Logo
Md Rajib @mdrajib
14 days ago
One day will be buried in the dark grave in the shroud!
I can't imagine that one day the flesh of my body, the deposit of God, will rot and melt in a small grave surrounded by bamboo and soil. One day insects will gnaw in the eyes that see the world. The bones of my body would become so fragile that the slightest pressure with a finger would crumble into powder, which people would hate to even touch. The soil which now touches my body and I start washing it off, one day I will be so mixed with that soil that no trace of my body will remain. Inna-Lillahi wa Inna Ilaihi Raziun! My Lord knows me; understand my weakness I can't give up hope like Kafe*rad. There is no prohibition to raise your hand. And if death is not included in the desire, then everything is empty.

wish so much
One day, the sweet scent of the drizzle will waft around. I will fall down on the ground in front of him with the nectar of martyrdom in gratitude to my Lord with happiness in my heart full of love. After my martyrdom, victory march will take place with me. While taking the victory procession through the road, flowers will be strewn from both sides. The light of the full moon will spread in the darkness of the night. But, the light won't catch my reflection. will be buried; The languid softness of the incense will spread.
I will travel in secret to the drink of my noble friend! My God!

اَللهم ارْزُقْنِيْ شَهَادَةً فِيْ سَبِيْلِكَ, وَاجْعَلْ مَوْتِيْ فِيْ بَلَدِ رَسُوْلِكَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

Allahummar Juqvani- Shahadatan Fee- Sabilika, !
Ya Allah! Grant me tawfiq of martyrdom in your path and grant my death in your path (ji*ha*de)!☝️🔻🇵🇸

একদিন কাফনে অন্ধকার কবরে সমাধি হবে!
আমি ভাবতে পারি না একদিন বাঁশ-মাটি ঘেরা ছোট্ট কবরে আমার এতো যত্নে পালা আল্লাহর আমানত শরীরের মাংসগুলো পঁচে গলে গলে পড়বে। যে চোখ দিয়ে দুনিয়াহ্ দেখছি সে চোখে একদিন পোকা গিজগিজ করবে। আমার শরীরের হাড়গুলো এতটাই ভঙ্গুর হয়ে যাবে যে আঙুল দিয়ে সামান্য চাপ দিলেই গুঁড়ো গুঁড়ো হয়ে ঝড়ে পড়বে, যা মানুষ তখন ধরতেও ঘৃণা বোধ করবে। যে মাটি এখন শরীরে লাগলেই ঝাড়া-ধোঁয়া শুরু করি, একদিন সেই মাটির সঙ্গেই এতটা মিশে যাবো যে আমার শরীরী কোনো চিহ্নই আর অবশিষ্ট থাকবে না। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন! আমার রাব্ব তো জানেন আমাকে; বোঝেন আমার দুর্বলতা। কাফে*রদের ন্যায় আশা তো ছেড়ে দিতে পারি না। হাত তুলে চাইতে তো কোনো নিষেধ নেই। আর চাওয়ার মাঝে যদি মৃত্যুকে'ই না রাখা হয় তাহলে তো সবটাই শূন্য।

বড্ড ইচ্ছে,
একদিন ঝিরিঝিরি বৃষ্টির মিষ্টি চাপা গন্ধে মৌ মৌ করবে চারিপাশ। দেওয়ালের বদ্ধতার মাঝে ভালোবাসায় পরিপূর্ণ অন্তরে খুশু-খুদুসমেত আমার রাব্বের শুকরিয়া আদায়ে তার সামনে শাহাদাতের অমৃত স্পর্শে জমিনে লুটিয়ে পড়বো । আমার সাহদাহ এর পর আমাকে নিয়ে বিজয় মিছিল করবে । রাস্তা দিয়ে বিজয় মিছিল নেয়ার সময় দুই পাশে থেকে ফুল সিটোনো হবে ।কাফন হবে, জানাযা হবে। রাতের অন্ধকারে পূর্নিমার আলো ছড়াবে। কিন্তু, আলোয় আমার প্রতিচ্ছবি ধরা পড়বে না। দাফন হবে; ছড়িয়ে পড়বে আগরবাতির স্তব্ধ স্নিগ্ধতা।
নিভৃতে সফর করবো আমার সেই সুউচ্চ বন্ধুর পানে! আমার রাব্বের পানে!

اَللهم ارْزُقْنِيْ شَهَادَةً فِيْ سَبِيْلِكَ، وَاجْعَلْ مَوْتِيْ فِيْ بَلَدِ رَسُوْلِكَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

আল্লাহুম্মার যুক্বনী- শাহাদাতান ফী- সাবিলিকা, !
ইয়া আল্লাহ! আমাকে তোমার রাস্তায় শাহাদাত লাভের তাওফীক দান কর এবং আমার মৃত্যু তোমার রাস্তায় (জি*হা*দে) প্রদান কর!☝️🔻🇵🇸

#FreePalestine
Md Rajib @mdrajib
22 days ago
Photo from the early 1900s. A British man has chained the necks of Australian aborigines. This is the true nature of the West. But they want to teach us humanity!!😂😂🤣🤣

১৯০০ সালের প্রথম দশকের ছবি। অস্ট্রেলিয়ার আদিবাসীদের গলায় শিকল পড়িয়ে বেঁধে রেখেছে একজন ব্রিটিশ। এটাই হচ্ছে পশ্চিমাদের আসল রুপ। অথচ ওরাই আমাদেরকে হিউম্যানিটি শেখাতে চায়!!!🤣🤣😂😂
Jewel @mkjuel
8 months ago
**ইমেইল মার্কেটিং**

ইমেইল মার্কেটিং হলো ইলেকট্রনিক মেইল ব্যবহার করে পণ্য বা সেবার প্রচার করার একটি কার্যকর পদ্ধতি। এটিতে সম্ভাব্য গ্রাহকদের কাছে আপনার ব্র্যান্ড, অফার এবং আপডেট সম্পর্কে তথ্য পাঠানোর জন্য ইমেইল ব্যবহার করা হয়।

**আপনার Shopping Website-এর জন্য ইমেইল মার্কেটিং:**

**ধাপ ১: গ্রাহকের তালিকা তৈরি:**

* আপনার ওয়েবসাইটে সাবস্ক্রিপশন ফর্ম যুক্ত করুন।
* গ্রাহকদের কেনাকাটার সময় তাদের ইমেইল ঠিকানা এবং মোবাইল নম্বর সংগ্রহ করুন।
* গ্রাহকদের ইচ্ছানুযায়ী তাদের ইমেইল ঠিকানা সংগ্রহ করুন।

**ধাপ ২: আকর্ষণীয় ইমেইল তৈরি:**

* স্পষ্ট এবং সংক্ষিপ্ত বিষয় লাইন ব্যবহার করুন।
* আকর্ষণীয় এবং মনোযোগ আকর্ষণকারী ছবি ব্যবহার করুন।
* আপনার পণ্যের সুবিধাগুলি স্পষ্টভাবে তুলে ধরুন।
* স্পষ্ট CTA (Call to Action) বোতাম ব্যবহার করুন।
* মোবাইল-বান্ধব ইমেইল তৈরি করুন।

**ধাপ ৩: ইমেইল প্রেরণ:**

* সঠিক সময়ে ইমেইল পাঠান।
* বিভিন্ন ধরণের ইমেইল পাঠান (যেমন: প্রোমোশনাল, তথ্যপূর্ণ, স্বাগত ইমেইল)।
* আপনার ইমেইল ক্যাম্পেইনের কার্যকারিতা ট্র্যাক করুন।

**ইমেইল মার্কেটিং-এর সুবিধা:**

* কম খরচে বেশি মানুষের কাছে পৌঁছানো সম্ভব।
* বারবার বার্তা পাঠানোর মাধ্যমে গ্রাহকের সাথে সম্পর্ক তৈরি করা সম্ভব।
* বিক্রয় বৃদ্ধি এবং ROI (Return on Investment) বৃদ্ধি করা সম্ভব।
* গ্রাহকের আচরণ এবং পছন্দ সম্পর্কে তথ্য সংগ্রহ করা সম্ভব।

**ইমেইল মার্কেটিং-এর ঝুঁকি:**

* স্প্যাম ফিল্টারের কারণে ইমেইল গ্রাহকের কাছে না পৌঁছাতে পারে।
* গ্রাহকেরা আপনার ইমেইল বিরক্তিকর মনে করতে পারে।
* আপনার ইমেইল তালিকা তৈরিতে অনৈতিক পদ্ধতি ব্যবহার করলে আপনার খ্যাতি নষ্ট হতে পারে।

**ইমেইল মার্কেটিং-এর ক্ষেত্রে সতর্কতা:**

* গ্রাহকদের ইচ্ছানুযায়ী তাদের ইমেইল ঠিকানা সংগ্রহ করুন।
* স্প্যামিং এড়িয়ে চলুন।
* আইন মেনে চলুন।
* গ্রাহকের গোপনীয়তা রক্ষা করুন।

ইমেইল মার্কেটিং একটি কার্যকর এবং লাভজনক মার্কেটিং পদ্ধতি হতে পারে। তবে এটি সঠিকভাবে ব্যবহার করা গুরুত্বপূর্ণ।
Subscribe to Unlock

For 10$ / Monthly

Md Rajib @mdrajib
8 months ago (E)
Our super hero is martyred.

