Logo
Bangladesh 2.0 @Bangladesh
Assembly at Shaheed Minar -

Protesters declare a single-point demand for the government's resignation.

On Saturday (August 3rd), the Coordinator Nahid Islam made this announcement at Dhaka's Central Shaheed Minar.

They have also called for the formation of a national government after the current government resigns.

In their declaration, they stated:

"Since the current government has carried out indiscriminate mass killings under its directives, and no one—women, children, students, teachers, workers—has been spared from this massacre;

Since, instead of prosecuting this carnage, the government is indiscriminately arresting and torturing students and the public;

Since, the government’s law enforcement agencies have perpetrated killings using lethal firearms;

Since, the general populace, including students, teachers, workers, and laborers, believes that impartial justice and investigation are not possible under this government;

Therefore, we declare a single-point demand for the resignation of the current authoritarian government.

At the same time, we demand the formation of an acceptable and inclusive national government under the leadership of a person acceptable to all."

During this, Coordinator Nahid Islam said, "We have taken to the streets again to free the people. We have gathered here today with a single-point demand. We have reached a single-point decision for the security of the lives of the people of Bangladesh and the establishment of justice in society."

Stating that this government has no right to remain in power for even a minute longer, he said, "Sheikh Hasina said the doors of Ganabhaban are open. We appreciate that she has realized the doors of Ganabhaban must be kept open because it's time for her to leave."

He further stated, "You keep the door open and wait. We are not coming for dialogue; we are coming to oust you. It's not enough for Sheikh Hasina to resign. The murders, looting, and corruption that have occurred in this country must be brought to justice."

"We do not want to give her an exit route through resignation. She must resign and be brought to justice. Not just Sheikh Hasina, but the entire cabinet and government must resign. And this fascist regime must be dismantled."

Bangla- শহীদ মিনারে সমাবেশ-

সরকার পতনের এক দফা দাবি ঘোষণা আন্দোলনকারীদের
সরকারের পদত্যাগ চেয়ে এক দফা দাবির ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শনিবার (৩রা আগস্ট) ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণা করেন সমন্বয়ক নাহিদ ইসলাম।

বর্তমান সরকার পদত্যাগের পর একটি জাতীয় সরকার গঠনেরও আহ্বান জানিয়েছেন তারা।

ঘোষণাপত্রে তারা বলেন-

'যেহেতু, বর্তমান সরকারের নির্দেশে নির্বিচারে গণহত্যা সংঘটিত হয়েছে, নারী-শিশু-ছাত্র-শিক্ষক-শ্রমিক কেউ এ গণহত্যা থেকে রেহাই পাননি;

যেহেতু, সরকার এ হত্যাযজ্ঞের বিচার করার পরিবর্তে নির্বিচারে ছাত্র-জনতাকে গ্রেফতার ও নির্যাতন করছে;

যেহেতু, সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হত্যাযজ্ঞ সংঘটন করেছে;

যেহেতু, ছাত্র-শিক্ষক-শ্রমিক-মজুরসহ আপামর জনগণ মনে করছে এ সরকারের অধীনে নিরপেক্ষ বিচার এবং তদন্ত সম্ভব নয়;

সেহেতু, আমরা বর্তমান স্বৈরাচারী সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করছি।

একইসাথে সকলের নিকট গ্রহণযোগ্য ব্যক্তির নেতৃত্বে একটি গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক জাতীয় সরকার গঠনের দাবী জানাচ্ছি।'

এসময় সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, “আমরা জনগণকে মুক্ত করতে আবার রাস্তায় নেমে এসেছি। আমরা আজকে এক দফা দাবিতে এখানে হাজির হয়েছি। আমরা বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা, সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফা সিদ্ধান্তে উপনীত হয়েছি”।

এই সরকার কোনোভাবেই আর এক মিনিটও ক্ষমতায় থাকার অধিকার রাখে না উল্লেখ করে তিনি বলেন, “শেখ হাসিনা বলেছে, গণভবনের দরজা খোলা আছে। আমরা সাধুবাদ জানাই যে তিনি বুঝতে পেরেছেন গণভবনের দরজা খোলা রাখতে হবে। কারণ তার যাবার সময় হয়েছে”।

তিনি আরও বলেন, “আপনি দরজা খুলে অপেক্ষা করুন। আমরা সংলাপ না, আপনাকে উৎখাত করার জন্য আসবো। শেখ হাসিনাকে পদত্যাগ করলেই হবে না। এই যে খুন-লুটপাট, দুর্নীতি এই দেশে হয়েছে, তার বিচার হতে হবে”।

“আমরা পদত্যাগ দিয়ে তাকে কোনো এক্সিট রুট দিতে চাই না। তাকে পদত্যাগও করতে হবে, বিচারের আওতায়ও আনতে হবে। শুধু শেখ হাসিনা না, মন্ত্রীপরিষদ, সরকার সবাইকে পদত্যাগ করতে হবে। এবং এই যে ফ্যাসিবাদী শাসনব্যবস্থা এটাকে বিলোপ করতে হবে”।

Source- Bbc Bangla link:- www.bbc.com/bengali/live/c...
#Bangladesh #StepDownHasina #BloodyBangladesh #bdpolicebrutality #StudentStrike
2 months ago (E)

No replys yet!

It seems that this publication does not yet have any comments. In order to respond to this publication from Bangladesh 2.0 , click on at the bottom under it