Logo
Jewel @mkjuel
24 days ago (E)
জাতীয় ক্রিকেট নহে জোকার ক্রিকেট 🤡 team, sometime I found prompt like - এরপর ও আমি বাংলাদেশ সাপোর্টার।

History repeat, আর বার u bad cricket supporter

Bangladeshi huge people to support BD cricket team. But not available to caught brain. It means you can't try to update. You always choose one thing.

[ Yah, I know Bangladeshi people IQ like 74.33 point, maybe normal people IQ must like 100 ]

For cricketer- I suggest, Left the cricket and peace the BD people. 🤭

এগুলো বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের বোঝাতে গিয়ে আপনাকে শুনতে হবে তুই ক্রিকেটের কিছুই বুঝিস না। Is BD international cricket Team Dead 🐸

যখন supporter সংখ্যা কমে যায়, আসলে কি হয়?
Bangladesh 2.0 @Bangladesh
4 months ago (E)
Assembly at Shaheed Minar -

Protesters declare a single-point demand for the government's resignation.

On Saturday (August 3rd), the Coordinator Nahid Islam made this announcement at Dhaka's Central Shaheed Minar.

They have also called for the formation of a national government after the current government resigns.

In their declaration, they stated:

"Since the current government has carried out indiscriminate mass killings under its directives, and no one—women, children, students, teachers, workers—has been spared from this massacre;

Since, instead of prosecuting this carnage, the government is indiscriminately arresting and torturing students and the public;

Since, the government’s law enforcement agencies have perpetrated killings using lethal firearms;

Since, the general populace, including students, teachers, workers, and laborers, believes that impartial justice and investigation are not possible under this government;

Therefore, we declare a single-point demand for the resignation of the current authoritarian government.

At the same time, we demand the formation of an acceptable and inclusive national government under the leadership of a person acceptable to all."

During this, Coordinator Nahid Islam said, "We have taken to the streets again to free the people. We have gathered here today with a single-point demand. We have reached a single-point decision for the security of the lives of the people of Bangladesh and the establishment of justice in society."

Stating that this government has no right to remain in power for even a minute longer, he said, "Sheikh Hasina said the doors of Ganabhaban are open. We appreciate that she has realized the doors of Ganabhaban must be kept open because it's time for her to leave."

He further stated, "You keep the door open and wait. We are not coming for dialogue; we are coming to oust you. It's not enough for Sheikh Hasina to resign. The murders, looting, and corruption that have occurred in this country must be brought to justice."

"We do not want to give her an exit route through resignation. She must resign and be brought to justice. Not just Sheikh Hasina, but the entire cabinet and government must resign. And this fascist regime must be dismantled."

Bangla- শহীদ মিনারে সমাবেশ-

সরকার পতনের এক দফা দাবি ঘোষণা আন্দোলনকারীদের
সরকারের পদত্যাগ চেয়ে এক দফা দাবির ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শনিবার (৩রা আগস্ট) ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণা করেন সমন্বয়ক নাহিদ ইসলাম।

বর্তমান সরকার পদত্যাগের পর একটি জাতীয় সরকার গঠনেরও আহ্বান জানিয়েছেন তারা।

ঘোষণাপত্রে তারা বলেন-

'যেহেতু, বর্তমান সরকারের নির্দেশে নির্বিচারে গণহত্যা সংঘটিত হয়েছে, নারী-শিশু-ছাত্র-শিক্ষক-শ্রমিক কেউ এ গণহত্যা থেকে রেহাই পাননি;

যেহেতু, সরকার এ হত্যাযজ্ঞের বিচার করার পরিবর্তে নির্বিচারে ছাত্র-জনতাকে গ্রেফতার ও নির্যাতন করছে;

যেহেতু, সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হত্যাযজ্ঞ সংঘটন করেছে;

যেহেতু, ছাত্র-শিক্ষক-শ্রমিক-মজুরসহ আপামর জনগণ মনে করছে এ সরকারের অধীনে নিরপেক্ষ বিচার এবং তদন্ত সম্ভব নয়;

