Logo
সহজে ইংরেজি শেখা @SohojEnglishLearn
9 months ago
#২৩তম ক্লাস

একটি কথা মনে রাখবেন, প্রথমে আপনি হয়ত গুছিয়ে বা ঠিক মতো ইংরেজিতে কথা বলতে পারবেন না, আর এই কারণে আপনার কথা শুনে অনেকেই হাসতে পারে, তাই বলে আপনি কিন্তু কিছুতেই হাল ছাড়বেন না।

মনে রাখবেন শিশু বেলায় শিশুরা কথা বলতে বা কথা বুঝতে পারে না, মা বাবা এবং বাড়ির অন্যান্য সদস্যরা যেভাবে কথা বলতে শেখায়, টিক সেভাবেই আস্তে আস্তে যত দিন যায় শিশুরা অল্প অল্প কথা বলতে শেখে।

তো শুরু করা যাক আজকের ক্লাস (২৩ তম ক্লাস)

kidding. = (কিডিং) = মজা / দুষ্টুমি
I'm not kidding. = (আই'ম নট কিডিং) = আমি মজা করছি না।
I drink tea without sugar. = (আই ড্রিংক টি উইদাউট সুগার) = আমি চিনি ছাড়া চা খাই।

couldn't = (কুডন্ট) = পারিনি / পারছিনা
handle = (হ্যান্ডল) = পরিচালিত করা / সামলানো
anymore = (এ্যানিমোর) = আর
I couldn't handle it anymore. = (আই কুডন্ট হ্যান্ডল ইট এ্যানিমোর) = আমি আর সামলাতে পারছিনা।

a matter of = (এ ম্যাটার অব) = ব্যাপার / কথা
few days = (ফিউ ডেস) = কিছু দিন
It's a matter of few days. = (ইট'স এ ম্যাটার অব ফিউ ডেস) = কিছু দিনের তো কথা।
It's not a matter of few days. = (ইট'স নট এ ম্যাটার অব ফিউ ডেস) = কিছু দিনের তো কথা নয়।

Change = (চেইঞ্জ) = পরিবর্তন / বদল
thinking = (থিংকিং) = চিন্তা / ভাবনা
over time = (ওভার টাইম) = সময়ের সাথে
So far everything is fine. = (ছো ফার এভরিথিং ইজ ফাইন) = এ পর্যন্ত সব ভালো।
It's good to have you here. = (ইট'স গুড টু হেভ ইউ হেয়ার) = তোমাকে এখানে পেয়ে ভাল লাগছে।

keeping = (কিপিং) = রাখা
waiting = (ওয়েটিং) = অপেক্ষা
Sorry for keeping you waiting. = (সরি ফর কিপিং ইউ ওয়েটিং) = তোমাকে অপেক্ষায় রাখার জন্য দুঃখিত।

fasten = (ফাসেন) = বেঁধে রাখা
Fasten your seat belt. = (ফাসেন ইয়োর সীট বেল্ট) = নিজের সিট ব্যাল্ট লাগিয়ে নাও।

How dare you say this? = (হাউ ডিয়ার ইউ ছে দিস?) = তুমি একথা বলার সাহস কী করে পাও।
He may not come. = (হি মে নট কাম) = সে নাও আসতে পারে।
He lost his job. = (হি লস্ট হিস জব) = সে চাকরি হারিয়েছে।
guts = (গাটস) = সাহস
He has guts. = (হি হ্যাস গাটস) = তার সাহস আছে।
He keeps his word. = (হি কিপস হিস ওয়ার্ড) = সে তার কথা রাখে।
His dream came true. = (হিস ড্রিম কেইম ট্রু) = তার স্বপ্ন সত্যি হয়েছিল।

Come to the point. = (কাম টু দা পয়েন্ট) = আসল কথায় আসো।
I do not need money now. = (আই ডু নট নীড মানি নাউ) = আমার এখন টাকার দরকার নেই।

leaving = (লিভিং) = চলে যাচ্ছে / যাচ্ছি
without = (উইদাউট) = ছাড়া / ব্যতীত
I am not leaving without you. = (আই এ্যাম নট লিভিং উইদাউট ইউ) = আমি তোমাকে ছাড়া যাচ্ছি না।