The tidy warrior Abu Hisham was martyred. His father is also a martyr mujahid.

The picture of him throwing an RPG in a long black coat got quite a response in the media.

Inna Nillahi Wa Inna Ilaihi Raziun.

Life for Allah, death for Allah.

It is noted that he carried out several successful attacks during Tufan Al Aqsa in Al Amal area of ​​Gaza and killed and wounded many Israeli soldiers and damaged and destroyed many military vehicles.

May Allah keep this hero in peace, honor him..🥺☝️🔻🇵🇸

আমাদের সুপার হিরো শাহাদাত বরণ করেছে।

পরিপাটি যোদ্ধা আবু হিশাম শহীদ হয়েছেন। ওনার বাবাও একজন শহীদ মুজাহিদ।

ওনার লম্বা কালো কোট পড়ে RPG নিক্ষেপ করার ছবি বেশ সাড়া ফেলেছিল গণমাধ্যমে।

ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আল্লাহর জন্য জীবন, আল্লাহর জন্য মৃত্য।

উল্লেখ্য তিনি গাজার আল আমাল এলাকায় তুফান আল আকসা চলাকালীন অনেকগুলো সফল হামলা চালিয়েছেন এবং দখলদার ইসরায়েলের অনেক সৈন্যকে নিহত ও আহত করেছেন এবং অনেক সামরিক যান ক্ষতিগ্রস্ত ও ধ্বংস করেছেন।

আল্লাহ এই বীরকে শান্তিতে রাখুন, সম্মানিত করুন।।☝️🔻🇵🇸🥺

#FreePalestine #FreeGaza
সহজে ইংরেজি শেখা @SohojEnglishLearn
9 months ago
CONVERSATION (সাধারণ কথোপকথন)

What’s up? = (হোয়াট’স আপ?) = কি খবর?

Long time no see! = (লং টাইম নো ছি!) = অনেক দিন ধরে দেখা নেই!

Thanks for asking. I’m fine. How are you? = (থ্যাংকস ফর আসকিং, আই’ম ফাইন, হাউ আর ইউ?) = জিজ্ঞসা করার জন্য ধন্যবাদ। আমি ভালো ভালো আছি। আপনি কেমন আছেন?

See you later! = (সি ইউ লেইটার!) = পরে দেখা হবে!

It's the wrong size. = (ইট’স দা রং সাইজ) = এই সাইজটা আমার জন্য হচ্ছে না।

Sorry, but I don't know that. = (সরি, বাট আই ডন’ট নোও দ্যাট) = দুঃখিত, আমি এটা জানি না।

Can I continue, please? = (ক্যান আই কন্টিনিউ, প্লিজ?) = কিছু মনে না করলে আমি কি চালিয়ে যেতে পারি?

I am sorry, Would you mind repeating that, please? = (আই এ্যাম সরি, উড ইউ মাইন্ড রিপিটিং দ্যাট, প্লিজ?) = আমি খুবই দুঃখিত। কিছু মনে না করলে আপনি কি আরেকবার একটু বলবেন কষ্ট করে?

Please, call me… = (প্লিজ, কল মি) = আমাকে কল করো দয়া করে...

Thank you all very much for coming today. = (থ্যাংক ইউ অল ভেরি মাচ ফর কামিং টুডে) = আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ আজকে আসার জন্য ।

This is for you. = (দিস ইজ ফর ইউ) = এটি তোমার জন্য।

May I have your name, please? = (মে আই হেভ ইয়োর নেইম, প্লিজ?) = আমি কি আপনার নামটা জানতে পারি দয়া করে?

May I speak with Natalie Jones, please? = (মে আই স্পিক উইথ নাটালি জোন্স, প্লিজ?) = আমি কি দয়া করে নাটালি জোন্সের সাথে কথা বলতে পারি?

Just a moment, please. = (জাস্ট এ মোমেন্ট, প্লিজ) = দয়া করে একটু ধরুন।

Who’s speaking? = (হো’স স্পিকিং?) = কে বলছেন?

Who’s calling, please? = (হো’স কলিং, প্লিজ?) = কে বলছেন, প্লিজ?

Can I ask whom I’m speaking to, please? = (ক্যান আই আস্ক হোম আই’ম স্পিকিং টু, প্লিজ?) = আমি কি দয়া করে জানতে পারি আমি কার সাথে কথা বলছি?

Would you mind spelling that for me, please? = (উড ইউ মাইন্ড স্প্যালিং দ্যাট ফর মি, প্লিজ?) = আপনি কি দয়া করে একটু বানানটা বলবেন?

Could you speak a little more slowly, please? = (কুড ইউ স্পিক এ লিটল মোর স্লোলি, প্লিজ?) = দয়া করে আরেকটু ধীরে কথা বলবেন?

Could you repeat that, please? = (কুড ইউ রিপিট দ্যাট, প্লিজ?) = আপনি কি আরেকবার বলবেন ওটা দয়া করে?

Thank you for your participation. = (থ্যাংক ইউ ফর ইয়োর পার্টিসিপেশন) = আপনাদের ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য।

Okay, let’s talk more about that later on. = (ওকে, লেট’স টক মোর এবাউট দ্যাট লেইটার অন) = ঠিক আছে, এই ব্যাপারটা নিয়ে পরে কথা বলবো।

Our main aim today is to … = (আওয়ার মেইন এইম টুডে ইজ টু) = আমাদের আজ প্রধান লক্ষ্য হলো...

I really appreciate your attendance to this meeting. = (আই রিয়েলি এপ্রিসিয়েট ইয়োর এটেনডেনস টু দিস মিটিং) = এই বৈঠকে আপনাদের উপস্থিতিকে আমি সত্যিই মূল্যায়ন (ভালো চোখে দেখা) করছি।

Good morning. Who is he? = (গুড মর্নিং হো ইজ হি?) = শুভ সকাল। উনি কে?

Glad to meet you. = (গ্ল্যাড টু মীট ইউ) = দেখা হয়ে ভালো লাগলো।

How do you do? = (হাউ ডু ইউ ডু?) = কেমন চলছে?

He's a colleague. = (হি’স এ কলীগ) = সে আমার একজন কলিগ।

It was really nice meeting you. = (ইট ওয়াজ রিয়েলি নাইস মিটিং ইউ) = আপনার সাথে দেখা হয়ে আসলেই খুব ভালো লাগলো।

It was nice meeting you. = (ইট ওয়াজ নাইস মিটিং ইউ) = আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো।

Where are you from? = (হয়ার আর ইউ ফ্রম?) = আপনি কোথা থেকে এসেছেন?

In my honest opinion… = (ইন মাই অনেস্ট ওপেনিয়ন) = সত্যিকার অর্থে আমার যা মনে হচ্ছে...

I will always love you. = (আই উইল অলওয়েজ লাভ ইউ) = আমি তোমাকে সবসময় ভালোবাসবো।

Waiting for you. = (ওয়েটিং ফর ইউ) = তোমার জন্য অপেক্ষা করছি।

Talk to you later. = (টক টু ইউ লেইটার) = তোমার সাথে পরে কথা বলছি।

As far as I know… = (এ্যাস ফার এ্যাস আই নোও) = আমি যতটুকু জানি...

To be continued… = (টু বি কন্টিনিউড) = চলতে থাকবে...

