Logo
Ruhul @ruhul
6 months ago
⏩ প্রোগ্রামিং কি? কিভাবে শুরু করবো প্রোগ্রামিং? মোবাইলে ফোনে করতে পারবো? প্রোগ্রামিং শিখতে কি টাকা লাগে?

Before we start:
নতুন যারা প্রোগ্রামিং শেখা শুরু করবেন, তাদের জন্য আমরা একটি SUPPORT GROUP ওপেন করেছি। যারা প্রোগ্রামিং পারেন, তারাও জয়েন করে নতুনদের হেল্প করুন। জয়েন করুন telegram এ shadownet_community

কোনো টাকা ছাড়াই ইউটিউব থেকে প্রোগ্রামিং শেখা শুরু করতে পারবে। ইভেন, অনেক পেইড কোর্সের চেয়েও ইউটিউবের ফ্রি কোর্স ভালো বেসিক প্রোগ্রামিং এর জন্য। ইংরেজি বা হিন্দি ভালো বুঝলে এডভান্স কোর্সও ইউটিউবে পেয়ে যাবা। নিচে বেস্ট কয়েকটি ভিডিও সিলেক্ট করে লিংক দিলাম। যদি আপনাদের আগ্রহ থাকে তাহলে আমরা প্রোসেস আরও ইজি করার জন্য টিউটোরিয়াল দিবো ইনশাল্লাহ।

? প্রোগ্রামিং কি; কেনো ও কিভাবে শিখবো প্রোগ্রামিং Jhankar Mahbub
ভাইয়ার এই ভিডিও দেখলে সব ডাউটস একদম ক্লিয়ার হয়ে যাবে।
https://www.youtube.com/wa...

আমি বলবো, যদি তুমি বিগিনার হও তাহলে Python দিয়ে শুরু করতে পারো। এইটা অনেক ইজি একটা ল্যাঙ্গুএজ এবং সবকিছুই করতে পারবা পাইথন দিয়ে।

? বাংলায় বেস্ট একটা PYTHON A-Z প্লেলিস্ট By Hablu Programmer
https://www.youtube.com/pl...

? হিন্দিতে PYTHON A-Z বেস্ট একটা প্লেলিস্ট by Code With Harry
https://www.youtube.com/pl...

? কিভাবে মোবাইলেই পাইথন কোডিং করতে পারো Easiest Way-তে
https://www.youtube.com/wa...

কোনো প্রব্লেম ফেইস করলে যেকোনো সময় গ্রুপে মেসেজ দিতে পারো হেল্প এর জন্য telegram এ shadownet_community

#CollectFromTelegram
Sharing @linking
7 months ago (E)
PC-MASTER All in One Premium (64GB)
সাধারন পেনড্রাইভ থেকে PC-MASTER পেনড্রাইভে উইন্ডোজ সেটাপ দেওয়া থেকে শুরু করে ২০টিরও অধিক ইউনিক সুবিধা রয়েছে। বিস্তারিত নিম্মে দেওয়া হলোঃ?

১) PC-MASTER পেনড্রাইভ ডিলিট প্রটেক্টঃ
*** সাধারণত পেনড্রাইভ বুটেবল করা হলে সেই পেনড্রাইভের বুটেবল ফাইলের যেকোনো একটি ফাইল ডিলিট হলেও পেনড্রাইভের বুটেবল নষ্ট হয়ে যায়। কিন্তু PC-MASTER পেনড্রাইভের ফাইল ডিলিট প্রটেক্ট করা। যার জন্য বুটেবল ফাইল ডিলিট হবে না। (পেইড সফটওয়্যার)

২) PC-MASTER পেনড্রাইভ ফ্রি স্পেস ইউজেবলঃ
*** সাধারণত কোনো পেনড্রাইভ বুটেবল করা হলে, সেই পেনড্রাইভে সফটওয়্যার বা অন্য কোনো ডকুমেন্টস কপি-পেষ্ট করা হলে সেই পেনড্রাইভের বুটেবল নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু PC-MASTER পেনড্রাইভের ফ্রি স্পেস ইউজেবল করা। যার জন্য বুটেবল নষ্ট হবে না। (পেইড সফটওয়্যার)

৩) PC-MASTER পেনড্রাইভ ভাইরাস প্রটেক্টঃ
*** সাধারণত বুটেবল পেনড্রাইভে ভাইরাসের কারনে পেনড্রাইভের বুটেবল নষ্ট হয়ে যায়। কিন্তু PC-Master পেনড্রাইভ ভাইরাস প্রটেক্ট করা। যার জন্য বুটেবল নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। (পেইড সফটওয়্যার)

৪) Multi Windows Setup: 7, 8.1, 10, 11
*** PC-MASTER পেনড্রাইভের মাধ্যমে আপনার ল্যাপটপ/পিসিতে আপনার প্রয়োজনীয় উইন্ডোজ সেটাপ দিতে পারবেন (পিসিতে সাপোর্ট অনুযায়ী) এবং একটি ল্যাপটপ/পিসিতে একাধিক উইন্ডোজ সেটাপ দিতে পারবেন।

৫) Windows Auto Activated:
*** উইন্ডোজ সেটাপের পরে কোনো প্রকার ক্র‍্যাক, প্যাচ বা সিরিয়াল কিই দেওয়ার প্রয়োজন নেই। আপনার উইন্ডোজ অটো এক্টিভেটেড হয়ে যাবে। এবং আপনার উইন্ডোজ ফুল আপডেট দিতে পারবেন। (জেনুইন লাইসেন্স-কিই নিতে হলে এক্সট্রা চার্জ প্রযোজ্য)

৬) Windows Boot File Missing:
*** আপনার ল্যাপটপ/পিসিতে উইন্ডোজ বুট ফাইল মিসিং হলে PC-MASTER পেনড্রাইভের মাধ্যমে উইন্ডোজ তাৎক্ষনিক রান করতে পারবেন। (পেইড সফটওয়্যার)

