Logo
Ruhul @ruhul
1 yr. ago
ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড হলে তা দ্রুত ফিরে পেতে, নিম্নলিখিত পদক্ষেপগুলি অনুসরণ করা উচিত:

* ফেসবুক অ্যাকাউন্ট লগইন থাকা সব ডিভাইস যাচাই করা: হ্যাকিং হওয়ার শঙ্কা থাকলে বা এমন পরিস্থিতি তৈরি হলে যেসব ডিভাইসে ফেসবুক অ্যাকাউন্ট লগইন করা রয়েছে, সব ডিভাইস যাচাই করতে হবে।
* কোনো ডিভাইসে অ্যাকাউন্ট লগআউট না হয়ে থাকলে সে যন্ত্র দিয়েই অ্যাকাউন্ট উদ্ধারের চেষ্টা করতে হবে।
* ফেসবুক অ্যাকাউন্ট লগআউট হয়ে গেলে বা লগইন করা না গেলে পাসওয়ার্ড পরিবর্তনের চেষ্টা করতে হবে।
* পাসওয়ার্ড পরিবর্তন করা না গেলে ফেসবুকের ফাইন্ড * অ্যাকাউন্ট খুঁজুন অপশন ব্যবহার করতে হবে।
* এ জন্য ফেসবুকের নির্দিষ্ট ওয়েব ঠিকানায় গিয়ে অ্যাকাউন্টে যুক্ত ই-মেইল বা ফোন নম্বর দিয়ে অ্যাকাউন্ট খুঁজতে হবে।
* এ ছাড়া ফেসবুকের সার্চ অপশনে গিয়ে অ্যাকাউন্টের নাম লিখে অ্যাকাউন্ট খোঁজা যেতে পারে।
* সার্চ ফলাফলে অ্যাকাউন্ট খুঁজে পেলে, সেখান থেকে পাসওয়ার্ড পরিবর্তনের চেষ্টা করা যাবে।

ফেসবুকে রিপোর্ট করা:
* অ্যাকাউন্ট হ্যাকড হলে ফেসবুকে অভিযোগ জানাতে হবে।
* এর জন্য এই ওয়েবসাইটে (facebook.com/hacked) প্রবেশ করতে হবে।
* এরপর ‘মাই অ্যাকাউন্ট ইজ কম্প্রোমাইজড’ নির্বাচন করতে হবে।
* এরপর ফেসবুকের বর্তমান বা আগের পাসওয়ার্ড দিতে হবে।
* পাসওয়ার্ড দেওয়ার পর ‘সিকিউর মাই অ্যাকাউন্ট’ নির্বাচন করার পর ‘আই ক্যান নট অ্যাকসেস দিস’ অপশনটি নির্বাচন করতে হবে।

আরো পড়ুন কমেন্ট বক্সে......

#ফেসবুক #সিকিউরিটি
05:13 PM - Sep 12, 2023 (UTC)
Ruhul @ruhul
অ্যাকাউন্টে প্রবেশ করতে পারলে দ্বিতীয় ই-মেইল যোগ করা:
* অ্যাকাউন্টে প্রবেশ করতে পারলে রিকভারি ই-মেইল যোগ করতে হবে।
* এ জন্য সেটিংস অ্যান্ড প্রাইভেসি মেনু থেকে সেটিংস নির্বাচন করে ‘অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি’তে গিয়ে ‘প্রোফাইল ডিটেইলস’ নির্বাচন করতে হবে।
* এরপর ‘কন্ট্যাক্ট ইনফো’-তে গিয়ে দ্বিতীয় বা সেকেন্ডারি ই-মেইল যোগ করতে হবে।
* এই ই-মেইল দিয়েও ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করা যাবে।

টু ফ্যাক্টর অথেনটিকেশন চালু:
* ফেসবুক অ্যাকাউন্টে লগইন হলে তাৎক্ষণিক টু ফ্যাক্টর অথেনটিকেশন চালু করতে হবে।
* এতে ফেসবুক অ্যাকাউন্ট নিরাপদ থাকবে।
* এ সুবিধা চালুর জন্য সেটিংস অ্যান্ড প্রাইভেসি থেকে সেটিংস অপশন নির্বাচনের পর ‘মেটা অ্যাকাউন্ট সেন্টার’ এর নিচে থাকা ‘সি মোর ইন অ্যাকাউন্টস সেন্টার’ থেকে ‘পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি’তে গিয়ে ‘টু ফ্যাক্টর অথেনটিকেশন’ ট্যাপের পর প্রোফাইল নির্বাচন করে এ সুবিধা চালু করতে হবে।
05:14 PM - Sep 12, 2023 (UTC)
In response Ruhul to his Publication

No replys yet!

It seems that this publication does not yet have any comments. In order to respond to this publication from Ruhul , click on at the bottom under it