Logo
Jewel @mkjuel
6 months ago
Just when you are very weak and fall asleep, your soul wants to leave your body, at that time your body is not able to hold it. Then you see in dreams the places where the soul wanders...

আপনি যখন খুব দুর্বল হয়ে ঘুমিয়ে পড়েন ঠিক তখন আপনার আত্মা আপনার শরীর থেকে বের হয়ে যেতে চায়,ঐসময়ে আপনার শরীরের ক্ষমতা থাকে না তাকে ধরে রাখার।তখন আত্মা যেসব জায়গায় বিচরণ করে আপনি সেটা স্বপ্নে দেখতে পান...

আসলেই এটি কৌতুহলী ছিল।
It was really interesting
#collect
সহজে ইংরেজি শেখা @SohojEnglishLearn
7 months ago
ইংরেজিতে কথা বলার ফর্মুলা # (৯১-শেষ)

Formula #91
বাংলা ক্রিয়ার পর ‘হয়েছিল/হল/হত/যেত’ থাকলে তার ইংরেজি করার সময় was/were বসে এবং verb-এর past participle হয়।

বালটিকে ঢাকা পাঠানো হল। —- The boy was sent to Dhaka.
করিমকে পুরস্কার দেয়া হয়েছিল। —- Karim was given a prize.

Formula #92
ক্রিয়ার পর ‘হয়েছিল কি/হল কি/হত কি/যেত কি’ থাকলে তার ইংরেজি করার সময় was/were বসে এবং verb-এর past participle হয়।

তোমাকে ডাকা হয়েছিল কি? —- Were you called in?
এই বনে বাঘ দেখা যেত কি? —- Were tigers seen in this jungle?

Formula #93
ক্রিয়ার পর ‘হয়নি/যায়নি/হল না/হত না’ থাকলে তার ইংরেজি করার জন্য were not/was not বসে এবং verb-এর past participle হয়।

বইটি পাওয়া যায় নি।—- The book was not found.
লোকগুলোকে সাহায্য করা হত না। —- The people were not helped.

Formula #94
বাংলা বাক্যের বিশেষণ (adjective)-এর পর ‘হল’ ক্রিয়ার became/grew/got ইংরেজি বসে।

বালকটি অন্ধ হল। —- The boy became blind.
সে রাগান্বিত হল। —- He got angry.

Formula #95
বাংলা বাক্যের ক্রিয়ার পর ‘হচ্ছে/যাচ্ছে’ থাকলে তার ইংরেজি am being/is being/are being বসে এবং verb-এর past participle হয়।

তাকে মাঠে দেখা যাচ্ছে। —- He is being seen in the field.
ঘরটি মেরামত করা হচ্ছে। —- The house is being repaired.

Formula #96
‘আদেশ করা, অনুরোধ করা, উপদেশ দেয়া’ ইত্যাদি ক্রিয়ার পর ‘হচ্ছে/যাচ্ছে’ থাকলে তর ইংরেজি am/is/are বসে এবং verb-এর past participle হয়।

কাজে যোগদানের জন্য তোমাকে নির্দেশ দেয়া হল। —- You are directed to join in your duty.
মিথ্যা কথা বলার জন্য তোমাকে নিষেধ করা হচ্ছে। —- You are forbidden to tell a lie.

Formula #97
বাংলা বাক্যে Adjective (বিশেষণ)-এর পর ‘হচ্ছে’ থাকলে তার ইংরেজি am/is/are এবং getting/growing বসে।

গাছটি লম্বা হচ্ছে। —- The tree is growing tall.
সে অসুস্থ হচ্ছে। —- He is getting sick.

Formula #98
বাংলা বাক্যে ক্রিযার পর ‘হচ্ছিল’ থাকলে তার ইংরেজি করার জন্য was being/were being বসে এবং verb-এর past participle হয়।

লোকটিকে উপহাস করা হচ্ছিল। —- The man was being laughed at.
সানজিদাকে ডাকঘরে পাঠানো হচ্ছিল। —- Sunjida was being sent to the post office.

Formula #99
বাংলা বাক্যের Adjective (বিশেষণ)-এর পর ‘হচ্ছিল’ থাকলে তার ইংরেজি করার জন্য was/were বসে এবং তার সঙ্গে getting/growing হয়।

জায়গাটা আরো গরম হচ্ছিল। —- The place was growing hot.
গরিবরা আরও গরিব হচ্ছি। —- The poor were getting poorer.

Formula #100
ক্রিয়ার পর ‘হব/হবে’ থাকলে তার ইংরেজি করার জন্য shall be/will be বসে এবং verb-এর past participle হয়।

বালকটিকে শাস্তি দেওয়া হবে। — The boy will be punished.
তোমাকে ভাল শিক্ষা দেয়া হবে। —- You will be given a good lesson.

Formula #101
কোন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু ‘কিছু হবে’ বুঝালে তার ইংরেজি shall be/will be হয়।

আমি শিক্ষক হব। —- I shall be a teacher.
রহিম ডাক্তার হবে। —- Rahim will be a doctor.

Formula #102
কোন অনির্দিষ্ট ব্যক্তি বা বস্ত ‘কিছু হবে’ বুঝালে তার ইংরেজি There shall be/There will be হবে।

স্কুল প্রাঙ্গণে জনসভা হবে। —- There will be a public meeting in the schoolyard.
এ বছর বন্যা হবে না। —- There will be no flood this year.

Formula #103
কোন কাজের ফলে কোন অবস্থার পরিবর্তনের কথা বলা হলে ‘হবে’ ক্রিয়ার ইংরেজি shall/will হয় এবং তার সঙ্গে become বসে।

নিয়মিত পড়লে সফল হবে। —- If you read regularly, you will become successful.
যদি তুমি নড়, তবে মারা যাবে। —- If you move, you will die.

Formula #104
কোন কাজের ফলে মানসিক অবস্থার পরিবর্তন হলে ‘হবে’ ক্রিয়ার ইংরেজি করার জন্য shall be/will be বসে।

তুমি আসলে আমি খুশি হব। —- I shall be glad if you come.
ফরিদাকে বিয়ে করলে তুমি সুখী হবে। —- You will be happy if you marry Farida.

Formula #105
ক্রিয়ার সঙ্গে ‘তে হয়’ যুক্ত থাকলে তার ইংরেজি করার জন্য have to/has to বসে।

আমাকে রোজ একটা ওষুধ কিনতে হয়। —- I have to buy a medicine every day.
জেলেকে কি মাছ ধরতে হয়? (প্রশ্নবোধক) —- Does the fisherman have to catch fish?

Formula #106
ক্রিয়ার শেষে ‘তে হল/তে হয়েছিল’ যুক্ত থাকলে তার ইংরেজি had to বসে।

আমাকে ঢাকা যেতে হয়েছিল। —- I had to go to Dhaka.
তাকে পদত্যাগ করতে হয়েছিল। —- He had to resign his post.

Formula #107
কর্তা না থাকলে ‘তে হয়েছিল’ যুক্ত ক্রিয়ার ইংরেজি করার জন্য had to be বসে এবং verb-এর past participle হয়।

স্বাধীনতা যুদ্ধে অনেক জীবন উৎসর্গ করতে হয়েছিল। —-Many lives had to be sacrificed during the war of independence.
একটা নতুন বাড়ি কিনতে হয়েছিল।—- A new house had to be bought.
প্রশ্নবোধক: Had a new house to be bought?
না-বোধক: A new house had not to be bought.

Formula #108
ক্রিয়ার পরে ‘তে হবে’ যুক্ত থাকলে তার ইংরেজি করার জন্য shall have to/will have to বসে।

আমাকে চট্টগ্রাম যেতে হবে। —- I shall have to go to Chittagong.
তোমাকে একটি ছবি আঁকতে হবে। —- You will have to draw a picture.

Formula #109
Subject (কর্তা) না থাকলে ‘তে হবে’ যুক্ত ক্রিয়ার ইংরেজি করার জন্য shall have to be/will have to be বসে এবং verb-এর past participle হয়।

কাজটি তাড়াতাড়ি শেষ করতে হবে। —- The work will have to be completed.
বাড়িটি বিক্রি করতে হবে। —- The house will have to be sold.

Formula #110
‘তে হবে’ যুক্ত ক্রিয়া জোড়ালো করা হলে must have to বসে।

তাকে কাজটা করতেই হবে। —- He must have to do the work.
আমাকে কথা রাখতেই হবে। —- I must have to keep my word.

Formula #111
Subject (কর্তা) না থাকলে ‘তে হবে’ ক্রিয়াকে জোরালো করা হলে must have to be বসে এবং verb-এর past participle হয়।

সন্ত্রাস নিয়ন্ত্রণ করতেই হবে। —- Terrorism must have to be controlled.
আইনের শাসন প্রতিষ্ঠা করতেই হবে। —- The rule of law must have to be established.

Formula #112
ক্রিয়ার শেষে ‘তে থাকবে’ যুক্ত থাকলে তার ইংরেজি করার জন্য shall be/will be বসে এবং verb-এর সাথে ing যোগ হয়।

আমরা দৌঁড়াতে থাকবো। —- We shall be running.
সাবিনা অপেক্ষা করতে থাকবে। —- Sabina will be waiting.

Formula #113
ক্রিয়ার শেষে ‘এ থাকব’ (য়া থাকবো) ‘এ থাকবে’ (য়া থাকিবে) যুক্ত থাকলে তার ইংরেজি করার জন্য shall have/will have বসে এবং verb-এর past participle রূপ হয়। অবশ্যই কথাটা থাকলে shall have/will have-এর পরিবর্তে must have হবে।

তোমরা গল্পটা শুনে থাকবে। —- You will have heard the story.
তুমি লোকটিকে অবশ্যই দেখে থাকবে। —- You must have seen the man.

Formula #114
বাংলা বাক্যে ক্রিয়ার সঙ্গে ‘তে’ থাকলে তার ইংরেজি to হবে।

সে আমাকে দেখতে এসেছিল। —- He came to see me.
মা আমাকে মিথ্যা কথা বলতে নিষেধ করেছিল। —- Mother forbade me to tell a lie.