সেহেতু, আমরা বর্তমান স্বৈরাচারী সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করছি।

একইসাথে সকলের নিকট গ্রহণযোগ্য ব্যক্তির নেতৃত্বে একটি গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক জাতীয় সরকার গঠনের দাবী জানাচ্ছি।'

এসময় সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, “আমরা জনগণকে মুক্ত করতে আবার রাস্তায় নেমে এসেছি। আমরা আজকে এক দফা দাবিতে এখানে হাজির হয়েছি। আমরা বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা, সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফা সিদ্ধান্তে উপনীত হয়েছি”।

এই সরকার কোনোভাবেই আর এক মিনিটও ক্ষমতায় থাকার অধিকার রাখে না উল্লেখ করে তিনি বলেন, “শেখ হাসিনা বলেছে, গণভবনের দরজা খোলা আছে। আমরা সাধুবাদ জানাই যে তিনি বুঝতে পেরেছেন গণভবনের দরজা খোলা রাখতে হবে। কারণ তার যাবার সময় হয়েছে”।

তিনি আরও বলেন, “আপনি দরজা খুলে অপেক্ষা করুন। আমরা সংলাপ না, আপনাকে উৎখাত করার জন্য আসবো। শেখ হাসিনাকে পদত্যাগ করলেই হবে না। এই যে খুন-লুটপাট, দুর্নীতি এই দেশে হয়েছে, তার বিচার হতে হবে”।

“আমরা পদত্যাগ দিয়ে তাকে কোনো এক্সিট রুট দিতে চাই না। তাকে পদত্যাগও করতে হবে, বিচারের আওতায়ও আনতে হবে। শুধু শেখ হাসিনা না, মন্ত্রীপরিষদ, সরকার সবাইকে পদত্যাগ করতে হবে। এবং এই যে ফ্যাসিবাদী শাসনব্যবস্থা এটাকে বিলোপ করতে হবে”।

Source- Bbc Bangla link:- www.bbc.com/bengali/live/c...
#Bangladesh #StepDownHasina #BloodyBangladesh #bdpolicebrutality #StudentStrike
Bangladesh 2.0 @Bangladesh
4 months ago
I was talking about a subjugated country. Yes, it is Bangladesh.

বলছিলাম একটি পরাধীন দেশের কথা।হ্যা এটা বাংলাদেশ। ?
#Bangladesh #StepDownHasina #BloodyBangladesh #bdpolicebrutality
Jewel @mkjuel
4 months ago (E)
নাগরিক অধিকার আদায়ে ছাত্ররাই শক্তি। ঐক্যবদ্ধ ছাত্ররাই পারে ভবিষ্যৎ পরিবর্তনের পথে অগ্রসর হতে। একসাথে এগিয়ে চলো, একসাথে বদলাও বাংলাদেশ!. #Rights #StudentPower #SaveBangladeshiStudents #StudentsUnderAttack #Quotamovement #Bangladesh

শুধু কোটা নয়;
গোটা দেশটাই
সংস্কারের প্রয়োজন!
#SaveBangladeshiStudents #StudentsUnderAttack #Quotamovement
Jewel @mkjuel
4 months ago (E)
The current situation in Bangladesh: students are worried about quotas, teachers are concerned about pensions, parents are under tension, the education system is in the graveyard, and corruption is at the top!

বাংলাদেশের বর্তমান অবস্থা :- ছাত্ররা কোটায়, শিক্ষকরা পেনশনে, অভিভাবকেরা টেনশনে, শিক্ষা পদ্ধতি গোরস্থানে, দূর্নীতি শীর্ষস্থানে! #Bangladesh
সহজে ইংরেজি শেখা @SohojEnglishLearn
9 months ago
#১১তম ক্লাস

নিজের কানকে প্রশিক্ষিত করুন, ভালো ইংরেজি জানতে হলে Listening Skill বাড়ান। যত বেশি আপনি নিজ কানে শুনে বুঝবেন, ততই আপনার শেখাটা ত্বরান্বিত হবে। বেশি বেশি ইংরেজি মুভি দেখুন, গান শুনুন, ডকুমেন্টারি প্রোগ্রাম দেখুন। ধীরে ধীরে আপনার Listening Skill অনেক Developed হয়ে উঠবে।