I have no money. = (আই হেভ নো মানি) = আমার কাছে টাকা নেই।

I have a high fever. = (আই হেভ এ হাই ফিভার) = আমার খুব জ্বর হয়েছে। / আমার খুব জ্বর আছে।

won't = (ওয়ন'ট) = না
I won't leave without you. = (আই ওয়ন'ট লীভ উইদাউট ইউ) = আমি তোমাকে ছাড়া যাব না।

lost = (লস্ট) = হারিয়েছি
wallet = (ওয়ালেট) = মানিব্যাগ
I have lost my wallet. = (আই হেভ লস্ট মাই ওয়ালেট) = আমি আমার মানিব্যাগ হারিয়েছি।

I have to go now. = (আই হেভ টু গো নাউ) = আমাকে এখনি যেতে হবে।

I got that from him. = (আই গট দ্যাট ফ্রম হিম) = আমি তার কাছ থেকে পেয়েছি।

I need them. = (আই নীড দেম) = আমার তাদেরকে দরকার।
That's his house. = (দ্যাট'স হিস হাউস) = এটাই তার বাড়ি।
could = (কুড) = পারা
question = (কুইসচেন) = প্রশ্ন
Could I ask you a question? = (কুড আই আস্ক ইউ এ কুইসচেন?) = আমি কি তোমাকে একটা প্রশ্ন করতে পারি?

Let's have dinner. = (লেট'স হেভ ডিনার) = রাতের খাবার খাওয়া যাক। / ডিনার করা যাক।
As far as I know. = (এ্যাস ফার এ্যাস আই নোও) = যতদুর আমি জানি।
concern = (কনসার্ন) = উদ্বেগ / চিন্তা / মাথাব্যথা
That's not my concern. = (দ্যাট'স নট মাই কনসার্ন) = এতে আমার মাথাব্যথা নেই।

Keep away from me. = (কিপ এওয়ে ফ্রম মি) = আমার থেকে দূরে রাখ।
a couple of minutes = (এ কাপল অব মিনিটস) = কয়েক মিনিট
See you in a couple of minutes. = (সি ইউ ইন এ কাপল অব মিনিটস) = কয়েক মিনিট পরেই তোমার সাথে দেখা করছি।

secret = (সিক্রেট) = গোপন
Please keep this secret. = (প্লিজ কিপ দিস সিক্রেট) = দয়া করে এটি গোপন রেখো।

She is from France. = (শি ইজ ফ্রম ফ্রান্স) = সে ফ্রান্স থেকে এসেছে।
Get away from here. = (গেট এওয়ে ফ্রম হেয়ার) = এখান থেকে চলে যাও।
Stay away from us. = (স্টে এওয়ে ফ্রম আছ) = আমাদের থেকে দুরে থাক।

Stop them. = (স্টপ দেম) = তাদেরকে থামাও।
They did it. = (দে ডিড ইট) = তারা এটা করেছে।
No one will know. = (নো ওয়ান উইল নোও) = কেউ জানবে না।
arrived = (এরাইভড) = পৌঁছেছে / এসেছে
The train has arrived. = (দা ট্রেইন হ্যাস এরাইভড) = ট্রেন এসেছে।
Listen to this! = (লিসেন টু দিস!) = এটা শোন!
Spring = (স্প্রিং) = বসন্ত / বসন্তকাল
Spring has come. = (স্প্রিং হ্যাস কাম) = বসন্ত এসেছে।
Easy to say. = (ইজি টু ছে) = বলা সহজ।
It is easy to say. = (ইট ইজ ইজি টু ছে) = এটা বলা সহজ।
difficult = (ডিফিকাল্ট) = কঠিন
Difficult to do. = (ডিফিকাল্ট টু ডু) = করা কঠিন।
perform = (পারফর্ম) = সম্পাদন করা
Difficult to perform. = (ডিফিকাল্ট টু পারফর্ম) = সম্পাদন করা কঠিন।
সহজে ইংরেজি শেখা @SohojEnglishLearn
9 months ago
#১৬তম ক্লাস

