Logo
Wld @Bdnews
2 yr. ago
শিক্ষার্থীদের জন্য মোবাইল অ্যাপ চালু করল শাবি

#newsbangla24
07:03 AM - Sep 11, 2023 (UTC)
Jewel @mkjuel
9 months ago (E)
The current situation in Bangladesh: students are worried about quotas, teachers are concerned about pensions, parents are under tension, the education system is in the graveyard, and corruption is at the top!

বাংলাদেশের বর্তমান অবস্থা :- ছাত্ররা কোটায়, শিক্ষকরা পেনশনে, অভিভাবকেরা টেনশনে, শিক্ষা পদ্ধতি গোরস্থানে, দূর্নীতি শীর্ষস্থানে! #Bangladesh
01:53 PM - Jul 15, 2024 (UTC) (E)
সহজে ইংরেজি শেখা @SohojEnglishLearn
1 yr. ago
ইংরেজিতে কথা বলার ফর্মুলা # (৯১-শেষ)

Formula #91
বাংলা ক্রিয়ার পর ‘হয়েছিল/হল/হত/যেত’ থাকলে তার ইংরেজি করার সময় was/were বসে এবং verb-এর past participle হয়।

বালটিকে ঢাকা পাঠানো হল। —- The boy was sent to Dhaka.
করিমকে পুরস্কার দেয়া হয়েছিল। —- Karim was given a prize.

Formula #92
ক্রিয়ার পর ‘হয়েছিল কি/হল কি/হত কি/যেত কি’ থাকলে তার ইংরেজি করার সময় was/were বসে এবং verb-এর past participle হয়।

তোমাকে ডাকা হয়েছিল কি? —- Were you called in?
এই বনে বাঘ দেখা যেত কি? —- Were tigers seen in this jungle?

Formula #93
ক্রিয়ার পর ‘হয়নি/যায়নি/হল না/হত না’ থাকলে তার ইংরেজি করার জন্য were not/was not বসে এবং verb-এর past participle হয়।

বইটি পাওয়া যায় নি।—- The book was not found.
লোকগুলোকে সাহায্য করা হত না। —- The people were not helped.

Formula #94
বাংলা বাক্যের বিশেষণ (adjective)-এর পর ‘হল’ ক্রিয়ার became/grew/got ইংরেজি বসে।

বালকটি অন্ধ হল। —- The boy became blind.
সে রাগান্বিত হল। —- He got angry.

Formula #95
বাংলা বাক্যের ক্রিয়ার পর ‘হচ্ছে/যাচ্ছে’ থাকলে তার ইংরেজি am being/is being/are being বসে এবং verb-এর past participle হয়।

তাকে মাঠে দেখা যাচ্ছে। —- He is being seen in the field.
ঘরটি মেরামত করা হচ্ছে। —- The house is being repaired.

Formula #96
‘আদেশ করা, অনুরোধ করা, উপদেশ দেয়া’ ইত্যাদি ক্রিয়ার পর ‘হচ্ছে/যাচ্ছে’ থাকলে তর ইংরেজি am/is/are বসে এবং verb-এর past participle হয়।

কাজে যোগদানের জন্য তোমাকে নির্দেশ দেয়া হল। —- You are directed to join in your duty.
মিথ্যা কথা বলার জন্য তোমাকে নিষেধ করা হচ্ছে। —- You are forbidden to tell a lie.

Formula #97
বাংলা বাক্যে Adjective (বিশেষণ)-এর পর ‘হচ্ছে’ থাকলে তার ইংরেজি am/is/are এবং getting/growing বসে।

গাছটি লম্বা হচ্ছে। —- The tree is growing tall.
সে অসুস্থ হচ্ছে। —- He is getting sick.

Formula #98
বাংলা বাক্যে ক্রিযার পর ‘হচ্ছিল’ থাকলে তার ইংরেজি করার জন্য was being/were being বসে এবং verb-এর past participle হয়।

লোকটিকে উপহাস করা হচ্ছিল। —- The man was being laughed at.
সানজিদাকে ডাকঘরে পাঠানো হচ্ছিল। —- Sunjida was being sent to the post office.

Formula #99
বাংলা বাক্যের Adjective (বিশেষণ)-এর পর ‘হচ্ছিল’ থাকলে তার ইংরেজি করার জন্য was/were বসে এবং তার সঙ্গে getting/growing হয়।

জায়গাটা আরো গরম হচ্ছিল। —- The place was growing hot.
গরিবরা আরও গরিব হচ্ছি। —- The poor were getting poorer.

Formula #100
ক্রিয়ার পর ‘হব/হবে’ থাকলে তার ইংরেজি করার জন্য shall be/will be বসে এবং verb-এর past participle হয়।

বালকটিকে শাস্তি দেওয়া হবে। — The boy will be punished.
তোমাকে ভাল শিক্ষা দেয়া হবে। —- You will be given a good lesson.

Formula #101
কোন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু ‘কিছু হবে’ বুঝালে তার ইংরেজি shall be/will be হয়।

আমি শিক্ষক হব। —- I shall be a teacher.
রহিম ডাক্তার হবে। —- Rahim will be a doctor.

Formula #102
কোন অনির্দিষ্ট ব্যক্তি বা বস্ত ‘কিছু হবে’ বুঝালে তার ইংরেজি There shall be/There will be হবে।

স্কুল প্রাঙ্গণে জনসভা হবে। —- There will be a public meeting in the schoolyard.
এ বছর বন্যা হবে না। —- There will be no flood this year.

