ষেপ। এটি একটি ইঙ্গিত যে ইউবিসফট তার ভক্তদের কথা শুনছে এবং তার গেমগুলিকে আরও অন্তর্ভুক্তিমূলক এবং সত্যিকারের করার জন্য কাজ করছে।

https://www.bbc.com/news/n...
Jewel @mkjuel
1 yr. ago
মস্তিষ্ক মানবদেহের সবচেয়ে জটিল অঙ্গ। এটি আমাদের চিন্তা-ভাবনা, অনুভূতি, চলাফেরা এবং শ্বাস-প্রশ্বাসসহ আমরা যা কিছু করি তার জন্য দায়ী। মস্তিষ্কটি বিলিয়ন বিলিয়ন স্নায়ুকোষ দ্বারা গঠিত, যাকে নিউরন বলা হয়। এই নিউরনগুলি বৈদ্যুতিক সংকেতের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করে।

আমরা যখন কিছু নতুন শিখি, তখন আমাদের মস্তিষ্কের নিউরনগুলি নতুন সংযোগ তৈরি করে। এই সংযোগগুলিকে সিন্যাপস বলা হয়। আমাদের যত বেশি সিন্যাপস থাকবে, আমরা ততই ভালভাবে শিখতে এবং মনে রাখতে পারব।

মস্তিষ্কটি দুটি গোলার্ধে বিভক্ত, বাম এবং ডান গোলার্ধ। প্রতিটি গোলার্ধ বিভিন্ন কাজ নিয়ন্ত্রণ করে। বাম গোলার্ধ ভাষা, যুক্তি এবং চিন্তাভাবনার জন্য দায়ী। ডান গোলার্ধ স্থানিক সচেতনতা, সৃজনশীলতা এবং আবেগের জন্য দায়ী।

#brain #neuroscience #psychology #howthebrainworks
Jewel @mkjuel
1 yr. ago
DA 30+ ওয়েবসাইটে ব্যাকলিংক প্রদান

আপনি কি আপনার ওয়েবসাইট সার্চ ইঞ্জিন এ র‌্যাঙ্কিং এ উন্নত করতে চাইছেন?

ব্যাকলিংক হল এসইওর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে একটি, এবং আমি আপনাকে সেগুলি পেতে সাহায্য করতে পারি। আমার কাছে 30+ এর DA স্কোর সহ উচ্চ-মানের ওয়েবসাইটগুলির নেটওয়ার্কে অ্যাক্সেস আছে। আমি এই ওয়েবসাইটগুলিতে আপনার ওয়েবসাইটে জন্য ব্যাকলিঙ্ক তৈরি করব, যা আপনার ওয়েব সাইট সার্চ ইঞ্জিনে ফলাফলে উচ্চতর স্থান পেতে সহায়তা করবে।

আমি যে ধরনের ব্যাকলিংক প্রদান করব সেগুলি হল

প্রাকৃতিক ব্যাকলিংক: এই ব্যাকলিংকগুলি আপনার ওয়েবসাইটের সাথে প্রাসঙ্গিক এবং মানসম্পন্ন।
Ruhul @ruhul
1 yr. ago (E)
৫ গুণ দ্রুতগতিতে চলছে সময়!

আইন্সটাইনের আনুমান তাহলে বাস্তব?

বিশ্বের বৃহত্তম মহাজাগতিক দূরবীক্ষণ যন্ত্র, হাবল টেলিস্কোপের মাধ্যমে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে, বর্তমান মহাবিশ্বে সময় ৫ গুণ দ্রুতগতিতে চলছে। এই আবিষ্কারটি আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্বের একটি গুরুত্বপূর্ণ প্রমাণ।

আইন্সটাইন তার তত্ত্বে বলেছিলেন যে, মহাবিশ্বের আকার বৃদ্ধির সাথে সাথে সময়ের প্রবাহও দ্রুততর হয়। এই আবিষ্কারটি সেই তত্ত্বের সত্যতা প্রমাণ করে।

বিজ্ঞানীরা অতীত দেখার জন্য একটি "কোয়াসার" কে মহাজাগতিক ঘড়ি হিসেবে ব্যবহার করেন। কোয়াসার হলো মহাবিশ্বের সবচেয়ে দূরবর্তী বস্তু। কোয়াসারের আলোর তরঙ্গদৈর্ঘ্য পরিমাপ করে বিজ্ঞানীরা সময়ের পরিবর্তন নির্ধারণ করেন।