অনুশীলনের বিকল্প নেই, প্রয়োজনে আপনি ঘরের দরজা বন্ধ করে আয়নার সামনে দাঁড়িয়ে ইংরেজিতে কথা বলা অনুশীলন করুন এবং নিজের Voice রেকর্ড করে শুনুন। এতে আপনার Confidence বাড়বে, নিজের ভুলগুলোও বুঝতে পারবেন। ইনশাল্লাহ এটা খুবই কাজে দেয়, করেই দেখুন একবার।

তো শুরু করা যাক আজকের ক্লাস (১১তম ক্লাস)

going = (গোয়িং) = যাচ্ছি
I am going at home. = (আই এ্যাম গোয়িং এ্যাট হোম) = আমি বাড়িতে যাচ্ছি।

playing = (প্লেয়িং) = খেলছি
I'm playing. = (আই'ম প্লেয়িং) = আমি খেলতেছি।

city = (সিটি) = শহর
This is Dhaka city. = (দিস ইজ ঢাকা সিটি) = এটা ঢাকা শহর।

capital = (কেপিটাল) = রাজধানী
In the capital. = (ইন দা কেপিটাল) = রাজধানীতে।
Dhaka is the capital of Bangladesh. = (ঢাকা ইজ দা কেপিটাল অব বাংলাদেশ) = ঢাকা বাংলাদেশের রাজধানী।

I'll go to Dhaka tomorrow. = (আই'ল গো টু ঢাকা টুমোরো) = আমি আগামীকাল ঢাকা যাব।

let's start = (লেট'স স্টার্ট) = চল শুরু করি
Let's start with this. = (লেট'স স্টার্ট উইথ দিস) = চল এইটা দিয়ে শুরু করি।

I'm very busy now. = (আই'ম ভেরি বিজি নাউ) = আমি এখন খুবই ব্যাস্ত।

store = (স্টোর) = দোকান
This is my new store. = (দিস ইজ মাই নিউ স্টোর) = এটা আমার নতুন দোকান।

job = (জব) = চাকরি
I have a new job. = (আই হেভ এ নিউ জব) = আমার একটি নতুন চাকরি হয়েছে।

work = (ওয়ার্ক) = কাজ
Will you work. = (উইল ইউ ওয়ার্ক) = তুমিকি কাজ করবে? / তুমিকি চাকরি করবে?

There is a new job for you. = (দেয়ার ইজ এ নিউ জব ফর ইউ) = তোমার জন্য একটি নতুন চাকরি আছে।

You are my best friend. = (ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড) = তুমি আমার সেরা বন্ধু।

I have more friends. = (আই হেভ মোর ফ্রেন্ডস) = আমার আরো বন্ধু আছে।

them = (দেম) = তাদের
best = (বেস্ট) = সেরা
Best of them. = (বেস্ট অব দেম) = তাদের মধ্যে সেরা।

But you are best of them. = (বাট ইউ আর বেস্ট অব দেম) = কিন্তু তুমি তাদের মধ্যে সেরা।

I have many friends in Dhaka. = (আই হেভ মেনি ফ্রেন্ডস ইন ঢাকা) = ঢাকায় আমার অনেক বন্ধু আছে।

Where are you from? = (হয়ার ইউ আর ফ্রম) = তুমি কোথায় থেকে?

I mean, where is your home? = (আই মিন হয়ার ইজ ইয়োর হোম?) = আমি বুঝাতে চাই, তোমার বাড়ি কোথায়?