৭) উইন্ডোজ ড্রাইভার এবং সফটওয়্যার ইন্সটলঃ
*** এই PC-MASTER পেনড্রাইভের মাধ্যমে সকল উইন্ডোজের ড্রাইভার ইন্সটল করতে পারবেন এবং আপনার প্রয়োজনীয় সফটওয়্যার ইন্সটল করতে পারবেন। (পেইড সফটওয়্যার)

৮) Dynamic to Primary Convert:
*** PC-MASTER পেনড্রাইভ এর মাধ্যমে আপনার হার্ডিস্ক Dynamic হয়ে গেলে Primary তে কনভার্ট করতে পারবেন। হার্ডডিস্ক PC থেকে খুলতে হবে না। এবং যেকোনো Partition কনভার্ট ও Recovery করতে পারবেন। (পেইড সফটওয়্যার)

৯) MBR to GPT & GPT to MBR Convert:
*** PC-MASTER পেনড্রাইভের মাধ্যমে আপনার হার্ডডিস্ক খুব সহজে MBR to GPT এবং GPT to MBR এ কনভার্ট করতে পারবেন। (পেইড সফটওয়্যার)

১০) Legecy or UEFI Supported:
*** PC-MASTER পেনড্রাইভের মাধ্যমে Legecy এবং UEFI এই Duel Mode এ খুব সহজে উইন্ডোজ সেটাপ দিতে পারবেন। (পেইড সফটওয়্যার)

১১) Anti Virus Live Scan or Live Clean:
*** আপনার হার্ডডিস্কের ভাইরাস থাকলে অথবা অন্য কোনো হার্ডডিস্ক, পেনড্রাইভ, মেমোরি কার্ডে ভাইরাস থাকলে স্ক্যান করে ভাইরাস ক্লিন করতে পারবেন। (পেইড সফটওয়্যার)

১২) Data Recovery Live Scan:
*** PC-MASTER পেনড্রাইভের মাধ্যমে আপনার হার্ডিস্কের বা অন্য কোনো হার্ডডিস্ক, পেনড্রাইভ, মেমোরি কার্ডের Delete হওয়া ফাইল, Format হওয়া ফাইল, Partition Delete হওয়া ফাইল রিকভারি করতে পারবেন। (পেইড সফটওয়্যার)

১৩) Bad Sector Remove:
*** আপনার হার্ডিস্কে যদি Bad Sector থাকে সেটা PC-MASTER পেনড্রাইভের মাধ্যমে Surface Test করে দেখতে পারবেন। (পেইড সফটওয়্যার)

১৪) Android Nine for Windows Gaming:
*** এই ফিচারের মাধ্যমে আপনার PC/Laptop কে Android Version এ রুপান্তর করে (Install or Bootable) PC/Laptop এ মোবাইলের সকল Apps ইউজ করতে পারবেন। যারা PC/Laptop এ গেমিং করেন তারা এই ফিচারটি ইউজ করে কোনো প্রকার ল্যাক ছাড়াই স্মুথলি গেমিং করতে পারবেন। (পেইড সফটওয়্যার)

১৫) Documents Secure:
*** যদি কোনো কারণে আপনার উইন্ডোজ ওপেন না হয় এবং উইন্ডোজ সেটাপ দেওয়ার প্রয়োজন হয় এবং ডেস্কটপে আপনার কোনো গুরুত্বপূর্ণ ফাইল থেকে থাকে তাহলে সেই ফাইল খুব সহজে PC-MASTER পেনড্রাইভের মাধ্যমে ফিরে পাবেন। (পেইড সফটওয়্যার)

১৬) Windows Secure Backup & Recovery:
*** সাধারণত উইন্ডোজ সেটাপ, ড্রাইভার সেটাপ, পুনরায় সকল প্রয়োজনীয় সফটওয়্যার ইন্সটল করে নিজের মনের মত করে উইন্ডোজ আগের অবস্থানে সেটিং করতে মিনিমাম ২ থেকে ৪ ঘন্টা বা আরো বেশি সময়ের প্রয়োজন হয়। কিন্তু আপনি চাইলে মাত্র ১০ থেকে ১৫ মিনিটেই উইন্ডোজ সেটাপ, ড্রাইভার সেটাপ বা কোনো সফটওয়্যার ইন্সটল না করেও PC-MASTER পেনড্রাইভের মাধ্যমে মাত্র কয়েকটা ক্লিকের মাধ্যমে খুব সহজেই আপনার পূর্বের অবস্থায় উইন্ডোজ, ড্রাইভার, সকল সফটওয়্যার এবং সেটিং সহ ফিরে পেতে পারেন। (পেইড সফটওয়্যার)

১৭) PC-EXPERT:
***এই একটি পেনড্রাইভ ইউজের মাধ্যমেই হয়ে যেতে পারেন PC-EXPERT সমাধান করতে পারেন নিজের অথবা পরিচিত জনের পিসি অথবা ল্যাপটপের উইন্ডোজ এবং সফটওয়্যার গত সকল সমস্যা। এই সকল সুবিধা পাচ্ছেন PC-MASTER একটি মাত্র পেনড্রাইভে, যার জন্য এক্সট্রা পেনড্রাইভ ইউজ করার প্রয়োজন নেই। এই পেনড্রাইভ ইউজের মাধ্যমে আপনার মূল্যবান সময় এবং অর্থ সেভ হবে আশা করি। পেনড্রাইভের লোগোতে আপনার পিকচার অথবা আপনার পছন্দ অনুযায়ী অন্য যেকোনো পিকচার দেওয়া হবে।

১৮) Windows Update On or Off:
*** আপনার পিসির উইন্ডোজের আপডেট আপনার প্রয়োজন অনুযায়ী অন এবং অফ করতে পারবেন।

১৯) PC-MASTER পেনড্রাইভ কিভাবে ইউজ করবো?
*** আপাতত আমরা অনলাইনে AnyDesk, Zoom এর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। আগামিতে আমাদের পরিকল্পনা আছে প্রফেশনাল ভিডিও টিউটোরিয়াল মেক করার মাধ্যমে সার্ভিস দেওয়ার। যেটা দেখে আশা করি একজন ল্যাপটপ/ডেস্কটপ অন-অফ করতে জানা সাধারণ ইউজারও খুব সহজেই আমাদের পেনড্রাইভটি ইউজ করতে পারবেন।

