Logo
Md Rajib @mdrajib
একদিন কাফনে অন্ধকার কবরে সমাধি হবে!
আমি ভাবতে পারি না একদিন বাঁশ-মাটি ঘেরা ছোট্ট কবরে আমার এতো যত্নে পালা আল্লাহর আমানত শরীরের মাংসগুলো পঁচে গলে গলে পড়বে। যে চোখ দিয়ে দুনিয়াহ্ দেখছি সে চোখে একদিন পোকা গিজগিজ করবে। আমার শরীরের হাড়গুলো এতটাই ভঙ্গুর হয়ে যাবে যে আঙুল দিয়ে সামান্য চাপ দিলেই গুঁড়ো গুঁড়ো হয়ে ঝড়ে পড়বে, যা মানুষ তখন ধরতেও ঘৃণা বোধ করবে। যে মাটি এখন শরীরে লাগলেই ঝাড়া-ধোঁয়া শুরু করি, একদিন সেই মাটির সঙ্গেই এতটা মিশে যাবো যে আমার শরীরী কোনো চিহ্নই আর অবশিষ্ট থাকবে না। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন! আমার রাব্ব তো জানেন আমাকে; বোঝেন আমার দুর্বলতা। কাফে*রদের ন্যায় আশা তো ছেড়ে দিতে পারি না। হাত তুলে চাইতে তো কোনো নিষেধ নেই। আর চাওয়ার মাঝে যদি মৃত্যুকে'ই না রাখা হয় তাহলে তো সবটাই শূন্য।

বড্ড ইচ্ছে,
একদিন ঝিরিঝিরি বৃষ্টির মিষ্টি চাপা গন্ধে মৌ মৌ করবে চারিপাশ। দেওয়ালের বদ্ধতার মাঝে ভালোবাসায় পরিপূর্ণ অন্তরে খুশু-খুদুসমেত আমার রাব্বের শুকরিয়া আদায়ে তার সামনে শাহাদাতের অমৃত স্পর্শে জমিনে লুটিয়ে পড়বো । আমার সাহদাহ এর পর আমাকে নিয়ে বিজয় মিছিল করবে । রাস্তা দিয়ে বিজয় মিছিল নেয়ার সময় দুই পাশে থেকে ফুল সিটোনো হবে ।কাফন হবে, জানাযা হবে। রাতের অন্ধকারে পূর্নিমার আলো ছড়াবে। কিন্তু, আলোয় আমার প্রতিচ্ছবি ধরা পড়বে না। দাফন হবে; ছড়িয়ে পড়বে আগরবাতির স্তব্ধ স্নিগ্ধতা।
নিভৃতে সফর করবো আমার সেই সুউচ্চ বন্ধুর পানে! আমার রাব্বের পানে!

اَللهم ارْزُقْنِيْ شَهَادَةً فِيْ سَبِيْلِكَ، وَاجْعَلْ مَوْتِيْ فِيْ بَلَدِ رَسُوْلِكَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

আল্লাহুম্মার যুক্বনী- শাহাদাতান ফী- সাবিলিকা, !
ইয়া আল্লাহ! আমাকে তোমার রাস্তায় শাহাদাত লাভের তাওফীক দান কর এবং আমার মৃত্যু তোমার রাস্তায় (জি*হা*দে) প্রদান কর!

©~® ajib
wish so much
One day, the sweet scent of the drizzle will waft around. I will fall on the ground with the nectar of martyrdom in front of my Lord in thanksgiving with a heart full of love within the confines of the wall. After my martyrdom, victory march will take place with me. While taking the victory procession through the road, flowers will be strewn from both sides. The light of the full moon will spread in the darkness of the night. But, the light won't catch my reflection. will be buried; The languid softness of the incense will spread.
I will travel in secret to the drink of my noble friend! My God!

اَللهم ارْزُقْنِيْ شَهَادَةً فِيْ سَبِيْلِكَ, وَاجْعَلْ مَوْتِيْ فِيْ بَلَدِ رَسُوْلِكَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

Allahummar Juqvani- Shahadatan Fee- Sabilika, !

Ya Allah! Grant me tawfiq of martyrdom in Your path and grant me death in Your path (ji*ha*de)!
5 days ago

No replys yet!

It seems that this publication does not yet have any comments. In order to respond to this publication from Md Rajib , click on at the bottom under it