"আপনি কি শিখবেন?" তার আগে জানা দরকার "কেন শিখবেন?" এভাবে শুরু করুন। অর্থাৎ আপনি নিজেকে প্রশ্ন করুন কেন আপনি ইংরেজি শিখতে চান? ভেবে দেখুন আপনি আপনার মস্তিষ্কে একবার যদি ঢুকাতে পারেন আপনার ইংরেজি শেখার কারণটা কি বা ইংরেজি শেখাটা আপনার জন্য কেন এত গুরুত্বপূর্ণ।

তাহলে আপনার মস্তিষ্কই আপনাকে প্রতিনিয়ত অনুপ্রেরণা যোগাবে ইংরেজি শিক্ষার জন্য। অর্ধেকটা সফলতা এর ওপরই নির্ভর করে।

তো শুরু করা যাক আজকের ক্লাস (১৬ তম ক্লাস)

stand = (স্ট্যান্ড) = সহ্য করা / বরদাস্ত করা
anymore = (এনিমোর) = আর
I can't stand you anymore. = (আই কান'টস্ট্যান্ড ইউ এনিমোর) = আমি তোমাকে আর সহ্য করতে পারছি না।

grit = (গ্রিট) = কঙ্কর / বালি
I have grit in my eyes. = (আই হেভ গ্রিট ইন মাই আইস) = আমার চোখে বালু গেছে।

You do not love me anymore. = (ইউ ডু নট লাভ মি এ্যানিমোর) = তুমি আমাকে আর ভালোবাসো না।

Say a word and you will die. = (ছে এ ওয়ার্ড এ্যান্ড ইউ উইল ডাই) = একটা কথা বলবে তো মরবে।

So be it. = (ছো বি ইট) = তবে তাই হোক।
stroked = (স্ট্রোকড) = হাত বুলিয়ে দেওয়া
He stroked my hair. = (হি স্ট্রোকড মাই হেয়ার) = সে আমার চুলে হাত বুলিয়ে দিল ।

sight = (সাইট) = দৃষ্টি
mind = (মাইন্ড) = মন
Out of sight is out of mind. = (আউট অব সাইট আউট অব মাইন্ড) = দৃষ্টির বাইরে মনের বাইরে।

wonderful = (ওয়ান্ডারফুল) = চমৎকার
experience = (এক্সপেরিয়েন্স) = অভিজ্ঞতা
I had a wonderful experience. = (আই হ্যাড এ ওয়ান্ডারফুল এক্সপেরিয়েন্স) = চমৎকার একটা অভিজ্ঞতা হয়েছিলো।

feel = (ফীল) = অনুভব করা
heart = (হার্ট) = হৃদয়
I can feel in my heart. = (আই ক্যান ফীল ইন মাই হার্ট) = আমি আমার হৃদয়ে অনুভব করতে পারি।

Who says this to you? = (হো ছেস দিস টু ইউ?) = কে তোমাকে বললো এ কথা ?

Will you be here? = (উইল ইউ বি হেয়ার?) = তুমি কি এখানে থাকবে?

often = (অফেন) = ঘনঘন / প্রায়ই
Why don't you see me often? = (হোয়াই ডন'ট ইউ সি মি অফেন?) = তুমি কেন ঘনঘন আমার সাথে দেখা করো না?

fired = (ফাইয়ার্ড) = চাকরীচ্যুত / বরখাস্ত

I'm fired. = (আই'ম ফাইয়ার্ড) = আমাকে চাকরীচ্যুত করা হয়েছে।

quitted = (কুইটেড) = চাকরি ছেড়ে দিয়েছি
I have quitted my job. = (আই হেভ কুইটেড মাই জব) = আমি চাকরি ছেড়ে দিয়েছি ।

fixed = (ফিক্স) = নির্ধারিত
Give me a fixed date. = (গিভ মি এ ফিক্স ডেট) = আমাকে নির্ধারিত তারিখ দাও।

lucrative = (লুক্রেটিভ) = লাভজনক
quite lucrative = (কুয়াইট লুক্রেটিভ) = খুবই লাভজনক
It is quite lucrative. = (ইট ইজ কুয়াইট লুক্রেটিভ) = এটা খুবই লাভজনক ।