Formula #115
Preposition ‘of’-এর পরে verb-এর সাথে ing যোগ করতে হয়।

I am afraid of working.
He is fond of playing cricket.

Formula #116
See, hear, find, watch ইত্যাদি verb-এর পর কোন verb ব্যবহার করার প্রয়োজন হলে শুধু simple verb ব্যবহার করতে হয়।

আমি বালকটিকে স্কুলে যেতে দেখলাম। —- I saw the boy to go to school.
আমি তাকে জোরে কথা বলতে শুনলাম। —- I heard him to talk loudly.

Formula #117
Verb-এর কাজ কিভাবে সম্পন্ন হয় বুঝাবার জন্য যদি অপর একটি verb ব্যবহার করা হয়, তাহলে সে verb-এর সাথে ing যুক্ত করতে হয়।

করিম এখানে দৌঁড়ে আসলো। —- Karim came hear running.
মেয়েটি নাচতে নাচতে চলে গেল। —- The girl went away dancing.

Formula #118
Know, teach, show ইত্যাদি verb-এর পর কোন verb ব্যবহার করার প্রয়োজন হলে how to + verb simple বসে।

আমি তাকে পড়া শিখিয়েছি। —- I have taught him how to read.
সে সাঁতার কাটতে জানে না। —- Se does not know how to swim.

Formula #119
Let, help ইত্যাদি verb-এর পর কোন verb ব্যবহার করতে হলে শুধু simple verb ব্যবহার করতে হবে।

তাকে যেতে দাও। —- Let him go.
তাকে ঘুমাতে দাও। —- Let him sleep.

Formula #120
Active form-এ ব্যবহার করা হলে used to-এর পর simple verb বসে। কিন্তু passive form-এ ব্যবহার করা হলে তার পর verb-এর ing form ব্যবহার করতে হয়।

He used to walk in the morning. (Active)
He was used to walking in the morning. (Passive)
Rana used to play for an hour every morning. (Active)
Rana was used to playing an hour in every morning. (Passive)

Formula #121
Finish, enjoy, practice, avoid, admit, appreciate, can’t, don’t mind ইত্যাদির পর অন্য কোন verb ব্যবহার করা প্রয়োজন হলে ing form বসে।

আমি বইটি পড়া শেষ করেছি। —- I have finished reading the book.
আমি দুপুরে সাঁতার কাটতে ভালোবসি। —- I enjoy swimming at noon.

Formula #122
বাংলায় যেমন ক্রিয়ার সঙ্গে ‘এ’ (ইয়া) যুক্ত হয়, তেমনি ইংরেজিতে verb-এর সঙ্গে ing যুক্ত হয়। যেমন: খেয়ে (খাইয়া) Eat-ing, শুনে (শুনিয়া) Hear-ing ইত্যাদি।

আমাকে দেখে সে পালিয়ে গেল। — Seeing me he ran away.
ঘরে ঢুকে আমি তাকে পড়তে দেখলাম। —- Entering the room I found him reading.

Formula #123
কোন কাজের ফলে কোন অবস্থার পরিবর্তনের কথা বলা হলে ‘এ’ (ইয়া) যুক্ত ক্রিয়ার ইংরেজি করতে হলে বাক্যের প্রথমে By ব্যবহার করতে হয় এবং ‘হওয়া’ ক্রিয়ার ইংরেজি become হয়।

অধিক আহার করে সে অসুস্থ হয়েছে। —- By eating much he has become ill.

Formula #124
কোন কাজের ফলে মানসিক অবস্থার পরিবর্তনের কথা বলা হলে ‘এ’ (ইয়ে) যুক্ত ক্রিয়ার ইংরেজি করতে হলে verb-এর ing form হবে এবং ‘হওয়া’ ক্রিয়ার ইংরেজি become হবে।

জাপানে গিয়ে তারা সুখী হল না। —- Going to Japan they could not become happy.
তোমাকে দেখে আমি খুশি হয়েছি। —- Seeing you I have become glad.

Formula #125
দেখার ফলে, শোনার ফলে, জানার ফলে, পাওয়ার ফলে কোন মানসিক অবস্থার পরিবর্তনের কথা বলা হলে ‘এ’ যুক্ত ক্রিয়ার ইংরেজি করার জন্য to + verb simple বসে এবং ‘হওয়া’ ক্রিয়ার ইংরেজি am/is/are/was/were হয়।

খবর শুনে তিনি রাগন্বিত হলেন। —- He was angry to hear the news.
তোমার চিঠি পেয়ে তোমার মা খুশি হয়েছেন। —- Your mother is glad to receive your letter.
সহজে ইংরেজি শেখা @SohojEnglishLearn
7 months ago
#৩০তম ক্লাস

গ্রামার জানা ছাড়াই Tense

স্পোকেন ইংলিশ সঠিকভাবে সম্পাদনের জন্য Tense জানাটা অত্যন্ত জরুরী।

তাই আর দেরি না করে আজ আমরা শিখবো কিভাবে গ্রামার জানা ছাড়াই ১২ টি Tense আয়ত্তে এনে হাজার হাজার বাক্য তৈরি করা যায় ও ব্যাবহার করা যায়? ইংরেজি Tense জানার জন্য আপনি অতিতে যা করেছেন অর্থাৎ বিভিন্ন Tense এর জন্য বাংলা ফর্মেট মুখস্ত করেছেন। যেমন ইয়াছি, ইয়াছ, ইয়াছিলো আবার ইংরেজির বেলায় verb এর past participle লাগবে ইত্যাদি ইত্যাদি। এ সব মাথা থেকে ঝেরে ফেলে দিন।

তো শুরু করা যাক আজকের ক্লাস (৩০ তম ক্লাস)

Tense কাকে বলে?

Tense শব্দের অর্থ সময় বা কাল। সঠিকভাবে ইংরেজি লেখার প্রধান শর্ত হলো Tense. তাই Tense- কে ইংরেজি ভাষার প্রাণ বলতে পারি। Verb বা ক্রিয়ার কাজ সম্পাদনের সময়কে Tense বা কাল বলে। Tense দ্বারা সময়কে উল্লেখ করা হয় এবং যা বর্তমান, অতীত কিংবা ভবিষ্যত হতে পারে।

Today, Yesterday and Tomorrow >> আজ, কাল এবং আগামীকাল।

Example:

We play football today. - আমরা আজ ফুটবল খেলি।

We played football yesterday. - আমরা গতকাল ফুটবল খেলেছিলাম।

We shall play football tomorrow. - আমরা আগামিকাল ফুটবল খেলব।

Tense এর প্রকারভেদঃ

Tense প্রধানত তিন প্রকার। যেমনঃ

(a) Present Tense বা বর্তমান কাল।

(b) Past Tense বা অতীত কাল।

(c) Future Tense বা ভবিষ্যৎ কাল।

প্রতি Tense কে আবার চার ভাগে ভাগ করা হয়-

Indefinite Tense

Continuous Tense

Perfect Tense

Perfect Continuous Tense

তাহলে আপনারা শিখলেন Tense কাকে বলে ও তার প্রকার ভেদ। তা হলে আমরা মোট ১২ টি Tense পেলাম।

এবার চলে আসুন সহজ মেথডে। অর্থাৎ গ্রামার ছাড়াই যদি আমরা ১২ টি Tense আয়ত্তে আনতে চাই তাহলে আবশ্যই যা যা শিখতে হবে-

1. Subject + Verb + Object

Subject = কর্তা

Verb = ক্রিয়া

Object = কর্ম

অর্থাৎ

কর্তা ক্রিয়া কর্ম ইংরেজি বাক্যের ধর্ম

এখন একটা উদাহরণ এর মাধ্যমে দেখা যাক।

I + eat + rice. আমি ভাত খাই।

I = Subject = কর্তা

Eat = Verb = ক্রিয়া

Rice = Object = কর্ম

এবার ২য় যে কাজটি আপনাকে করতে হবে, তা হলো-

I - আমি

We - আমরা

You - তুমি/তোমরা

He / She - সে

It - ইহা

They - তারা

এই শব্দগুলোকে আমরা Subject হিসাবে ব্যবহার করব

I, we, us – First Person

you, your – Second person

He, she, it এবং সমস্ত নাম – Third Person

Subject 3rd person singular number হলে verb এর সাথে s/es যুক্ত হয়।

মনে রাখবেনঃ আমি (I) এবং তুমি (you) ছাড়া পৃথিবীর সবকিছু 3rd person singular number অর্থাৎ I, you ছাড়া সবকিছুর সাথে s/es যুক্ত হয়।

এখন মিলিয়ে দেখি ইংরেজিতে কি হয়-

আমি কাজটি করি।

আমি = Subject = I

করি = Verb = do

কাজটি = object = work

সুতরাং, Subject + Verb + Object.

আমি কাজটি করি = I do the work.

কাজটি" বলাতে নিদিষ্ট করে একটি কাজকে বুঝানো হয়েছে তাই "The" ব্যবহার হয়েছে।

তেমনি করে দ্বিতীয় উদাহরণটি দেখুন-

সে বই পড়ে।

অর্থাৎ, Sub + verb + Object. = He reads book.

এখানে verb এর সাথে "s" হয়েছে কারণ

Subject 3rd person singular number অর্থাৎ I, you ছাড়া সবকিছুর সাথে s/es যুক্ত হয়.

তেমনি তৃতীয় উদাহরণটিও হবে-

সে ঘুমায় = He sleeps.

এবার ২য় যে কাজটি আপনাকে করতে হবে, তা হলো-

Present continuous tense এর বাক্যগুলো কে ইংরেজি অনুবাদ করার জন্য নিয়ম অনুসরণ করতে হয়।

যেমনঃ Structure:- Subject + am/is/are + Verb এর সাথে (ing) + Object.

লক্ষ্যণীয় বিষয় হলো :-

Auxiliary Verb "am/is/are.

Verb এর সাথে "ing"

“ I ” এর পরে “am” হয়। 3rd person singular number এর পর “ is” হয়। সকল plural এর পর “are” হয়।

এখন ইংরেজি অনুবাদ করি, কি হয় দেখে নেওয়া যাক :-

আমি কাজটি করতেছি।

আমি = Subject.

করতেছি = Verb.