Have a lot of night. = (হেভ এ লট অব নাইট) = অনেক রাত হয়েছে।

Like a rocket. = (লাইক এ রকেট) = রকেটের মত।
Went = (ওয়েন্ট) = গেল / গিয়াছে
Went like a rocket. = (ওয়েন্ট লাইক এ রকেট) = রকেটের মত গেল।

I'm waiting for you. = (আই'ম ওয়েটিং ফর ইউ) = আমি তোমার অপেক্ষায় আছি।

Will you go with me? = (উইল ইউ গো উইথ মি?) = তুমি কি আমার সাথে যাবে?

mountain = (মাউন্টেইন) = পর্বত
sea = (সি) = সমুদ্র
ocean = (ওকেন) = মহাসাগর
river = (রিভার) = নদী
tree = (ট্রি) = গাছ
moon = (মুন) = চাঁদ
sun = (সান) = সূর্য
stone = (স্টোন) = পাথর
hill = (হিল) = পাহাড়
sin = (সিন) = পাপ
faithful = (ফেইথফুল) = বিশ্বস্ত
unfaithfully = (আনফেইথফুল) = অবিশ্বাসী
swindler = (সুইন্ডলার) = প্রতারক
broker = (ব্রোকার) = দালাল
hadith = (হাদিথ) = হাদীস
Quran = (কুরআন) = কুরআন
describe = (ডিসক্রাইব) = বর্ণনা
described = (ডিসক্রাইবড) = বর্ণিত
The salah is key of the heaven. = (দা সালাত ইজ কি অব দা হেভেন) = নামাজ বেহেশতের চাবি।

Say your prayer. = (ছে ইয়োর প্রেয়ার) = নামাজ পর।

in the mosque. = (ইন দা মস্ক) = মসজিদে or = (অর) = অথবা Or outside of mosque. = (অর আউট সাইড অব মস্ক) = অথবা মসজিদের বাইরে।
Jewel @mkjuel
11 months ago
পারমাণবিক ব্যাটারি আনছে চীন, চার্জ ছাড়াই ফোন চলবে ৫০ বছর।

আমরা চাই চীন পারমানবিক এমবি তৈরি করুক! বাংলাদেশের ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে বাঁচতে ছাই!
janbokoi @go_65701fb1552b2
12 months ago
রবি, বাংলাদেশের একটি প্রমুখ মোবাইল অপারেটর, তার গ্রাহকদের জন্য সবসময় নতুন এবং আকর্ষণীয় অফার প্রদান করছে। "রবি ৫ টাকায় ৫০০ এসএমএস" একটি মূল্যবান অফার, যা গ্রাহকদের কাছে বিশেষভাবে জনপ্রিয় হচ্ছে।
Read More:- https://www.janbokoi.com/2...
Ruhul @ruhul
1 yr. ago
Cricket live apk HD Streamz
HD Streamz একটি জনপ্রিয় অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন যা বিশ্বজুড়ে লাইভ টিভি চ্যানেলে অ্যাক্সেস প্রদান করে। এটি ব্যবহারকারীদের বিভিন্ন দেশের বিস্তৃত পরিসরের চ্যানেল স্ট্রিম করতে দেয়, যার মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং আরও অনেক। এটি এমন ব্যবহারকারীদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে যারা তাদের অ্যান্ড্রয়েড ডিভাইস বা পিসিতে লাইভ টিভি চ্যানেলে বিনামূল্যে এবং সহজেই অ্যাক্সেস করতে চায়।

Free download HD Streamz

Link:- https://hdstreamzs.com/dow...
Ruhul @ruhul
1 yr. ago
ট্রিকবিডি বাংলাদেশের সেরা প্রযুক্তি সম্পর্কিত একটি ওয়েবসাইট এবং অনলাইন সম্প্রদায়। এটি বাংলাদেশের প্রথম মোবাইল-ভিত্তিক প্রযুক্তি ফোরাম এবং সম্প্রদায়। লোকেরা প্রযুক্তি সম্পর্কে নতুন কিছু শিখতে এবং তাদের জ্ঞান শেয়ার করতে ট্রিকবিডিতে আসে।

