Logo
Md Rajib @Palestinian
আজকের এই দিনে আল্লাহ তা'আলা মুসলিমদের বিজয় দিয়েছিলেন। সেইদিন রচিত হয়েছিল ইতিহাস। বদর আমাদের অনুপ্রেরণার বাতিঘর। বদরের ইতিহাস থেকে অবশ্যই আমাদের শিক্ষা নিতে হবে।
১৭ রমাদান ঐতিহাসিক বদরের দিন
৩১৩ জন বনাম: ১০০০ জনের দিন ৮ তলোয়ার বনাম: ৬০০ তলোয়ারের দিন ৭০ উট বনাম ৭০০ উটের দিন ২ ঘোড়া বনাম ৩০০ ঘোড়ার দিন!
১৭ রমজান—ইয়াওমুল ফুরকান! ঐতিহাসিক বদরের দিন, যখন হক ও বাতিলের মাঝে স্পষ্ট পার্থক্য সৃষ্টি হয়েছিল। এই দিনই মুসলিম উম্মাহর অস্তিত্ব রক্ষার যুদ্ধ সংঘটিত হয়, যা ইসলামের বিজয়ের দ্বার উন্মুক্ত করে।
আজ ঐতিহাসিক বদর দিবস । আজকের দিনটি মুসলিম উম্মাহর কাছে খুবই তাৎপর্যপূর্ণ। প্রায় দেড় হাজার বছর আগে হিজরির দ্বিতীয় সনের ১৭ রমজান মদিনা থেকে প্রায় ৭০ মাইল দূরে বদর প্রান্তরে সংঘটিত হয়েছিল বিশ্বাসী ও অবিশ্বাসীদের লড়াই ‘বদরযুদ্ধ’। বিশ্বমানবতার মুক্তির দূত প্রিয় নবি হজরত মুহাম্মাদ (সা.)-এর নিয়ে আসা ধর্ম, ইসলামের বিরুদ্ধবাদী বিশাল সৈন্য-সামন্তের মোকাবিলায় ইমানদার বান্দাদের ছোট একটি দলের সশস্ত্র সংগ্রাম ছিল এটি।

একদিকে আল্লাহর নবির সঙ্গে মাত্র ৩১৩ জন মুজাহিদ। তারা প্রায় নিরস্ত্র। অপর পক্ষে অবিশ্বাসীদের নেতা আবু জাহেলের নেতৃত্বে এক হাজার
মুসলিম জাতির অস্তিত্ব রক্ষার দিন!
বদর আমাদের চেতনা, বদর আমাদের অহংকার!🫡
11:27 PM - Mar 17, 2025 (UTC)

No replys yet!

It seems that this publication does not yet have any comments. In order to respond to this publication from Md Rajib , click on at the bottom under it