Formula #103
কোন কাজের ফলে কোন অবস্থার পরিবর্তনের কথা বলা হলে ‘হবে’ ক্রিয়ার ইংরেজি shall/will হয় এবং তার সঙ্গে become বসে।

নিয়মিত পড়লে সফল হবে। —- If you read regularly, you will become successful.
যদি তুমি নড়, তবে মারা যাবে। —- If you move, you will die.

Formula #104
কোন কাজের ফলে মানসিক অবস্থার পরিবর্তন হলে ‘হবে’ ক্রিয়ার ইংরেজি করার জন্য shall be/will be বসে।

তুমি আসলে আমি খুশি হব। —- I shall be glad if you come.
ফরিদাকে বিয়ে করলে তুমি সুখী হবে। —- You will be happy if you marry Farida.

Formula #105
ক্রিয়ার সঙ্গে ‘তে হয়’ যুক্ত থাকলে তার ইংরেজি করার জন্য have to/has to বসে।

আমাকে রোজ একটা ওষুধ কিনতে হয়। —- I have to buy a medicine every day.
জেলেকে কি মাছ ধরতে হয়? (প্রশ্নবোধক) —- Does the fisherman have to catch fish?

Formula #106
ক্রিয়ার শেষে ‘তে হল/তে হয়েছিল’ যুক্ত থাকলে তার ইংরেজি had to বসে।

আমাকে ঢাকা যেতে হয়েছিল। —- I had to go to Dhaka.
তাকে পদত্যাগ করতে হয়েছিল। —- He had to resign his post.

Formula #107
কর্তা না থাকলে ‘তে হয়েছিল’ যুক্ত ক্রিয়ার ইংরেজি করার জন্য had to be বসে এবং verb-এর past participle হয়।

স্বাধীনতা যুদ্ধে অনেক জীবন উৎসর্গ করতে হয়েছিল। —-Many lives had to be sacrificed during the war of independence.
একটা নতুন বাড়ি কিনতে হয়েছিল।—- A new house had to be bought.
প্রশ্নবোধক: Had a new house to be bought?
না-বোধক: A new house had not to be bought.

Formula #108
ক্রিয়ার পরে ‘তে হবে’ যুক্ত থাকলে তার ইংরেজি করার জন্য shall have to/will have to বসে।

আমাকে চট্টগ্রাম যেতে হবে। —- I shall have to go to Chittagong.
তোমাকে একটি ছবি আঁকতে হবে। —- You will have to draw a picture.

Formula #109
Subject (কর্তা) না থাকলে ‘তে হবে’ যুক্ত ক্রিয়ার ইংরেজি করার জন্য shall have to be/will have to be বসে এবং verb-এর past participle হয়।

কাজটি তাড়াতাড়ি শেষ করতে হবে। —- The work will have to be completed.
বাড়িটি বিক্রি করতে হবে। —- The house will have to be sold.

Formula #110
‘তে হবে’ যুক্ত ক্রিয়া জোড়ালো করা হলে must have to বসে।

তাকে কাজটা করতেই হবে। —- He must have to do the work.
আমাকে কথা রাখতেই হবে। —- I must have to keep my word.

Formula #111
Subject (কর্তা) না থাকলে ‘তে হবে’ ক্রিয়াকে জোরালো করা হলে must have to be বসে এবং verb-এর past participle হয়।

সন্ত্রাস নিয়ন্ত্রণ করতেই হবে। —- Terrorism must have to be controlled.
আইনের শাসন প্রতিষ্ঠা করতেই হবে। —- The rule of law must have to be established.

Formula #112
ক্রিয়ার শেষে ‘তে থাকবে’ যুক্ত থাকলে তার ইংরেজি করার জন্য shall be/will be বসে এবং verb-এর সাথে ing যোগ হয়।

আমরা দৌঁড়াতে থাকবো। —- We shall be running.
সাবিনা অপেক্ষা করতে থাকবে। —- Sabina will be waiting.

Formula #113
ক্রিয়ার শেষে ‘এ থাকব’ (য়া থাকবো) ‘এ থাকবে’ (য়া থাকিবে) যুক্ত থাকলে তার ইংরেজি করার জন্য shall have/will have বসে এবং verb-এর past participle রূপ হয়। অবশ্যই কথাটা থাকলে shall have/will have-এর পরিবর্তে must have হবে।

তোমরা গল্পটা শুনে থাকবে। —- You will have heard the story.
তুমি লোকটিকে অবশ্যই দেখে থাকবে। —- You must have seen the man.

Formula #114
বাংলা বাক্যে ক্রিয়ার সঙ্গে ‘তে’ থাকলে তার ইংরেজি to হবে।

সে আমাকে দেখতে এসেছিল। —- He came to see me.
মা আমাকে মিথ্যা কথা বলতে নিষেধ করেছিল। —- Mother forbade me to tell a lie.

Formula #115
Preposition ‘of’-এর পরে verb-এর সাথে ing যোগ করতে হয়।

I am afraid of working.
He is fond of playing cricket.

Formula #116
See, hear, find, watch ইত্যাদি verb-এর পর কোন verb ব্যবহার করার প্রয়োজন হলে শুধু simple verb ব্যবহার করতে হয়।

আমি বালকটিকে স্কুলে যেতে দেখলাম। —- I saw the boy to go to school.
আমি তাকে জোরে কথা বলতে শুনলাম। —- I heard him to talk loudly.