২০) ওয়ারেন্টি এবং লাইফটাইম সাপোর্টঃ
*** PC-MASTER পেনড্রাইভের জন্য অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন ৫ বছরের। বুটেবল ফাইল এবং সফটওয়্যারের জন্য ১ বছরের সাপোর্ট দেওয়া হবে।

PC-MASTER ডিভাইস সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাইলে নিচের লিংক এ ক্লিক করে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। লিংকঃ ?
? https://www.pcmasterbd.com...
? https://www.pcmasterbd.com

পোস্টটি সম্পুর্ন পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।। আল্লাহ হাফেজ।।

Facook Group: ?
Free Laptop-Computer Solution | ফ্রি ল্যাপটপ-কম্পিউটার সমাধান

Facebook Page:
? PC Master BD
Jewel @mkjuel
8 months ago
**ইমেইল মার্কেটিং**

ইমেইল মার্কেটিং হলো ইলেকট্রনিক মেইল ব্যবহার করে পণ্য বা সেবার প্রচার করার একটি কার্যকর পদ্ধতি। এটিতে সম্ভাব্য গ্রাহকদের কাছে আপনার ব্র্যান্ড, অফার এবং আপডেট সম্পর্কে তথ্য পাঠানোর জন্য ইমেইল ব্যবহার করা হয়।

**আপনার Shopping Website-এর জন্য ইমেইল মার্কেটিং:**

**ধাপ ১: গ্রাহকের তালিকা তৈরি:**

* আপনার ওয়েবসাইটে সাবস্ক্রিপশন ফর্ম যুক্ত করুন।
* গ্রাহকদের কেনাকাটার সময় তাদের ইমেইল ঠিকানা এবং মোবাইল নম্বর সংগ্রহ করুন।
* গ্রাহকদের ইচ্ছানুযায়ী তাদের ইমেইল ঠিকানা সংগ্রহ করুন।

**ধাপ ২: আকর্ষণীয় ইমেইল তৈরি:**

* স্পষ্ট এবং সংক্ষিপ্ত বিষয় লাইন ব্যবহার করুন।
* আকর্ষণীয় এবং মনোযোগ আকর্ষণকারী ছবি ব্যবহার করুন।
* আপনার পণ্যের সুবিধাগুলি স্পষ্টভাবে তুলে ধরুন।
* স্পষ্ট CTA (Call to Action) বোতাম ব্যবহার করুন।
* মোবাইল-বান্ধব ইমেইল তৈরি করুন।

**ধাপ ৩: ইমেইল প্রেরণ:**

* সঠিক সময়ে ইমেইল পাঠান।
* বিভিন্ন ধরণের ইমেইল পাঠান (যেমন: প্রোমোশনাল, তথ্যপূর্ণ, স্বাগত ইমেইল)।
* আপনার ইমেইল ক্যাম্পেইনের কার্যকারিতা ট্র্যাক করুন।

**ইমেইল মার্কেটিং-এর সুবিধা:**

* কম খরচে বেশি মানুষের কাছে পৌঁছানো সম্ভব।
* বারবার বার্তা পাঠানোর মাধ্যমে গ্রাহকের সাথে সম্পর্ক তৈরি করা সম্ভব।
* বিক্রয় বৃদ্ধি এবং ROI (Return on Investment) বৃদ্ধি করা সম্ভব।
* গ্রাহকের আচরণ এবং পছন্দ সম্পর্কে তথ্য সংগ্রহ করা সম্ভব।

**ইমেইল মার্কেটিং-এর ঝুঁকি:**

* স্প্যাম ফিল্টারের কারণে ইমেইল গ্রাহকের কাছে না পৌঁছাতে পারে।
* গ্রাহকেরা আপনার ইমেইল বিরক্তিকর মনে করতে পারে।
* আপনার ইমেইল তালিকা তৈরিতে অনৈতিক পদ্ধতি ব্যবহার করলে আপনার খ্যাতি নষ্ট হতে পারে।

**ইমেইল মার্কেটিং-এর ক্ষেত্রে সতর্কতা:**

* গ্রাহকদের ইচ্ছানুযায়ী তাদের ইমেইল ঠিকানা সংগ্রহ করুন।
* স্প্যামিং এড়িয়ে চলুন।
* আইন মেনে চলুন।
* গ্রাহকের গোপনীয়তা রক্ষা করুন।

ইমেইল মার্কেটিং একটি কার্যকর এবং লাভজনক মার্কেটিং পদ্ধতি হতে পারে। তবে এটি সঠিকভাবে ব্যবহার করা গুরুত্বপূর্ণ।
Subscribe to Unlock

For 10$ / Monthly

সহজে ইংরেজি শেখা @SohojEnglishLearn
9 months ago
#২৫তম ক্লাস

ইংরেজি পড়াশোনার বাইরে ইংরেজি দৈনিক পড়ার অভ্যাস করুন। পত্রিকা পড়ার অভ্যাস যেমন আপনার বুদ্ধিবৃত্তিক দক্ষতা বাড়াবে, তেমনি লেখালেখির জন্য অনেক নতুন নতুন বিষয় খুঁজে পাবেন। ]

প্রথম দিকে হয়তো অনেক শব্দের অর্থ বুঝবেন না, বুঝতে সময় লাগবে। টানা দুই সপ্তাহ পড়ুন, দেখবেন এরপর ব্যাপারটা আয়ত্তে এসে যাবে। দু-একটা শব্দের অর্থ না জানলেও বাক্যের ভাবার্থটা আপনি ধরতে পারবেন। নিয়মিত পাঠাভ্যাস আপনার লেখার ওপর ধীরে ধীরে প্রভাব ফেলবে।

তো শুরু করা যাক আজকের ক্লাস (২৫ তম ক্লাস)