makes = (মেইকস) = সৃষ্টি করা / গঠন করা
sense = (সেন্স) = জ্ঞান/অনুভূতি/মানে
It makes no sense. = (ইট মেইকস নো সেন্স) = এটার কোন মানে নেই।

thinking = (থিংকিং) = ভাবতেছে/চিন্তাকরতেছে
about = (এবাউট) = সম্পর্কে / বিষয়ে
What are you thinking about? = (হোয়াট আর ইউ থিংকিং এবাউট?) = তুমি কী ভাবছো?

knowledge = (নোওলেজ) =জ্ঞান/ অভিজ্ঞতালব্ধ ধারণা
I have no knowledge on that. = (আই হেভ নো নলেজ অন দ্যাট) = এ বিষয়ে আমার কোন ধারণা নেই।

What are you talking about? = (হোয়াট আর ইউ টকিং এবাউট?) = তোমরা কী বলছো?

hobbies = (হবিস) = শখ
What are your hobbies? = (হোয়াট আর ইয়োর হবিস?) = তোমার শখ কী?

Show me how? = (শোও মি হাও?) = কীভাবে করবো দেখাও?

going to have = (গোয়িং টু হেভ) = পেতে চাও / নিতে চাও

What are you going to have? = (হোয়াট আর ইউ গোয়িং টু হেভ?) = তুমি কী নিতে চাও?

What did you do last night? = (হোয়াট ডিড ইউ ডু লাস্ট নাইট?) = গত রাতে তুমি কী করেছো।

What can I do for you? = (হোয়াট ক্যান আই ডু ফর ইউ?) = আমি তোমার জন্য কী করতে পারি?

owe to = (অও টু) = কৃতজ্ঞ থাকা / ঋণী থাকা
I owe to you. = (আই অও টু ইউ) = আমি তোমার কাছে কৃতজ্ঞ।

What color is that car? = (হোয়াট কালার ইজ দ্যাট কার?) = এই গাড়িটির রং কি?

Do you like your boss? = (ডু ইউ লাইক ইয়োর বস?) = তুমি তোমার বসকে পছন্দ কর?

need = (নীড) = দরকার
anything = (এ্যানিথিং) = যে কোনো কিছু
else = (এলস) = অন্য / অন্যথায়
Do you need anything else? = (ডু ইউ নীড এ্যানিথিং এলস?) = তোমার আর কিছু লাগবে?

yesterday = (ইয়েস্টারডে) = গতকাল
What did you do yesterday? = (হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে?) = গতকাল তুমি কী করেছিলে?

store = (স্টোর) = দোকান
sells = (সেলস) = বিক্রি
towel = (টাওয়েল) = তোয়ালে
Do you know where there's a store that sells towels? = ডু ইউ নোও হয়ার দেয়ার'স এ স্টোর দ্যাট সেলস টাওয়েল?) = তুমি কি জানো তোয়ালে বিক্রির দোকান কোথায়?

turned = (টার্নড) = পরিণত করেছে/ প্রমাণিত করেছে
mad = (ম্যাড) = পাগল
He turned me mad. = (হি টার্নড মি ম্যাড) = সে আমাকে পাগল করে দিয়েছে।

Beware! = (বিওয়ার!) = সাবধান!
play = (প্লে) = খেলা
sports = (স্পোস) = খেলাধুলা
Do you play any sports? = (ডু ইউ প্লে এনি স্পোস?) = তুমি কি কোন খেলাধুলা কর?

poor = (পুর) = দরিদ্র
help = (হেল্প) = সাহায্য
The poor have to be helped. = (দা পুর হেভ টু বি হেল্পড) = দরিদ্রদের সাহায্য করতে হবে।

better = (বেটার) = সেরে উঠা/ উন্নতিসাধন করা
soon = (সুন) = শীঘ্রই It will be better soon. = (ইট উইল বি বেটার সুন) = শীঘ্রই সেরে যাবে।

looking = (লুকিং) = খুঁজছি
I'm looking for a new book. = (আই'ম লুকিং ফর এ নিউ বুক) = আমি একটা নতুন বই খুঁজছি।