Formula #117
Verb-এর কাজ কিভাবে সম্পন্ন হয় বুঝাবার জন্য যদি অপর একটি verb ব্যবহার করা হয়, তাহলে সে verb-এর সাথে ing যুক্ত করতে হয়।

করিম এখানে দৌঁড়ে আসলো। —- Karim came hear running.
মেয়েটি নাচতে নাচতে চলে গেল। —- The girl went away dancing.

Formula #118
Know, teach, show ইত্যাদি verb-এর পর কোন verb ব্যবহার করার প্রয়োজন হলে how to + verb simple বসে।

আমি তাকে পড়া শিখিয়েছি। —- I have taught him how to read.
সে সাঁতার কাটতে জানে না। —- Se does not know how to swim.

Formula #119
Let, help ইত্যাদি verb-এর পর কোন verb ব্যবহার করতে হলে শুধু simple verb ব্যবহার করতে হবে।

তাকে যেতে দাও। —- Let him go.
তাকে ঘুমাতে দাও। —- Let him sleep.

Formula #120
Active form-এ ব্যবহার করা হলে used to-এর পর simple verb বসে। কিন্তু passive form-এ ব্যবহার করা হলে তার পর verb-এর ing form ব্যবহার করতে হয়।

He used to walk in the morning. (Active)
He was used to walking in the morning. (Passive)
Rana used to play for an hour every morning. (Active)
Rana was used to playing an hour in every morning. (Passive)

Formula #121
Finish, enjoy, practice, avoid, admit, appreciate, can’t, don’t mind ইত্যাদির পর অন্য কোন verb ব্যবহার করা প্রয়োজন হলে ing form বসে।

আমি বইটি পড়া শেষ করেছি। —- I have finished reading the book.
আমি দুপুরে সাঁতার কাটতে ভালোবসি। —- I enjoy swimming at noon.

Formula #122
বাংলায় যেমন ক্রিয়ার সঙ্গে ‘এ’ (ইয়া) যুক্ত হয়, তেমনি ইংরেজিতে verb-এর সঙ্গে ing যুক্ত হয়। যেমন: খেয়ে (খাইয়া) Eat-ing, শুনে (শুনিয়া) Hear-ing ইত্যাদি।

আমাকে দেখে সে পালিয়ে গেল। — Seeing me he ran away.
ঘরে ঢুকে আমি তাকে পড়তে দেখলাম। —- Entering the room I found him reading.

Formula #123
কোন কাজের ফলে কোন অবস্থার পরিবর্তনের কথা বলা হলে ‘এ’ (ইয়া) যুক্ত ক্রিয়ার ইংরেজি করতে হলে বাক্যের প্রথমে By ব্যবহার করতে হয় এবং ‘হওয়া’ ক্রিয়ার ইংরেজি become হয়।

অধিক আহার করে সে অসুস্থ হয়েছে। —- By eating much he has become ill.

Formula #124
কোন কাজের ফলে মানসিক অবস্থার পরিবর্তনের কথা বলা হলে ‘এ’ (ইয়ে) যুক্ত ক্রিয়ার ইংরেজি করতে হলে verb-এর ing form হবে এবং ‘হওয়া’ ক্রিয়ার ইংরেজি become হবে।

জাপানে গিয়ে তারা সুখী হল না। —- Going to Japan they could not become happy.
তোমাকে দেখে আমি খুশি হয়েছি। —- Seeing you I have become glad.

Formula #125
দেখার ফলে, শোনার ফলে, জানার ফলে, পাওয়ার ফলে কোন মানসিক অবস্থার পরিবর্তনের কথা বলা হলে ‘এ’ যুক্ত ক্রিয়ার ইংরেজি করার জন্য to + verb simple বসে এবং ‘হওয়া’ ক্রিয়ার ইংরেজি am/is/are/was/were হয়।

খবর শুনে তিনি রাগন্বিত হলেন। —- He was angry to hear the news.
তোমার চিঠি পেয়ে তোমার মা খুশি হয়েছেন। —- Your mother is glad to receive your letter.
06:29 PM - Mar 04, 2024 (UTC)
সহজে ইংরেজি শেখা @SohojEnglishLearn
1 yr. ago
#১৬তম ক্লাস

"আপনি কি শিখবেন?" তার আগে জানা দরকার "কেন শিখবেন?" এভাবে শুরু করুন। অর্থাৎ আপনি নিজেকে প্রশ্ন করুন কেন আপনি ইংরেজি শিখতে চান? ভেবে দেখুন আপনি আপনার মস্তিষ্কে একবার যদি ঢুকাতে পারেন আপনার ইংরেজি শেখার কারণটা কি বা ইংরেজি শেখাটা আপনার জন্য কেন এত গুরুত্বপূর্ণ।

তাহলে আপনার মস্তিষ্কই আপনাকে প্রতিনিয়ত অনুপ্রেরণা যোগাবে ইংরেজি শিক্ষার জন্য। অর্ধেকটা সফলতা এর ওপরই নির্ভর করে।