কাজটি = Object.

সুতরাং, Sub + am/is/are + V(ing) + Obj.

অর্থাৎ, আমি কাজটি করতেছি = I am doing the work.

দ্বিতীয় উদাহরণটি দেখুন-

যেমনঃ সে বই পড়তেছে।

সে = Subject.

পড়েতেছি = Verb.

বই = Object.

সুতরাং, Sub + am/is/are + V (ing) + obj.

সে বই পড়তেছে = He is reading Book.

তৃতীয় উদাহরণটিও হবে-

যেমনঃ তুমি ঘুমাইতেছ।

তুমি = Subject.

ঘুমাইতেছ Verb.

এখানে কোন object নেই।

সুতরাং, Sub + am/is/are + Verb(ing) + obj.

অর্থাৎ, তুমি ঘুমাইতেছ = You are sleeping.

Present perfect tense এর উদাহরণের বাংলা বাক্যগুলো ইংরেজিতে অনুবাদ করারও একটি নিয়ম আছে।

Structure:- Subject + have/has + Verb এর past Participle form + Object.

লক্ষ্যণীয় বিষয় মনে রাখতে হবে:-

Auxiliary Verb " have/has হয়।

Verb এর Past participle form হয়।

"I " এর পরে "have" হয়।

"3rd Person singular number এর পরে has হয়।

সকল plural এর পর have হয়।

ইংরেজি অনুবাদ করা যায় দেখা যাক-

আমি কাজটি করিয়াছি। এখানে,

আমি = I = Subject.

করিয়াছি = done= Verb (Do এর p.p)

কাজটি = The work = object.

সুতরাং, Sub + have/has + Verb এর p.p + obj.

এই নিয়মটা অনুসরণ করে অনুবাদ করলে হয়,

সুতরাং, আমি কাজটি করিয়াছি = I have done the work.

তেমনি করে দ্বিতীয় উদাহরণটি দেখুন-

যেমনঃ সে বইটি পড়িয়াছে/পড়েছে।

এখানে, সে = He = Subject.

পড়িয়াছে = Read = verb.

বইটি = The book = object.

সুতরাং, Sub + have/has + Verb এর P.P + Obj.

এই অনুসারে অনুবাদ করলে হয়।

অর্থাৎ, যে বইটি পড়িয়াছে = He has read the book.

তেমনি তৃতীয় উদাহরণটিও হবে-

তুমি খেলাটি দেখিয়াছ।

এখানে, তুমি = You = Subject.

দেখিয়াছ = Seen = verb (See এর P.P)

খেলাটি = The game = Object.

সুতরাং, Sub + have/has + Verb এর P.P + Obj

এই রুলসের নিয়মে অনুবাদ করলে হয়-

You have seen the game.

একটা কথা মনে রাখতে হবে এই, Auxiliary Verb “ have/has” যখন auxiliary verb এর কাজ না করে Main verb এর কাজ করবে তখন কিন্তু ঐ বাক্যটি Present indefinite Tense এর হয়ে যাবে।যেমনঃ •

I have a cow.= আমার একটি গরু আছে।

He has a book. = তার একটি বই আছে।

উক্ত বাক্য দুটিতে have/has main verb হিসেবে ব্যবহার হয়েছে।

তেমনি করে Continuous tense এর auxiliary verb "am/is/are" main verb হিসেবে ব্যবহার করা হলে তা আর continuous tense থাকবে না, সেটাও present indefinite Tense হয়ে যাবে। যেমনঃ

I am a student. = আমি একজন ছাত্র/ছাত্রী।

He is a powerful man. = সে একজন শক্তিশালী মানুষ।

এবার ৩য় যে কাজটি আপনাকে করতে হবে, তা হলো- Verb এর Past Participle মুখস্ত করতে হবে।

Present – Past - Past Participle

Do – did - done

Go – went - gone

Write – wrote – written

(ইত্যাদি যতগুলো পারেন মুখস্ত করবেন।)

আশা করি এটুকু নিয়ম জানলেই চলবে। এবার চাই শুধু অনুশিলন।

তো অনুশিলন শুরু করা যাক। এক্ষেত্রে আমরা Subject এবং Verb পরিবর্তন করে করে অনুশিলন করব। পারলে মুখস্ত করে নিতে পারলে ভালো। অর্থাৎ ১২ টি tense এর ১২ টি বাক্য বলতে ৫ থেকে ৭ মিনিটের মত সময় লাগতে পারে (শুধু ইংরেজি)। যদি পারেন তাহলে আর চিন্তা নাই আপনাকে আর কেউ ঠেকাইতে পারবেনা, আপনার মুখ দিয়ে ইংরেজি আনর্গল বের হতেই থাকবে। এবার শুধু vocabulary বাড়ান। বাস হয়ে গেল ইংরেজিতে কথা বলা শেখা।

তো আর দেরি নয়, এবার আমরা Subject = I এবং Verb = go নিয়ে আনুশিলন করব -

I go. - আমি যাই ।

I am going. - আমি যাচ্ছি ।

I have gone. - আমি গিয়েছি ।

I have been going. - আমি যাচ্ছি (নির্দিষ্ট সময় ধরে) ।

I went. - আমি গিয়েছিলাম ।

I was going. - আমি যাচ্ছিলাম ।

I had gone. - আমি গিয়েছিলাম (কোন কিছুর আগে) ।

I had been going. - আমি যাচ্ছিলাম (নির্দিষ্ট সময় ধরে) ।

I shall go. - আমি যাবো ।

I shall be going. - আমি যেত থাকবো ।

I shall have gone. – আমি গিয়ে থাকবো (কোন কিছুর আগে) ।

I shall have been going. - আমি যেতে থাকবো (নির্দিষ্ট সময় ধরে)।

এবার আমরা Subject = I এবং Verb = do নিয়ে আনুশিলন করব -

I do. - আমি করি।

I am doing. - আমি করছি।

I have done. - আমি করেছি।

I have been doing. - আমি করছি (নির্দিষ্ট সময় ধরে)।

I did. - আমি করেছিলাম।

I was doing. - আমি করছিলাম |

I had done. - আমি করেছিলাম (কোন কিছুর আগে) |

I had been doing. - আমি করছিলাম (নির্দিষ্ট সময় ধরে) |

I shall do. - আমি করবো |

I shall be doing. - আমি করতে থাকবো |

I shall have done. – আমি করে থাকবো (কোন কিছুর আগে) |

I shall have been doing. - আমি করতে থাকবো (নির্দিষ্ট সময় ধরে) |

এবার আমরা Subject = We এবং Verb = do নিয়ে আনুশিলন করব -

We do. - আমরা করি |

We are doing. - আমরা করছি |

We have done. - আমরা করেছি |

We have been doing. - আমরা করছি (নির্দিষ্ট সময় ধরে) |

We did. - আমরা করেছিলাম |

We were doing. - আমরা করছিলাম |

We had done. - আমরা করেছিলাম (কোন কিছুর আগে) |

We had been doing. - আমরা করছিলাম (নির্দিষ্ট সময় ধরে) |

We shall do. - আমরা করবো |

We shall be doing. - আমরা করতে থাকবো |

We shall have done. – আমরা করে থাকবো (কোন কিছুর আগে) |

We shall have been doing. - আমরা করতে থাকবো (নির্দিষ্ট সময় ধরে) |

এবার আমরা Subject = You এবং Verb = play নিয়ে আনুশিলন করব -

You play. - তোমরা খেলো |

You are playing. - তোমরা খেলছো |

You have played. - তোমরা খেলেছো |

You have been playing. - তোমরা খেলছো (নির্দিষ্ট সময় ধরে) |

You played. - তোমরা খেলেছিলে |

You were playing. - তোমরা খেলছিলে |

You had played. - তোমরা খেলেছিলে (কোন কিছুর আগে) |

You had been playing .- তোমরা খেলছিলে (নির্দিষ্ট সময় ধরে) |

You will play. - তোমরা খেলবে |

You will be playing. - তোমরা খেলতে থাকবে |

You will have played. – তোমরা খেলে থাকবে (কোন কিছুর আগে) |

You will have been playing. - তোমরা খেলতে থাকবে (নির্দিষ্ট সময় ধরে) |

এবার আমরা Subject = They এবং Verb = play নিয়ে আনুশিলন করব -

They play

They are playing

They have played

They have been playing

They played

They were playing

They had played

They had been playing

They will play

They will be playing

They will have played

They will have been playing

এবার আমরা Subject = She এবং Verb = play নিয়ে আনুশিলন করব -

She plays

She is playing

She has played

She has been playing

She played

She was playing

She had played

She had been playing

She will play

She will be playing

She will have played

She will have been playing

If you know word meaning. = (ইফ ইউ নোও ওয়ার্ড মিইনিং) = যদি তুমি শব্দার্থ জান।

Now I want to say. = (নাউ আই ওয়ান্ট টু ছে) = এখন আমি বলতে চাই।

If you read this app with significant. = (ইফ ইউ রিড দিস অ্যাপ উইথ ছিগনিফিকেন্ট) = যদি তুমি এই অ্যাপটি গুরুত্ব সহকারে পড়।

You will be able to talk in English Insha'Allah. = (ইউ উইল বি এইবল টু টক ইন ইংলিশ ইনশাআল্লাহ) = তুমি ইংরেজীতে কথাবলতে সক্ষম হবে ইনশা আল্লাহ।

I promise it = (আই প্রমিজ ইট) = আমি এটার প্রতিশ্রুতি দিলাম।

I will try to bring another new English app in play store. = (আই ইউল ট্রাই টু ব্রিং এনাদার নিউ ইংলিশ অ্যাপ ইন প্লে স্টোর) = আমি প্লে ষ্টোরে আরো নতুন নতুন ইংলিশ অ্যাপ দেওয়ার চেষ্টা করব (যাতে আপনারা আরো ভালো ইংলিশ বলতে পারেন ।

Or it bring new with update. = (অর ইট ব্রিং নিউ উইথ আপডেট) = অথবা এটাই নতুন করে আপডেট দেওয়া হবে।

