Logo
সহজে ইংরেজি শেখা @SohojEnglishLearn
9 months ago
#৩০তম ক্লাস

গ্রামার জানা ছাড়াই Tense

স্পোকেন ইংলিশ সঠিকভাবে সম্পাদনের জন্য Tense জানাটা অত্যন্ত জরুরী।

তাই আর দেরি না করে আজ আমরা শিখবো কিভাবে গ্রামার জানা ছাড়াই ১২ টি Tense আয়ত্তে এনে হাজার হাজার বাক্য তৈরি করা যায় ও ব্যাবহার করা যায়? ইংরেজি Tense জানার জন্য আপনি অতিতে যা করেছেন অর্থাৎ বিভিন্ন Tense এর জন্য বাংলা ফর্মেট মুখস্ত করেছেন। যেমন ইয়াছি, ইয়াছ, ইয়াছিলো আবার ইংরেজির বেলায় verb এর past participle লাগবে ইত্যাদি ইত্যাদি। এ সব মাথা থেকে ঝেরে ফেলে দিন।

তো শুরু করা যাক আজকের ক্লাস (৩০ তম ক্লাস)

Tense কাকে বলে?

Tense শব্দের অর্থ সময় বা কাল। সঠিকভাবে ইংরেজি লেখার প্রধান শর্ত হলো Tense. তাই Tense- কে ইংরেজি ভাষার প্রাণ বলতে পারি। Verb বা ক্রিয়ার কাজ সম্পাদনের সময়কে Tense বা কাল বলে। Tense দ্বারা সময়কে উল্লেখ করা হয় এবং যা বর্তমান, অতীত কিংবা ভবিষ্যত হতে পারে।

Today, Yesterday and Tomorrow >> আজ, কাল এবং আগামীকাল।

Example:

We play football today. - আমরা আজ ফুটবল খেলি।

We played football yesterday. - আমরা গতকাল ফুটবল খেলেছিলাম।

We shall play football tomorrow. - আমরা আগামিকাল ফুটবল খেলব।

Tense এর প্রকারভেদঃ

Tense প্রধানত তিন প্রকার। যেমনঃ

(a) Present Tense বা বর্তমান কাল।

(b) Past Tense বা অতীত কাল।

(c) Future Tense বা ভবিষ্যৎ কাল।

প্রতি Tense কে আবার চার ভাগে ভাগ করা হয়-

Indefinite Tense

Continuous Tense

Perfect Tense

Perfect Continuous Tense

তাহলে আপনারা শিখলেন Tense কাকে বলে ও তার প্রকার ভেদ। তা হলে আমরা মোট ১২ টি Tense পেলাম।

এবার চলে আসুন সহজ মেথডে। অর্থাৎ গ্রামার ছাড়াই যদি আমরা ১২ টি Tense আয়ত্তে আনতে চাই তাহলে আবশ্যই যা যা শিখতে হবে-

1. Subject + Verb + Object

Subject = কর্তা

Verb = ক্রিয়া

Object = কর্ম

অর্থাৎ

কর্তা ক্রিয়া কর্ম ইংরেজি বাক্যের ধর্ম

এখন একটা উদাহরণ এর মাধ্যমে দেখা যাক।

I + eat + rice. আমি ভাত খাই।

I = Subject = কর্তা

Eat = Verb = ক্রিয়া

Rice = Object = কর্ম

এবার ২য় যে কাজটি আপনাকে করতে হবে, তা হলো-

I - আমি

We - আমরা

You - তুমি/তোমরা

He / She - সে

It - ইহা

They - তারা

এই শব্দগুলোকে আমরা Subject হিসাবে ব্যবহার করব

I, we, us – First Person

you, your – Second person

He, she, it এবং সমস্ত নাম – Third Person

Subject 3rd person singular number হলে verb এর সাথে s/es যুক্ত হয়।

মনে রাখবেনঃ আমি (I) এবং তুমি (you) ছাড়া পৃথিবীর সবকিছু 3rd person singular number অর্থাৎ I, you ছাড়া সবকিছুর সাথে s/es যুক্ত হয়।

এখন মিলিয়ে দেখি ইংরেজিতে কি হয়-

আমি কাজটি করি।

আমি = Subject = I

করি = Verb = do

কাজটি = object = work

সুতরাং, Subject + Verb + Object.

আমি কাজটি করি = I do the work.