It মানে ইহা, এটা -
It is Difficult to do. = (ইট ইজ ডিফিকাল্ট টু ডু) = ইহা করা কঠিন।

It is Difficult to perform. = (ইট ইজ ডিফিকাল্ট টু পারফর্ম) = ইহা সম্পাদন করা কঠিন।

It is said. = (ইট ইজ ছেইড) = লোকে বলে।

wrong = (রং) = অন্যায়
tell a lie. = (টেল এ লাই) = মিথ্যে বলা

It is wrong to tell a lie. = (ইট ইজ রং টু টেল এ লাই) = মিথ্যে বলা অন্যায়।

উপরোক্ত চারটি বাক্য লক্ষ্য কর এখানে ‘ইহা বা এটা’ নেই কিন্তু ইংরেজি করার সময় It এর ব্যবহার করেছি। কারণ বাংলা বাক্য শুরু করার জন্য ‘ইহা বা এটা’ প্রয়োজন না থাকলেও ইংরেজি বাক্য শুরু করার জন্য 'It' এর ব্যবহার করা হয়। তাই 'It' কে Introductory 'it' বলা হয়।

Tips No. 1

কোথায়, কিভাবে, কেন 'it' এর ব্যবহার করা হয়।

বাংলা বাক্যে subject কে জোর দেবার জন্য যদি subject এর সাথে ‘ই’ ব্যবহৃত হয় তাহলে সেই বাক্যের ইংরেজি করার সময় 'It' ব্যবহার করা হয়ে থাকে।

It is he who has stolen my money. = (ইট ইজ হি হো হ্যাস স্টোলেন মাই মানি) = সেই আমার টাকা চুরি করেছে।

It is he who has done this work. = (ইট ইজ হি হো হ্যাস ডান দিস ওয়ার্ক) = তিনিই এ কাজ করেছেন।

It is I who have booked the flight. = (ইট ইজ আই হো হেভ বুকড দা ফ্লাইট) = আমিই ফ্লাইট বুক করেছি।

It is you who have broken my mobile. = (ইট ইজ ইউ হো হেভ ব্রোকেন মাই মোবাইল) = তুমিই আমার মোবাইলটি ভেঙেছ।

এছাড়া আবহাওয়া, সময়, দূরত্ব এবং তাপমাত্রা বোঝাতে it এর ব্যবহার করা হয়।

It is 200 kilometers from here to Dhaka. = (ইট ইজ ২০০ কিলোমিটারস ফ্রম হেয়ার টু ঢাকা) = এখান থেকে ঢাকা ২০০ কিলোমিটার।

It is half past five now. = (ইট ইজ হাফ পাস্ট ফাইভ নাউ) = এখন সাড়ে ৫টা বাজে।

It is ten O'clock now. = (ইট ইজ টেন ও'ক্লক নাউ) = এখন ১০টা বাজে।

It is raining. = (ইট ইজ রেইনিং) = বৃষ্টি হচ্ছে।

It is not easy to learn the Chinese language. = (ইট ইজ নট ইজি টু লার্ন দা চাইনিজ ল্যাংগুয়েজ) = চীনা ভাষা শেখা সহজ নয়।

It seems that he will never return. = (ইট ছীমস দ্যাট হি উইল নেভার রিটার্ন) = সে মনে হয় আর ফিরবে না।

It is very hot today. = (ইট ইজ ভেরি হট টুডে) = আজ বড্ড গরম।

বাংলা বাক্যে ইহা বা এটা থাকলেও আমরা It এর ব্যবহার করি।

Where did it happen? = (হয়ার ডিড ইট হ্যাপেন) = এটা কোথায় হয়েছে?

I don't want it. = (আই ডন’ট ওয়ান্ট ইট) = আমি এটা চাইনা।

How do you spell it? = (হাউ ডু ইউ স্প্যাল ইট?) = এটাকে তুমি কিভাবে বানান করবে?

How much is it? = (হাউ মাচ ইজ ইট?) = এটার দাম কত?

লিঙ্গ জানা না থাকলে কোন ব্যক্তিকে বোঝাতে 'it' ব্যবহার করা হয় । যেমন - শিশু।

The child is looking at its mother. = (দা চাইল্ড ইজ লুকিং এ্যাট ইটস মাদার) = শিশুটি তার মায়ের দিকে তাকাচ্ছে।

Tips No. 2

কোথায়, কিভাবে,কেন 'There' এর ব্যবহার করা হয়।

There is no clouds in the air. = (দেয়ার ইজ নো ক্লাউডস ইন দা এয়ার) = আকাশে মেঘ নেই।

There is no tea in the cup. = (দেয়ার ইজ নো টি ইন দা কাপ) = কাপে একটুও চা নেই।

যদি বাক্যে subject অনির্দিষ্ট হয় এবং সেই বাক্যের ক্রিয়া বা verb দ্বারা ‘থাকা, আছে, নেই বা ছিলেন’ ইত্যাদি থাকে তাহলে সেই বাক্যে 'there' ব্যবহার হবে ।

এই বাক্যটি There দিয়ে শুরু হয়েছে তাই একে Introductory There বলা হয় । আর কয়েকটি উদাহরণ -

There are many coconut trees in their garden. = (দেয়ার আর মেনি কোকোনাট ট্রিস ইন দ্যায়ার গার্ডেন) = তাদের বাগানে অনেকগুলি নারিকেল গাছ আছে।

There are some meritorious students in our school. = (দেয়ার আর ছাম মেরিটোরিয়াস স্টুডেন্টস ইন আওয়ার স্কুল) = আমাদের স্কুলে কয়েকজন মেধাবী ছাত্র আছে।

There is a pond in our village. = (দেয়ার ইজ এ পন্ড ইন আওয়ার ভিলেজ) = আমাদের গ্রামে একটি পুকুর আছে।

There is a post office in our village. = (দেয়ার ইজ এ পোস্ট অফিস ইন আওয়ার ভিলেজ) = আমাদের গ্রামে একটি পোস্ট অফিস আছে।

There is no pride in his mind. = (দেয়ার ইজ নো প্রাইড ইন হিস মাইন্ড) = তার মনে কোন অহংকার নেই।

