Logo
Ruhul @ruhul
জ্যোতির্বিজ্ঞান আলোকচিত্রশিল্পী অফ দ্য ইয়ার (Astronomy Photographer of the Year) পৃথিবীর বৃহত্তম জ্যোতির্বিজ্ঞান আলোকচিত্র প্রতিযোগিতা। এটি প্রতিবছর রয়্যাল অবজারভেটরি গ্রিনউইচ (Royal Observatory Greenwich) কর্তৃক আয়োজিত হয়। এই প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে পুরস্কার দেওয়া হয়, যেমন নীহারিকা, ছায়াপথ, সৌরজগতের বস্তু, আকাশমণ্ডলীয় ঘটনা এবং সৃজনশীল জ্যোতির্বিজ্ঞান আলোকচিত্র।

২০২৩ সালের জ্যোতির্বিজ্ঞান আলোকচিত্রশিল্পী অফ দ্য ইয়ার পুরস্কারের বিজয়ী ছবিগুলি প্রকাশ করা হয়েছে। এবারের বিজয়ী ছবিটি হল আন্দ্রোমেডা, আনএক্সপেক্টেড (Andromeda, Unexpected)। এটি আকাশগঙ্গার সবচেয়ে নিকটতম সর্পিল ছায়াপথ আন্দ্রোমেডার একটি নাটকীয় গভীর আকাশ আলোকচিত্র। ছবিটি তুলেছেন মার্সেল ড্রেকশলার, জেভিয়ার স্ট্রোটনার এবং ইয়ান সেন্টাই।
#জ্যোতির্বিজ্ঞান_আলোকচিত্রশিল্পী_অফ_দ্য_ইয়ার #ইন_দ্য_ল্যান্ড_অফ_দ্য_মিডনাইট_সান #রানিং_চিকেন_নীহারিকা
1 yr. ago (E)

No replys yet!

It seems that this publication does not yet have any comments. In order to respond to this publication from Ruhul , click on at the bottom under it