কাজটি" বলাতে নিদিষ্ট করে একটি কাজকে বুঝানো হয়েছে তাই "The" ব্যবহার হয়েছে।

তেমনি করে দ্বিতীয় উদাহরণটি দেখুন-

সে বই পড়ে।

অর্থাৎ, Sub + verb + Object. = He reads book.

এখানে verb এর সাথে "s" হয়েছে কারণ

Subject 3rd person singular number অর্থাৎ I, you ছাড়া সবকিছুর সাথে s/es যুক্ত হয়.

তেমনি তৃতীয় উদাহরণটিও হবে-

সে ঘুমায় = He sleeps.

এবার ২য় যে কাজটি আপনাকে করতে হবে, তা হলো-

Present continuous tense এর বাক্যগুলো কে ইংরেজি অনুবাদ করার জন্য নিয়ম অনুসরণ করতে হয়।

যেমনঃ Structure:- Subject + am/is/are + Verb এর সাথে (ing) + Object.

লক্ষ্যণীয় বিষয় হলো :-

Auxiliary Verb "am/is/are.

Verb এর সাথে "ing"

“ I ” এর পরে “am” হয়। 3rd person singular number এর পর “ is” হয়। সকল plural এর পর “are” হয়।

এখন ইংরেজি অনুবাদ করি, কি হয় দেখে নেওয়া যাক :-

আমি কাজটি করতেছি।

আমি = Subject.

করতেছি = Verb.

কাজটি = Object.

সুতরাং, Sub + am/is/are + V(ing) + Obj.

অর্থাৎ, আমি কাজটি করতেছি = I am doing the work.

দ্বিতীয় উদাহরণটি দেখুন-

যেমনঃ সে বই পড়তেছে।

সে = Subject.

পড়েতেছি = Verb.

বই = Object.

সুতরাং, Sub + am/is/are + V (ing) + obj.

সে বই পড়তেছে = He is reading Book.

তৃতীয় উদাহরণটিও হবে-

যেমনঃ তুমি ঘুমাইতেছ।

তুমি = Subject.

ঘুমাইতেছ Verb.

এখানে কোন object নেই।

সুতরাং, Sub + am/is/are + Verb(ing) + obj.

অর্থাৎ, তুমি ঘুমাইতেছ = You are sleeping.

Present perfect tense এর উদাহরণের বাংলা বাক্যগুলো ইংরেজিতে অনুবাদ করারও একটি নিয়ম আছে।

Structure:- Subject + have/has + Verb এর past Participle form + Object.

লক্ষ্যণীয় বিষয় মনে রাখতে হবে:-

Auxiliary Verb " have/has হয়।

Verb এর Past participle form হয়।

"I " এর পরে "have" হয়।

"3rd Person singular number এর পরে has হয়।

সকল plural এর পর have হয়।

ইংরেজি অনুবাদ করা যায় দেখা যাক-

আমি কাজটি করিয়াছি। এখানে,

আমি = I = Subject.

করিয়াছি = done= Verb (Do এর p.p)

কাজটি = The work = object.

সুতরাং, Sub + have/has + Verb এর p.p + obj.

এই নিয়মটা অনুসরণ করে অনুবাদ করলে হয়,

সুতরাং, আমি কাজটি করিয়াছি = I have done the work.

তেমনি করে দ্বিতীয় উদাহরণটি দেখুন-

যেমনঃ সে বইটি পড়িয়াছে/পড়েছে।

এখানে, সে = He = Subject.

পড়িয়াছে = Read = verb.

বইটি = The book = object.

সুতরাং, Sub + have/has + Verb এর P.P + Obj.

এই অনুসারে অনুবাদ করলে হয়।

অর্থাৎ, যে বইটি পড়িয়াছে = He has read the book.

তেমনি তৃতীয় উদাহরণটিও হবে-

তুমি খেলাটি দেখিয়াছ।

এখানে, তুমি = You = Subject.

দেখিয়াছ = Seen = verb (See এর P.P)

খেলাটি = The game = Object.

সুতরাং, Sub + have/has + Verb এর P.P + Obj

এই রুলসের নিয়মে অনুবাদ করলে হয়-

You have seen the game.