Pray for me. = (প্রে ফর মি) = আমার জন্য দোয়া করবেন।

Thank you for staying with this app. = (থ্যাংক ইউ ফর স্টেয়িং উইথ দিস অ্যাপ) = এই অ্যাপ এর সাথে থাকার জন্য ধন্যবাদ।

Allah Hafeez = (আল্লাহ হাফেজ) = আল্লাহ্‌ হাফেজ।

একটি কথা মনেরাখবেন ,যতবেশি শব্দার্থ শিখতে পারবেন ততবেশি ইংরেজিতে কথা বলতে পারবেন। তাই আপনাদের সুবিধার্থে অ্যাপসটির শেষের দিকে কিছু প্রয়োজনীয় শব্দের অর্থ (Vocabulary) দিয়ে দিলাম, সেখন থেকে সহজ শব্দগুলোই শিখুন, যেগুলো আপনি কথা বলার সময় ব্যবহার করতে পারবেন। আল্লাহ্‌ হাফেজ।
সহজে ইংরেজি শেখা @SohojEnglishLearn
7 months ago
#২৮তম ক্লাস

ইংরেজিতে কথা বলতে গেলে আপনাকে অনেক ইংরেজি বাক্য জানতে হবে। তবে এমন বাক্য শেখা উচিত যেগুলো আপনার প্রতিদিনের জীবনে কাজে লাগবে। মানে ইংরেজি বলার সময় কাজে লাগবে।

আজ আমি আপনাদের এমন কিছু বাক্য শেখাব যা ইংরেজিতে কথা বলার সময় কাজে লাগবে। আর এগুলো শেখা অত্যন্ত জরুরী। না হলে আপনি ইংরেজি ভালোভাবে বলতেই পারবেন না।

তো শুরু করা যাক আজকের ক্লাস (২৮ তম ক্লাস)

ইংরেজিতে প্রশ্ন করার সময় আমরা বেশির ভাগ সময় Do এবং Does ব্যাবহার করে থাকি।

তবে আপনাকে এটা মনে রাখতে হবে যে, এটা শুধু simple present tense এর ক্ষেত্রে ব্যাবহার করা হয়।যেমনঃ

You speak English. = ( ইউ স্পিক ইংলিশ) = তুমি ইংরেজিতে কথা বল।

Do you speak English? = (ডু ইউ স্পিক ইংলিশ?) = তুমি কি ইংরেজিতে কথা বলতে পার?

এখানে আমরা এটা শিখলাম যে,

Affirmative sentence কে Interrogative sentence করতে হলে শুধু মাত্র Do কে আগে বসানো হয়েছে।

যখন আমরা Do কে ব্যাবহার করব তখন আমাদের মনে রাখতে হবে যা বাক্যের Subject হবে I, You, We, They.

এবার চলুন প্রতিদিন কাজে লাগবে এমন কিছু বাক্য শিখা যাক-

Do you know the reason? = (ডু ইউ নোও দা রিজন?) = তুমি কি কারণটা জান?

Do you know her? = (ডু ইউ নোও হার?) = তুমি কি তাকে চেনো?

Do you know what he said? = (ডু ইউ নোও হোয়াট হি ছেইড?) = তুমি কি জানো সে কি বলেছিল?

Do you know where she is? = (ডু ইউ নোও হয়ার শি ইজ?) = জানো সে কোথায় আছে?

Do you know who he is? = (ডু ইউ নোও হো হি ইজ?) = তুমি কি জানো তিনি কে?

Do you know us? = (ডু ইউ নোও আছ?) = তুমি কি আমাদের চেনো?

Do you have any question? = (ডু ইউ হেভ এনি কুইসচেন?) = তোমার কি কোনো প্রশ্ন আছে?

Do you have a car? = (ডু ইউ হেভ এ কার?) = তোমার কি গাড়ি আছে?

Do you have a fever? = (ডু ইউ হেভ এ ফিভার?) = তোমার কি জ্বর আছে?

Do you think it's my fault? = (ডু ইউ থিঙ্ক ইট’স মাই ফল্ট?) = তুমি কি মনে কর এটি আমার দোষ?

Do you like cooking? = (ডু ইউ লাইক কুকিং?) = তুমি কি রান্না করতে পছন্দ কর?

Do you accept credit cards? = (ডু ইউ এক্সেপ্ট ক্রেডিট কার্ডস?) = আপনারা কি ক্রেডিট কার্ড গ্রহণ করেন?

Do you love me? = (ডু ইউ লাভ মি?) = তুমি কি আমাকে ভালোবাসো?

Do you like snow? = (ডু ইউ লাইক স্নো?) = তুমি কি তুষার পছন্দ কর?

Do you smoke? = (ডু ইউ স্মোক?) = তুমি কি ধুমপান কর?

Do you hear me? = (ডু ইউ হিয়ার মি?) = তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ?

Do you follow? = (ডু ইউ ফলোও?) = আপনি কি অনুসরণ করেন?

Do you want money? = (ডু ইউ ওয়ান্ট মানি?) = তুমি কি টাকা চাও?

Do as he tells you. = (ডু এ্যাস হি টেলস ইউ) = সে তোমাকে যা বলে তেমন কর।

Do it by yourself. = (ডু ইট বাই ইয়োরসেলফ) = এটি নিজেই কর।

Do what you like. = (ডু হোয়াট ইউ লাইক) = তোমার যা পছন্দ তা কর।

Do it when you have time. = (ডু ইট হোয়েন ইউ হেভ টাইম) = সময় পেলে এটি করো।

What do you have? = (হোয়াট ডু ইউ হেভ?) = তোমার কী আছে?

What do you need? = (হোয়াট ডু ইউ নীড?) = তোমার কী দরকার?

What do you do on Sunday? = (হোয়াট ডু ইউ ডু অন সানডে?) = তুমি রবিবার কি করো?

What do you want? = (হোয়াট ডু ইউ ওয়ান্ট?) = তুমি কি চাও?

What will you do on Friday? = (হোয়াট উইল ইউ ডু অন ফ্রাইডে?) = শুক্রবার তুমি কি করবে?

What are you trying to do? = (হোয়াট আর ইউ ট্রাইং টু ডু?) = তুমি কি করতে চাচ্ছো?

What time do you go to bed? = (হোয়াট টাইম ডু ইউ গো টু বেড?) = তুমি কখন ঘুমাতে যাও?

Why do you lie? = (হোয়াই ডু ইউ লাই?) = তুমি মিথ্যা বলো কেন?

Why do you ask? = (হোয়াই ডু ইউ আস্ক?) = কেন জিজ্ঞাসা করছ?

How long do I have to wait? = (হাউ লং ডু আই হেভ টু ওয়েট?) = আমাকে কতক্ষন অপেক্ষা করতে হবে?

When do you usually get up? = (হোয়েন ডু ইউ উইজোয়ালি গেট আপ?) = তুমি সাধারনত কখন ঘুম থেকে উঠ?

I will never do it again. = ( আই উইল নেভার ডু ইট এগেইন) = আমি এটা আর কখনও করব না।

I have a lot of work to do. = ( আই হেভ এ লট অব ওয়ার্ক ডু টু) = আমার অনেক কাজ করার আছে।

I know what to do. = ( আই নোও হোয়াট টু ডু) = আমি জানি কি করতে হবে।

I'll do it. = (আই’ল ডু ইট) = আমি এটা করব।

I'll do my best. = (আই’ল ডু মাই বেস্ট) = আমি আমার সাধ্যমত চেষ্টা করবো।

Tell me what to do. = ( টেল মি হোয়াট টু ডু) = আমাকে কি করতে হবে বল।

Please do that again. = ( প্লিজ ডু দ্যাট এগেইন) = দয়া করে আবার এটি কর।

We have a lot to do. = (উই হেভ এ লট টু ডু) = আমাদের অনেক কিছু করার আছে।

Would you do me a favor? = ( উড ইউ ডু মি এ ফেইবার?) = তুমি কি আমার একটি উপকার করবে?

May I do it right now? = (মে আই ডু ইট রাইট নাউ?) = আমি কি এখনই এটি করতে পারি?

He can do this work alone. = (হি ক্যান ডু দিস ওয়ার্ক এলন) = সে এই কাজটি একা করতে পারে।

Does ব্যবহার করে (simple present tense)

যখন আমরা Does ব্যাবহার করব তখন আমাদের মনে রাখতে হবে যা বাক্যের Subject হবে He, She, It (Their Person singular Number).

She speaks English. = (শি স্পিক ইংলিশ) = সে ইংরেজি বলে।

Does she speak English? = (ডাজ শি স্পিক ইংলিশ?) = সে কি ইংরেজী বলতে পারে?

Affirmative sentence এর ক্ষেত্রে মেইন Verb এর শেষে s, es, ies থাকে কিন্তু Interrogative sentence তৈরি করব তখন Verb এর শেষে s, es, ies থাকবে না। কারণ আমরা Does ব্যাবহার করেছি।

এবার চলুন প্রতিদিন কাজে লাগবে এমন কিছু বাক্য শিখা যাক-

Does he speak English? = (ডাজ হি স্পিক ইংলিশ?) = সে কি ইংরেজী বলে?

Does he live here? = (ডাজ হি লিভ হেয়ার?) = সে কি এখানে থাকে?

Does she know you? = (ডাজ শি নোও ইউ?) = সেকি তোমাকে চেনে?

What does your father do? = (হোয়াট ডাজ ইয়োর ফাদার ডু?) = তোমার বাবা কি করেন?

What does it mean? = (হোয়াট ডাজ ইট মিন?) = এর মানে কী?

How does he go to school? = (হাউ ডাজ হি গো টু স্কুল?) = সে কীভাবে স্কুলে যায়?

When does it begin? = (হোয়েন ডাজ ইট বিগিন?) = এটি কখন শুরু হয়?