Going through it. = (গোয়িং থ্রো ইট) = এটা দেখছি / পড়ছি এখন।

Too good for you. = (ঠু গুড ফর ইউ) = তোমার জন্য খুবই ভালো।

Correct me if I'm wrong. = (কারেক্ট মি ইফ আই’ম রং) = আমাকে শুধরে দিয়ো যদি আমার ভুল হয়।

I can see your point. = (আই ক্যান সি ইয়োর পয়েন্ট) = তুমি কি বলতে চাচ্ছো আমি বুঝতে পারছি।

That sounds difficult. = (দ্যাট সাউন্ড ডিফিকাল্ট) = শুনে মনে হচ্ছে অনেক কঠিন।

I can definitely understand. = (আই ক্যান ডেফিনেটলি আন্ডারস্ট্যান্ড) = আমি অবশ্যই বুঝতে পারবো।

I wish you to have a hundred of birthdays more. = (আই উইশ ইউ টু হেভ এ হান্ড্রেড অব বার্থডে মোর) = আমি কামনা করি তুমি আরো একশটি জন্মদিন পাও।

Have a lovely birthday. = (হেভ এ লাভলী বার্থডে) = তোমার জন্মদিন ভালোবাসাময় হোক।

Enjoy every moment of your life. = (এনজয় এভরি মোমেন্ট অব ইয়োর লাইফ) = তোমার জীবনের প্রতিটা মুহূর্ত উপভোগ করো।

Yes, please come in, have a seat. = (ইয়েস, প্লিজ কাম ইন, হেভ এ সীট) = হাঁ, দয়া করে ভিতরে আসুন। বসুন ।

What time would you make it? = (হোয়াট টাইম উড ইউ মেইক ইট?) = কখন পারবে তুমি এটা?

It is one o'clock. = (ইট ইজ ওয়ান ও’ক্লক) = ১টা বাজে।

It's half past ten at night. = (ইট’স হাফ পাস্ট টেন এ্যাট নাইট) = রাত সাড়ে ১০টা বাজে।

What's the date today, please? = (হোয়াট’স দা ডেট টুডে, প্লিজ?) = আজকে তারিখ কতো দয়া করে বলবেন?

It's the 1st of April. = (ইট’স দা ফাস্ট অব এপ্রিল) = আজ এপ্রিলের ১ তারিখ।

What date is it, please? = (হোয়াট ডেট ইজ ইট, প্লিজ?) = আজকে তারিখ কতো?

What day is it, please? = (হোয়াট ডে ইজ ইট, প্লিজ?) = আজকে কি বার?

I was born in September. = (আই ওয়াজ বর্ন ইন সেপ্টেম্বর) = আমি সেপ্টেম্বরে জন্মগ্রহন করি।

I don't like liar at all! = (আই ডন’ট লাইক লাইয়ার এ্যাট অল!) = আমি মিথ্যেবাদী লোক একদম পছন্দ করি না!

Can you tell me the time, please? = (ক্যান ইউ টেল মি দা টাইম, প্লিজ?) = আপনি কি দয়া করে আমাকে সময়টা বলতে পারবেন?

It's half past three. = (ইট’স হাফ পাস্ট থ্রি) = এখন সাড়ে ৩টা বাজে।

I trust that everything is well. = (আই ট্রাস্ট দ্যাট এভরিথিং ইজ উয়েল) = আমি বিশ্বাস করি সব ঠিকঠাক আছে।

How have you been keeping? = (হাউ হেভ ইউ বিন কিপিং?) = কেমন যাচ্ছে আপনার?

How’s everything going? = (হাউ’স এভরিথিং গোয়িং?) = কেমন যাচ্ছে সব?

How is everything? = (হাউ ইজ এভরিথিং?) = সব কেমন চলছে?

How are you doing? = (হাউ আর ইউ ডুয়িং?) = কেমন চলছে আপনার?

About twenty minutes. = (এবাউট টুয়েন্টি মিনিটস) = বিশ মিনিটের মতো।

Sorry, I don't live around here. = (সরি, আই ডন’ট লিভ এরাউন্ড হেয়ার) = দুঃখিত, আমি এখানে (এলাকা) থাকি না।

Do you have time available on Friday morning? = (ডু ইউ হেভ টাইম এভেইলেবল অন ফ্রাইডে মর্নিং?) = আপনাদের কি শুক্রবার সকালে সময় হবে?

Good afternoon, sir. How can I help you? = (গুড আফটারনুন, সার, হাউ ক্যান আই হেল্প ইউ?) = শুভ বিকাল, স্যার। আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

What time is check out? = (হোয়াট টাইম ইজ চেক আউট?) = যাওয়ার সময়টা কখন (কোনো জায়গা থেকে চলে যাওয়ার সময়)?

It’s March third. = (ইট’স মার্চ থার্ড) = আজ মার্চের ৩ তারিখ ।

What’s today’s date? = (হোয়াট’স টুডে’স ডেট?) = আজকের তারিখ কতো?

Is today the 12th or 13th? = (ইজ টুডে দা টুয়েলভথ অর থারটিনথ) = আজকে কি ১২ তারিখ নাকি ১৩ তারিখ?

What’s the date today? = (হোয়াট’স দা ডেট টুডে?) = আজকে কতো তারিখ?

It’s 12:45 PM. = (ইট’স টুয়েলভ ফোরটি ফাইভ পি এম) = এখন ১২টা বেজে ৪৫ মিনিট ।

I'm afraid I can't. = (আই’ম এফ্রেইড আই কান’ট) = আমার মনে হয় আমি পারবো না (সাহায্য করতে) ।

I'd be glad to help out. = (আই’ড বি গ্ল্যাড টু হেল্প আউট) = আমি আনন্দের সাথে সাহায্য করবো ।

It would be my pleasure. = (ইট উড বি মাই প্লেজার) = আমি আনন্দিত হবো (সাহায্য করতে পারলে) ।

I'd be happy to help you. = (আই’ড হ্যাপি টু হেল্প ইউ) = তোমাকে সাহায্য করতে পারলে খুবই খুশি হবো ।

Could I ask you a question? = (কুড আই আস্ক ইউ এ কুইসচেন?) = তোমাকে একটা প্রশ্ন করতে পারি?

Would you mind cooking dinner tonight? = (উড ইউ মাইন্ড কুকিং ডিনার টুনাইট?) = কিছু মনে না করলে আজকে রাতের রান্নাটা কি তুমি করবে?

Would you mind closing the window? = (উড ইউ মাইন্ড ক্লোজিং দা উইন্ডো?) = কিছু মনে না করলে জানালাটা একটু বন্ধ করবেন?

May I use your telephone? = (মে আই ইউজ ইয়োর টেলিফোন?) = আমি কি তোমার টেলিফোন ব্যবহার করতে পারি?

Could you please lend me a hand? = (কুড ইউ প্লিজ লেন্ড মি এ হ্যান্ড?) = আমাকে একটু সাহায্য করতে পারবেন?

Thanks for your help. = (থ্যাংকস ফর ইয়োর হেল্প) = সাহায্যের জন্য ধন্যবাদ ।

Would you mind taking a picture for us? = (উড ইউ মাইন্ড টেকিং এ পিকচার ফর আছ?) = কিছু মনে না করলে আমাদের জন্য একটা ছবি তুলতে পারবেন?

Will you hand me a pencil? = (উইল ইউ হ্যান্ড মি এ পেন্সিল?) = আপনি কি আমাকে একটা পেন্সিল দিতে পারবেন?

Hmm, let me see. = (হুম, লেট মি ছি) = হুম, আমাকে দেখতে দিন ব্যাপারটা ।

Sure, that's fine. = (সিয়োর, দ্যাট’স ফাইন) = অবশ্যই, এটা ঠিক আছে ।

Sure, no problem. = (সিয়োর, নো প্রবলেম) = অবশ্যই, কোন সমস্যা নেই ।

Sure, that's ok. = (সিয়োর, দ্যাট’স ওকে) = অবশ্যই, এটা ঠিক আছে ।

Sure, I wouldn't mind. = (সিয়োর, আই উডন’ট মাইন্ড) = অবশ্যই, আমি কিছু মনে করবো না ।

I'd really be glad if you did. = (আই’ড রিয়েলি বি গ্ল্যাড ইফ ইউ ডিড) = আমি খুবি খুশি হবো যদি উপকারটা করতেন ।

Could you help me find my keys? = (কুড ইউ হেল্প মি ফাইন্ড মাই কীস?) = আপনি কি আমাকে আমার চাবি খুঁজে পেতে সাহায্য করবেন?