একটা কথা মনে রাখতে হবে এই, Auxiliary Verb “ have/has” যখন auxiliary verb এর কাজ না করে Main verb এর কাজ করবে তখন কিন্তু ঐ বাক্যটি Present indefinite Tense এর হয়ে যাবে।যেমনঃ •

I have a cow.= আমার একটি গরু আছে।

He has a book. = তার একটি বই আছে।

উক্ত বাক্য দুটিতে have/has main verb হিসেবে ব্যবহার হয়েছে।

তেমনি করে Continuous tense এর auxiliary verb "am/is/are" main verb হিসেবে ব্যবহার করা হলে তা আর continuous tense থাকবে না, সেটাও present indefinite Tense হয়ে যাবে। যেমনঃ

I am a student. = আমি একজন ছাত্র/ছাত্রী।

He is a powerful man. = সে একজন শক্তিশালী মানুষ।

এবার ৩য় যে কাজটি আপনাকে করতে হবে, তা হলো- Verb এর Past Participle মুখস্ত করতে হবে।

Present – Past - Past Participle

Do – did - done

Go – went - gone

Write – wrote – written

(ইত্যাদি যতগুলো পারেন মুখস্ত করবেন।)

আশা করি এটুকু নিয়ম জানলেই চলবে। এবার চাই শুধু অনুশিলন।

তো অনুশিলন শুরু করা যাক। এক্ষেত্রে আমরা Subject এবং Verb পরিবর্তন করে করে অনুশিলন করব। পারলে মুখস্ত করে নিতে পারলে ভালো। অর্থাৎ ১২ টি tense এর ১২ টি বাক্য বলতে ৫ থেকে ৭ মিনিটের মত সময় লাগতে পারে (শুধু ইংরেজি)। যদি পারেন তাহলে আর চিন্তা নাই আপনাকে আর কেউ ঠেকাইতে পারবেনা, আপনার মুখ দিয়ে ইংরেজি আনর্গল বের হতেই থাকবে। এবার শুধু vocabulary বাড়ান। বাস হয়ে গেল ইংরেজিতে কথা বলা শেখা।