তাদের গবেষণায় দেখা গেছে যে, বিগ ব্যাং এর প্রায় ১৩.৮ বিলিয়ন বছর পর সময় ৫ গুণ দ্রুতগতিতে চলছে। এই আবিষ্কারটি মহাবিশ্বের বিবর্তন সম্পর্কে আমাদের বোঝাপড়াকে নতুন মাত্রা দেবে।
#সময় #স্থান #পদার্থবিদ্যা #বিশ্ব #বিজ্ঞান #আবিষ্কার #আইনস্টাইন #আপেক্ষিকতা #কসমোলজি #জ্যোতির্পদার্থবিদ্যা #হাবল #কোয়াসার #বিগব্যাং
Ruhul @ruhul
1 yr. ago
এলন মাস্কের মতে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) নিয়ন্ত্রণে 'একটি অপ্রত্যাশিত ঐকমত্য' রয়েছে। মার্কিন আইনপ্রণেতাদের সাথে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। বৈঠকে টেসলা, মেটা, গুগল এবং মাইক্রোসফটসহ শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মাস্ক বলেন, "এআই একটি অভিভাবকের দরকার। আমি মনে করি এমন একটি নিয়ন্ত্রক সংস্থা থাকা উচিত যা এআই তদারকি করবে।"
BDEducation @BDEducation
1 yr. ago (E)
Graph And Chart

এটি একটি অটো গ্রাফ চার্ট, শূন্য স্থানে কী বসাবেন না বুঝলে কমেন্ট করুন। ধন্যবাদ.... #HSC #2024 #GraphChart #AutoGraphChart #Bangladesh #bdinternetusers #English #Chart #গ্রাফ
Jewel @mkjuel
1 yr. ago
অনলাইনে অর্থ উপার্জন করার অনেক উপায় রয়েছে

ফ্রিল্যান্সিং কাজ: ফ্রিল্যান্সিং কাজ হল যখন আপনি নিজের জন্য কাজ করেন এবং চুক্তির ভিত্তিতে প্রকল্পগুলি সম্পূর্ণ করেন। অনেক ওয়েবসাইট আছে যা ফ্রিল্যান্সারদের ক্লায়েন্টদের সাথে সংযুক্ত করে, যেমন Upwork, Fiverr, এবং Freelancer.com। আপনি লেখা, সম্পাদনা, ডিজাইন, প্রোগ্রামিং এবং মার্কেটিং সহ বিভিন্ন ক্ষেত্রে ফ্রিল্যান্সিং কাজ খুঁজে পেতে পারেন।

ব্লগিং করুন: একটি ব্লগ হল একটি ওয়েবসাইট যেখানে আপনি বিশ্বের সাথে আপনার চিন্তাভাবনা এবং ধারণাগুলি ভাগ করতে পারেন। আপনি আপনার ওয়েবসাইট এ বিজ্ঞাপন, পণ্য বিক্রির মাধ্যমে আপনার ব্লগ থেকে অর্থ উপার্জন করতে পারেন।

অনলাইন কোর্স তৈরি করুন: আপনার যদি একটি নির্দিষ্ট বিষয়ে দক্ষতা থাকে তবে আপনি একটি অনলাইন কোর্স তৈরি করতে পারেন এবং যারা আপনার কাছ থেকে শিখতে চান তাদের কাছে এটি বিক্রি করতে পারেন।

ভার্চুয়াল সহকারী হন: একজন ভার্চুয়াল সহকারী হলেন এমন একজন ব্যাক্তি যিনি দূরবর্তী অবস্থান থেকে গ্রাহকদের প্রশাসনিক, প্রযুক্তিগত বা পরিষেবা প্রদান করেন।

#উর্পাজন #অনলাইন
Jewel @mkjuel
1 yr. ago
ইতিহাসের চর্চা আমাদেরকে আমাদের অতীত সম্পর্কে জানতে এবং আমাদের বর্তমান অবস্থান বুঝতে সাহায্য করে। এটি আমাদেরকে আমাদের ভবিষ্যৎ সম্পর্কে সচেতন হতে এবং আমাদের লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পনা করতে সাহায্য করে।

#ইতিহাস

Nothing found!

Sorry, but we could not find anything in our database for your search query {{search_query}}. Please try again by typing other keywords.