There is no school in our village. = (দেয়ার ইজ নো স্কুল ইন আওয়ার ভিলেজ) = আমাদের গ্রামে কোন স্কুল নেই।

There was a doctor in our village. = (দেয়ার ওয়াজ এ ডক্টর ইন আওয়ার ভিলেজ) = আমাদের গ্রামে একজন ডাক্তার ছিলেন।

There was no honesty in him. = (দেয়ার ওয়াজ নো অনেস্টি ইন হিম) = তার মধ্যে কোন সততা ছিল না।

There were no people in the road. = (দেয়ার ওয়ার নো পিপল ইন দা রোড) = রাস্তায় কোন লোক ছিল না।
সহজে ইংরেজি শেখা @SohojEnglishLearn
9 months ago
#৫ম ক্লাস

আপনাদের সুবিধার্থে অ্যাপসটির শেষের দিকে কিছু প্রয়োজনীয় শব্দের অর্থ (Vocabulary) দিয়ে দিলাম, সেখান থেকে সহজ শব্দগুলোই শিখুন, যেগুলো আপনি কথা বলার সময় ব্যবহার করতে পারবেন। ভুল করার ভয় করবেন না, মানুষ হয়ে যখন জন্মেছেন, ভুল আপনার হবেই। কিন্তু সেই ভুলের ভয় করে হাত পা গুঁটিয়ে বসেও থাকা যাবে না।

ইংরেজিতে কথা বলতে গিয়ে, লিখতে গিয়ে আপনি যত বেশি ভুল করবেন, তত দ্রুতই শিখতে পারবেন। ধীরে ধীরে ভুলের মাত্রা আপনা আপনিই কমে আসবে। আপনি নিজেই পার্থক্য বুঝতে পারবেন।

তো শুরু করা যাক আজকের ক্লাস (৫ম ক্লাস)

went = (ওয়েন্ট) = গিয়েছিলাম
friend = (ফ্রেন্ড) = বন্ধু
I went to my friend = (আই ওয়েন্ট টু মাই ফ্রেন্ড) = আমি আমার বন্ধুর কাছে গিয়েছিলাম।

meet = (মীট) = সাক্ষাৎ/দেখা
him = (হিম) = তার
To meet with him = (টু মীট ইউথ হিম) = তার সাথে দেখা করতে।

important = (ইম্পরট্যান্ট) = গুরুত্বপূর্ণ
It was important = (ইট ওয়াছ ইম্পরট্যান্ট) = এটা গুরুত্বপূর্ণ ছিল।

just = (জাস্ট) = শুধু/মাত্র
only = (অনলি) = মাত্র
Just not only important, it was very important = জাস্ট নট অনলি ইম্পরট্যান্ট, ইট ওয়াছ ভেরি ইম্পরট্যান্ট) = শুধু গুরুত্বপূর্ণ নয়, এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল।

confusion = (কনফিউশন) = দ্বিধাদ্বন্দ্ব
I was in confusion = (আই ওয়াছ ইন কনফিউশন) = আমি দ্বিধাদ্বন্দ্বে ছিলাম

diner = (ডিনার) = রাতের খাবার
Have you diner? = (হেভ ইউ ডিনার?) = তুমিকি রাতের খাবার খেয়েছ?

Yeah dad = (ইয়াহ ডেড) = হ্যা বাবা।
Ok, now you can go = (ওকে নাউ ইউ ক্যান গো।) = ঠিক আছে, তুমি এখন যেতে পার।

sleep = (স্লিপ) = শুয়ে পরা/ঘুমানো
Let's sleep = (লেট'স স্লিপ) = চল শুয়ে পরি।
Where is my mobile? = (হয়ার ইজ মাই মোবাইল?) = আমার মোবাইল কোথায়?

This is here. = (দিছ ইজ হেয়ার) = এটা এখানে
take = (টেক) = লওয়া
Take your mobile = (টেক ইয়োর মোবাইল) = লও তোমার মোবাইল।

someone = (সামওয়ান) = কেউ একজন।/কোন একজন
Someone who called you? = (সামওয়ান হো কল্ড ইউ?) = কে যেন তোমায় ফোন দিয়েছিল।

ex = (এক্স) = সাবেক
girl = (গার্ল) = মেয়ে
friend = (ফ্রেন্ড) = বন্ধু
girl friend = (গার্ল ফ্রেন্ড) = মেয়ে বন্ধু /প্রেমিকা
O I see, she was my ex girl friend = (ও আই ছি শি ওয়াছ মাই এক্স গার্ল ফ্রেন্ড) = ও আমি দেখতে পাচ্ছি । সে আমার সাবেক মেয়ে বন্ধু (প্রেমিকা) ছিল।

I am call back her = (আই এ্যাম কল বেক হার) = আমি তাকে ফেরৎ কল করতেছি।

Give your mobile = (গিভ ইয়োর মোবাইল) = তোমার মোবাইল দাও।

necessary = (নেছেসারি) = প্রয়োজন/দরকারি
It is not necessary for you? = (ইট ইজ নট নেছেসারি ফর ইউ?) = তোমার এটার কোন প্রয়োজন নেই।

Are you know that what is necessary or what is not? = (আর ইউ নোও দ্যাট হোয়াট ইজ নেছেসারি অর হোয়াট ইজ নট?) = তুমি কি জান যে, কোনটা দরকার আর কোনটা দরকার নয়?

I know well = (আই নোও উয়েল) = আমি ভালভাবেই জানি।
unnecessary = (আননেছেসারি) = অদরকারী।
It's very unnecessary = (ইট’স ভেরি আননেছেসারি) = এটি খুবই অদরকারী।

angry = (আংরি) = রাগ
Don't be angry = (ডন’ট বি আংরি) = রাগ করোনা।
fun = (ফান) = মজা করা
It was just fun = (ইট ওয়াছ জাস্ট ফান) = এটা আমি মজা করছিলাম।

drama = (ড্রামা) = নাটক
series = (সিরিজ) = সিরিয়াল
Drama series = (ড্রামা সিরিজ) = নাট্য সিরিয়াল
perfect = (পারফেক্ট) = সঠিক
Give me some perfect solution. = (গিভ মি ছাম পারফেক্ট সলুশন) = আমাকে সঠিক কিছু সমাধান দাও।

Guess = (গেইজ) = অনুমান/ধারণা
Guess what = (গেইজ হোয়াট) = বলতো কি
bought = (বওট) = কিনেছি
Guess what I bought for you? = (গেইজ হোয়াট আই বওট ফর ইউ) = বলতো আমি কি কিনেছি তোমার জন্য?

