Logo
Ruhul @ruhul
মানব রক্ত সম্পর্কে কিছু তথ্য-

মানব রক্ত চারটি প্রধান উপাদান দিয়ে তৈরি: লাল রক্তকণিকা, সাদা রক্তকণিকা, প্লেটলেট এবং প্লাজমা।
লাল রক্তকণিকা শরীরের টিস্যুতে অক্সিজেন বহন করে এবং কার্বন ডাইঅক্সাইড নির্গত করে। সাদা রক্তকণিকা সংক্রমণ এবং রোগের বিরুদ্ধে লড়াই করে।
প্লেটলেট রক্ত জমাট বাঁধতে সাহায্য করে।
প্লাজমা হল রক্তের তরল অংশ এবং এতে পানি, প্রোটিন এবং পুষ্টি থাকে।

গড়ে একজন প্রাপ্তবয়স্কের শরীরে প্রায় ৫ লিটার (১.৩ গ্যালন) রক্ত থাকে।
রক্ত একজন প্রাপ্তবয়স্কের শরীরের ওজনের প্রায় ৭% থেকে ৮% দখল করে।
রক্ত শরীরের রক্তবাহী তন্ত্রের মাধ্যমে প্রায় ঘণ্টায় ৫-৬ কিলোমিটার (৩-৪ মাইল) গতিতে প্রবাহিত হয়।
মানব শরীর প্রতি সেকেন্ডে প্রায় ২০ লাখ নতুন লাল রক্তকণিকা উৎপাদন করে।
লাল রক্তকণিকা প্রায় ১২০ দিন বেঁচে থাকে।
সাদা রক্তকণিকা কয়েক ঘন্টা থেকে কয়েক বছর পর্যন্ত বেঁচে থাকে, সেলের ধরনের উপর নির্ভর করে।
প্লেটলেট প্রায় ১০ দিন বেঁচে থাকে।

#মানবরক্ত #আকর্ষণীয়তথ্য #বিজ্ঞান #স্বাস্থ্য #শরীর
1 yr. ago

No replys yet!

It seems that this publication does not yet have any comments. In order to respond to this publication from Ruhul , click on at the bottom under it