#trickbd #technology #tech #Bangladesh #community #learn #share
Wld @Bdnews
1 yr. ago
বাংলাদেশের জন্য শেষ চারে যাওয়ার রাস্তা ক্রমেই কঠিন
Ruhul @ruhul
1 yr. ago (E)
10MinuteSchool বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন লার্নিং প্লাটফর্ম। এটি বিভিন্ন বিষয়ের উপর ব্যাপক পরিসরের শিক্ষামূলক কন্টেন্ট অফার করে, যার মধ্যে রয়েছে ভিডিও, নিবন্ধ এবং কুইজ। ১০ মিনিট স্কুলের কন্টেন্টটি আকর্ষণীয় এবং বোঝার সহজ হওয়ার জন্য ডিজাইন করা হয়েছে, যা এটিকে সব বয়স এবং দক্ষতার স্তরের শিক্ষার্থীদের জন্য একটি দুর্দান্ত বিকল্প করে তোলে।
#১০মিনিটস্কুল #অনলাইনলার্নিং #বাংলাদেশ #শিক্ষা #10MinuteSchool
Ruhul @ruhul
1 yr. ago
বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ডোমেইন ক্রয় কোম্পানি হল হোস্টেভার। তারা বিস্তৃত ডোমেইন এক্সটেনশন অফার করে, যার মধ্যে .bd, .com, .net এবং .org অন্তর্ভুক্ত রয়েছে। তারা বিভিন্ন হোস্টিং প্ল্যানও অফার করে, যাতে আপনি আপনার প্রয়োজন অনুসারে সেরাটি বেছে নিতে পারেন। হোস্টেভার তাদের দুর্দান্ত গ্রাহকসেবা এবং সাশ্রয়ী মূল্যে উচ্চ-মানের পরিষেবা প্রদানের প্রতিশ্রুতির জন্য পরিচিত।

#Hostever #DomainBuying #Bangladesh #WebHosting
Ruhul @ruhul
1 yr. ago
ExonHost বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় VPS হোস্টিং কোম্পানি। তারা বিভিন্ন ধরনের প্ল্যান অফার করে যা সব ধরনের চাহিদা এবং বাজেট ম্যাচ করে। তাদের VPS সার্ভারগুলি সর্বশেষতম হার্ডওয়্যার এবং সফ্টওয়্যার দ্বারা চালিত এবং তারা আপনার হোস্টিং অভিজ্ঞতা যতটা সম্ভব সহজ এবং ঝামেলামুক্ত করতে বিভিন্ন ধরনের ফিচার অফার করে।

ExonHost VPS হোস্টিং ফিচার:

* হাই-পারফরম্যান্স SSD স্টোরেজ
* ফ্রি SSL সার্টিফিকেট
* ২৪/৭ গ্রাহক সহায়তা
* মানি-ব্যাক গ্যারান্টি

ExonHost কেন বেছে নেবেন VPS হোস্টিং এর জন্য?

ExonHost বাংলাদেশে VPS হোস্টিং এর জন্য সেরা পছন্দ কারণ তারা বিভিন্ন ধরনের সুবিধা অফার করে, যার মধ্যে রয়েছে:

সামর্থ্য: ExonHost বাংলাদেশে সবচেয়ে সাশ্রয়ী VPS হোস্টিং প্ল্যানগুলির মধ্যে কিছু অফার করে।

নির্ভরযোগ্যতা: ExonHost এর নির্ভরযোগ্যতা এবং আপটাইমের একটি প্রমাণিত ট্র্যাক রেকর্ড রয়েছে।

পারফরম্যান্স: ExonHost এর VPS সার্ভারগুলি সর্বশেষতম হার্ডওয়্যার এবং সফ্টওয়্যার দ্বারা চালিত, তাই আপনি নিশ্চিত হতে পারেন যে আপনার ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন সহজেই চলবে।

সহায়তা: ExonHost ২৪/৭ গ্রাহক সহায়তা অফার করে, তাই আপনি যখনই প্রয়োজন হবে তখনই সাহায্য পেতে পারেন।

আজই ExonHost VPS হোস্টিংয়ের জন্য সাইন আপ করুন এবং পার্থক্যটি উপভোগ করুন!