If it's possible may I ask a favor? = (ইফ ইট’স পছিবল মে আই আস্ক এ ফেইবার?) = যদি সম্ভব হয় তাহলে আমি কি একটা উপকারের জন্য বলতে পারি?

I live in Chicago. = (আই লিভ ইন শিকাগো) = আমি শিকাগোতে থাকি।

I come from New York. = (আই কাম ফ্রম নিউ ইয়র্ক) = আমি নিউ ইয়র্ক থেকে এসেছি ।

I am from Michigan. = (আই এ্যাম ফ্রম মিশিগান) = আমি মিশিগান এর বাসিন্দা।

I live in Canada. = (আই লিভ ইন কানাডা) = আমি কানাডায় থাকি।

He cannot speak English as I can. = (হি ক্যান নট স্পিক ইংলিশ এ্যাস আই ক্যান) = সে আমার মত ইংরেজি বলতে পারে না ।

It admits of no doubt. = (ইট এডমিটস অব নো ডাউট) = এতে কোন সন্দেহ নাই ।

This is partly true. = (দিস ইজ পার্টলি ট্রু) = এটা কিছু পরিমাণে সত্য ।

He called me a liar. = (হি কল্ড মি এ লাইয়ার) = সে আমাকে মিথ্যাবাদী বলল ।

No one could do it. = (নো ওয়ান কুড ডু ইট) = কেউই কাজটা করতে পারল না ।

I feel very lonely. = (আই ফীল ভেরি লোনলি) = বড় একা-একা লাগছে ।

Help yourself, please. = (হেল্প ইয়োরসেলফ, প্লিজ) = আপনি নিজে নিন ।

I am as before. = (আই এ্যাম এ্যাস বিফোর) = আমি আগের মতই আছি ।

It seems to me, as well. = (ইট ছীমস টু মি, এ্যাস উয়েল) = আমারও তাই মনে হয় ।

You have not change a bit. = (ইউ হেভ নট চেইঞ্জ এ বিট ) = তুমি একটুও বদলাও নি ।

Me too. = (মি ঠু) = আমিও ।

I shall come another day. = (আই শ্যাল কাম এনাদার ডে) = আমি আর এক দিন আসব ।

I can't bear this any longer. = (আই কান’ট বিয়ার দিস এনি লংগার) = আমি আর সহ্য করতে পারি না ।

It is you who have done it. = (ইট ইজ ইউ হো হেভ ডান ইট) = এটা তোমারই কাজ ।

This is just the pen I want. = (দিস ইজ জাস্ট দা পেন আই ওয়ান্ট) = আমি এই কলমটিই চাই ।

Flower is beautiful to look at. = (ফ্লাওয়ার ইজ বিউটিফুল টু লুক এ্যাট) = ফুল দেখতে সুন্দর ।

He made me do it. = (হি মেইড মি ডু ইট) = সে আমাকে এটা করতে বাধ্য করল ।

This house is to let. = (দিস হাউস ইজ টু লেট) = এ ঘরটি ভাড়া দেওয়া হবে ।

I will have my own way. = (আই উইল হেভ মাই ওউন ওয়ে) = আমি আমার ইচ্ছা মতই চলিব ।

He knows certainly. = (হি নোও সাটেনলি) = সে নির্ঘাত জানে ।

There is nothing which I cannot give you. = (দেয়ার ইজ নাথিং হুইচ আই ক্যান নট গিভ ইউ) = তোমাকে আমার অদেয় কিছুই নেই।

Neither he nor you. = (নিদার হি নর ইউ) = সেও নয়, তুমিও নও ।

That is not the important point ; it is immaterial. = (দ্যাট ইজ নট দা ইম্পরট্যান্ট পয়েন্ট ইট ইজ ইম্ম্যাটেরিয়াল) = সেটা কাজের কথা নয় ।

The price of gold will not go down. = (দা প্রাইস অব গোল্ড উইল নট গো ডাউন) = সোনার দর পড়বে না ।

Either this or that. = (আইদার দিস অর দ্যাট) = হয় ইহা, নয় উহা ।

I shall see you tomorrow. = (আই শ্যাল সি ইউ টুমোরো) = আমি তোমার সাথে কাল দেখা করব ।

The girl burst into tears. = (দা গার্ল বাস্ট ইন্টু টিয়ারস) = মেয়েটি কান্নায় ভেঙে পড়ল ।

I could do the sum. = (আই কুড ডু দা সাম) = আমি অঙ্কটি করতে পারতাম ।

It has been raining all day long. = (ইট হ্যাস বিন রেইনিং অল ডে লং) = আজ সারাদিন বৃষ্টি হচ্ছে ।

It has been reining for days together. = (ইট হ্যাস বিন ফর ডেস টুগেদার) = আজ কদিন ধরেই বৃষ্টি হচ্ছে ।

I have not yet seen him. = (আই হেভ নট ইয়েট সীন হিম) = আমি এখনও তাকে দেখিনি ।

I have not met him for a week or so. = (আই হেভ নট মেট হিম ফর এ উইক অর ছো) = সপ্তাহখানের তার সঙ্গে দেখা হয় নি।

Virtue is it’s own reward. = (ভারচু ইজ ইট’স ওউন রিওয়ার্ড) = পুণ্যই পুণ্যের পুরষ্কার ।

The more I work , the more joyous I feel. = (দা মোর আই ওয়ার্ক, দা মোর জয়াস আই ফীল) = যত বেশি কাজ করি, তত বেশি আনন্দ পাই।

Trees put forth new leaves in the spring. = (ট্রিস পুট ফোর্থ লীভস ইন দা স্প্রিং) = বসন্ত কালে গাছে নতুন পাতা জন্মে ।

An infant sucks it’s mother. = (অ্যান ইনফেন্ট সাকস ইট’স মাদার) = শিশু স্তন পান করে ।

An honest man is respected everywhere. = (অ্যান অনেস্ট ম্যান ইজ রেসপেক্টেড এভরিহয়ার) = সৎলোক সর্বত্রই সম্মানিত ।

Where have you been such a long time? = (হয়ার হেভ ইউ বিন সাচ এ লং টাইম?) = তুমি এত দীর্ঘ সময় কোথায় ছিলে ?

He is quite a nice man or He is fine fellow. = (হি ইজ কুয়াইট এ নাইস ম্যান অর হি ইজ ফাইন ফেলো) = সে বেশ চমৎকার লোক ।

Formerly there was no tea in this country. = (ফরমারলি দেয়ার ওয়াজ নো টি ইন দিস কান্ট্রি) = পূর্বে এ দেশে চা ছিল না ।

Let us go out for a walk. = (লেট আছ গো আউট ফর এ ওয়াক) = চল বেড়াতে যাই ।

We learn from womb to tomb. = (উই লার্ন ফ্রম ওউম টু টউম) = যত দিন বাঁচি তত দিন শিখি ।

What a fuss you make. = (হোয়াট এ ফাস ইউ মেইক) = কি গোলমালই যে তুমি কর ।

I have not seen such a fool as you are. = (আই হেভ নট সীন সাচ এ ফউল এ্যাস ইউ আর) = তোমার মত বোকা আর দেখিনি ।
সহজে ইংরেজি শেখা @SohojEnglishLearn
9 months ago
ইংরেজিতে কথা বলার ফর্মুলা # (৯১-শেষ)

Formula #91
বাংলা ক্রিয়ার পর ‘হয়েছিল/হল/হত/যেত’ থাকলে তার ইংরেজি করার সময় was/were বসে এবং verb-এর past participle হয়।

বালটিকে ঢাকা পাঠানো হল। —- The boy was sent to Dhaka.
করিমকে পুরস্কার দেয়া হয়েছিল। —- Karim was given a prize.

Formula #92
ক্রিয়ার পর ‘হয়েছিল কি/হল কি/হত কি/যেত কি’ থাকলে তার ইংরেজি করার সময় was/were বসে এবং verb-এর past participle হয়।

তোমাকে ডাকা হয়েছিল কি? —- Were you called in?
এই বনে বাঘ দেখা যেত কি? —- Were tigers seen in this jungle?