Do এবং Does ব্যাবহার করে কিছু বাক্য শেখানোর চেষ্টা করলাম, আশা করছি এই বাক্য গুলো আপনাকে আবশ্যই সাহায্য করবে। এই বাক্যগুলো ভালোকরে শিখে রাখুন। এই বাক্যগুলো জানা থাকলে আপনি নিজে নিজেই এই ধরনের অনেক বাক্য বানাতে পারবেন। আর বাক্য বানাতে পারলে আপনি খুব সহজেই এবং সাবলিল ভাবে ইংরেজি বলতে পারবেন।
সহজে ইংরেজি শেখা @SohojEnglishLearn
7 months ago
#২৬তম ক্লাস

ইংরেজির ক্ষেত্রে আপনি যে লেখকের লেখা পছন্দ করেন, তাঁকে অনুসরণ করে লেখালেখির চর্চা করুন। সেই লেখকের ভাবনাকে অনুধাবন করার চেষ্টা করুন। যতক্ষণ নিজের লেখাটা মনঃপূত না হচ্ছে, ততক্ষণ চর্চা চালিয়ে যান।

কোনো কিছু লেখার আগে কী লিখবেন, তার একটি মানচিত্র মাথায় সাজিয়ে নিন। সেইভাবে ভাগ ভাগ করে নির্দিষ্ট সময়ের মধ্যে লেখার অভ্যাস রপ্ত করুন।

তো শুরু করা যাক আজকের ক্লাস (২৬ তম ক্লাস)

What for? = (হোয়াট ফর?) = কিসের জন্য?
What's up? = (হোয়াট'স আপ?) = কী অবস্থা?
What a day! = (হোয়াট এ ডে!) = কী একটা দিন গেলো!
What is it? = (হোয়াট ইজ ইট?) = কী হয়েছে?

এই বাক্যটা আমরা বেশি ব্যবহার করে থাকি। বাক্যটা হলো -

What's new? = (হোয়াট'স নিউ?) = এর মানে হচ্ছে - দিনকাল কেমন যাচ্ছে বা নতুন কী কী হচ্ছে তোমার জীবনে?

এই বাক্যটা একটু অন্য রকম তবে এর ভাবটা সুন্দর। বাক্যটা হলো -

drag = টেনে নেওয়া / টানাটানি করা
What a drag. = (হোয়াট এ ড্রাগ) = এর মানে হচ্ছে - অহ!! বেশি লম্বা বা বেশি ঘুরানো পেচানো হয়েছে ব্যপারটা ।
What a loss. = (হোয়াট এ লস) = অনেক মুল্যবান কিছু হারানো গিয়েছে।
mess = (ম্যাস) = অগোছালো
What a mess. = (হোয়াট এ ম্যাস) = কী অগোছালো অবস্থা।

অনেক সময় এমন হয় যে আমরা খুব অগোছালো কোনো রুমে ঢুকে পরলাম, দেখলাম যে সব কিছু খুবই অগোছালো । এরকম পরিস্তিতিতে বা situation এরপরে আপনি কিন্তু সহজেই বলতে পারেন - What a mess.

এই বাক্যটাও আমরা অনেক ঘনঘন ব্যবহার করি। বাক্যটা হলো -
What a pain. = (হোয়াট এ পেইন) = কী কস্তকর/বিরক্তিকর কিছু।

খুবই বিরক্তিকর একটা পরিস্তিতির মধ্য থেকে বের হয়ে এসেছেন । এই ধরণের situation এরপর কিন্তু আপনি সহজেই বলতে পারেন - What a pain.

দূরে কিছু একটা রাখা থাকলে আপনি বলবেন -
What is that? = (হোয়াট ইজ দ্যাট?) = ওটা কী?

আবার যদি জিনিসটা কাছে রাখা থাকে তাহলে আপনি বলবেন -
What is this? = (হোয়াট ইজ দিস?) = এটা কী?
What are you reading? = (হোয়াট আর ইউ রিডিং?) = আপনি কী পড়ছেন?

মনে করেন আপনার সামনে কেউ একজন বই পড়ছে আর আপনি খুবই আগ্রহী জানার জন্য যে সে কি পড়ছে বা বইটা কিসের উপর। আপনি জিজ্ঞেস করতে পারেন - What are you reading?
What happened? = (হোয়াট হ্যাপেন্ড?) = কী হয়েছে?

আপনি হইতো দেখলেন আপনার একটা বন্ধু খুবই ব্যস্ত হয়ে আপনার সামনে আসলো বা খুবই চিন্তিত বা অস্থির ভাব নিয়ে আসলো এবং আপনি তাকে জিজ্ঞেস করতে চান তার কী হয়েছে । তখন আপনি জিজ্ঞেস করতে পারেন - What happened?
What a big cat. = (হোয়াট এ বিগ ক্যাট) = কত বড় একটা বিড়াল।

খেয়াল করে দেখবেন এখানে কিন্তু বিড়াল এর জায়গায় আপনি যে কোনো কিছু বসাতে পারেন । এমন হতে পারে যে আপনার সামনে বিরাট একটা টেবিল আছে তখন আপনি বলবেন - What a big table.

আবার ধরেন আপনার সামনে বিরাট একটা ব্যাগ আছে তখন আপনি বলবেন - What a big bag. সুতরাং বিড়াল এর জায়গায় আপনি যে কোনো কিছু বসাতে পারেন এক্ষেত্রে বাক্যের অর্থ একই থাকছে এবং বাক্যটা কিন্তু আজকের ক্লাস অনুযায়ী What দিয়েই শুরু হচ্ছে।
What did he say? = (হোয়াট ডিড হি ছে?) = সে কী বলছে?

এমন যেকোনো situation যেখানে আপনি জানতে চাচ্ছেন অন্য একজন ব্যক্তি কি বলেছে তখনি আপনি প্রশ্নটা করতে পারেন।

মনে করেন আপনি কাউকে জিজ্ঞেস করতে চান যে সে কি কিনেছে তাহলে বলবেন-
What did you buy? = (হোয়াট ডিড ইউ বাই?) = তুমি কী কিনেছো?

এরপরে এর কাছাকাছি একটা situation হলো কেউ একজনের কি লাগছে সেটা নিয়ে আপনি তাকে জিজ্ঞেস করতে চান । তখন আপনি বলতে পারেন -
What do you need? = (হোয়াট ডু ইউ নীড?) = আপনার কী দরকার?

এর কাছাকাছি কিন্তু আর একটা প্রশ্ন আছে যেই প্রশ্নটার অর্থ মোটামোটি একই। প্রশ্নটা হলো –
What do you want? = (হোয়াট ডু ইউ ওয়ান্ট?) = আপনি কী চাচ্ছেন? / তুমি কী চাচ্ছো?

What do you need? হচ্ছে হলো জিনিসটা আমদের প্রয়োজন, জিনিসটা আমাদের লাগবেই আর What do you want? এখানে আমাদের জিনিসটা হইতো প্রয়োজন নেই তারপরও আমরা চাই ।

মনে করেন আপনি কাউকে জিজ্ঞেস করতে চাচ্ছেন তার কাছে কি আছে ।
What do you have? = (হোয়াট ডু ইউ হেভ?) = আপনার কাছে কী আছে? /তোমার কাছে কী আছে?

এরপরে মনে করেন আপনি কাউকে জিজ্ঞেস করতে চাচ্ছেন কী হচ্ছে।
What is going on? = (হোয়াট ইজ গোয়িং অন?) = কী হচ্ছে?

মনে করেন আপনি কাউকে জিজ্ঞেস করতে চান যে তাদের নাম কী? যেভাবে জিজ্ঞেস করতে পারেন –
What is your name? = (হোয়াট ইজ ইয়োর নেইম?) = আপনার নাম কী? / তোমার নাম কী?

এরপর মনে করেন আপনার কেউ ঘুমাচ্ছিলো , হঠাৎ করে জেগে উঠলো আপনি তাদের জিজ্ঞেস করতে চান হঠাৎ করে কেনো ঘুম থেকে এভাবে উঠে গেলো । এটা আপনি কীভাবে জিজ্ঞেস করতে পারেন?
What woke you up? = (হোয়াট ওয়ক ইউ আপ?) = আপনি কিসের জন্য ঘুম থেকে উঠে গেলেন?

মনে করেন আপনি জানতে চাচ্ছেন একজন ব্যক্তি কী ধরণের কাজ করে বা তার কাজ কী বা পেশা কী । কীভাবে জিজ্ঞেস করতে পারেন?
What work does he do? = (হোয়াট ওয়ার্ক ডাজ হি ডু?) = সে কী কাজ করে ?

মনে করেন আপনি কাউকে জিজ্ঞেস করতে চান সে কী করছে? কীভাবে জিজ্ঞেস করবেন?
What are you doing? = (হোয়াট আর ইউ ডুয়িং?) = তুমি কী করছো?

এরপর মনে করেন আপনার বন্ধু আপনার সামনে মজাদার কিছু একটা খাচ্ছে। কীভাবে তাকে জিজ্ঞেস করবেন যে সে কী খাচ্ছে?
What are you eating? = (হোয়াট আর ইউ ইটিং?) = তুমি কী খাচ্ছো?

মনে করেন আপনার একটা গ্রুপ প্রেজেন্টেশন দেওয়ার কথা এবং হঠাৎ করে আপনার সব বন্ধুরা বলল তারা আজকে প্রেজেন্টেশন দিবে না বা আপনার খুবই একজন গুরুত্বপূর্ণ একজন বলল যে সে আজ কোনো কাজ করবে না তখন যদি আপনি বলতে চান , এখন আমি কী করবো ? কীভাবে বলতে পারেন ?
What am I going to do now? = (হোয়াট এ্যাম আই গোয়িং টু ডু নাউ?) = এখন আমি কী করবো?