তো শুরু করা যাক আজকের ক্লাস (১৬ তম ক্লাস)

stand = (স্ট্যান্ড) = সহ্য করা / বরদাস্ত করা
anymore = (এনিমোর) = আর
I can't stand you anymore. = (আই কান'টস্ট্যান্ড ইউ এনিমোর) = আমি তোমাকে আর সহ্য করতে পারছি না।

grit = (গ্রিট) = কঙ্কর / বালি
I have grit in my eyes. = (আই হেভ গ্রিট ইন মাই আইস) = আমার চোখে বালু গেছে।

You do not love me anymore. = (ইউ ডু নট লাভ মি এ্যানিমোর) = তুমি আমাকে আর ভালোবাসো না।

Say a word and you will die. = (ছে এ ওয়ার্ড এ্যান্ড ইউ উইল ডাই) = একটা কথা বলবে তো মরবে।

So be it. = (ছো বি ইট) = তবে তাই হোক।
stroked = (স্ট্রোকড) = হাত বুলিয়ে দেওয়া
He stroked my hair. = (হি স্ট্রোকড মাই হেয়ার) = সে আমার চুলে হাত বুলিয়ে দিল ।

sight = (সাইট) = দৃষ্টি
mind = (মাইন্ড) = মন
Out of sight is out of mind. = (আউট অব সাইট আউট অব মাইন্ড) = দৃষ্টির বাইরে মনের বাইরে।

wonderful = (ওয়ান্ডারফুল) = চমৎকার
experience = (এক্সপেরিয়েন্স) = অভিজ্ঞতা
I had a wonderful experience. = (আই হ্যাড এ ওয়ান্ডারফুল এক্সপেরিয়েন্স) = চমৎকার একটা অভিজ্ঞতা হয়েছিলো।

feel = (ফীল) = অনুভব করা
heart = (হার্ট) = হৃদয়
I can feel in my heart. = (আই ক্যান ফীল ইন মাই হার্ট) = আমি আমার হৃদয়ে অনুভব করতে পারি।

Who says this to you? = (হো ছেস দিস টু ইউ?) = কে তোমাকে বললো এ কথা ?

Will you be here? = (উইল ইউ বি হেয়ার?) = তুমি কি এখানে থাকবে?

often = (অফেন) = ঘনঘন / প্রায়ই
Why don't you see me often? = (হোয়াই ডন'ট ইউ সি মি অফেন?) = তুমি কেন ঘনঘন আমার সাথে দেখা করো না?

fired = (ফাইয়ার্ড) = চাকরীচ্যুত / বরখাস্ত

I'm fired. = (আই'ম ফাইয়ার্ড) = আমাকে চাকরীচ্যুত করা হয়েছে।

quitted = (কুইটেড) = চাকরি ছেড়ে দিয়েছি
I have quitted my job. = (আই হেভ কুইটেড মাই জব) = আমি চাকরি ছেড়ে দিয়েছি ।

fixed = (ফিক্স) = নির্ধারিত
Give me a fixed date. = (গিভ মি এ ফিক্স ডেট) = আমাকে নির্ধারিত তারিখ দাও।

lucrative = (লুক্রেটিভ) = লাভজনক
quite lucrative = (কুয়াইট লুক্রেটিভ) = খুবই লাভজনক
It is quite lucrative. = (ইট ইজ কুয়াইট লুক্রেটিভ) = এটা খুবই লাভজনক ।

makes = (মেইকস) = সৃষ্টি করা / গঠন করা
sense = (সেন্স) = জ্ঞান/অনুভূতি/মানে
It makes no sense. = (ইট মেইকস নো সেন্স) = এটার কোন মানে নেই।

thinking = (থিংকিং) = ভাবতেছে/চিন্তাকরতেছে
about = (এবাউট) = সম্পর্কে / বিষয়ে
What are you thinking about? = (হোয়াট আর ইউ থিংকিং এবাউট?) = তুমি কী ভাবছো?

knowledge = (নোওলেজ) =জ্ঞান/ অভিজ্ঞতালব্ধ ধারণা
I have no knowledge on that. = (আই হেভ নো নলেজ অন দ্যাট) = এ বিষয়ে আমার কোন ধারণা নেই।

What are you talking about? = (হোয়াট আর ইউ টকিং এবাউট?) = তোমরা কী বলছো?

hobbies = (হবিস) = শখ
What are your hobbies? = (হোয়াট আর ইয়োর হবিস?) = তোমার শখ কী?

Show me how? = (শোও মি হাও?) = কীভাবে করবো দেখাও?

going to have = (গোয়িং টু হেভ) = পেতে চাও / নিতে চাও

What are you going to have? = (হোয়াট আর ইউ গোয়িং টু হেভ?) = তুমি কী নিতে চাও?

What did you do last night? = (হোয়াট ডিড ইউ ডু লাস্ট নাইট?) = গত রাতে তুমি কী করেছো।

What can I do for you? = (হোয়াট ক্যান আই ডু ফর ইউ?) = আমি তোমার জন্য কী করতে পারি?

owe to = (অও টু) = কৃতজ্ঞ থাকা / ঋণী থাকা
I owe to you. = (আই অও টু ইউ) = আমি তোমার কাছে কৃতজ্ঞ।

What color is that car? = (হোয়াট কালার ইজ দ্যাট কার?) = এই গাড়িটির রং কি?

