Logo
Jewel @mkjuel
প্রথমে ট্যাঙ্ক থেকে শেল নিক্ষেপ করা হলো।
সঙ্গী চার যোদ্ধাই শাহাদাত বরণ করলেন।
বেঁচে রইলেন শুধু ইয়াহইয়া সিনওয়ার।

এরপর রকেট লঞ্চার থেকে মিসাইল নিক্ষেপ করা হলো।
সিনওয়ার গুরুতর আহত হলেন।
দাঁড়িয়ে থাকার শক্তি হারিয়ে একটা সোফার উপর বসে পড়লেন।

এরপর তারা একটা ড্রোন প্রেরণ করল।
সিনওয়ারের ডান হাতের ক্ষতস্থান থেকে তখন রক্ত ঝরছে।
তার শরীর নিস্তেজ হয়ে আসছে।

এরমধ্যেও শরীরের সবটুকু শক্তি সঞ্চয় করে বাম হাত দিয়ে একটা লাঠি তুলে ছুঁড়ে মারলেন ড্রোনটার দিকে।
অবশেষে ইসরায়েলি স্নাইপারের গুলিতে শাহাদাত বরণ করলেন।

এরকম বীরের মতো মৃত্যুর বিবরণ কয়েক দশকে একবার পাওয়া যায়।
আর পাওয়া যায় সাহিত্যে, মহাকাব্যে।
ইয়াহইয়া সিনওয়ার আমাদের চোখের সামনে ঘটে যাওয়া মহাকাব্যিক লড়াইয়ের সবচেয়ে সাহসী যোদ্ধা।
অমর মহানায়ক।

পেইন্টিং: Taz E Taiyaba
Writing: Mozammel Hossain
Subscribe to Unlock

For 10$ / Monthly

1 month ago

No replys yet!

It seems that this publication does not yet have any comments. In order to respond to this publication from Jewel , click on at the bottom under it