#VPSHostingBangladesh #ExonHost
গতির দানব @Gotir
1 yr. ago
বাংলাদেশ ক্রিকেট যাদের হাত ধরে আজ এই পর্যায়ে এসেছে তাদের কে সবাই ভুলে যায়। যারা দলের খারাপ সময়ে দলের জন্য নিজেকে উজাড় করে দিয়েছে তাদের মুল্যায়ন করা হয় না ?।
জিতে যায় সাকিব,পাপন
ভুলে যায় কে পর কে আপন।☹️
গতির দানব @Gotir
1 yr. ago
বাংলাদেশ স্টার জলসা সিরিয়াল বোর্ড। ❤️?
Ruhul @ruhul
1 yr. ago (E)
যারা বাংলাদেশ ক্রিকেটকে আজ এই পর্যায়ে নিয়ে এসেছে তাদের কথা সবাই ভুলে যায়। দলের দুঃসময়ে যারা দলের জন্য আত্মত্যাগ করেছেন তাদের মূল্য নেই। সাকিব ও পাপন জিতে গেছে! #cricket #BangladeshCricket #ShakibAlHasan
Dipto Hossain @Dipto
1 yr. ago
বাংলাদেশের ক্রিকেট টিমের খেলার যে অবস্থা,ওরা বলে বিশ্বকাপের ফাইনাল খেলবে।
Ruhul @ruhul
1 yr. ago
বাংলাদেশের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটগুলির মধ্যে রয়েছে:

1. প্রথম আলো
2. কালের কণ্ঠ
3. বিডি নিউজ 24
4. দৈনিক যুগান্তর
5. বাংলাদেশ প্রতিদিন
6. সময় নিউজ
7. বাংলা নিউজ 24
8. জাগো নিউজ 24
9. ডেইলি স্টার বাংলা
10. দৈনিক ইত্তেফাক
11. আমাদের সময়
12. দৈনিক মানব জমিন
এই ওয়েবসাইটগুলি রাজনীতি, ব্যবসা, খেলাধুলা, বিনোদন এবং জীবনধারা সহ বিভিন্ন বিষয়ের উপর বাংলায় খবর প্রকাশ করে। আন্তর্জাতিক সংবাদ ও প্রকাশ করে।

প্রথম আলো এবং বিডি নিউজ 24 ইংরেজিতেও খবর পাওয়া যায়।

এই নিউজ ওয়েবসাইটগুলি ছাড়াও বিটিভি, এনটিভি এবং ইন্ডিপেনডেন্ট টিভির মতো বেশ কয়েকটি জনপ্রিয় বাংলাদেশী নিউজ চ্যানেল রয়েছে।

#Popular #news #ওয়েবসাইট #জনপ্রিয়
Ruhul @ruhul
1 yr. ago
বাংলাদেশ-ভারতের ম্যাচের পর আমাদের মিডিয়া ও সোশ্যাল মিডিয়া আলোচনা হওয়ার কথা - ঐ ম্যাচে অভিষেক হওয়া তরুণ বোলার তানজিম হাসান সাকিব কীভাবে প্রথমে ভারতের দুটি উইকেট নিয়ে ভারতীয় দলকে চাপে ফেলে ঐ ম্যাচে জয়ের ক্ষেত্রে ভূমিকা রেখেছেন। তিনি আরও কীভাবে বোলিং করলে ভবিষ্যতে এক ম্যাচে প্রতিপক্ষের ৫ উইকেট নিতে পারবেন, খেলার মাঠে তরুণ বোলার হিসেবে কীভাবে মনোবলকে আরও শক্তিশালী করা যায়- সেইসব বিষয় নিয়ে।

অথচ, ২০২৩ সালের এশিয়া কাপের বাংলাদেশ-ভারতের ম্যাচের পর আমাদের মিডিয়াত ও সোশ্যাল মিডিয়াতে আলোচনা হচ্ছে তানজিম হাসান সাকিব ২০২২ সালে তার ব্যক্তিগত ফেইসবুক আইডিতে কী লিখেছিলেন সেগুলো এক এক করে খুঁজে বের করে সেগুলো নিয়ে বিভিন্ন ধাপে ও পর্বে আলোচনা-সমালোচনা করা!

