Logo
শা্ঁন্তি্ঁর্ঁ নী্ঁড়্ঁ @Calmdown
অপূর্ণ রয়েছে অনেক আশা। মনের এক কোণ জুড়ে লিখা আছে অনেক পাওয়া না পাওয়ার না গুণা হিসাব যা সারা জিবনের জন্য না গুণা হয়ে থাকবে। এই অল্প পাওয়াতে ছিল অনেকটা যত্ন, কিছুটা রাগ অভিমান আর অনেকটা জুড়েঁ ভালোবাসা।আর এই অল্প পাওয়াতে লিখা আছে ছোট ছোট অনেক গল্প। যে গল্প কখনো লিখা হয়নি কোন ডায়েরির পাতায় বলা হয়নি কোন বন্ধুর কানে।সে গল্প গুলো পৃথিবীর আড়ালে সীমাবদ্ধ হয়ে আছে দুজনার মাঝে।হয়তো ব্যস্ততার আড়ালে মনের এক কোণে ধুলো জমে যাবে সেই গল্পে। কিন্তু হঠাৎ এক ভোঁর রাতে ঘুম ভেঁঙ্গে মাথার উপর ঘুরতে থাকা ছিলিং ফেনটার দিকে এক নজরে তাকিয়ে থাকতে থাকতে মনের কোণায় লুকানো সেই গল্পে ওপর পরে থাকা ধুলো সরে যাবে তাজাঁ হয়ে উঠবে সেই গল্পের পাতা। সবার আড়ালে গড়িয়ে পরবে দুফোঁটা চোখের জল বুকের ভেতরটা ভরে যাবে হাহাকারে যা বুঝার বা শোনার ক্ষমতা নেই কারো।তখন হয়তো আমারই মতো একই গল্প মনে করে ভিজবে অন্য কারো চোখ আমার মতোই শূণ্যতাই ভরে যাবে হয়তো তার হৃদয়।বেরিয়ে আসবে দুঁটো গভীর নিশ্বাস দুই প্রান্তে দুজনার। এই গল্প জানা হবে না কারো লিখা হবে না কোন পাতায় দুই প্রান্তে দুজনার শেষ নিঃশ্বাসের সাথে এই গল্পও বিলন হবে পৃথিবীর বুক থেকে।
1 yr. ago

No replys yet!

It seems that this publication does not yet have any comments. In order to respond to this publication from শা্ঁন্তি্ঁর্ঁ নী্ঁড়্ঁ, click on at the bottom under it