শেষে আমরা যে প্রশ্নটা শিখবো সেটা হলো খুবই সহজ। মনে করেন, আপনি খুব কঠিন একটা পরিস্তিতিতে আছেন এবং আপনি কারো থেকে পরামর্শ চাচ্ছেন যে আপনার এখন কি করা উচিত । আপনি কি বলতে পারেন ?
What do you suggest? = (হোয়াট ডু ইউ সাজেস্ট?) = আপনি আমাকে কী পরামর্শ দিবেন?
সহজে ইংরেজি শেখা @SohojEnglishLearn
7 months ago (E)
#৬ষ্ঠ ক্লাস

৬ষ্ঠ ক্লাস, মোট ৩০ টি ক্লাস আছে। আজ আমরা ৬ষ্ঠ ক্লাসটি শুরু করবো। অলসতা না করে করে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি ক্লাসই খুব ভালোভাবে মনযোগ সহকারে করবেন ভয় পাবেননা ক্লাস গুলো খুবই সহজ।

তাছাড়া বাংলা উচ্চারণ দেওয়া আছে যাতে আপনাদের বুঝতে আরো সহজ হয় তবে একটি কথা যারা ইংরেজিতে দুর্বল বা কথা বলতে পারেননা তাদের জন্য সর্বাধিক উপকারী এই অ্যাপটি আর যারা ইংরেজি জানেন কিন্তু কথা বলতে পারেন না তাদের জন্য ও অধিক উপকারি হবে ইনশাআল্লাহ্।

আপনার হয়তো ইংরেজিতে দক্ষ হতে অন্যদের চেয়ে একটু বেশিই সময় লাগছে। হতাশ হবেন না। ভেঙে পড়বেন না। সবার শেখার পদ্ধতি এবং সময়সীমা এক নয়। লেগে থাকলে আপনি পারবেনই। এটাই নিয়ম।

তো শুরু করা যাক আজকের ক্লাস (৬ষ্ঠ ক্লাস)

myself = (মাইসেলফ) = আমাকে / আমি স্বয়ং
Let me do it myself. = (লেট মি ডু ইট মাইসেলফ) = আমাকে একাই করতে দাও।

stand = (স্ট্যান্ড) = দাঁড়াও
wrong = (রং) = ভুল
ground = (গ্রাউন্ড) = ভিত্তি / স্থান
You stand on the wrong ground. = (ইউ স্ট্যান্ড অন দা রং গ্রাউন্ড) = তুমি ভুল করছো। (বুঝানো হচ্ছে)

wonder = (ওয়ান্ডার) = বিস্ময়
It's a wonder for me. = (ইট'স এ ওয়ান্ডার ফর মি) = এটা আমার জন্য একটা বিস্ময়।

so far = (সো ফার) = এ পর্যন্ত
So far so good. = (সো ফার সো গুড) = এ পর্যন্ত ভালই চলছে ।

faith = (ফেইথ) = বিশ্বাস
Keep faith on me. = (কিপ ফেইথ অন মি) = আমার ওপর বিশ্বাস রাখো।

paid no heed = (পেইড নো হিড) = কর্ণপাত না করা
You paid no heed to my words. = (ইউ পেইড নো হিড টু মাই ওয়ার্ডস) = তুমি আমার কথায় কর্ণপাত করনি।

repent = (রিপেন্ট) = অনুশোচনা করা
I repent what I have done. = (আই রিপেন্ট হোয়াট আই হেভ ডান) = যা করেছি তার জন্য আমি অনুশোচনা করি।

terrific = (টেরিফিক) = ভয়ানক / অপরিসীম / প্রচণ্ড
blow = (ব্লোও) = ঘা / আঘাত
What a terrific blow on him. = (হোয়াট এ টেরিফিক ব্লোও অন হিম) = তার উপর কি ভয়ানক আঘাত!

move = (মুভ) = সরান / সরে / অপসারণ
aside = ( এ্যাসাইড ) = এক পাশে
Move aside. = (মুভ এ্যাসাইড) = এক পাশে সরে দাঁড়াও।

a word. = (এ ওয়ার্ড) = একটা কথাও
Don't say a word. = (ডন'ট ছে এ ওয়ার্ড) = একটা কথাও বলবে না।

babble = (বাবল) = বকবক
Let him babble. = (লেট হিম বাবল) = তাকে বকবক করতে দাও।

It was not a girl's number. = (ইট ওয়াজ নট এ গার্ল'স নাম্বার) = এটা কোন মহিলার নাম্বার ছিলনা।

This is my friend. = (দিস ইজ মাই ফ্রেন্ড) = এটা আমার বন্ধু।

answer = (আনসার) = উত্তর
Tell me an answer. = (টেল মি এন আনসার) = আমায় একটা উত্তর দাও।

beauty = (বিউটি) = সুন্দর
Are I am not beauty? = (আর আই এ্যাম নট বিউটি?) = আমি কি সুন্দর নই?

definitely = (ডেফেনেটলি) = নিঃসন্দেহে
cute = (কিউট) = মিষ্টি
Definitely you are a beauty and cute girl. = (ডেফেনেটলি ইউ আর এ বিউটি এন্ড কিউট গার্ল) = নিঃসন্দেহে তুমি সুন্দর ও মিষ্টি একটি মেয়ে।

sleep = (স্লিপ) = শুয়েপরা/ঘুমানো
Get up from sleep. = (গেট আপ ফ্রম স্লিপ) = ঘুম থেকে উঠা।
When you will get up from sleep? = (হোয়েন ইউ উইল গেট আপ ফ্রম স্লিপ?) = তুমি কখন ঘুম থেকে উঠবে?

8 O'clock = (এইট ওক্লক) = আট টা বাজে।
think = (থিঙ্ক) = চিন্তাকরা/ভাবা
thinking = (থিংকিং) = ভাবতেছে/চিন্তাকরতেছে
What are you thinking. = (হোয়াট আর ইউ থিংকিং?) = তুমি কি ভাবতেছ?

Nothing but also something... = (নাথিং বাট অলসো সামথিং...) = কিছু না আবার কিছু ...

more = (মোর) = আরো
more work = (মোর ওয়ার্ক) = আরো কাজ
I have more work. = (আই হেভ মোর ওয়ার্ক) = আমার আরো কাজ আছে।

tomorrow = (টুমোরো) = আগামী কাল।
Sorry! I have more work tomorrow. = (সরি! আই হেভ মোর ওয়ার্ক টুমোরো) = দুঃখিত! কালকে আমার আরো কিছু কাজ আছে।

total = (টোটাল) = পুরো /সম্পূর্ণ
total free = (টোটাল ফ্রি) = সম্পূর্ণ অবসর
I am total free tomorrow! = (আই এ্যাম টোটাল ফ্রি টুমোরো!) = কালকে আমি পুরাপুরি অবসর।

help = (হেল্প) = সাহায্য করা।
I will help you = (আই উইল হেল্প ইউ) = আমি তোমায় সাহায্য করবো।

thanks = (থ্যাংকস) = ধন্যবাদ
No thanks. = (নো থ্যাংকস) = না ধন্যবাদ
need = (নীড) = দরকার
I don't need any help. = (আই ডন'ট নীড এনি হেল্প) = আমার কোনো সাহায্যের দরকার নেই।

just = (জাস্ট) = শুধু
Because it's just for me. = (বিকৌজ ইট'স জাস্ট ফর মি) = কারন এটা শুধু আমার জন্য।
I understand it. = (আই আন্ডারস্ট্যান্ড ইট) = আমি এটা বুঝতে পারছি।

matter = (ম্যাটার) = ব্যাপার
top secret = (টপ সিক্রেট) = অতি গোপনীয়
It's top secret matter. = (ইট'স টপ সিক্রেট ম্যাটার) = এটা অতি গোপনীয় ব্যাপার।

dangerous = (ডেনজারাস) = বিপজ্জনক
easily = (ইজিলি) = সহজে
recently = (রিসেন্টলি) = সাম্প্রতি/বর্তমানে
till now = (টিল নাউ) = এখন পর্যন্ত
Overlooked = (ওভারলুকড) = পরিদর্শন বা দেখাশোনা করা।
previous = (প্রিভিয়াস) = আগের /পূর্বের
previous address = (প্রিভিয়াস এড্রেস) = আগের ঠিকানা।
sufficient = (সাফিসিয়েন্ট) = পর্যাপ্ত পরিমান
insufficient = (ইনসাফিসিয়েন্ট) = অপর্যাপ্ত
increase = (ইনক্রিজ) = বৃদ্ধি পাওয়া
It's increasing day by day. = (ইট'স ইনক্রিজিং ডে বাই ডে) = এটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

It's very unnecessary. = (ইট'স ভেরি আন নেছেসারি ) = এটা খোবই অদরকারি। / যার কোন দরকার নাই।

You will be happy with me. = (ইউ উইল বি হ্যাপি উইথ মি) = তুমি আমার সাথে সুখি হবে।

marry =(মেরি)= বিয়ে
Will you marry me. = (উইল ইউ মেরি মি?) = তুমি কি আমাকে বিয়ে করবে?

Will you help me. = (উইল ইউ হেল্প মি?) = তুমি কি আমাকে সাহায্য করবে?

Letter = (লেটার) = পরে
I will help you letter. = (আই উইল হেল্প ইউ লেটার) = আমি তোমাকে পরে সাহায্য করবো ।

girlfriend = (গার্লফ্রেন্ড) = প্রেমিকা
Will you be my girlfriend. = (উইল ইউ বি মাই গার্লফ্রেন্ড?) = তুমি কি আমার প্রেমিকা হবে?

boyfriend = (বয়ফ্রেন্ড) = প্রেমিক
I have a boyfriend. = (আই হেভ এ বয়ফ্রেন্ড) = আমার একজন প্রেমিক আছে।

She has boyfriend. = (শি হ্যাস বয়ফ্রেন্ড) = তার প্রেমিক আছে ।

I will coming soon. = (আই উইল কামিং সুন) = আমি দ্রুত আসবো।
I will go. = (আউ উইল গো) = আমি যাব।
I am coming soon. = (আই এ্যাম কামিং সুন) = আমি দ্রুত আসছি।

try = (ট্রাই) = চেষ্টাকরা।
I will try. = (আই উইল ট্রাই) = আমি চেষ্টা করবো।
I will try to come. = (আই উইল ট্রাই টু কাম) = আমি আসার চেষ্টা করবো।
সহজে ইংরেজি শেখা @SohojEnglishLearn
7 months ago
#৫ম ক্লাস

আপনাদের সুবিধার্থে অ্যাপসটির শেষের দিকে কিছু প্রয়োজনীয় শব্দের অর্থ (Vocabulary) দিয়ে দিলাম, সেখান থেকে সহজ শব্দগুলোই শিখুন, যেগুলো আপনি কথা বলার সময় ব্যবহার করতে পারবেন। ভুল করার ভয় করবেন না, মানুষ হয়ে যখন জন্মেছেন, ভুল আপনার হবেই। কিন্তু সেই ভুলের ভয় করে হাত পা গুঁটিয়ে বসেও থাকা যাবে না।