Do you know what this says? = (ডু ইউ নোও হোয়াট দিস ছেইস?) = তুমি কি জানো এটা কি বোঝায়?

money = (মানি) = টাকা
paid = (পেইড) = পরিশোধ
The money has to be paid. = (দা মানি হ্যাস টু বি পেইড) = টাকাটা পরিশোধ করতে হবে।

radio = (রেডিও) = রেডিও
repaired = (রিপিয়ারড) = মেরামত
The radio has to be repaired. = (দা রেডিও হ্যাস টু বি রিপিয়ারড) = রেডিওটি মেরামত করতে হবে।

how much = (হাও মাচ) = কত
How much is it to go to Dhaka? = (হাও মাচ ইজ ইট টু গো টু ঢাকা?) = ঢাকা যেতে কত টাকা লাগবে?

teachers = (টিচারস) = শিক্ষকদের
respected = (রেসপেক্টেড) = সম্মান
Teachers have to be respected. = (টিচারস হেভ টু বি রেসপেক্টেড) = শিক্ষকদের সম্মান করতে হবে।

earrings = (ইয়াররিংস) = দুল জোড়া
How much are these earrings? = (হাও মাচ আর দিজ ইয়াররিংস?) = এই দুল জোড়ার দাম কত?

letter = (লেটার) = চিঠি
corrected = (কারেক্টেড) = সংশোধন
The letter has to be corrected. = (দা লেটার হ্যাস টু বি কারেক্টেড) = চিঠিটা সংশোধন করতে হবে।

people = (পিপল) = সদস্য
family = (ফ্যামিলি) = পরিবার
How many people do you have in your family? = হাও মেনি পিপল ডু ইউ হেভ ইন ইয়োর ফ্যামিলি?) = তোমার পরিবারের সদস্যসংখ্যা কত?

Can I use your phone? = (ক্যান আই ইউজ ইয়োর ফোন?) = আমি কি আপনার ফোন ব্যবহার করতে পারি?
সহজে ইংরেজি শেখা @SohojEnglishLearn
9 months ago
#১১তম ক্লাস

নিজের কানকে প্রশিক্ষিত করুন, ভালো ইংরেজি জানতে হলে Listening Skill বাড়ান। যত বেশি আপনি নিজ কানে শুনে বুঝবেন, ততই আপনার শেখাটা ত্বরান্বিত হবে। বেশি বেশি ইংরেজি মুভি দেখুন, গান শুনুন, ডকুমেন্টারি প্রোগ্রাম দেখুন। ধীরে ধীরে আপনার Listening Skill অনেক Developed হয়ে উঠবে।

অনুশীলনের বিকল্প নেই, প্রয়োজনে আপনি ঘরের দরজা বন্ধ করে আয়নার সামনে দাঁড়িয়ে ইংরেজিতে কথা বলা অনুশীলন করুন এবং নিজের Voice রেকর্ড করে শুনুন। এতে আপনার Confidence বাড়বে, নিজের ভুলগুলোও বুঝতে পারবেন। ইনশাল্লাহ এটা খুবই কাজে দেয়, করেই দেখুন একবার।

তো শুরু করা যাক আজকের ক্লাস (১১তম ক্লাস)

going = (গোয়িং) = যাচ্ছি
I am going at home. = (আই এ্যাম গোয়িং এ্যাট হোম) = আমি বাড়িতে যাচ্ছি।

playing = (প্লেয়িং) = খেলছি
I'm playing. = (আই'ম প্লেয়িং) = আমি খেলতেছি।

city = (সিটি) = শহর
This is Dhaka city. = (দিস ইজ ঢাকা সিটি) = এটা ঢাকা শহর।

capital = (কেপিটাল) = রাজধানী
In the capital. = (ইন দা কেপিটাল) = রাজধানীতে।
Dhaka is the capital of Bangladesh. = (ঢাকা ইজ দা কেপিটাল অব বাংলাদেশ) = ঢাকা বাংলাদেশের রাজধানী।