Do you like your boss? = (ডু ইউ লাইক ইয়োর বস?) = তুমি তোমার বসকে পছন্দ কর?

need = (নীড) = দরকার
anything = (এ্যানিথিং) = যে কোনো কিছু
else = (এলস) = অন্য / অন্যথায়
Do you need anything else? = (ডু ইউ নীড এ্যানিথিং এলস?) = তোমার আর কিছু লাগবে?

yesterday = (ইয়েস্টারডে) = গতকাল
What did you do yesterday? = (হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে?) = গতকাল তুমি কী করেছিলে?

store = (স্টোর) = দোকান
sells = (সেলস) = বিক্রি
towel = (টাওয়েল) = তোয়ালে
Do you know where there's a store that sells towels? = ডু ইউ নোও হয়ার দেয়ার'স এ স্টোর দ্যাট সেলস টাওয়েল?) = তুমি কি জানো তোয়ালে বিক্রির দোকান কোথায়?

turned = (টার্নড) = পরিণত করেছে/ প্রমাণিত করেছে
mad = (ম্যাড) = পাগল
He turned me mad. = (হি টার্নড মি ম্যাড) = সে আমাকে পাগল করে দিয়েছে।

Beware! = (বিওয়ার!) = সাবধান!
play = (প্লে) = খেলা
sports = (স্পোস) = খেলাধুলা
Do you play any sports? = (ডু ইউ প্লে এনি স্পোস?) = তুমি কি কোন খেলাধুলা কর?

poor = (পুর) = দরিদ্র
help = (হেল্প) = সাহায্য
The poor have to be helped. = (দা পুর হেভ টু বি হেল্পড) = দরিদ্রদের সাহায্য করতে হবে।

better = (বেটার) = সেরে উঠা/ উন্নতিসাধন করা
soon = (সুন) = শীঘ্রই It will be better soon. = (ইট উইল বি বেটার সুন) = শীঘ্রই সেরে যাবে।

looking = (লুকিং) = খুঁজছি
I'm looking for a new book. = (আই'ম লুকিং ফর এ নিউ বুক) = আমি একটা নতুন বই খুঁজছি।

Do you know what this says? = (ডু ইউ নোও হোয়াট দিস ছেইস?) = তুমি কি জানো এটা কি বোঝায়?

money = (মানি) = টাকা
paid = (পেইড) = পরিশোধ
The money has to be paid. = (দা মানি হ্যাস টু বি পেইড) = টাকাটা পরিশোধ করতে হবে।

radio = (রেডিও) = রেডিও
repaired = (রিপিয়ারড) = মেরামত
The radio has to be repaired. = (দা রেডিও হ্যাস টু বি রিপিয়ারড) = রেডিওটি মেরামত করতে হবে।

how much = (হাও মাচ) = কত
How much is it to go to Dhaka? = (হাও মাচ ইজ ইট টু গো টু ঢাকা?) = ঢাকা যেতে কত টাকা লাগবে?

teachers = (টিচারস) = শিক্ষকদের
respected = (রেসপেক্টেড) = সম্মান
Teachers have to be respected. = (টিচারস হেভ টু বি রেসপেক্টেড) = শিক্ষকদের সম্মান করতে হবে।

earrings = (ইয়াররিংস) = দুল জোড়া
How much are these earrings? = (হাও মাচ আর দিজ ইয়াররিংস?) = এই দুল জোড়ার দাম কত?

letter = (লেটার) = চিঠি
corrected = (কারেক্টেড) = সংশোধন
The letter has to be corrected. = (দা লেটার হ্যাস টু বি কারেক্টেড) = চিঠিটা সংশোধন করতে হবে।

people = (পিপল) = সদস্য
family = (ফ্যামিলি) = পরিবার
How many people do you have in your family? = হাও মেনি পিপল ডু ইউ হেভ ইন ইয়োর ফ্যামিলি?) = তোমার পরিবারের সদস্যসংখ্যা কত?

Can I use your phone? = (ক্যান আই ইউজ ইয়োর ফোন?) = আমি কি আপনার ফোন ব্যবহার করতে পারি?
06:16 PM - Mar 04, 2024 (UTC)
Bangladesh 2.0 @Bangladesh
8 months ago
? The protest rally of the students of RAJUK Uttara Model College, soaked in the rain. ✊

? বৃষ্টিতে ভিজেই রাজউক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ।✊

#SaveBangladeshiStudents
#Bangladesh #StepDownHasina #BloodyBangladesh #bdpolicebrutality
08:40 AM - Aug 02, 2024 (UTC)
সহজে ইংরেজি শেখা @SohojEnglishLearn
1 yr. ago
স্পোকেন ইংলিশ LESSON #02

Comment Clause - মত প্রকাশক খণ্ডবাক্য

মানুষ যে কথাই বলুক, যে তথ্যই প্রদান করুন, তার সাথে সংশ্লিষ্ট ব্যাপারে সে নিজের মতকে প্রকাশ করতে পছন্দ করে। এরূপ শব্দগচ্ছকে ইংরেজিতে বলা হয় comment clause. কোনো বাক্যে যা বলা হলো, সে বিষয়ের প্রতি বক্তার নিজের মনোভাব প্রকাশ করার জন্য এরূপ clause ব্যবহৃত হয়। নিচে কিছু comment clause-এর উদাহরণ দেওয়া হলো--

I regretted that he didn't take my advice = To my regret, he didn't take my advice.
To my regret = I regretted that (regret = আক্ষেপ করা)
It was surprising that he didn't get frightened at all = Surprisingly, he didn't get frightened at all.
Surprisingly = It was surprising that (frightened = ভয় পাওয়া)
I was surprised to find them all = To my surprise, I found them all.
Comparing - তুলনা