#collected
Ruhul @ruhul
1 yr. ago
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১৯ সেপ্টেম্বর, ২০২৩ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে জনস্বাস্থ্য উন্নয়নে জাতিসংঘ স্বীকৃত বাংলাদেশের কমিউনিটি ক্লিনিক এর অবদানের স্বীকৃতি স্বরূপ যুক্তরাষ্ট্রের “ব্রাউন ইউনিভার্সিটি মেডিকেল স্কুল” বিশেষ সম্মাননা প্রদান করেছে

বিস্তারিত :
https://www.somoynews.tv/n...

#CommunityClinic #specialhonor #SheikhHasina #somoytv
Ruhul @ruhul
1 yr. ago
দেশের মানুষের মতামত প্রকাশ করা টা ও এধরনের সমস্যা। তানজিম হাসান সাকিব এর কথায় এত সমস্যা। তিনি তো নিজের মতামত শেয়ার করেছেন এবং সত্য বলেছেন। যারা তার বিরুদ্ধে এরা আসলেই কোন ধরনের লোক আপনারাই ভাবুন।

যাইহোক, ভাইরাল হওয়া সেই বিতর্কিত পোস্টের জন্য বিসিবির কাছে ক্ষমা চেয়েছেন ক্রিকেটার তানজিম হাসান সাকিব।

এবং এই বিষয়ে একজন ব্যক্তি যথার্থ বলেছেন-

ক্ষমা চাওয়ার কি আছে এখানে।
মানুষের উপর সমাজ এবং পরিবেশ ব্যাপক প্রভাব বিস্তার করে। তানজিম সাকিবের বেলায় ও তার প্রভাব পড়েছে।

বাংলাদেশের প্রতিটি জনগণের নিজস্ব মতামত প্রকাশের স্বাধীনতা আছে। পিপাসা লাগলে পানি পান করার জন্য কেউ গ্লােস-বোতেল নরমাল পানি , কোল্ড ড্রিংকস, বিয়ার মদ পান করে। সবাই জানে কোন পানীয় শরীরের কি কি উপকরণ করে, তেমনি মানুষের পছন্দ ও চাহিদা পূরনের জন্য ভিন্ন ভিন্ন বিষয়াবলি বিবেচনা করে, যা সে প্রকাশ করতে পারে।

আপনার কাছে তানজিম হাসান সাকিব এর বক্তব্য খারাপ লাগলে এড়িয়ে চলুন। মতামত প্রকাশ করার স্বাধীনতা আপনারও আছে। ধন্যবাদ...
Ruhul @ruhul
1 yr. ago
DGFOOD জব সার্কুলার 2023

ডিজিফুড এ 1377টি আসন রয়েছে এবং আবেদনের শেষ তারিখ 11 অক্টোবর, 2023।

আবেদনের যোগ্য হতে প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তারা যে পদের জন্য আবেদন করছেন তার নির্দিষ্ট প্রয়োজনীয়তাও অবশ্যই পূরণ করতে হবে।

#DGFOODJobCircular2023 #বাংলাদেশ_চাকরি #সরকারি_চাকরি #চাকরি

বিস্তারিত: https://bdjobnews.com/bn/%...
Ruhul @ruhul
1 yr. ago
টফি বাংলাদেশের জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং অ্যাপ। দেশের এবং আন্তর্জাতিক টিভি চ্যানেল, লাইভ স্পোর্টস, এক্সক্লুসিভ ওয়েব সিরিজ, সিনেমা, নাটক এবং মিউজিক ভিডিও দেখতে পারবেন।

#টফিঅ্যাপ #বাংলাদেশ #বিনোদন #স্ট্রিমিং
Ruhul @ruhul
1 yr. ago (E)
বাংলাদেশের জনপ্রিয় টেক সাইট প্রযুক্তি সম্পর্কিত কন্টেন্ট, রিভিউ, টিউটোরিয়াল এবং ফোরাম আলোচনা করা হয়।