I'll go to Dhaka tomorrow. = (আই'ল গো টু ঢাকা টুমোরো) = আমি আগামীকাল ঢাকা যাব।

let's start = (লেট'স স্টার্ট) = চল শুরু করি
Let's start with this. = (লেট'স স্টার্ট উইথ দিস) = চল এইটা দিয়ে শুরু করি।

I'm very busy now. = (আই'ম ভেরি বিজি নাউ) = আমি এখন খুবই ব্যাস্ত।

store = (স্টোর) = দোকান
This is my new store. = (দিস ইজ মাই নিউ স্টোর) = এটা আমার নতুন দোকান।

job = (জব) = চাকরি
I have a new job. = (আই হেভ এ নিউ জব) = আমার একটি নতুন চাকরি হয়েছে।

work = (ওয়ার্ক) = কাজ
Will you work. = (উইল ইউ ওয়ার্ক) = তুমিকি কাজ করবে? / তুমিকি চাকরি করবে?

There is a new job for you. = (দেয়ার ইজ এ নিউ জব ফর ইউ) = তোমার জন্য একটি নতুন চাকরি আছে।

You are my best friend. = (ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড) = তুমি আমার সেরা বন্ধু।

I have more friends. = (আই হেভ মোর ফ্রেন্ডস) = আমার আরো বন্ধু আছে।

them = (দেম) = তাদের
best = (বেস্ট) = সেরা
Best of them. = (বেস্ট অব দেম) = তাদের মধ্যে সেরা।

But you are best of them. = (বাট ইউ আর বেস্ট অব দেম) = কিন্তু তুমি তাদের মধ্যে সেরা।

I have many friends in Dhaka. = (আই হেভ মেনি ফ্রেন্ডস ইন ঢাকা) = ঢাকায় আমার অনেক বন্ধু আছে।

Where are you from? = (হয়ার ইউ আর ফ্রম) = তুমি কোথায় থেকে?

I mean, where is your home? = (আই মিন হয়ার ইজ ইয়োর হোম?) = আমি বুঝাতে চাই, তোমার বাড়ি কোথায়?

Have a lot of night. = (হেভ এ লট অব নাইট) = অনেক রাত হয়েছে।

Like a rocket. = (লাইক এ রকেট) = রকেটের মত।
Went = (ওয়েন্ট) = গেল / গিয়াছে
Went like a rocket. = (ওয়েন্ট লাইক এ রকেট) = রকেটের মত গেল।

I'm waiting for you. = (আই'ম ওয়েটিং ফর ইউ) = আমি তোমার অপেক্ষায় আছি।

Will you go with me? = (উইল ইউ গো উইথ মি?) = তুমি কি আমার সাথে যাবে?

mountain = (মাউন্টেইন) = পর্বত
sea = (সি) = সমুদ্র
ocean = (ওকেন) = মহাসাগর
river = (রিভার) = নদী
tree = (ট্রি) = গাছ
moon = (মুন) = চাঁদ
sun = (সান) = সূর্য
stone = (স্টোন) = পাথর
hill = (হিল) = পাহাড়
sin = (সিন) = পাপ
faithful = (ফেইথফুল) = বিশ্বস্ত
unfaithfully = (আনফেইথফুল) = অবিশ্বাসী
swindler = (সুইন্ডলার) = প্রতারক
broker = (ব্রোকার) = দালাল
hadith = (হাদিথ) = হাদীস
Quran = (কুরআন) = কুরআন
describe = (ডিসক্রাইব) = বর্ণনা
described = (ডিসক্রাইবড) = বর্ণিত
The salah is key of the heaven. = (দা সালাত ইজ কি অব দা হেভেন) = নামাজ বেহেশতের চাবি।

Say your prayer. = (ছে ইয়োর প্রেয়ার) = নামাজ পর।

in the mosque. = (ইন দা মস্ক) = মসজিদে or = (অর) = অথবা Or outside of mosque. = (অর আউট সাইড অব মস্ক) = অথবা মসজিদের বাইরে।
সহজে ইংরেজি শেখা @SohojEnglishLearn
9 months ago
#আলোচনা