মনের ভাব প্রকাশের এক ব্যাপক অংশ জুড়ে থাকে তুলনার ব্যাপার। দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তু ইত্যাদিকে আমরা একটির সাথে অপরটিকে বিভিন্নভাবে তুলনা করে থাকি।

As ........ as
Not so/as ........ as
Nearly as ........ as
Exactly as ........ as

She is as beautiful as her sister. ---- সে তার বোনের মতো সুন্দরী।
She is not so beautiful as her sister. ---- সে তার বোনের মতো সুন্দরী নয়।
Connecting Statements - বক্তব্য সংযুক্তবরণ

আমরা যখন কথা বলি তখন একটি পূর্ণাঙ্গ বক্তব্যকে একটি যৌক্তিক প্রবাহের মধ্যে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। ফলে কারণের (cause) সাথে ফলকে (effects) সংযুক্ত করার জন্য আমাদেরকে অতিরিক্ত কিছু word বা phrase ব্যবহার করতে হয়। এগুলিকে এক কথায় বলে transition markers বা connectives. যেমন --

And ---- এবং
Moreover ---- অধিকন্তু
Besides ---- তাছাড়া
Again ---- অধিকন্তু
While ---- য়খন
Whereas ---- অথচ
To speak in detail ---- বিস্তারিতভাবে বলতে গেলে
One word more about it ---- এ সম্বন্ধে আরেকটা কথা বলা যাক
And that's not all ---- এতেই ঘটনার শেষ নয়
Not only that ---- শুধু তাই নয়
Criticizing - সমালোচনা করা

কারো কোন কাজের বা কথার বা বিশ্বাসের সমালোচনা করতে গেলে বিশেষ কোনো গঠনের (structure) বাক্য প্রয়োজন হয় না। সেক্ষেত্রে সংশ্লিষ্ট পরিস্থিতি এবং বলার ভঙ্গি থেকেই বুঝা যায় শ্রোতার কোন কথাটি সমালোচনামূলক। তবুও সচরাচর কোন কিছুর সমালোচনা করার সময় আমরা যে ভাবগুলিকে সবচেয়ে বেশি প্রকাশ করে থাকি সেগুলি হলো: তাচ্ছিল্যপূর্ণ সমালোচনামূলক প্রশ্ন (critical question)

Are you mad? ---- তুমি কি পাগল?
আপত্তিকরা (disapprove)
You are not permitted to come here ---- তোমার এখানে আসার অনুমতি নেই।

বিরক্তি (boredom)
What a rubbish! ---- কি বিশ্রী!

ক্রোধ (anger)
I will teach you a good lesson. ---- আমি তোমাকে উচিৎ শিক্ষা দিবো।

* দৃঢ়তা প্রকাশ করার জন্য shall-এর পরিবর্তে will ব্যবহৃত হয়।

Denial - অস্বীকৃতি
আগে ঘটেছে বা ঘটছে বলে মনে করা হয়েছে এমন কোন ঘটনার সত্যতাকে অস্বীকার করা হলে তাকে বলে অস্বীকৃতি বা Denial.
Kamal denied having gone there. ---- কামাল সেখানে যাবার ব্যাপারটি অস্বীকার করেছিলো।
She denied having broken the window. ---- জানালাটি ভাঙ্গার কথা সে অস্বীকার করলো।

Negative sentence ব্যবহার করে সরাসরি কোন ঘটনার সত্যতাকে অস্বীকার করা যায়। যেমন:
You went there, didn't you? ---- তুমি সেখানে গিয়েছিলে, গিয়েছিলে কি?
No. I didn't. ---- না, আমি যাই নি।
Direction - দিক/অভিমুখ

কোন দিকে বা কোন কিছুর অভিমুখে কোন গতিশীলতাকে প্রকাশ করতে হলে উক্ত দিকটিকে প্রকাশ করার উপায় জানতে হয়। নিচে দিক প্রকাশক কিছু word এবং phrase দেওয়া হলো:

To (দিকে) ---- Go to the college.
Towards (সামনের দিকে) ---- He is coming towards me.
Ahead (সামনের দিকে) ---- Go ahead to find the place.
Back (পিছনে/পিছনের দিকে) ---- Please come back.
Backward (পিছনের দিকে) ---- Look backward.
Beside (পাশে/পাশের দিকে) ---- Sit beside me.
Above (উপরের দিকে) ---- The fan is above my head.
Upward (উপরের দিকে) ---- Go upward the hill.
Down (নিচে) ---- He fall down from the tree.
Along (বরাবর; সামনের দিকে) ---- Go along the road.
Around (চারদিকে) ---- There are flowers around him.
About (প্রায়) ---- It is about five o'clock.
Straight (সোজা; বরাবর) ---- The road is straight.
Disapproval - অননুমোদন/অপছন্দ

পছন্দ করা শিখতে হলে অপছন্দ করাও শিখতে হয়। ফলে পছন্দকে প্রকাশ করা শিখতে হলে অপছন্দকেও প্রকাশ করা শিখতে হয়। অপছন্দের সাথে বিরক্তি, ক্রোধ ইত্যাদি বোধের যোগসূত্র মৌলিক বলে কোন কোন বাক্য এরূপ একের অধিক ভাবও প্রকাশ করতে পারে।
I don't like it. ---- এটা আমি পছন্দ করি না।
How do you tell me to like such a .... ? ---- তুমি কিভাবে এমন একটা .......কে আমাকে পছন্দ করতে বলছো?
I can't approve that plan. ---- ঐ পরিকল্পনাকে আমি অনুমোদন করতে পারি না।
Doubt - সন্দেহ