Can you guess what I'm going to tell you now? = (ক্যান ইউ গেইজ হোয়াট আই’ম গোয়িং টু টেল ইউ নাউ) = ভাবতে পারো এখন আমি তোমাকে কি বলতে যাচ্ছি?

Watch that. = (ওয়াচ দ্যাট) = দেখ
Watch out. = (ওয়াচ আউট) = সাবধান / সতর্ক থেকো
going on = (গোয়িং অন) = হচ্ছে / চলছে
What's going on? = (হোয়াট’স গোয়িং অন) = কি হচ্ছে / কি চলছে ?

What's going on here? = (হোয়াট’স গোয়িং অন হেয়ার?) = এখানে কি হচ্ছে?

Be off = (বি অফ) = বিদায় হও
Be off now. = (বি অফ নাউ) = এখন বিদায় হও।

Stay here. = (স্টে হেয়ার) = এখানে দাঁড়াও।
gotta = (গোটা) = হবে
gotta go = যেতে হবে
I gotta go home now. = (আই গোটা গো হোম নাও) = আমাকে বাড়িতে যেতে হবে এখন।

Keep quiet. = (কিপ কুয়াইট) = চুপ করো / শান্ত থাকো।
misinterpreted = (মিসইন্টারপ্রিটেড) = ভুল ব্যাখ্যা করা
You misinterpreted my words. = (ইউ মিসইন্টারপ্রিটেড মাই ওয়ার্ডস) = তুমি আমার কথার ভুল ব্যাখ্যা করেছো।

moment = (মোমেন্ট) = মুহূর্ত
One moment please. = (ওয়ান মোমেন্ট প্লিজ) = দয়া করে এক মুহূর্ত দাঁড়াও।

a hand = (এ হ্যান্ড) = সাহায্য করা
Give me a hand. = (গিভ মি এ হ্যান্ড) = আমাকে একটু সাহায্য করো।

personally = (পারসোনালি) = ব্যক্তিগতভাবে
come here = (কাম হেয়ার) = এখানে আস
enough = (এনাফ) = যথেষ্ট
energy = (এনার্জি) = শক্তি
compare = (কম্পেয়ার) = তুলনা করা
commitment = (কমিটমেন্ট) = প্রতিশ্রুতি/অঙ্গিকার
qualification = (কোয়ালিফিকেশন) = যোগ্যতা
go there = (গো দেয়ার) = সেখানে যাও
listen = (লিসেন) = কথা শোনা
stop = (স্টপ) = থেমে যাওয়া/বন্ধকরা
crime = (ক্রাইম) = অপরাধ
catch it = (কেচ ইট) = এটা ধর
keep it = (কিপ ইট) = এটা রাখ
সহজে ইংরেজি শেখা @SohojEnglishLearn
9 months ago
#১ম ক্লাস

মোট ৩০ টি ক্লাস আছে। আজ আমরা ১ম ক্লাসটি শুরু করবো। অলসতা না করে করে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি ক্লাসই খুব ভালোভাবে মনযোগ সহকারে করবেন ভয় পাবেননা ক্লাস গুলো খুবই সহজ।

তাছাড়া বাংলা অর্থ ও উচ্চারণ দেওয়া আছে যাতে আপনাদের বুঝতে আরো সহজ হয় তবে একটি কথা যারা ইংরেজিতে দুর্বল বা কথা বলতে পারেননা তাদের জন্য সর্বাধিক উপকারী এই অ্যাপটি আর যারা ইংরেজি জানেন কিন্তু কথা বলতে পারেন না তাদের জন্য ও অধিক উপকারি হবে ইনশাআল্লাহ্।

আপনি ইংরেজিতে কথা বলার আগে যত বেশি চিন্তা করবেন, ততই আপনি নার্ভাসনেসে ভুগতে শুরু করবেন। এতকিছু চিন্তা না করে বলা শুরু করুন। প্রথম প্রথম খুব বেশি পারছেন না? চিন্তার কোন কারণ নেই। ধীরে ধীরে সময় বাড়ান। আজকে ২ মিনিট, কালকে ৫ মিনিট। তারপর ১০ মিনিট, ১৫ মিনিট করে বলার অনুশীলন করুন। নিজেও বুঝবেন না, কীভাবে আপনি ইংরেজিতে সাচ্ছন্দে কথা বলতে শিখে গেছেন।

তো শুরু করা যাক আজকের ক্লাস (১ম ক্লাস)

let's = (লেট'স)= চলো
start = (স্টার্ট)= শুরু করা
with = (উইথ) = সাথে
english = (ইংলিশ) = ইংরেজী
Let's start with english! = (লেট'স স্টার্ট উইথ ইংলিশ) = চলো ইংরেজীতে শুরু করি!