Formula #93
ক্রিয়ার পর ‘হয়নি/যায়নি/হল না/হত না’ থাকলে তার ইংরেজি করার জন্য were not/was not বসে এবং verb-এর past participle হয়।

বইটি পাওয়া যায় নি।—- The book was not found.
লোকগুলোকে সাহায্য করা হত না। —- The people were not helped.

Formula #94
বাংলা বাক্যের বিশেষণ (adjective)-এর পর ‘হল’ ক্রিয়ার became/grew/got ইংরেজি বসে।

বালকটি অন্ধ হল। —- The boy became blind.
সে রাগান্বিত হল। —- He got angry.

Formula #95
বাংলা বাক্যের ক্রিয়ার পর ‘হচ্ছে/যাচ্ছে’ থাকলে তার ইংরেজি am being/is being/are being বসে এবং verb-এর past participle হয়।

তাকে মাঠে দেখা যাচ্ছে। —- He is being seen in the field.
ঘরটি মেরামত করা হচ্ছে। —- The house is being repaired.

Formula #96
‘আদেশ করা, অনুরোধ করা, উপদেশ দেয়া’ ইত্যাদি ক্রিয়ার পর ‘হচ্ছে/যাচ্ছে’ থাকলে তর ইংরেজি am/is/are বসে এবং verb-এর past participle হয়।

কাজে যোগদানের জন্য তোমাকে নির্দেশ দেয়া হল। —- You are directed to join in your duty.
মিথ্যা কথা বলার জন্য তোমাকে নিষেধ করা হচ্ছে। —- You are forbidden to tell a lie.

Formula #97
বাংলা বাক্যে Adjective (বিশেষণ)-এর পর ‘হচ্ছে’ থাকলে তার ইংরেজি am/is/are এবং getting/growing বসে।

গাছটি লম্বা হচ্ছে। —- The tree is growing tall.
সে অসুস্থ হচ্ছে। —- He is getting sick.

Formula #98
বাংলা বাক্যে ক্রিযার পর ‘হচ্ছিল’ থাকলে তার ইংরেজি করার জন্য was being/were being বসে এবং verb-এর past participle হয়।

লোকটিকে উপহাস করা হচ্ছিল। —- The man was being laughed at.
সানজিদাকে ডাকঘরে পাঠানো হচ্ছিল। —- Sunjida was being sent to the post office.

Formula #99
বাংলা বাক্যের Adjective (বিশেষণ)-এর পর ‘হচ্ছিল’ থাকলে তার ইংরেজি করার জন্য was/were বসে এবং তার সঙ্গে getting/growing হয়।

জায়গাটা আরো গরম হচ্ছিল। —- The place was growing hot.
গরিবরা আরও গরিব হচ্ছি। —- The poor were getting poorer.

Formula #100
ক্রিয়ার পর ‘হব/হবে’ থাকলে তার ইংরেজি করার জন্য shall be/will be বসে এবং verb-এর past participle হয়।

বালকটিকে শাস্তি দেওয়া হবে। — The boy will be punished.
তোমাকে ভাল শিক্ষা দেয়া হবে। —- You will be given a good lesson.

Formula #101
কোন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু ‘কিছু হবে’ বুঝালে তার ইংরেজি shall be/will be হয়।

আমি শিক্ষক হব। —- I shall be a teacher.
রহিম ডাক্তার হবে। —- Rahim will be a doctor.

Formula #102
কোন অনির্দিষ্ট ব্যক্তি বা বস্ত ‘কিছু হবে’ বুঝালে তার ইংরেজি There shall be/There will be হবে।

স্কুল প্রাঙ্গণে জনসভা হবে। —- There will be a public meeting in the schoolyard.
এ বছর বন্যা হবে না। —- There will be no flood this year.

Formula #103
কোন কাজের ফলে কোন অবস্থার পরিবর্তনের কথা বলা হলে ‘হবে’ ক্রিয়ার ইংরেজি shall/will হয় এবং তার সঙ্গে become বসে।

নিয়মিত পড়লে সফল হবে। —- If you read regularly, you will become successful.
যদি তুমি নড়, তবে মারা যাবে। —- If you move, you will die.

Formula #104
কোন কাজের ফলে মানসিক অবস্থার পরিবর্তন হলে ‘হবে’ ক্রিয়ার ইংরেজি করার জন্য shall be/will be বসে।

তুমি আসলে আমি খুশি হব। —- I shall be glad if you come.
ফরিদাকে বিয়ে করলে তুমি সুখী হবে। —- You will be happy if you marry Farida.

Formula #105
ক্রিয়ার সঙ্গে ‘তে হয়’ যুক্ত থাকলে তার ইংরেজি করার জন্য have to/has to বসে।

আমাকে রোজ একটা ওষুধ কিনতে হয়। —- I have to buy a medicine every day.
জেলেকে কি মাছ ধরতে হয়? (প্রশ্নবোধক) —- Does the fisherman have to catch fish?

Formula #106
ক্রিয়ার শেষে ‘তে হল/তে হয়েছিল’ যুক্ত থাকলে তার ইংরেজি had to বসে।

আমাকে ঢাকা যেতে হয়েছিল। —- I had to go to Dhaka.
তাকে পদত্যাগ করতে হয়েছিল। —- He had to resign his post.

Formula #107
কর্তা না থাকলে ‘তে হয়েছিল’ যুক্ত ক্রিয়ার ইংরেজি করার জন্য had to be বসে এবং verb-এর past participle হয়।

স্বাধীনতা যুদ্ধে অনেক জীবন উৎসর্গ করতে হয়েছিল। —-Many lives had to be sacrificed during the war of independence.
একটা নতুন বাড়ি কিনতে হয়েছিল।—- A new house had to be bought.
প্রশ্নবোধক: Had a new house to be bought?
না-বোধক: A new house had not to be bought.

Formula #108
ক্রিয়ার পরে ‘তে হবে’ যুক্ত থাকলে তার ইংরেজি করার জন্য shall have to/will have to বসে।

আমাকে চট্টগ্রাম যেতে হবে। —- I shall have to go to Chittagong.
তোমাকে একটি ছবি আঁকতে হবে। —- You will have to draw a picture.

Formula #109
Subject (কর্তা) না থাকলে ‘তে হবে’ যুক্ত ক্রিয়ার ইংরেজি করার জন্য shall have to be/will have to be বসে এবং verb-এর past participle হয়।

কাজটি তাড়াতাড়ি শেষ করতে হবে। —- The work will have to be completed.
বাড়িটি বিক্রি করতে হবে। —- The house will have to be sold.

Formula #110
‘তে হবে’ যুক্ত ক্রিয়া জোড়ালো করা হলে must have to বসে।

তাকে কাজটা করতেই হবে। —- He must have to do the work.
আমাকে কথা রাখতেই হবে। —- I must have to keep my word.

Formula #111
Subject (কর্তা) না থাকলে ‘তে হবে’ ক্রিয়াকে জোরালো করা হলে must have to be বসে এবং verb-এর past participle হয়।

সন্ত্রাস নিয়ন্ত্রণ করতেই হবে। —- Terrorism must have to be controlled.
আইনের শাসন প্রতিষ্ঠা করতেই হবে। —- The rule of law must have to be established.

Formula #112
ক্রিয়ার শেষে ‘তে থাকবে’ যুক্ত থাকলে তার ইংরেজি করার জন্য shall be/will be বসে এবং verb-এর সাথে ing যোগ হয়।

আমরা দৌঁড়াতে থাকবো। —- We shall be running.
সাবিনা অপেক্ষা করতে থাকবে। —- Sabina will be waiting.

Formula #113
ক্রিয়ার শেষে ‘এ থাকব’ (য়া থাকবো) ‘এ থাকবে’ (য়া থাকিবে) যুক্ত থাকলে তার ইংরেজি করার জন্য shall have/will have বসে এবং verb-এর past participle রূপ হয়। অবশ্যই কথাটা থাকলে shall have/will have-এর পরিবর্তে must have হবে।

তোমরা গল্পটা শুনে থাকবে। —- You will have heard the story.
তুমি লোকটিকে অবশ্যই দেখে থাকবে। —- You must have seen the man.