দৈনন্দিন জীবনে অনেক কিছুর ব্যাপারেই আমাদেরকে সন্দেহ পোষণ করতে এবং তা প্রকাশ করতে হয়। ইংরেজিতে এ উদ্দেশ্যে বেশ কিছু উপায়ে বাক্য গঠন করা হয়। যেমন:
I'm not sure whether it's true or false. ---- এটা সত্য কি মিথ্যা এ ব্যাপারে আমি নিশ্চিত নই।
Are you sure of your success? ---- তুমি কি তোমার সফলতার ব্যাপারে নিশ্চিত?
Duration - সময়কাল

কোন কাজ কতক্ষণ ধরে ঘটল বা ঘটে বা ঘটবে বা ঘটতো তা বুঝাতে বিশেষ কিছু time expression ব্যবহার করা হয়।

Always ---- সর্বদা
All the time ---- সব সময়
All the while ---- সব সময়
Most of the time ---- অধিকাংশ সময়
From time immemorial ---- স্মরণাতীতকাল থেকে
Since morning ---- সকাল থেকে
For two hours ---- দু’ঘণ্টা যাবত
Time-consuming ---- সময়সাপেক্ষ
Durable ---- টেকসই
Long lasting ---- দীর্ঘকাল টিকে এমন
Everlasting ---- চিরস্থায়ী
Transient ---- ক্ষণস্থায়ী
Short-lived ---- স্বল্পায়ু
Till ---- যতক্ষণ পর্যন্ত
Until ---- যতক্ষণ পর্যন্ত না
As long as ---- যতক্ষণ পর্যন্ত
The whole day ---- সারাদিন ধরে
The whole night ---- সারারাত ধরে
In a month ---- এক মাসে
By that time ---- সেই সময়ের মধ্যে
06:27 PM - Mar 04, 2024 (UTC)
Ruhul @ruhul
2 yr. ago (E)
10MinuteSchool বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন লার্নিং প্লাটফর্ম। এটি বিভিন্ন বিষয়ের উপর ব্যাপক পরিসরের শিক্ষামূলক কন্টেন্ট অফার করে, যার মধ্যে রয়েছে ভিডিও, নিবন্ধ এবং কুইজ। ১০ মিনিট স্কুলের কন্টেন্টটি আকর্ষণীয় এবং বোঝার সহজ হওয়ার জন্য ডিজাইন করা হয়েছে, যা এটিকে সব বয়স এবং দক্ষতার স্তরের শিক্ষার্থীদের জন্য একটি দুর্দান্ত বিকল্প করে তোলে।
#১০মিনিটস্কুল #অনলাইনলার্নিং #বাংলাদেশ #শিক্ষা #10MinuteSchool
04:08 PM - Oct 01, 2023 (UTC) (E)
Ruhul @ruhul
2 yr. ago
AI এর সবচেয়ে বড় রহস্য হল এটি কিভাবে কাজ করে। AI এর গভীর শিক্ষার অ্যালগরিদমগুলি বিশাল ডেটাসেটে প্রশিক্ষিত, কিন্তু আমরা এখনও পুরোপুরি বুঝতে পারি না যে তারা কীভাবে সিদ্ধান্ত নেয় বা নতুন জিনিস শিখে।

AI এর আরেকটি রহস্য হল এর সীমাবদ্ধতা। আমরা জানি না AI এর ক্ষমতা কোথায় শেষ হবে, কিন্তু আমরা জানি যে এর কিছু সীমাবদ্ধতা আছে। উদাহরণস্বরূপ, AI-তে এখনও সৃজনশীলতা বা অন্তর্দৃষ্টির মতো কিছু মানবিক গুণাবলী নেই।

AI এর এই গোপনীয়তাগুলি গবেষকদের উদ্বিগ্ন করে কারণ তারা AI নিরাপত্তা এবং নৈতিকতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে। AI কিভাবে কাজ করে তা যদি আমরা পুরোপুরি বুঝতে না পারি, তাহলে আমরা কীভাবে নিশ্চিত হতে পারি যে এটি আমাদের ক্ষতি করবে না? এবং যদি আমরা AI এর সীমাবদ্ধতা সম্পর্কে না জানি তবে আমরা কীভাবে এটি ব্যবহার করব? সে সম্পর্কে আমরা কীভাবে সচেতন হতে পারি?

#এআই
#কৃত্রিমবুদ্ধিমত্তা
#যন্ত্রশিক্ষা
#বিজ্ঞান
#প্রযুক্তি
#ভবিষ্যত
#এথিক্স
02:10 PM - Sep 14, 2023 (UTC)
Crypto Learn Bangla @CryptoLearn
6 months ago
ক্রিপ্টো মার্কেট কমিউনিটি গুরুত্বপূর্ণ কারণ এটি একটি ক্রিপ্টোকারেন্সি প্রজেক্টের সফলতার জন্য মূল চালিকা শক্তি হিসেবে কাজ করে। এখানে কিছু কারণ তুলে ধরা হলো কেন ক্রিপ্টো মার্কেট কমিউনিটি এত গুরুত্বপূর্ণ:

- আস্থা এবং গ্রহণযোগ্যতা: কমিউনিটি একটি প্রকল্পে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে সাহায্য করে। যদি একটি প্রজেক্টের পিছনে সক্রিয় এবং সহায়ক কমিউনিটি থাকে, তাহলে এটি প্রকল্পের বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করে, যা নতুন ব্যবহারকারী এবং বিনিয়োগকারী আকৃষ্ট করতে সহায়ক হয়।

- বিনিয়োগকারীদের সম্পৃক্ততা: কমিউনিটি ক্রিপ্টো প্রজেক্টের বিভিন্ন আপডেট, সিদ্ধান্ত এবং উন্নয়ন সম্পর্কে বিনিয়োগকারীদের নিয়মিত অবগত রাখতে সাহায্য করে। এটি বিনিয়োগকারীদের সাথে প্রকল্পের উন্নয়নের একটি সরাসরি সংযোগ তৈরি করে।

- মার্কেটিং এবং প্রচার: কমিউনিটির সক্রিয় সদস্যরা প্রকল্পের সাফল্য এবং ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়, যা প্রায়শই বিনা মূল্যে একটি শক্তিশালী মার্কেটিং প্রচার চালায়।

- উন্নয়নে অবদান: কমিউনিটি সদস্যরা প্রকল্পের উন্নতির জন্য মূল্যবান মতামত এবং পরামর্শ প্রদান করতে পারে। এটি ডেভেলপারদের জন্য নতুন সুযোগ এবং সমস্যার সমাধানের পথ তৈরি করে।

- লিকুইডিটি এবং ট্রেডিং: একটি সক্রিয় কমিউনিটি নিয়মিত ট্রেডিং কার্যক্রম বজায় রাখতে সাহায্য করে, যার ফলে মার্কেটে লিকুইডিটি বাড়ে এবং ট্রেডিং ভলিউম স্থিতিশীল থাকে।

- সমর্থন এবং শিক্ষা: ক্রিপ্টো কমিউনিটি নতুন বিনিয়োগকারীদের জন্য সমর্থন এবং শিক্ষা প্রদান করে। কমিউনিটি ফোরাম বা সোশ্যাল মিডিয়াতে নতুন ব্যবহারকারীরা প্রশ্ন করতে পারে, সমস্যার সমাধান পেতে পারে এবং অভিজ্ঞ সদস্যদের কাছ থেকে শেখার সুযোগ পায়।

এগুলো মিলিয়ে, একটি শক্তিশালী ক্রিপ্টো কমিউনিটি প্রকল্পের স্থায়িত্ব এবং বৃদ্ধি নিশ্চিত করতে বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
06:05 AM - Oct 08, 2024 (UTC)
Md Rajib @Palestinian
24 days ago
আজকের এই দিনে আল্লাহ তা'আলা মুসলিমদের বিজয় দিয়েছিলেন। সেইদিন রচিত হয়েছিল ইতিহাস। বদর আমাদের অনুপ্রেরণার বাতিঘর। বদরের ইতিহাস থেকে অবশ্যই আমাদের শিক্ষা নিতে হবে।
১৭ রমাদান ঐতিহাসিক বদরের দিন
৩১৩ জন বনাম: ১০০০ জনের দিন ৮ তলোয়ার বনাম: ৬০০ তলোয়ারের দিন ৭০ উট বনাম ৭০০ উটের দিন ২ ঘোড়া বনাম ৩০০ ঘোড়ার দিন!
১৭ রমজান—ইয়াওমুল ফুরকান! ঐতিহাসিক বদরের দিন, যখন হক ও বাতিলের মাঝে স্পষ্ট পার্থক্য সৃষ্টি হয়েছিল। এই দিনই মুসলিম উম্মাহর অস্তিত্ব রক্ষার যুদ্ধ সংঘটিত হয়, যা ইসলামের বিজয়ের দ্বার উন্মুক্ত করে।
আজ ঐতিহাসিক বদর দিবস । আজকের দিনটি মুসলিম উম্মাহর কাছে খুবই তাৎপর্যপূর্ণ। প্রায় দেড় হাজার বছর আগে হিজরির দ্বিতীয় সনের ১৭ রমজান মদিনা থেকে প্রায় ৭০ মাইল দূরে বদর প্রান্তরে সংঘটিত হয়েছিল বিশ্বাসী ও অবিশ্বাসীদের লড়াই ‘বদরযুদ্ধ’। বিশ্বমানবতার মুক্তির দূত প্রিয় নবি হজরত মুহাম্মাদ (সা.)-এর নিয়ে আসা ধর্ম, ইসলামের বিরুদ্ধবাদী বিশাল সৈন্য-সামন্তের মোকাবিলায় ইমানদার বান্দাদের ছোট একটি দলের সশস্ত্র সংগ্রাম ছিল এটি।

একদিকে আল্লাহর নবির সঙ্গে মাত্র ৩১৩ জন মুজাহিদ। তারা প্রায় নিরস্ত্র। অপর পক্ষে অবিশ্বাসীদের নেতা আবু জাহেলের নেতৃত্বে এক হাজার
মুসলিম জাতির অস্তিত্ব রক্ষার দিন!
বদর আমাদের চেতনা, বদর আমাদের অহংকার!🫡
11:27 PM - Mar 17, 2025 (UTC)

Nothing found!

Sorry, but we could not find anything in our database for your search query {{search_query}}. Please try again by typing other keywords.