ইংরেজিতে কথা বলতে গিয়ে, লিখতে গিয়ে আপনি যত বেশি ভুল করবেন, তত দ্রুতই শিখতে পারবেন। ধীরে ধীরে ভুলের মাত্রা আপনা আপনিই কমে আসবে। আপনি নিজেই পার্থক্য বুঝতে পারবেন।

তো শুরু করা যাক আজকের ক্লাস (৫ম ক্লাস)

went = (ওয়েন্ট) = গিয়েছিলাম
friend = (ফ্রেন্ড) = বন্ধু
I went to my friend = (আই ওয়েন্ট টু মাই ফ্রেন্ড) = আমি আমার বন্ধুর কাছে গিয়েছিলাম।

meet = (মীট) = সাক্ষাৎ/দেখা
him = (হিম) = তার
To meet with him = (টু মীট ইউথ হিম) = তার সাথে দেখা করতে।

important = (ইম্পরট্যান্ট) = গুরুত্বপূর্ণ
It was important = (ইট ওয়াছ ইম্পরট্যান্ট) = এটা গুরুত্বপূর্ণ ছিল।

just = (জাস্ট) = শুধু/মাত্র
only = (অনলি) = মাত্র
Just not only important, it was very important = জাস্ট নট অনলি ইম্পরট্যান্ট, ইট ওয়াছ ভেরি ইম্পরট্যান্ট) = শুধু গুরুত্বপূর্ণ নয়, এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল।

confusion = (কনফিউশন) = দ্বিধাদ্বন্দ্ব
I was in confusion = (আই ওয়াছ ইন কনফিউশন) = আমি দ্বিধাদ্বন্দ্বে ছিলাম

diner = (ডিনার) = রাতের খাবার
Have you diner? = (হেভ ইউ ডিনার?) = তুমিকি রাতের খাবার খেয়েছ?

Yeah dad = (ইয়াহ ডেড) = হ্যা বাবা।
Ok, now you can go = (ওকে নাউ ইউ ক্যান গো।) = ঠিক আছে, তুমি এখন যেতে পার।

sleep = (স্লিপ) = শুয়ে পরা/ঘুমানো
Let's sleep = (লেট'স স্লিপ) = চল শুয়ে পরি।
Where is my mobile? = (হয়ার ইজ মাই মোবাইল?) = আমার মোবাইল কোথায়?

This is here. = (দিছ ইজ হেয়ার) = এটা এখানে
take = (টেক) = লওয়া
Take your mobile = (টেক ইয়োর মোবাইল) = লও তোমার মোবাইল।

someone = (সামওয়ান) = কেউ একজন।/কোন একজন
Someone who called you? = (সামওয়ান হো কল্ড ইউ?) = কে যেন তোমায় ফোন দিয়েছিল।

ex = (এক্স) = সাবেক
girl = (গার্ল) = মেয়ে
friend = (ফ্রেন্ড) = বন্ধু
girl friend = (গার্ল ফ্রেন্ড) = মেয়ে বন্ধু /প্রেমিকা
O I see, she was my ex girl friend = (ও আই ছি শি ওয়াছ মাই এক্স গার্ল ফ্রেন্ড) = ও আমি দেখতে পাচ্ছি । সে আমার সাবেক মেয়ে বন্ধু (প্রেমিকা) ছিল।

I am call back her = (আই এ্যাম কল বেক হার) = আমি তাকে ফেরৎ কল করতেছি।

Give your mobile = (গিভ ইয়োর মোবাইল) = তোমার মোবাইল দাও।

necessary = (নেছেসারি) = প্রয়োজন/দরকারি
It is not necessary for you? = (ইট ইজ নট নেছেসারি ফর ইউ?) = তোমার এটার কোন প্রয়োজন নেই।

Are you know that what is necessary or what is not? = (আর ইউ নোও দ্যাট হোয়াট ইজ নেছেসারি অর হোয়াট ইজ নট?) = তুমি কি জান যে, কোনটা দরকার আর কোনটা দরকার নয়?

I know well = (আই নোও উয়েল) = আমি ভালভাবেই জানি।
unnecessary = (আননেছেসারি) = অদরকারী।
It's very unnecessary = (ইট’স ভেরি আননেছেসারি) = এটি খুবই অদরকারী।

angry = (আংরি) = রাগ
Don't be angry = (ডন’ট বি আংরি) = রাগ করোনা।
fun = (ফান) = মজা করা
It was just fun = (ইট ওয়াছ জাস্ট ফান) = এটা আমি মজা করছিলাম।

drama = (ড্রামা) = নাটক
series = (সিরিজ) = সিরিয়াল
Drama series = (ড্রামা সিরিজ) = নাট্য সিরিয়াল
perfect = (পারফেক্ট) = সঠিক
Give me some perfect solution. = (গিভ মি ছাম পারফেক্ট সলুশন) = আমাকে সঠিক কিছু সমাধান দাও।

Guess = (গেইজ) = অনুমান/ধারণা
Guess what = (গেইজ হোয়াট) = বলতো কি
bought = (বওট) = কিনেছি
Guess what I bought for you? = (গেইজ হোয়াট আই বওট ফর ইউ) = বলতো আমি কি কিনেছি তোমার জন্য?

Can you guess what I'm going to tell you now? = (ক্যান ইউ গেইজ হোয়াট আই’ম গোয়িং টু টেল ইউ নাউ) = ভাবতে পারো এখন আমি তোমাকে কি বলতে যাচ্ছি?

Watch that. = (ওয়াচ দ্যাট) = দেখ
Watch out. = (ওয়াচ আউট) = সাবধান / সতর্ক থেকো
going on = (গোয়িং অন) = হচ্ছে / চলছে
What's going on? = (হোয়াট’স গোয়িং অন) = কি হচ্ছে / কি চলছে ?

What's going on here? = (হোয়াট’স গোয়িং অন হেয়ার?) = এখানে কি হচ্ছে?

Be off = (বি অফ) = বিদায় হও
Be off now. = (বি অফ নাউ) = এখন বিদায় হও।

Stay here. = (স্টে হেয়ার) = এখানে দাঁড়াও।
gotta = (গোটা) = হবে
gotta go = যেতে হবে
I gotta go home now. = (আই গোটা গো হোম নাও) = আমাকে বাড়িতে যেতে হবে এখন।

Keep quiet. = (কিপ কুয়াইট) = চুপ করো / শান্ত থাকো।
misinterpreted = (মিসইন্টারপ্রিটেড) = ভুল ব্যাখ্যা করা
You misinterpreted my words. = (ইউ মিসইন্টারপ্রিটেড মাই ওয়ার্ডস) = তুমি আমার কথার ভুল ব্যাখ্যা করেছো।

moment = (মোমেন্ট) = মুহূর্ত
One moment please. = (ওয়ান মোমেন্ট প্লিজ) = দয়া করে এক মুহূর্ত দাঁড়াও।

a hand = (এ হ্যান্ড) = সাহায্য করা
Give me a hand. = (গিভ মি এ হ্যান্ড) = আমাকে একটু সাহায্য করো।

personally = (পারসোনালি) = ব্যক্তিগতভাবে
come here = (কাম হেয়ার) = এখানে আস
enough = (এনাফ) = যথেষ্ট
energy = (এনার্জি) = শক্তি
compare = (কম্পেয়ার) = তুলনা করা
commitment = (কমিটমেন্ট) = প্রতিশ্রুতি/অঙ্গিকার
qualification = (কোয়ালিফিকেশন) = যোগ্যতা
go there = (গো দেয়ার) = সেখানে যাও
listen = (লিসেন) = কথা শোনা
stop = (স্টপ) = থেমে যাওয়া/বন্ধকরা
crime = (ক্রাইম) = অপরাধ
catch it = (কেচ ইট) = এটা ধর
keep it = (কিপ ইট) = এটা রাখ
সহজে ইংরেজি শেখা @SohojEnglishLearn
7 months ago
#১ম ক্লাস

মোট ৩০ টি ক্লাস আছে। আজ আমরা ১ম ক্লাসটি শুরু করবো। অলসতা না করে করে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি ক্লাসই খুব ভালোভাবে মনযোগ সহকারে করবেন ভয় পাবেননা ক্লাস গুলো খুবই সহজ।

তাছাড়া বাংলা অর্থ ও উচ্চারণ দেওয়া আছে যাতে আপনাদের বুঝতে আরো সহজ হয় তবে একটি কথা যারা ইংরেজিতে দুর্বল বা কথা বলতে পারেননা তাদের জন্য সর্বাধিক উপকারী এই অ্যাপটি আর যারা ইংরেজি জানেন কিন্তু কথা বলতে পারেন না তাদের জন্য ও অধিক উপকারি হবে ইনশাআল্লাহ্।

আপনি ইংরেজিতে কথা বলার আগে যত বেশি চিন্তা করবেন, ততই আপনি নার্ভাসনেসে ভুগতে শুরু করবেন। এতকিছু চিন্তা না করে বলা শুরু করুন। প্রথম প্রথম খুব বেশি পারছেন না? চিন্তার কোন কারণ নেই। ধীরে ধীরে সময় বাড়ান। আজকে ২ মিনিট, কালকে ৫ মিনিট। তারপর ১০ মিনিট, ১৫ মিনিট করে বলার অনুশীলন করুন। নিজেও বুঝবেন না, কীভাবে আপনি ইংরেজিতে সাচ্ছন্দে কথা বলতে শিখে গেছেন।

তো শুরু করা যাক আজকের ক্লাস (১ম ক্লাস)

let's = (লেট'স)= চলো
start = (স্টার্ট)= শুরু করা
with = (উইথ) = সাথে
english = (ইংলিশ) = ইংরেজী
Let's start with english! = (লেট'স স্টার্ট উইথ ইংলিশ) = চলো ইংরেজীতে শুরু করি!