তো আর দেরি নয়, এবার আমরা Subject = I এবং Verb = go নিয়ে আনুশিলন করব -

I go. - আমি যাই ।

I am going. - আমি যাচ্ছি ।

I have gone. - আমি গিয়েছি ।

I have been going. - আমি যাচ্ছি (নির্দিষ্ট সময় ধরে) ।

I went. - আমি গিয়েছিলাম ।

I was going. - আমি যাচ্ছিলাম ।

I had gone. - আমি গিয়েছিলাম (কোন কিছুর আগে) ।

I had been going. - আমি যাচ্ছিলাম (নির্দিষ্ট সময় ধরে) ।

I shall go. - আমি যাবো ।

I shall be going. - আমি যেত থাকবো ।

I shall have gone. – আমি গিয়ে থাকবো (কোন কিছুর আগে) ।

I shall have been going. - আমি যেতে থাকবো (নির্দিষ্ট সময় ধরে)।

এবার আমরা Subject = I এবং Verb = do নিয়ে আনুশিলন করব -

I do. - আমি করি।

I am doing. - আমি করছি।

I have done. - আমি করেছি।

I have been doing. - আমি করছি (নির্দিষ্ট সময় ধরে)।

I did. - আমি করেছিলাম।

I was doing. - আমি করছিলাম |

I had done. - আমি করেছিলাম (কোন কিছুর আগে) |

I had been doing. - আমি করছিলাম (নির্দিষ্ট সময় ধরে) |

I shall do. - আমি করবো |

I shall be doing. - আমি করতে থাকবো |

I shall have done. – আমি করে থাকবো (কোন কিছুর আগে) |

I shall have been doing. - আমি করতে থাকবো (নির্দিষ্ট সময় ধরে) |

এবার আমরা Subject = We এবং Verb = do নিয়ে আনুশিলন করব -

We do. - আমরা করি |

We are doing. - আমরা করছি |

We have done. - আমরা করেছি |

We have been doing. - আমরা করছি (নির্দিষ্ট সময় ধরে) |

We did. - আমরা করেছিলাম |

We were doing. - আমরা করছিলাম |

We had done. - আমরা করেছিলাম (কোন কিছুর আগে) |

We had been doing. - আমরা করছিলাম (নির্দিষ্ট সময় ধরে) |

We shall do. - আমরা করবো |

We shall be doing. - আমরা করতে থাকবো |

We shall have done. – আমরা করে থাকবো (কোন কিছুর আগে) |

We shall have been doing. - আমরা করতে থাকবো (নির্দিষ্ট সময় ধরে) |

এবার আমরা Subject = You এবং Verb = play নিয়ে আনুশিলন করব -

You play. - তোমরা খেলো |

You are playing. - তোমরা খেলছো |

You have played. - তোমরা খেলেছো |

You have been playing. - তোমরা খেলছো (নির্দিষ্ট সময় ধরে) |

You played. - তোমরা খেলেছিলে |

You were playing. - তোমরা খেলছিলে |

You had played. - তোমরা খেলেছিলে (কোন কিছুর আগে) |

You had been playing .- তোমরা খেলছিলে (নির্দিষ্ট সময় ধরে) |

You will play. - তোমরা খেলবে |

You will be playing. - তোমরা খেলতে থাকবে |

You will have played. – তোমরা খেলে থাকবে (কোন কিছুর আগে) |

You will have been playing. - তোমরা খেলতে থাকবে (নির্দিষ্ট সময় ধরে) |

এবার আমরা Subject = They এবং Verb = play নিয়ে আনুশিলন করব -

They play

They are playing

They have played

They have been playing

They played

They were playing

They had played

They had been playing

They will play

They will be playing

They will have played

They will have been playing

এবার আমরা Subject = She এবং Verb = play নিয়ে আনুশিলন করব -

She plays

She is playing

She has played

She has been playing

She played

She was playing

She had played

She had been playing

She will play

She will be playing

She will have played

She will have been playing

If you know word meaning. = (ইফ ইউ নোও ওয়ার্ড মিইনিং) = যদি তুমি শব্দার্থ জান।

Now I want to say. = (নাউ আই ওয়ান্ট টু ছে) = এখন আমি বলতে চাই।

If you read this app with significant. = (ইফ ইউ রিড দিস অ্যাপ উইথ ছিগনিফিকেন্ট) = যদি তুমি এই অ্যাপটি গুরুত্ব সহকারে পড়।

You will be able to talk in English Insha'Allah. = (ইউ উইল বি এইবল টু টক ইন ইংলিশ ইনশাআল্লাহ) = তুমি ইংরেজীতে কথাবলতে সক্ষম হবে ইনশা আল্লাহ।

I promise it = (আই প্রমিজ ইট) = আমি এটার প্রতিশ্রুতি দিলাম।

I will try to bring another new English app in play store. = (আই ইউল ট্রাই টু ব্রিং এনাদার নিউ ইংলিশ অ্যাপ ইন প্লে স্টোর) = আমি প্লে ষ্টোরে আরো নতুন নতুন ইংলিশ অ্যাপ দেওয়ার চেষ্টা করব (যাতে আপনারা আরো ভালো ইংলিশ বলতে পারেন ।

Or it bring new with update. = (অর ইট ব্রিং নিউ উইথ আপডেট) = অথবা এটাই নতুন করে আপডেট দেওয়া হবে।

Pray for me. = (প্রে ফর মি) = আমার জন্য দোয়া করবেন।

Thank you for staying with this app. = (থ্যাংক ইউ ফর স্টেয়িং উইথ দিস অ্যাপ) = এই অ্যাপ এর সাথে থাকার জন্য ধন্যবাদ।

Allah Hafeez = (আল্লাহ হাফেজ) = আল্লাহ্‌ হাফেজ।

একটি কথা মনেরাখবেন ,যতবেশি শব্দার্থ শিখতে পারবেন ততবেশি ইংরেজিতে কথা বলতে পারবেন। তাই আপনাদের সুবিধার্থে অ্যাপসটির শেষের দিকে কিছু প্রয়োজনীয় শব্দের অর্থ (Vocabulary) দিয়ে দিলাম, সেখন থেকে সহজ শব্দগুলোই শিখুন, যেগুলো আপনি কথা বলার সময় ব্যবহার করতে পারবেন। আল্লাহ্‌ হাফেজ।
সহজে ইংরেজি শেখা @SohojEnglishLearn
9 months ago
#১৯তম ক্লাস