I = (আই) = আমি
like = (লাইক) = পছন্দ করা
I like = (আই লাইক) = আমি পছন্দ করি।
you = (ইউ) = তুমি
I like you = (আই লাইক ইউ) = আমি তোমাকে পছন্দ করি।

your = (ইয়োর) = তোমার
smile = (স্মাইল) = হাসি
I like your smile = (আই লাইক ইয়োর স্মাইল) = আমি তোমার হাসি পছন্দ করি।

how = (হাউ) = কেমন
are = (আর) = হয়কি? / আছে / হই এসব অর্থে ব্যবহার হয়।
How are you? = (হাউ আর ইউ?) = তুমি কেমন আছ?

fine = (ফাইন) = ভাল
Are you fine? = (আর ইউ ফাইন?) = তুমি ভাল আছ?

am = (এ্যাম) = আছো / হয় / হই এসব অর্থে ব্যবহার হয়।
I am fine = (আই এ্যাম ফাইন) = আম ভাল আছি।

and = (এ্যান্ড) = এবং
And you? = (এ্যান্ড ইউ) = এবং তুমি? (তার মানে আমি ভাল এবং তুমি কেমন আছ?)

also = (অলসো) = ও
I am also fine = (আই এ্যাম অলসো ফাইন) = আমিও ভাল আছি।

is = (ইজ) = হয়
not = (নট) = না
bad = (ব্যাড) = খারাপ
He is not bad = (হি ইজ নট ব্যাড) = সে খারাপ না।

bed = (বেড) = বিছানা (এখানে মনে রাখবেন bed-অর্থ বিছানা আর bad-অর্থ খারাপ এখানে বানান মনে রাখতে হবে)
this = (দিস) = ইহা
my = (মাই) = আমার
This is my bed = (দিস ইজ মাই বেড) = ইহা আমার বিছানা।

what = (হোয়াট) = কি?
do = (ডু) = করা
mean = (মিন) = মানে / অর্থ বুঝাতে
What do you mean? = (হোয়াট ডু ইউ মিন?) = তুমি কি বুঝাতে চাইছ?

have = (হেভ) = আছে
nothing = (নাথিং) = কিছুনা
to = (টু) = প্রতি
say = (ছে) = বলা
I have nothing to say = (আই হেভ নাথিং টু ছে) = আমার কিছু বলার নাই।

can = (ক্যান) = পারা
share = (শেয়ার) = অংশীদার
me = (মি) = আমাকে
about = (এবাউট) = সম্পর্কে / বিষয়ে
problem = (প্রবলেম) = সমস্যা
You can share with me about your problem = (ইউ ক্যান শেয়ার উইথ মি এবাউট ইয়োর প্রবলেম) = তুমি তোমার সমস্যার বিষয়ে আমাক বলতে পার।

I mean = (আই মিন) = আমি বুঝাতে চাই
I mean what is your problem? = (আই মিন হোয়াট ইজ ইয়োর প্রবলেম) = আমি বুঝাতে চাই তোমার সমস্যাটা কি?

listen = (লিসেন) = কথাশোনা
Listen to me = (লিসেন টু মি) = আমার কথা শোন।

please = (প্লিজ) = অনুগ্রহ / দয়া করে
Please listen = (প্লিজ লিসেন) = দয়া করে আমার কথা শোন।

thanks = (থ্যাংকস) = ধন্যবাদ
a lot = (এ লট) = অনেক
Thanks a lot = (থ্যাংকস এ লট) = অনেক ধন্যবাদ।

how = (হাউ) = কিভাবে
make = (মেইক) = বানানো
design = (ডিজাইন) = ডিজাইন / নকশা
How to make a design? = (হাউ টু মেইক এ ডিজাইন?) = কিভাবে একটি ডিজাইন বানাতে হয়?

home = (হোম) = বাড়ি
How to make a home? = (হাউ টু মেইক এ হোম?) = কিভাবে একটি বাড়ি বানাতে হয়?

এই বাক্যটি দিয়ে অনেক বাক্য বানাতে পারবেন

যেমনঃ-

কিভাবে গাড়ি বানাতে হয়? {car-কার-গাড়ি}।

কিভাবে মোবাইল বানাতে হয়? {mobile-মোবাইল}।

কিভাবে টাকা বানাতে হয়? {money-মানি-টাকা}।

কিভাবে জামা বানাতে হয়? {dress-ড্রেস-জামা}।

কিভাবে জুতা বানাতে হয়? {show-শু-জুতা}।

এভাবে অনেক কিছু শিখতে পারবেন শুধু চেষ্টা করতে থাকুন। শুধু এটাই নয় সবগুলো শব্দ ও বাক্য দিয়ে মিলিয়ে মিলিয়ে চেষ্টা করলেই ১০০% ভাল ফল পাওয়া যাবে)

can = (ক্যান) = পারা
Can I help you? = (ক্যান আই হেল্প ইউ?) = আমি কি আপনাকে সাহায্য করতে পারি?

how = (হাউ) = কেমন
help = (হেল্প) = সাহায্য
How can I help you? = (হাউ ক্যান আই হেল্প ইউ?) = আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

tell = (টেল) = বলা
problem = (প্রবলেম) = সমস্যা
Tell me, what's your problem = (টেল মি হোয়াট'স ইয়োর প্রবলেম?) = আমাকে বল, তোমার কি সমস্যা?

some = (ছাম) = কিছু
I have some problems = (আই হেভ ছাম প্রবলেমস) = আমার কিছু সমস্যা আছে।

will = (উইল) = করব / হব
call = (কল) = ডাকা / কল করা
I will call you = (আই উইল কল ইউ) =আমি তোমাকে কল করব অথবা ডাকব।

later = (লেইটার) = পরে
I will call you later = (আই উইল কল ইউ লেইটার) = আমি তোমাকে পরে ডাকব অথবা কল করব।

tomorrow = (টুমোরো) = আগামীকাল
I will call you tomorrow = (আই উইল কল ইউ টুমোরো) = আমি তোমাকে আগামীকাল কল করবো।

back = (ব্যাক) = পিছনে / পুনরায়
I will call you back = (আই উইল কল ইউ ব্যাক) = আমি তোমাকে পুনরায় কল করব।

go = (গো) = যাওয়া
leep = (স্লিপ)= শুতে / ঘুমোতে যাওয়া
I will go to sleep = (আই উইল গো টু স্লিপ) = আমি শুতে যাবো।

now = (নাউ) = এখন
I will go to sleep now = (আই উইল গো টু স্লিপ নাউ) = আমি এখন শুতে যাবো।

