Logo
Bangladesh 2.0 @Bangladesh
ডক্টর ইউনূস পুরো বক্তৃতায় একবারও বলেননি, "আমি নোবেল পুরস্কার পেয়েছি, আমি অলিম্পিক লরেল পেয়েছি, আমি অলিম্পিকে মশাল বহন করেছি, আমি প্রেসিডেনশিয়াল মেডেল পেয়েছি, আমি এই করেছি, আমি সেই করেছি।"

তাঁর সিভি ৪৫ পৃষ্ঠার, তা-ও সংক্ষিপ্ত করার পরেও। এত অসংখ্য অর্জন থাকা সত্ত্বেও, জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে তিনি নিজেকে নিয়ে একটি কথাও বলেননি, কিংবা নিজের সাফল্য নিয়ে গর্বও করেননি।

টাইউইন ল্যানিস্টার বলেছিল, "Any man who must say, "I am the king" is no true king"।" আজ ডক্টর ইউনূস এই সত্য প্রমাণ করলেন। তাঁর নিজের সাফল্য নিজে প্রচার করতে হয় না—তাঁর কাজই তা বলে দেয় তিনি কতটা সফল।
স্যালুট জানাই এমন মহৎ মানুষকে।
#Bangladesh #2024
2 months ago

No replys yet!

It seems that this publication does not yet have any comments. In order to respond to this publication from Bangladesh 2.0 , click on at the bottom under it