Formula #114
বাংলা বাক্যে ক্রিয়ার সঙ্গে ‘তে’ থাকলে তার ইংরেজি to হবে।

সে আমাকে দেখতে এসেছিল। —- He came to see me.
মা আমাকে মিথ্যা কথা বলতে নিষেধ করেছিল। —- Mother forbade me to tell a lie.

Formula #115
Preposition ‘of’-এর পরে verb-এর সাথে ing যোগ করতে হয়।

I am afraid of working.
He is fond of playing cricket.

Formula #116
See, hear, find, watch ইত্যাদি verb-এর পর কোন verb ব্যবহার করার প্রয়োজন হলে শুধু simple verb ব্যবহার করতে হয়।

আমি বালকটিকে স্কুলে যেতে দেখলাম। —- I saw the boy to go to school.
আমি তাকে জোরে কথা বলতে শুনলাম। —- I heard him to talk loudly.

Formula #117
Verb-এর কাজ কিভাবে সম্পন্ন হয় বুঝাবার জন্য যদি অপর একটি verb ব্যবহার করা হয়, তাহলে সে verb-এর সাথে ing যুক্ত করতে হয়।

করিম এখানে দৌঁড়ে আসলো। —- Karim came hear running.
মেয়েটি নাচতে নাচতে চলে গেল। —- The girl went away dancing.

Formula #118
Know, teach, show ইত্যাদি verb-এর পর কোন verb ব্যবহার করার প্রয়োজন হলে how to + verb simple বসে।

আমি তাকে পড়া শিখিয়েছি। —- I have taught him how to read.
সে সাঁতার কাটতে জানে না। —- Se does not know how to swim.

Formula #119
Let, help ইত্যাদি verb-এর পর কোন verb ব্যবহার করতে হলে শুধু simple verb ব্যবহার করতে হবে।

তাকে যেতে দাও। —- Let him go.
তাকে ঘুমাতে দাও। —- Let him sleep.

Formula #120
Active form-এ ব্যবহার করা হলে used to-এর পর simple verb বসে। কিন্তু passive form-এ ব্যবহার করা হলে তার পর verb-এর ing form ব্যবহার করতে হয়।

He used to walk in the morning. (Active)
He was used to walking in the morning. (Passive)
Rana used to play for an hour every morning. (Active)
Rana was used to playing an hour in every morning. (Passive)

Formula #121
Finish, enjoy, practice, avoid, admit, appreciate, can’t, don’t mind ইত্যাদির পর অন্য কোন verb ব্যবহার করা প্রয়োজন হলে ing form বসে।

আমি বইটি পড়া শেষ করেছি। —- I have finished reading the book.
আমি দুপুরে সাঁতার কাটতে ভালোবসি। —- I enjoy swimming at noon.

Formula #122
বাংলায় যেমন ক্রিয়ার সঙ্গে ‘এ’ (ইয়া) যুক্ত হয়, তেমনি ইংরেজিতে verb-এর সঙ্গে ing যুক্ত হয়। যেমন: খেয়ে (খাইয়া) Eat-ing, শুনে (শুনিয়া) Hear-ing ইত্যাদি।

আমাকে দেখে সে পালিয়ে গেল। — Seeing me he ran away.
ঘরে ঢুকে আমি তাকে পড়তে দেখলাম। —- Entering the room I found him reading.

Formula #123
কোন কাজের ফলে কোন অবস্থার পরিবর্তনের কথা বলা হলে ‘এ’ (ইয়া) যুক্ত ক্রিয়ার ইংরেজি করতে হলে বাক্যের প্রথমে By ব্যবহার করতে হয় এবং ‘হওয়া’ ক্রিয়ার ইংরেজি become হয়।

অধিক আহার করে সে অসুস্থ হয়েছে। —- By eating much he has become ill.

Formula #124
কোন কাজের ফলে মানসিক অবস্থার পরিবর্তনের কথা বলা হলে ‘এ’ (ইয়ে) যুক্ত ক্রিয়ার ইংরেজি করতে হলে verb-এর ing form হবে এবং ‘হওয়া’ ক্রিয়ার ইংরেজি become হবে।

জাপানে গিয়ে তারা সুখী হল না। —- Going to Japan they could not become happy.
তোমাকে দেখে আমি খুশি হয়েছি। —- Seeing you I have become glad.

Formula #125
দেখার ফলে, শোনার ফলে, জানার ফলে, পাওয়ার ফলে কোন মানসিক অবস্থার পরিবর্তনের কথা বলা হলে ‘এ’ যুক্ত ক্রিয়ার ইংরেজি করার জন্য to + verb simple বসে এবং ‘হওয়া’ ক্রিয়ার ইংরেজি am/is/are/was/were হয়।

খবর শুনে তিনি রাগন্বিত হলেন। —- He was angry to hear the news.
তোমার চিঠি পেয়ে তোমার মা খুশি হয়েছেন। —- Your mother is glad to receive your letter.
Jewel @mkjuel
9 months ago
আপনি কি প্রথম ছবিটিকে Niloy Alangir ভাইয়ের ছবি মনে করছেন, কিন্তু এনি হচ্ছেন Dylan Sprouse। Dylan Sprouse হচ্ছে American actors
Jewel @mkjuel
10 months ago
বার্ড দিয়ে ছবি তৈরি করুন

আপনি বার্ডের সাথে কাজ, খেলা এবং এর মধ্যে যেকোনো কিছুর জন্য মনোমুগ্ধকর ছবি তৈরি করতে পারেন। এটি ব্যবহার করা সহজ - ইংরেজি প্রম্পট দিয়ে শুরু করে আপনার কল্পনাকে জীবিত করতে কয়েকটি শব্দ লিখুন। আরও বিকল্পের জন্য 'আরো তৈরি করুন' এ ক্লিক করুন এবং আপনার পছন্দ মতো ডাউনলোড করুন। আরও জানুন একটি নতুন উইন্ডোতে খোলে।
কেন: কখনও কখনও আপনার মনে একটি ছবি থাকতে পারে এবং এখন আপনি সহজেই তা প্রাণবন্ত করতে পারেন। জটিল সফ্টওয়্যার শেখা ছাড়াই সেকেন্ডে সম্পূর্ণ অনন্য চিত্র তৈরি করুন।
Subscribe to Unlock

For 10$ / Monthly

Ruhul @ruhul
1 yr. ago (E)
হইচই হল বিশ্বব্যাপী বাঙালিদের জন্য একটি অন-ডিমান্ড ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম, যা ৬০০+ বাংলা ছবি, ১৩৫+ মৌলিক ওয়েব সিরিজ, শর্টস এবং ডকুমেন্টারি সহ একটি বিস্তৃত সংগ্রহ অফার করে। এটি একটি ফ্রিমিয়াম প্ল্যাটফর্ম, যেখানে একটি বিনামূল্যের প্ল্যান রয়েছে যা ব্যবহারকারদের সীমিত সামগ্রীতে বিজ্ঞাপন-সমর্থিত ভিত্তিতে অ্যাক্সেস প্রদান করে এবং একটি প্রিমিয়াম প্ল্যান যা বিজ্ঞাপন-মুক্ত সমস্ত সামগ্রীতে অ্যাক্সেস প্রদান করে।

হইচই ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে চালু করা হয় এবং ১০০+ দেশে উপলব্ধ। এটি ভারতের বিখ্যাত শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (SVF) -এর একটি সহযোগী প্রতিষ্ঠান।
News @World
1 yr. ago
এক্সোরসিস্ট রিবুটটি ক্লাসিক হরর ফিল্মের একটি চিজ়ি রিপ-অফ, সমালোচকদের মতে। ডেভিড গর্ডন গ্রীন পরিচালিত এবং লেসলি ওডম জুনিয়র এবং এলেন বার্স্টন অভিনীত এই ছবিটির অভাবনীয় মৌলিকত্ব এবং ভয়ের জন্য সমালোচনা করা হয়েছে।

অনেক সমালোচক এই ছবিটিকে ১৯৭৩ সালে মুক্তিপ্রাপ্ত মূল এক্সোরসিস্টের সঙ্গে তুলনা করেছেন। তারা বলেছেন যে রিবুটটি কেবল মূল ছবির একই কাহিনী এবং বিটগুলিকে পুনরায় তৈরি করেছে, কোনও নতুন বা আকর্ষণীয় কিছু যোগ না করে।