I = (আই) = আমি
like = (লাইক) = পছন্দ করা
I like = (আই লাইক) = আমি পছন্দ করি।
you = (ইউ) = তুমি
I like you = (আই লাইক ইউ) = আমি তোমাকে পছন্দ করি।

your = (ইয়োর) = তোমার
smile = (স্মাইল) = হাসি
I like your smile = (আই লাইক ইয়োর স্মাইল) = আমি তোমার হাসি পছন্দ করি।

how = (হাউ) = কেমন
are = (আর) = হয়কি? / আছে / হই এসব অর্থে ব্যবহার হয়।
How are you? = (হাউ আর ইউ?) = তুমি কেমন আছ?

fine = (ফাইন) = ভাল
Are you fine? = (আর ইউ ফাইন?) = তুমি ভাল আছ?

am = (এ্যাম) = আছো / হয় / হই এসব অর্থে ব্যবহার হয়।
I am fine = (আই এ্যাম ফাইন) = আম ভাল আছি।

and = (এ্যান্ড) = এবং
And you? = (এ্যান্ড ইউ) = এবং তুমি? (তার মানে আমি ভাল এবং তুমি কেমন আছ?)

also = (অলসো) = ও
I am also fine = (আই এ্যাম অলসো ফাইন) = আমিও ভাল আছি।

is = (ইজ) = হয়
not = (নট) = না
bad = (ব্যাড) = খারাপ
He is not bad = (হি ইজ নট ব্যাড) = সে খারাপ না।

bed = (বেড) = বিছানা (এখানে মনে রাখবেন bed-অর্থ বিছানা আর bad-অর্থ খারাপ এখানে বানান মনে রাখতে হবে)
this = (দিস) = ইহা
my = (মাই) = আমার
This is my bed = (দিস ইজ মাই বেড) = ইহা আমার বিছানা।

what = (হোয়াট) = কি?
do = (ডু) = করা
mean = (মিন) = মানে / অর্থ বুঝাতে
What do you mean? = (হোয়াট ডু ইউ মিন?) = তুমি কি বুঝাতে চাইছ?

have = (হেভ) = আছে
nothing = (নাথিং) = কিছুনা
to = (টু) = প্রতি
say = (ছে) = বলা
I have nothing to say = (আই হেভ নাথিং টু ছে) = আমার কিছু বলার নাই।

can = (ক্যান) = পারা
share = (শেয়ার) = অংশীদার
me = (মি) = আমাকে
about = (এবাউট) = সম্পর্কে / বিষয়ে
problem = (প্রবলেম) = সমস্যা
You can share with me about your problem = (ইউ ক্যান শেয়ার উইথ মি এবাউট ইয়োর প্রবলেম) = তুমি তোমার সমস্যার বিষয়ে আমাক বলতে পার।

I mean = (আই মিন) = আমি বুঝাতে চাই
I mean what is your problem? = (আই মিন হোয়াট ইজ ইয়োর প্রবলেম) = আমি বুঝাতে চাই তোমার সমস্যাটা কি?

listen = (লিসেন) = কথাশোনা
Listen to me = (লিসেন টু মি) = আমার কথা শোন।

please = (প্লিজ) = অনুগ্রহ / দয়া করে
Please listen = (প্লিজ লিসেন) = দয়া করে আমার কথা শোন।

thanks = (থ্যাংকস) = ধন্যবাদ
a lot = (এ লট) = অনেক
Thanks a lot = (থ্যাংকস এ লট) = অনেক ধন্যবাদ।

how = (হাউ) = কিভাবে
make = (মেইক) = বানানো
design = (ডিজাইন) = ডিজাইন / নকশা
How to make a design? = (হাউ টু মেইক এ ডিজাইন?) = কিভাবে একটি ডিজাইন বানাতে হয়?

home = (হোম) = বাড়ি
How to make a home? = (হাউ টু মেইক এ হোম?) = কিভাবে একটি বাড়ি বানাতে হয়?

এই বাক্যটি দিয়ে অনেক বাক্য বানাতে পারবেন

যেমনঃ-

কিভাবে গাড়ি বানাতে হয়? {car-কার-গাড়ি}।

কিভাবে মোবাইল বানাতে হয়? {mobile-মোবাইল}।

কিভাবে টাকা বানাতে হয়? {money-মানি-টাকা}।

কিভাবে জামা বানাতে হয়? {dress-ড্রেস-জামা}।

কিভাবে জুতা বানাতে হয়? {show-শু-জুতা}।

এভাবে অনেক কিছু শিখতে পারবেন শুধু চেষ্টা করতে থাকুন। শুধু এটাই নয় সবগুলো শব্দ ও বাক্য দিয়ে মিলিয়ে মিলিয়ে চেষ্টা করলেই ১০০% ভাল ফল পাওয়া যাবে)

can = (ক্যান) = পারা
Can I help you? = (ক্যান আই হেল্প ইউ?) = আমি কি আপনাকে সাহায্য করতে পারি?

how = (হাউ) = কেমন
help = (হেল্প) = সাহায্য
How can I help you? = (হাউ ক্যান আই হেল্প ইউ?) = আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

tell = (টেল) = বলা
problem = (প্রবলেম) = সমস্যা
Tell me, what's your problem = (টেল মি হোয়াট'স ইয়োর প্রবলেম?) = আমাকে বল, তোমার কি সমস্যা?

some = (ছাম) = কিছু
I have some problems = (আই হেভ ছাম প্রবলেমস) = আমার কিছু সমস্যা আছে।

will = (উইল) = করব / হব
call = (কল) = ডাকা / কল করা
I will call you = (আই উইল কল ইউ) =আমি তোমাকে কল করব অথবা ডাকব।

later = (লেইটার) = পরে
I will call you later = (আই উইল কল ইউ লেইটার) = আমি তোমাকে পরে ডাকব অথবা কল করব।

tomorrow = (টুমোরো) = আগামীকাল
I will call you tomorrow = (আই উইল কল ইউ টুমোরো) = আমি তোমাকে আগামীকাল কল করবো।

back = (ব্যাক) = পিছনে / পুনরায়
I will call you back = (আই উইল কল ইউ ব্যাক) = আমি তোমাকে পুনরায় কল করব।

go = (গো) = যাওয়া
leep = (স্লিপ)= শুতে / ঘুমোতে যাওয়া
I will go to sleep = (আই উইল গো টু স্লিপ) = আমি শুতে যাবো।

now = (নাউ) = এখন
I will go to sleep now = (আই উইল গো টু স্লিপ নাউ) = আমি এখন শুতে যাবো।

shop = (শপ) = দোকান
I will go to shop now = (আই উইল গো টু শপ নাউ) = আমি এখন দোকানে যাব।
শা্ঁন্তি্ঁর্ঁ নী্ঁড়্ঁ @Calmdown
1 yr. ago
অপূর্ণ রয়েছে অনেক আশা। মনের এক কোণ জুড়ে লিখা আছে অনেক পাওয়া না পাওয়ার না গুণা হিসাব যা সারা জিবনের জন্য না গুণা হয়ে থাকবে। এই অল্প পাওয়াতে ছিল অনেকটা যত্ন, কিছুটা রাগ অভিমান আর অনেকটা জুড়েঁ ভালোবাসা।আর এই অল্প পাওয়াতে লিখা আছে ছোট ছোট অনেক গল্প। যে গল্প কখনো লিখা হয়নি কোন ডায়েরির পাতায় বলা হয়নি কোন বন্ধুর কানে।সে গল্প গুলো পৃথিবীর আড়ালে সীমাবদ্ধ হয়ে আছে দুজনার মাঝে।হয়তো ব্যস্ততার আড়ালে মনের এক কোণে ধুলো জমে যাবে সেই গল্পে। কিন্তু হঠাৎ এক ভোঁর রাতে ঘুম ভেঁঙ্গে মাথার উপর ঘুরতে থাকা ছিলিং ফেনটার দিকে এক নজরে তাকিয়ে থাকতে থাকতে মনের কোণায় লুকানো সেই গল্পে ওপর পরে থাকা ধুলো সরে যাবে তাজাঁ হয়ে উঠবে সেই গল্পের পাতা। সবার আড়ালে গড়িয়ে পরবে দুফোঁটা চোখের জল বুকের ভেতরটা ভরে যাবে হাহাকারে যা বুঝার বা শোনার ক্ষমতা নেই কারো।তখন হয়তো আমারই মতো একই গল্প মনে করে ভিজবে অন্য কারো চোখ আমার মতোই শূণ্যতাই ভরে যাবে হয়তো তার হৃদয়।বেরিয়ে আসবে দুঁটো গভীর নিশ্বাস দুই প্রান্তে দুজনার। এই গল্প জানা হবে না কারো লিখা হবে না কোন পাতায় দুই প্রান্তে দুজনার শেষ নিঃশ্বাসের সাথে এই গল্পও বিলন হবে পৃথিবীর বুক থেকে।
Ruhul @ruhul
1 yr. ago
দ্রুত উচ্চতা বাড়ার কৌশল-

* প্রোটিন, ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সমৃদ্ধ স্বাস্থ্যকর খাবার খান। ফল, সবজি, শস্য এবং চর্বিহীন প্রোটিন জাতীয় খাবার গ্রহণ করুন। অতিরিক্ত মিষ্টি জাতীয় পানীয় এবং অতিরিক্ত পরিমাণে স্যাচুরেটেড বর্জন করুন।

* পর্যাপ্ত ঘুমান রাতের বেলা অন্তত 8-10 ঘন্টা।

* নিয়মিত ব্যায়াম করুন। ব্যায়াম উচ্চতা বৃদ্ধিতে সহায়তা করে। বাস্কেটবল, ভলিবল এবং সাঁতার এই ধরনের ব্যায়াম উচ্চতা বৃদ্ধিতে সহায়তা করে।

* ধূমপান এবং এ জাতীয় নেশা দ্রব্য এড়িয়ে চলুন।

#লম্বাহওয়ারটিপস #উচ্চতা #তারাতারি_লম্বা #স্বাস্থ্যকর_জীবনযাপন #ফিটনেস #পুষ্টি #ঘুম
Wld @Bdnews
1 yr. ago
চার্জে দেয়া আইফোন নিয়ে ঘুমাবেন না: অ্যাপল

#newsbangla24

Nothing found!

Sorry, but we could not find anything in our database for your search query {{search_query}}. Please try again by typing other keywords.