আমাদের প্রায় সকলেরই ইংরেজি শব্দভাণ্ডার খুবই সীমিত। আর এটি হল ইংরেজিতে দক্ষতা অর্জনের ক্ষেত্রে সবচাইতে বড় বাধা। ইংলিশ গ্রামারের চাইতেও অধিক গুরুত্বপূর্ণ এই ভোকাবুলারি। তাই প্রতিনিয়ত নতুন নতুন ইংরেজি শব্দ শেখার চেষ্টা করুন। আপনাদের সুবিধার্থে অ্যাপসটির শেষের দিকে কিছু প্রয়োজনীয় শব্দের অর্থ (Vocabulary) দিয়ে দিলাম, সেখন থেকে সহজ শব্দগুলোই শিখুন, যেগুলো আপনি কথা বলার সময় ব্যবহার করতে পারবেন।

তো শুরু করা যাক আজকের ক্লাস (১৯ তম ক্লাস)

খুব সহজে ইংরেজিতে কথা বলার জন্য কিছু নিত্যপ্রয়োজনীয় বাক্য -

What is your name please? = (হোয়াট ইজ ইয়োর নেইম প্লিজ?) = আপনার নাম জানতে পারি কি?

reason = (রিজন) = কারণ
What is the reason? = (হোয়াট ইজ দা রিজন) = কারণ টা কি?

trouble = (ট্রাবল) = গোলমাল
What is the trouble? = (হোয়াট ইজ দা ট্রাবল?) = গোলমাল টা কি?

matter = (ম্যাটার) = ব্যাপার
What is the matter? = (হোয়াট ইজ দা ম্যাটার?) = কি ব্যাপার?

looking for = (লুকিং ফর) = খুঁজছি
What are you looking for? = (হোয়াট আর ইউ লুকিং ফর?) = আপনি কি খুজছেন?

happened = (হ্যাপেন্ড) = ঘটেছিলো / হয়েছিলো
What has happened? = (হোয়াট হ্যাস হ্যাপেন্ড?) = কি হয়েছে?

tonight = (টুনাইট) = আজ রাতে
What will you do tonight? = (হোয়াট উইল ইউ ডু টুনাইট?) = আজ রাতে তুমি কি করবে?

What shall I do for you? = (হোয়াট শ্যাল আই ডু ফর ইউ?) = বলুন আমি কি করতে পারি?

where = (হয়ার) = কোথায়
live = (লিভ) = বাস করা / থাকো
Where do you live? = (হয়ার ডু ইউ লিভ?) = আপনি কোথায় থাকেন?

Where we shall meet? = (হয়ার উই শ্যাল মীট?) = আমরা কোথায় দেখা করব?

How do you do? = (হাউ ডু ইউ ডু?) = আপনি কেমন আছেন?

How is the family? = (হাউ ইজ দা ফ্যামিলি?) = বাড়ির সকলে ভাল তো?

How do we go? = (হাউ ডু উই গো?) = কেমন করে যাবো?

so sad = (ছো স্যাড) = খুব দুঃখজনক / বিষণ্ণ / খারাপ
Why are you looking so sad? = (হোয়াই আর ইউ লুকিং ছো স্যাড?) = তোমাকে মন খারাপ দেখাচ্ছে কেন?

When did you come? = (হোয়েন ডিড ইউ কাম?) = কখন এলে?

Who is there? = (হু ইজ দেয়ার?) = কে ওখানে?
Who is coming? = (হো ইজ কামিং?) = কে আসছে?
Watch out! / Be careful! = (ওয়াচ আউট / বি কেয়ারফুল) = সাবধান!
Did you call me? = (ডিড ইউ কল মি?) = আপনি কি আমায় ডেকে ছিলেন?

Are you coming? = (আর ইউ কামিং?) = আপনি কি আসছেন?
Is he coming? = (ইজ হি কামিং?) = সে কি আসছে?
Did he come? = (ডিড হি কাম?) = সে কি এলো?
Did they come? = (ডিড দে কাম?) = তারা কি এলো?
Did you know? = (ডিড ইউ নোও?) = তুমি জানো কি?
The sooner the better. = (দা সুনার দা বেটার) = যত তাড়াতাড়ি হয়, ততই ভাল।

pretty = (প্রিটি) = সুন্দর / বেশ মনোরম
beautiful = (বিউটিফুল) = সুন্দর
quite beautiful = (কুয়াইট বিউটিফুল) = বেশ সুন্দর
The girl is pretty beautiful. / The girl is quite beautiful. = (দা গার্ল ইজ প্রিটি বিউটিফুল / দা গার্ল ইজ কুয়াইট বিউটিফুল) = মেয়েটি বেশ সুন্দর।