বাংলাদেশের কিছু জনপ্রিয় টেক ওয়েবসাইট-

১। টেকশহর
২। বাংলা টেক ২৪
৩। বাংলা টেক
৪। টিউনার পেজ
৫। টেকটিউনস
৬। স্টার টেক
৭। সামহোয়ারিন ব্লগ
৮। টেকনিক্যাল বাংলা
৯। টেক জুম
১০। টেক জানো
১১। হইচই বাংলা
১২। টেক ভিউ ৭১ ইত্যাদি।

এই ওয়েবসাইটগুলি বিভিন্ন ধরণের টেক বিষয় নিয়ে আলোচনা করে।

হার্ডওয়্যার: স্মার্টফোন, ল্যাপটপ, ডেস্কটপ, টিভি ইত্যাদি।

সফটওয়্যার: অপারেটিং সিস্টেম, অ্যাপস, গেম ইত্যাদি।
ইন্টারনেট এবং নেটওয়ার্কিং, মোবাইল প্রযুক্তি, ক্লাউড কম্পিউটিং, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা এছাড়া অনেক কিছু।
#বাংলাদেশী_টেকসাইট #প্রযুক্তি #টেকসাইট
Ruhul @ruhul
1 yr. ago
বাংলাদেশ দল এশিয়া কাপে খুবই খারাপ খেলছে। দলের ব্যাটিংয়ের মূল সমস্যা হচ্ছে ওপেনিং জুটি ভাল পারফর্ম করছে না।
#AsiaCup #Bangladesh #cricket
Ruhul @ruhul
1 yr. ago (E)
আইফোন ১৫-এর গুরুত্বপূর্ণ বর্ণনাগুলি হল:

*প্রথমবার, আইফোন সিরিজে ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট থাকতে পারে। এর মানে আইফোন ১৫ অ্যান্ড্রয়েড ফোনের চার্জার দিয়েই চার্জ করা যাবে।
* আইফোন ১৫ প্রো-তে একটি টাইটানিয়াম ফ্রেম ও গোলাকার টপ নচের সঙ্গে আসবে। এখন পর্যন্ত আইফোনে শার্প এজ পাওয়া যাচ্ছে।
* অ্যাপল ওয়াচ ৯ সিরিজ, অ্যাপেল ওয়াচ আলট্রা ২, আইওএস ১৭ এবং ওয়াচ ওএস ১০ও লঞ্চ হতে পারে।

অ্যাপল ওয়ান্ডারলাস্ট ইভেন্টের সময়সূচি:

বাংলাদেশ সময়: ১২ সেপ্টেম্বর, রাত ১১টা
অ্যাপেল টিভি অ্যাপ এবং অ্যাপল ডটকম-এ লাইভ স্ট্রিম অ্যাপল পার্কে আয়োজন করছে।

আইফোন ১৫-এর জন্য আপনার প্রত্যাশা কী হতে পারে?
Md Ahasan Habib @habib
1 yr. ago
আপনি কি ঘরে বসেই নিত্যপ্রয়োজনীয় জিনিস কেনার বাংলাদেশের সেরা অনলাইন অ্যাপস খুজছেন? বর্তমানে ইন্টারনেটের এই যুগে সবকিছুই যেন হাতের মুঠোয় হয়ে গিয়েছে। এখন কেউ আর মার্কেটে ঘুরে ঘুরে প্রয়োজনীয় জিনিস কিনতে চায় না।
বিস্তারিত পড়ুনঃ https://www.ahasan-tech.co...
Wld @Bdnews
1 yr. ago
টাইগারদের অনুপ্রাণিত করতে ইনফিনিক্সের ‘চার্জ-আপ বাংলাদেশ’ কনসার্ট

#newsbangla24
BD Cricket @bdcricket
1 yr. ago
এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের আজকের একাদশ

#AisaCup #BangladeshCricket

Nothing found!

Sorry, but we could not find anything in our database for your search query {{search_query}}. Please try again by typing other keywords.