shop = (শপ) = দোকান
I will go to shop now = (আই উইল গো টু শপ নাউ) = আমি এখন দোকানে যাব।
janbokoi @go_65701fb1552b2
12 months ago
রবি, বাংলাদেশের একটি প্রমুখ মোবাইল অপারেটর, তার গ্রাহকদের জন্য সবসময় নতুন এবং আকর্ষণীয় অফার প্রদান করছে। "রবি ৫ টাকায় ৫০০ এসএমএস" একটি মূল্যবান অফার, যা গ্রাহকদের কাছে বিশেষভাবে জনপ্রিয় হচ্ছে।
Read More:- https://www.janbokoi.com/2...
Ruhul @ruhul
1 yr. ago
ট্রিকবিডি বাংলাদেশের সেরা প্রযুক্তি সম্পর্কিত একটি ওয়েবসাইট এবং অনলাইন সম্প্রদায়। এটি বাংলাদেশের প্রথম মোবাইল-ভিত্তিক প্রযুক্তি ফোরাম এবং সম্প্রদায়। লোকেরা প্রযুক্তি সম্পর্কে নতুন কিছু শিখতে এবং তাদের জ্ঞান শেয়ার করতে ট্রিকবিডিতে আসে।

#trickbd #technology #tech #Bangladesh #community #learn #share
Ruhul @ruhul
1 yr. ago
Google AdMob হল একটি মোবাইল বিজ্ঞাপন প্ল্যাটফর্ম। অ্যাপে বিজ্ঞাপন দেখিয়ে অর্থ উপার্জন করা যায়।

AdMob বিভিন্ন ধরনের বিজ্ঞাপন ফর্ম্যাট রয়েছে। যেমন ব্যানার বিজ্ঞাপন, ইন্টারস্টিশিয়াল বিজ্ঞাপন এবং ভিডিও বিজ্ঞাপন।

AdMob বিশ্বব্যাপী ২০০টিরও বেশি দেশে উপলব্ধ রয়েছে।

#GoogleAdMob #MobileAdvertising #Monetization #AppDevelopment #MigitalMarketing
Ruhul @ruhul
1 yr. ago
অ্যাপল আইফোন ১৫ প্রো ম্যাক্স হল অ্যাপলের ২০২৩ সালের স্মার্টফোন লাইনআপের ফ্ল্যাগশিপ মডেল। অ্যাপল আইফোন ১৫ প্রো ম্যাক্স এ রয়েছে ৬.৭ ইঞ্চির বড় OLED ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্জ।

আইফোন ১৫ প্রো ম্যাক্সে একটি নতুন 48MP মূল সেন্সর সহ একটি ট্রিপল-লেন্স রিয়ার ক্যামেরা সিস্টেম রয়েছে। এই সেন্সরটি যেকোনো আলোক অবস্থায় দুর্দান্ত ছবি এবং ভিডিও ক্যাপচার করতে সক্ষম। ফোনে একটি 12MP আলট্রাওয়াইড ক্যামেরা এবং 5x অপটিক্যাল জুম সহ একটি 12MP telephoto ক্যামেরাও রয়েছে।

আইফোন ১৫ প্রো ম্যাক্সের আরো রয়েছে দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই ডিজাইন এবং 5G সংযোগের ব্যবস্থা। অ্যাপল আইফোন ১৫ প্রো ম্যাক্স ফোনটি চারটি রঙে পাওয়া যাবে- কালো, সাদা, রুপালি এবং সোনালী।

#আইফোন১৫প্রোম্যাক্স #অ্যাপল #স্মার্টফোন #ফ্ল্যাগশিপ #প্রযুক্তি #মোবাইল #গ্যাজেট
Ruhul @ruhul
1 yr. ago (E)
বাংলাদেশের জনপ্রিয় টেক সাইট প্রযুক্তি সম্পর্কিত কন্টেন্ট, রিভিউ, টিউটোরিয়াল এবং ফোরাম আলোচনা করা হয়।

বাংলাদেশের কিছু জনপ্রিয় টেক ওয়েবসাইট-

১। টেকশহর
২। বাংলা টেক ২৪
৩। বাংলা টেক
৪। টিউনার পেজ
৫। টেকটিউনস
৬। স্টার টেক
৭। সামহোয়ারিন ব্লগ
৮। টেকনিক্যাল বাংলা
৯। টেক জুম
১০। টেক জানো
১১। হইচই বাংলা
১২। টেক ভিউ ৭১ ইত্যাদি।

এই ওয়েবসাইটগুলি বিভিন্ন ধরণের টেক বিষয় নিয়ে আলোচনা করে।

হার্ডওয়্যার: স্মার্টফোন, ল্যাপটপ, ডেস্কটপ, টিভি ইত্যাদি।

সফটওয়্যার: অপারেটিং সিস্টেম, অ্যাপস, গেম ইত্যাদি।
ইন্টারনেট এবং নেটওয়ার্কিং, মোবাইল প্রযুক্তি, ক্লাউড কম্পিউটিং, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা এছাড়া অনেক কিছু।
#বাংলাদেশী_টেকসাইট #প্রযুক্তি #টেকসাইট
Wld @Bdnews
1 yr. ago
শিক্ষার্থীদের জন্য মোবাইল অ্যাপ চালু করল শাবি

#newsbangla24
Jewel @mkjuel
1 yr. ago
গুগল সার্চ ইঞ্জিনে ওয়েবসাইটকে দ্রুত ইনডেক্স করার উপায়:-

Google সার্চ কনসোলে আপনার ওয়েবসাইট জমা দিন। Google সার্চ কনসোলে আপনার সাইটম্যাপ জমা দিন।
Google এর URL inspection টুল ব্যবহার করুন।
আপনার ওয়েবসাইট এ উচ্চ মানের কনটেন্ট লিখুন।
উচ্চ DA PA ওয়েবসাইট এ ব্যাকলিংক তৈরি করুন।

আপনার ওয়েবসাইট মোবাইল-ফ্রেন্ডলি হতে হবে ।
ধৈর্য্য ধারন করুন।
Subscribe to Unlock

For 10$ / Monthly

Nothing found!

Sorry, but we could not find anything in our database for your search query {{search_query}}. Please try again by typing other keywords.