The food is hot. = (দা ফুড ইজ হট) = খাবার গরম।

The Mayna is beautiful bird. = (দা ময়না ইজ বিউটিফুল বার্ড) = ময়না সুন্দর পাখি।

beasts = (বীস্টস) = পশুদের
The lion is the king of beasts. = (দা লাইয়ন ইজ দা কিং অব বীস্টস) = সিংহ পশুদের রাজা।

needs = (নিডস) = দরকার
cleaned = (ক্লিন্ড) = পরিষ্কার করা
The house needs to be cleaned. = (দা হাউস নিডস টু বি ক্লিন্ড) = ঘরটি পরিষ্কার করা দরকার।

over = (ওভার) = শেষ
The day is over. = (দা ডে ইজ ওভার) = দিন শেষ হয়েছে।

I came here for the first time. = (আই কেইম হেয়ার ফর দা ফাস্ট টাইম) = আমি এখানে প্রথমবার এসেছি।

We like it very much. = (উই লাইক ইট ভেরি মাচ) = আমরা এটা খুব পছন্দ করি।

May I go? = (মে আই গো?) = আমি কি যেতে পারি?
misunderstand = (মিসআন্ডারস্ট্যান্ড) = ভুল বুঝা
You misunderstand me. = (ইউ মিসআন্ডারস্ট্যান্ড মি) = তুমি আমাকে ভুল বুঝেছো।

skeptical = (স্কেপ্টিকল) = সন্দেহ প্রবন
You are a skeptical. = (ইউ আর এ স্কেপ্টিকল) = তুমি সন্দেহ প্রবন?

wrong = (রং) = ভুল
You are wrong. = (ইউ আর রং) = তুমি ভুল করেছ।
blowing = (ব্লোওয়িং) = ফুঁ দেওয়া
Eat with blowing. = (ইট উইথ ব্লোওয়িং) = ফুঁ দিয়ে খাও।
Always. = (অলওয়েজ) = সব সময়।
সহজে ইংরেজি শেখা @SohojEnglishLearn
9 months ago
#১৪তম ক্লাস

আপনি ইংরেজিতে কথা বলার আগে যত বেশি চিন্তা করবেন, ততই আপনি নার্ভাসনেসে ভুগতে শুরু করবেন। এতকিছু চিন্তা না করে বলা শুরু করুন। প্রথম প্রথম খুব বেশি পারছেন না? চিন্তার কোন কারণ নেই। ধীরে ধীরে সময় বাড়ান। আজকে ২ মিনিট, কালকে ৫ মিনিট। তারপর ১০ মিনিট, ১৫ মিনিট করে বলার অনুশীলন করুন। নিজেও বুঝবেন না, কীভাবে আপনি ইংরেজিতে স্বচ্ছন্দে কথা বলতে শিখে গেছেন।

আপনাদের সুবিধার্থে অ্যাপসটির শেষের দিকে কিছু প্রয়োজনীয় শব্দের অর্থ (Vocabulary) দিয়ে দিলাম, সেখন থেকে সহজ শব্দগুলোই শিখুন, যেগুলো আপনি কথা বলার সময় ব্যবহার করতে পারবেন।

তো শুরু করা যাক আজকের ক্লাস (১৪ তম ক্লাস)

Keep it here. = (কিপ ইট হেয়ার) = এইটা এখানে রাখ ।

unfortunate = (আনফরচুনেট) = দুর্ভাগ্য
unfortunately = (আনফোরচুনেটলি) = দুর্ভাগ্যবশত
I like it very much. = (আই লাইক ইট ভেরি মাচ) = আমি ইহা খুব পছন্দ করি।

truth = (ট্রুথ) = সত্য
success = (সাকসেস) = সফল
Failure = (ফেইলিওর) = ব্যর্থতা
Failure is the key of success. = (ফেইলিওর ইজ দা কি অব সাকসেস) = ব্যর্থতা সাফল্যের চাবি কাঠি।

glitters = (গ্লিটারস) = চাকচিক্য / চকচক করা

All that glitters is not gold. = (অল দ্যাট গ্লিটারস ইজ নট গোল্ড) = চকচক করলেই সোনা হয় না।