ইংরেজী শেখার আগে আমাদের করনীয়

ইংরেজী শেখার আগে কিছু কথা না বললেই নয়, আমাদের অ্যাপটি আপনাদের ইংরেজি বলা এবং লেখার জন্য প্রস্তুত করে দেবে ইনশাল্লাহ। আপনাকেও ঠিক একই ভাবে নিচের উপায়গুলো অনুসরণ করে নিজেকে প্রস্তুত করতে হবে। একইসাথে এখনে দেওয়া ৩০ টি ক্লাস ভালভাবে, সময় নিয়ে বুঝতে হবে এবং আত্মস্থ করতে হবে। প্রতিটি ক্লাস ১ দিন করে অনুশীলন করুন এবং ৩০ দিনেই হয়ে উঠুন ইংরেজিতে দক্ষ। ইনশাল্লাহ ইংরেজিতে আর কখনই ঠেকবেন না কোথাও।

সময় এখন এমন যে, ইংরেজি জানা ছাড়া কোন কিছু চিন্তাও করা যায় না। কি চাকরি, কি পড়াশোনা সব জায়গায়ই ইংরেজিতে দক্ষতা এখন সময়ের চাহিদা। বিভিন্ন বহুজাতিক কোম্পানিতে ভালো চাকরি পেতে হলে ভালো ইংরেজি বলতে পারার কোন বিকল্প নেই। এমনও দেখা যায়, সবরকম যোগ্যতা থাকা স্বত্বেও শুধুমাত্র ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে না পারার জন্য চাকরি হয় না। সময় এসেছে এখন সামনে এগিয়ে যাওয়ার, নিজের দক্ষতা বাড়ানোর।

ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে চান? তাহলে নীচের টিপসগুলো অনুসরণ করুনঃ

ভয় করবেন না একদমঃ ইংরেজিতে আপনি হয়তো কথা বলতে চান। কিন্তু আপনার ভয় লাগে। মনে হয়, আপনি ভুলভাল বলে বসবেন, আটকে যাবেন। আশেপাশের সবাই আপনাকে নিয়ে হাসাহাসি করবে। কে হাসলো বা কি করলো, ওইসব ভুলে যান। আপনি যদি শুরুই না করেন, আপনি কখনোই বুঝতে পারবেন না আপনার কোথায় ভুল হচ্ছে, কোন জায়গায় আপনাকে উন্নতি করতে হবে। কাজেই অহেতুক ভয় অথবা লজ্জ্বা দূর করুন।

ইংরেজিতে ভাবত শুরু করুনঃ আমরা যখন কথা বলি, আমাদের মাথার ভিতরে আগে কথাগুলো সাজাই। তারপরেই বলা শুরু করি। এখন আপনি যদি ইংরেজি বলতে গিয়ে বাংলাতেই কথা সাজানো শুরু করেন অথবা ভাবা শুরু করেন, আপনি ভালোভাবে ইংরেজিতে কথা বলতে পারবেন না। কাজেই কথা শুরু করার আগে ইংরেজিতে চিন্তা করতে শিখুন। ভাবতে শিখুন। ইংরেজিতেই কথা সাজাতে শিখুন আপনার মস্তিষ্কে।

শব্দভান্ডার বাড়ানঃ এটা একটা খুবই সাধারণ সমস্যা, কথা বলতে গিয়ে উপযুক্ত শব্দ খুঁজে না পাওয়া। এই সমস্যার সমাধান একটাই। সেটা হচ্ছে ইংরেজিতে Vocabulary বাড়ানো। প্রতিদিনই চেষ্টা করুন নতুন নতুন কিছু শব্দ শিখতে। আপনাদের সুবিধার্থে অ্যাপসটির শেষের দিকে কিছু প্রয়োজনীয় শব্দের অর্থ (Vocabulary) দিয়ে দিলাম সেখন থেকে সহজ শব্দগুলোই শিখুন যেগুলো আপনি কথা বলার সময় ব্যবহার করত পারবেন।