অন্যরা ছবিটির বিশেষ প্রভাবের জন্য সমালোচনা করেছেন, যা তারা বলেছে যে পুরানো এবং অপ্রত্যয়ী। এবং কেউ কেউ এমনকী বলেছেন যে ছবিটি কেবল ভয়ঙ্কর নয়, যদিও এটি একটি হরর ফিল্ম।

মোটামুটিভাবে, এক্সোরসিস্ট রিবুটটি একটি হতাশাজনক ছবি যা তার পূর্বসূরির উচ্চতা বজায় রাখতে ব্যর্থ হয়। এটি একটি চিজ়ি রিপ-অফ যা এড়িয়ে চলাই ভাল।

#এক্সোরসিস্ট #রিবুট #চিজ়ি #রিপ -অফ #হরর #ছবি #সমালোচনা #হতাশাজনক #ব্যর্থ #মৌলিকত্ব #ভয়
Barun Mondal @Barun
1 yr. ago
এই প্রকৃতির সৌন্দর্য হাঁসের দল আরো কিছুটা বাড়িয়ে দিয়েছে।
ছবি উরেলচাঁদপুর, মগরাহাট, দক্ষিণ ২৪ পরগনার।
ছবি: বরুন মন্ডল।
Barun Mondal @Barun
1 yr. ago
গ্ৰামে এক সময় বাড়িতে বাড়িতে ধানের গোলা থাকলে ও আজ এটির দর্শন তেমন একটা মেলে না। তবে গ্ৰামের এই পুরানো ঐতিহ্য বাহী সম্পদ গ্ৰামের কিছু মানুষ আজও সযত্নে রেখেছেন। তাই আজও আমার এই দৃশ্য দেখতে পাচ্ছি। তাই সেই সব মানুষদের জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা।
এই ছবি উরেলচাঁদপুর গ্ৰামের যা মগরাহাট থানার অন্তর্গত, জেলা দক্ষিণ ২৪ পরগনা।
এই ছবির উঠিয়েছেন বরুন মন্ডল।
Barun Mondal @Barun
1 yr. ago
পানা ভরা পুকুর , পুকুর পাড়ে বাঁশ বন ।
ছবি দক্ষিণ শালিগোরিয়া, মগরাহাট, দক্ষিণ ২৪ পরগনার।
ছবি বরুন মন্ডল।
Md Mokbul Hossain @MdMokbul
1 yr. ago
শিওর তুলশী ফুল,
মনে হয়,হয় নাই ভুল।
আমচত্বর,রাজশাহী
নিজ ছবি।
Md Mokbul Hossain @MdMokbul
1 yr. ago
জঙ্গলী ফুল ও সুন্দর হয়,
কবি গবেষণা করেই কয়।
পদ্মা হাউজিং,রাজশাহী
নিজ ছবি।
Md Mokbul Hossain @MdMokbul
1 yr. ago
এটা কাঠ মালতি নাকি,
বলে দিন,দিবেন না ফাঁকি।
সিটিভবন,রাজশাহী
নিজ ছবি।
Md Mokbul Hossain @MdMokbul
1 yr. ago
শহরের ভিতরে দেখলাম কাশফুল,
হোন্ডা থামিয়ে তুলতে করি নাই ভুল।
লক্ষীপুর,রাজশাহী
নিজ ছবি।
Md Mokbul Hossain @MdMokbul
1 yr. ago
এখন দেখি অনেক রকম কলাবতী,
তবে সবগুলিই দেখতে সুন্দর অতি।
সি এন বি মোড়,রাজশাহী
নিজ ছবি।
Md Mokbul Hossain @MdMokbul
1 yr. ago
কাকের ছবি তোলা অত সহজ নয়,
আমার দ্বারাই সবকিছু সম্ভব হয়।
বিরামপুর,দিনাজপুর
নিজ ছবি।
Md Mokbul Hossain @MdMokbul
1 yr. ago
দেখতে ভালোই লাগে রঙ্গন ফুল,
মাঝে মাঝে পাঠাতে করি না ভুল।
ভদ্রমোড়,রাজশাহী
নিজ ছবি।
Md Mokbul Hossain @MdMokbul
1 yr. ago
অতি সুন্দর বাগানবিলাস,
পূর্ণ হলো মোর অভিলাষ।
বালিয়াপুকুর,রাজশাহী
নিজ ছবি।
Md Mokbul Hossain @MdMokbul
1 yr. ago
গাছটি একেবারে সদৃশ্য,
আমি তো হয়ে গেছি শিষ্য।
পদ্মাহাউজিং,রাজশাহী
নিজ ছবি।
Ruhul @ruhul
1 yr. ago
লিও ২০২৩ সালের আসন্ন ভারতীয় অ্যাকশন গ্যাংস্টার ফিল্ম। এটি পরিচালনা করেছেন লোকেশ কনগরাজ এবং অভিনয় করেছেন বিজয়, তৃষা, সঞ্জয় দত্ত, অর্জুন সরজা, গৌতম মেনন, প্রিয়া আনন্দ, মনসুর আলী খান, মিস্কিন, স্যান্ডি এবং ম্যাথু থমাস। ছবিটি মুক্তি পাবে ২০২৩ সালের ১৯ অক্টোবর।

লিও ২০২৩ সালের সবচেয়ে প্রতীক্ষিত ভারতীয় চলচ্চিত্রগুলির মধ্যে একটি এবং এটি নিয়ে অনেক আশা রয়েছে। লোকেশ কনগরাজ ভারতের অন্যতম জনপ্রিয় পরিচালক এবং তার আগের ছবিগুলি, যেমন বিক্রম এবং কৈদি, সমালোচকদের প্রশংসা পেয়েছে এবং ব্যবসায়িকভাবে সফল হয়েছে। বিজয় ভারতের অন্যতম বড় তারকা এবং তার বিশাল অনুরাগী রয়েছে।

যতটুকু ট্রেলার এবং টিজার মুক্তি পেয়েছে তা থেকে দেখা যাচ্ছে, লিও একটি স্টাইলিশ এবং অ্যাকশন-প্যাকড ফিল্ম হতে যাচ্ছে। ছবিতে তারকাখচিত কাস্ট রয়েছে এবং অ্যাকশন সিক্যুয়েন্সগুলি অত্যন্ত চিত্তাকর্ষক দেখা যাচ্ছে। লোকেশ কনগরাজ তার বাস্তবিক এবং গ্রিট স্টাইলের ফিল্ম নির্মাণের জন্য পরিচিত এবং আশা করা যায় যে লিওও আলাদা হবে না।
Ruhul @ruhul
1 yr. ago
টাইগার 3 হল 2023 সালের সবচেয়ে প্রত্যাশিত বলিউড মুভিগুলির মধ্যে একটি৷ এটি টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি, যেটিতে সালমান খান নামী চরিত্র, একজন RAW এজেন্ট হিসেবে অভিনয় করেছেন৷ ছবিটিতে ক্যাটরিনা কাইফ, ইমরান হাশমি এবং শাহরুখ খানকে একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে।

টাইগার 3 অত্যাশ্চর্য ভিজ্যুয়াল এবং উত্তেজনাপূর্ণ সিকোয়েন্স সহ একটি উচ্চ-অকটেন অ্যাকশন থ্রিলার হবে বলে আশা করা হচ্ছে। ছবিটি পরিচালনা করছেন মনীশ শর্মা, যিনি এর আগে ব্যান্ড বাজা বারাত এবং ফ্যানের মতো সফল চলচ্চিত্র পরিচালনা করেছেন।

অভিজ্ঞ পরিচালক এবং উচ্চ প্রযোজনা মূল্যের দিকে তাকিয়ে টাইগার 3 এর ২০২৩ সালের অন্যতম বৃহত্তম ব্লকবাস্টার হওয়ার সম্ভাবনা রয়েছে।

#Tiger3 #SalmanKhan #KatrinaKaif #EmraanHashmi #ShahRukhKhan #YRFSpyUniverse #Bollywood #Blockbuster
Ruhul @ruhul
1 yr. ago
সালার একটি অত্যন্ত প্রতীক্ষিত ভারতীয় অ্যাকশন থ্রিলার ফিল্ম, যা প্রশান্ত নীল পরিচালনা করেছেন এবং প্রভাস প্রধান চরিত্রে অভিনয় করেছেন। এই ছবিটি একাধিক ভাষায় মুক্তি পাবে, যার মধ্যে রয়েছে তেলুগু, কন্নড়, হিন্দি, তামিল এবং মালয়ালম।