nothing to say = (নাথিং টু ছে) = কিছুই বলার নাই।
in cases = (ইন কেস) = ক্ষেত্রে
in some cases = (ইন ছাম কেস) = কিছু ক্ষেত্রে
suddenly = (সাডেনলি) = হঠাৎ
sometimes = (সামটাইমস) = মাঝে মাঝে
middle = (মিডল) = মাঝামাঝি
in the middle = (ইন দা মিডল) = মাঝখানে
night = (নাইট) = রাত
In the middle of the night. = (ইন দা মিডল অব দা নাইট) = মাঝ রাতে।
street = (স্ট্রিট) = রাস্তা
In the middle of the street. = (ইন দা মিডল অব দা স্ট্রিট) = রাস্তার মাঝখানে।
sign = (সাইন) = চিহ্ন
street sign = (স্ট্রিট সাইন) = রাস্তার চিহ্ন
address = (এড্রেস) = ঠিকানা
street address = (স্ট্রিট এড্রেস) = রাস্তার ঠিকানা
notifications = (নটিফিকেশন) = বিজ্ঞপ্তি
smart = (স্মার্ট) = দক্ষ
Smart notifications. = (স্মার্ট নটিফিকেশন) = স্মার্ট বিজ্ঞপ্তি।
clothes = (ক্লোথস) = কাপর চোপর
outside = (আউটসাইড) = বাইরে
inside = (ইনসাইড) = ভেতরে
not yet = (নট ইয়েট) = এখনো না
for example = (ফর এক্সাম্পল) = উদাহরণ স্বরূপ
I think = (আই থিঙ্ক) = আমার মনে হয়
Early in the morning. = (আরলি ইন দা মর্নিং) = খুব সকালে।

life story = (লাইফস্টোরি) = জীবনী
forgive me = (ফরগিভ মি) = আমাকে মাফ করবেন
kindly = (কাইন্ডলি) = দয়াকরে drinkable = (ড্রিংকেবল) = পান করা যায় এমন
water = (ওয়াটার) = পানি
Drinkable water. = (ড্রিংকেবল ওয়াটার) = পান করা যায় এমন পানি।
me = (মি) = আমাকে
give me = (গিভ মি) = আমাকে দাও
Give me a glass of water. = (গিভ মি এ গ্লাস অব ওয়াটার) আমাকে এক গ্লাস পানি দাও।

silent = (সাইলেন্ট) = চুপ থাকা

Silent please. = (সাইলেন্ট প্লিজ) = অনুগ্রহ করে চুপ থাক।

preparation = (প্রিপারেশন) = প্রস্ততি

exam = (এক্সাম) = পরীক্ষা

for exam = (ফর এক্সাম) = পরিক্ষার জন্য

Preparation for exam. = (প্রিপারেশন ফর এক্সাম) = পরিক্ষার প্রস্ততি।

technology = (টেকনোলজি) = প্রযুক্তি
development = (ডেভেলপমেন্ট) = উন্নয়ন
Development of technology. = (ডেভেলপমেন্ট অব টেকনোলোজি) = উন্নয়ন মূলক প্রযুক্তি।

support = (সাপোর্ট) = সামর্থন
technical = (টেকনিক্যাল ) = প্রযুক্তিগত
Technical support. = (টেকনিক্যাল সাপোর্ট) = প্রযুক্তিগত সামর্থন।
We need technical support. = (উই নীড টেকনিক্যাল সাপোর্ট) = আমাদের প্রযুক্তিগত সামর্থন দরকার।

professional = (প্রফেশনাল) = পেশাদারি
profession = (প্রফেশন) = পেশা
Professional skills. = (প্রফেশনাল স্কিলস) = পেশাদারি যোজ্ঞতা।

Professional player. = (প্রফেশনাল প্লেয়ার) = পেশাদারি খেলোয়াড়।

What's your profession? = (হোয়াট'স ইয়োর প্রফেশন?) = তোমার পেশা কি?
সহজে ইংরেজি শেখা @SohojEnglishLearn
9 months ago
#৫ম ক্লাস

আপনাদের সুবিধার্থে অ্যাপসটির শেষের দিকে কিছু প্রয়োজনীয় শব্দের অর্থ (Vocabulary) দিয়ে দিলাম, সেখান থেকে সহজ শব্দগুলোই শিখুন, যেগুলো আপনি কথা বলার সময় ব্যবহার করতে পারবেন। ভুল করার ভয় করবেন না, মানুষ হয়ে যখন জন্মেছেন, ভুল আপনার হবেই। কিন্তু সেই ভুলের ভয় করে হাত পা গুঁটিয়ে বসেও থাকা যাবে না।