মিডিয়াকে কাজে লাগানঃ ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে আপনি বিভিন্ন মিডিয়া অথবা মাধ্যমের সাহায্য নিতে পারেন। ইংরেজি বই, ইংরেজি পত্রিকা পড়ুন। টেলিভিশনের ইংরেজি সংবাদ, বিভিন্ন প্রোগ্রাম দেখুন। ইংরেজি মুভি দেখুন। সম্ভব হলে Subtitle সহ দেখুন। এতে আপনার শেখাটা অনেক তাড়াতাড়ি হবে।

অনুশীলন করুনঃ অনুশীলনের বিকল্প নেই, প্রয়োজনে আপনি ঘরের দরজা বন্ধ করে আয়নার সামনে দাঁড়িয়ে ইংরেজিতে কথা বলা অনুশীলন করুন এবং নিজের Voice রেকর্ড করে শুনুন। এতে আপনার Confidence বাড়বে, নিজের ভুলগুলোও বুঝতে পারবেন। ইনশাল্লাহ এটা খুবই কাজে দেয়, করেই দেখুন একবার।

সমমনা বন্ধু খুঁজে নিনঃ এমন কিছু বন্ধু খুঁজে বের করুন, যারা আপনারই মতো ইংরেজিতে কথা বলা শিখতে চান। তাদের সাথে প্রতিদিন একবার হলেও বসে ইংরেজিতে কথা বলার চর্চা করুন। সেটা ১ ঘন্টার জন্য হলেও। এভাবে ৫/৬ জন মিলে প্রতিদিন ইংরেজিতে কথা বলতে থাকলে আপনি নিজেও বুঝতে পারবেন না যে কত দ্রুত আপনি ইংরেজিতে দক্ষভাবে কথা বলতে শিখে গেছেন।

নিজের ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে এগিয় যান। আপনিই সফল হবেন ।

#সহজেইংরেজিশেখা
Ruhul @ruhul
1 yr. ago
DGFOOD জব সার্কুলার 2023

ডিজিফুড এ 1377টি আসন রয়েছে এবং আবেদনের শেষ তারিখ 11 অক্টোবর, 2023।

আবেদনের যোগ্য হতে প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তারা যে পদের জন্য আবেদন করছেন তার নির্দিষ্ট প্রয়োজনীয়তাও অবশ্যই পূরণ করতে হবে।

#DGFOODJobCircular2023 #বাংলাদেশ_চাকরি #সরকারি_চাকরি #চাকরি

বিস্তারিত: https://bdjobnews.com/bn/%...
Ruhul @ruhul
1 yr. ago
জাতিসংঘের শ্রম সংস্থা আইএলওর একটি প্রতিবেদনে বলা হয়েছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অটোমেশনকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। প্রথম বিশ্বের দেশগুলোতে ৫.৫% কাজ সমস্যার মুখোমুখি হতে পারে, যেখানে উন্নতিশীল দেশগুলোতে এই সংখ্যা মাত্র ০.৪%। দাপ্তরিক কাজ যারা করেন, তারা অদূর ভবিষ্যতে সবচেয়ে বেশি সমস্যার মুখোমুখি হতে পারেন। প্রথম বিশ্বে নারীরা দাপ্তরিক কাজের সঙ্গে সবচেয়ে বেশি যুক্ত বলে জানানো হয় প্রতিবেদনে।

এআই-এর কর্মক্ষেত্রে প্রভাব সম্পর্কে আমাদের বোঝার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এআই-এর এর সমীক্ষায় দেখায় যে, এআই কিছু চাকরিকে হুমকির মুখে ফেলতে পারে, তবুও এটি নতুন চাকরির সুযোগও তৈরি করবে। এটি কর্তৃপক্ষ এবং পরিকল্পনা প্রণয়নকারীদের জন্য এআই-এর সম্ভাব্য প্রভাবগুলি সম্পর্কে সচেতন হওয়া এবং কর্মীদের প্রশিক্ষণ এবং পুনঃপ্রশিক্ষণের জন্য ব্যবস্থা করার জন্য প্রস্তুত হওয়া গুরুত্বপূর্ণ।
Wld @Bdnews
1 yr. ago
এসএসসি পাসে বিইউবিটিতে চাকরির সুযোগ

Nothing found!

Sorry, but we could not find anything in our database for your search query {{search_query}}. Please try again by typing other keywords.