এখন পর্যন্ত মুক্তিপ্রাপ্ত ট্রেলার এবং টিজারের ভিত্তিতে, সালার দেখতে পাচ্ছেন যে এটি হবে উচ্চ-অক্টেন অ্যাকশন সিকোয়েন্স সহ একটি দৃশ্যত সুন্দর ছবি। প্রভাস সালার নামে একজন গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করেছেন যিনি তার পরামর্শদাতার মৃত্যুর প্রতিশোধ নিতে মিশনে রয়েছেন। ছবিতে শ্রুতি হাসন, পৃথ্বীরাজ সুকুমারন, জগপতি বাবু এবং ঈশ্বরী রাওও মুখ্য চরিত্রে অভিনয় করেছেন।

সালারকে একটি "প্যান-ইন্ডিয়ান" ফিল্ম হিসাবে বর্ণনা করা হয়েছে, যার অর্থ হল যে এটি ভারতের সর্বত্র দর্শকদের কাছে আবেদন করার জন্য ডিজাইন করা হয়েছে। ছবিটির বাজেট ₹200 কোটিরও বেশি বলে অনুমান করা হচ্ছে, যা এটিকে এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে ব্যয়বহুল ভারতীয় ছবিগুলির মধ্যে একটি করে তুলেছে।

#Salaar #Prabhas #PrashanthNeel #PanIndianFilm #ActionThriller
Jewel @mkjuel
1 yr. ago (E)
OwnTweet এ আপনার পছন্দের ভাষা পরিবর্তন করতে নিচের ছবিটি অনুসরণ করুন
#ভাষা_পরিবর্তন #Language_change
Ruhul @ruhul
1 yr. ago
অ্যাপল আইফোন ১৫ প্রো ম্যাক্স হল অ্যাপলের ২০২৩ সালের স্মার্টফোন লাইনআপের ফ্ল্যাগশিপ মডেল। অ্যাপল আইফোন ১৫ প্রো ম্যাক্স এ রয়েছে ৬.৭ ইঞ্চির বড় OLED ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্জ।

আইফোন ১৫ প্রো ম্যাক্সে একটি নতুন 48MP মূল সেন্সর সহ একটি ট্রিপল-লেন্স রিয়ার ক্যামেরা সিস্টেম রয়েছে। এই সেন্সরটি যেকোনো আলোক অবস্থায় দুর্দান্ত ছবি এবং ভিডিও ক্যাপচার করতে সক্ষম। ফোনে একটি 12MP আলট্রাওয়াইড ক্যামেরা এবং 5x অপটিক্যাল জুম সহ একটি 12MP telephoto ক্যামেরাও রয়েছে।

আইফোন ১৫ প্রো ম্যাক্সের আরো রয়েছে দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই ডিজাইন এবং 5G সংযোগের ব্যবস্থা। অ্যাপল আইফোন ১৫ প্রো ম্যাক্স ফোনটি চারটি রঙে পাওয়া যাবে- কালো, সাদা, রুপালি এবং সোনালী।

#আইফোন১৫প্রোম্যাক্স #অ্যাপল #স্মার্টফোন #ফ্ল্যাগশিপ #প্রযুক্তি #মোবাইল #গ্যাজেট
Jewel @mkjuel
1 yr. ago
সোশ্যাল মিডিয়া হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য একটি শক্তিশালী হাতিয়ার, যার মাধ্যমে আপনি বহু মানুষের কাছে পৌঁছাতে পণ্য বা পরিষেবা প্রচার করতে পারেন।

এর জন্য আপনাকে সঠিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নির্বাচন করতে হবে। উচ্চ মানের বিষয়বস্তু তৈরি করতে হবে আর বিষয়বস্তু হতে হবে তথ্যবহুল, আকর্ষণীয় এবং আপনার লক্ষ্য হবে শ্রোতাদের কাছে সহজলভ্য করে তোলা। সোশ্যাল মিডিয়ার জন্যও অপ্টিমাইজ করা উচিত। যেমন- চোখ-ধাঁধানো ছবি এবং ভিডিও, এবং সহজে পড়ার যায় এমন ক্যাপশন ব্যবহার করা উচিত।

আপনার পরিষেবায় অ্যাফিলিয়েট লিঙ্ক অন্তর্ভুক্ত করুন। যখন আপনি আপনার সেবায় কোনো পণ্য বা পরিষেবা উল্লেখ করেন, তখন আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক অন্তর্ভুক্ত করতে ভুলবেন না যাতে আপনার অনুসারীরা আগ্রহী হলে সহজেই তা ক্রয় করতে পারে।

সেবা সম্পর্কিত হ্যাশট্যাগ ব্যবহার করুন। হ্যাশট্যাগ আপনার সেবা আরও বেশি লোকের কাছে পৌঁছানোর একটি ভালো উপায়। যখন আপনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, তখন যেসব হ্যাশট্যাগ লোকেরা সন্ধান করতে পারে তা অন্তর্ভুক্ত করুন।

#অ্যাফিলিয়েট #মার্কেটিং #পরিষেবা
Ruhul @ruhul
1 yr. ago (E)
জ্যোতির্বিজ্ঞান আলোকচিত্রশিল্পী অফ দ্য ইয়ার (Astronomy Photographer of the Year) পৃথিবীর বৃহত্তম জ্যোতির্বিজ্ঞান আলোকচিত্র প্রতিযোগিতা। এটি প্রতিবছর রয়্যাল অবজারভেটরি গ্রিনউইচ (Royal Observatory Greenwich) কর্তৃক আয়োজিত হয়। এই প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে পুরস্কার দেওয়া হয়, যেমন নীহারিকা, ছায়াপথ, সৌরজগতের বস্তু, আকাশমণ্ডলীয় ঘটনা এবং সৃজনশীল জ্যোতির্বিজ্ঞান আলোকচিত্র।

২০২৩ সালের জ্যোতির্বিজ্ঞান আলোকচিত্রশিল্পী অফ দ্য ইয়ার পুরস্কারের বিজয়ী ছবিগুলি প্রকাশ করা হয়েছে। এবারের বিজয়ী ছবিটি হল আন্দ্রোমেডা, আনএক্সপেক্টেড (Andromeda, Unexpected)। এটি আকাশগঙ্গার সবচেয়ে নিকটতম সর্পিল ছায়াপথ আন্দ্রোমেডার একটি নাটকীয় গভীর আকাশ আলোকচিত্র। ছবিটি তুলেছেন মার্সেল ড্রেকশলার, জেভিয়ার স্ট্রোটনার এবং ইয়ান সেন্টাই।
#জ্যোতির্বিজ্ঞান_আলোকচিত্রশিল্পী_অফ_দ্য_ইয়ার #ইন_দ্য_ল্যান্ড_অফ_দ্য_মিডনাইট_সান #রানিং_চিকেন_নীহারিকা
Ruhul @ruhul
1 yr. ago
সম্প্রতি, নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ থেকে একটি নতুন স্পটনিট নেওয়া হয়েছে যা শনি গ্রহের ঋতু পরিবর্তনের চিত্র তুলে ধরেছে।

ছবিতে, শনির উত্তর গোলার্ধটিকে গ্রীষ্মের শেষের দিকে দেখা যাচ্ছে, যখন দক্ষিণ গোলার্ধটি শীতের দিকে এগিয়ে চলেছে। উত্তর গোলার্ধের বায়ুমণ্ডল নীলচে দেখা যাচ্ছে, যা সূর্যের আলোর প্রতিফলন। দক্ষিণ গোলার্ধের বায়ুমণ্ডল লালচে দেখা যাচ্ছে, যা সূর্যের আলোর প্রতিসরণ।

ছবিটিতে শনির বিশাল বলয়ও দেখা যাচ্ছে। রিংগুলি বরফ এবং পাথরের কণা দিয়ে তৈরি। বলয়গুলি শনিকে প্রদক্ষিণ করে এবং গ্রহের চৌম্বক ক্ষেত্রের সাথে যোগাযোগ করে।

#শনিগ্রহ #নাসা

Nothing found!

Sorry, but we could not find anything in our database for your search query {{search_query}}. Please try again by typing other keywords.