ইংরেজিতে কথা বলতে গিয়ে, লিখতে গিয়ে আপনি যত বেশি ভুল করবেন, তত দ্রুতই শিখতে পারবেন। ধীরে ধীরে ভুলের মাত্রা আপনা আপনিই কমে আসবে। আপনি নিজেই পার্থক্য বুঝতে পারবেন।

তো শুরু করা যাক আজকের ক্লাস (৫ম ক্লাস)

went = (ওয়েন্ট) = গিয়েছিলাম
friend = (ফ্রেন্ড) = বন্ধু
I went to my friend = (আই ওয়েন্ট টু মাই ফ্রেন্ড) = আমি আমার বন্ধুর কাছে গিয়েছিলাম।

meet = (মীট) = সাক্ষাৎ/দেখা
him = (হিম) = তার
To meet with him = (টু মীট ইউথ হিম) = তার সাথে দেখা করতে।

important = (ইম্পরট্যান্ট) = গুরুত্বপূর্ণ
It was important = (ইট ওয়াছ ইম্পরট্যান্ট) = এটা গুরুত্বপূর্ণ ছিল।

just = (জাস্ট) = শুধু/মাত্র
only = (অনলি) = মাত্র
Just not only important, it was very important = জাস্ট নট অনলি ইম্পরট্যান্ট, ইট ওয়াছ ভেরি ইম্পরট্যান্ট) = শুধু গুরুত্বপূর্ণ নয়, এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল।

confusion = (কনফিউশন) = দ্বিধাদ্বন্দ্ব
I was in confusion = (আই ওয়াছ ইন কনফিউশন) = আমি দ্বিধাদ্বন্দ্বে ছিলাম

diner = (ডিনার) = রাতের খাবার
Have you diner? = (হেভ ইউ ডিনার?) = তুমিকি রাতের খাবার খেয়েছ?

Yeah dad = (ইয়াহ ডেড) = হ্যা বাবা।
Ok, now you can go = (ওকে নাউ ইউ ক্যান গো।) = ঠিক আছে, তুমি এখন যেতে পার।

sleep = (স্লিপ) = শুয়ে পরা/ঘুমানো
Let's sleep = (লেট'স স্লিপ) = চল শুয়ে পরি।
Where is my mobile? = (হয়ার ইজ মাই মোবাইল?) = আমার মোবাইল কোথায়?

This is here. = (দিছ ইজ হেয়ার) = এটা এখানে
take = (টেক) = লওয়া
Take your mobile = (টেক ইয়োর মোবাইল) = লও তোমার মোবাইল।

someone = (সামওয়ান) = কেউ একজন।/কোন একজন
Someone who called you? = (সামওয়ান হো কল্ড ইউ?) = কে যেন তোমায় ফোন দিয়েছিল।

ex = (এক্স) = সাবেক
girl = (গার্ল) = মেয়ে
friend = (ফ্রেন্ড) = বন্ধু
girl friend = (গার্ল ফ্রেন্ড) = মেয়ে বন্ধু /প্রেমিকা
O I see, she was my ex girl friend = (ও আই ছি শি ওয়াছ মাই এক্স গার্ল ফ্রেন্ড) = ও আমি দেখতে পাচ্ছি । সে আমার সাবেক মেয়ে বন্ধু (প্রেমিকা) ছিল।

I am call back her = (আই এ্যাম কল বেক হার) = আমি তাকে ফেরৎ কল করতেছি।

Give your mobile = (গিভ ইয়োর মোবাইল) = তোমার মোবাইল দাও।

necessary = (নেছেসারি) = প্রয়োজন/দরকারি
It is not necessary for you? = (ইট ইজ নট নেছেসারি ফর ইউ?) = তোমার এটার কোন প্রয়োজন নেই।

Are you know that what is necessary or what is not? = (আর ইউ নোও দ্যাট হোয়াট ইজ নেছেসারি অর হোয়াট ইজ নট?) = তুমি কি জান যে, কোনটা দরকার আর কোনটা দরকার নয়?

I know well = (আই নোও উয়েল) = আমি ভালভাবেই জানি।
unnecessary = (আননেছেসারি) = অদরকারী।
It's very unnecessary = (ইট’স ভেরি আননেছেসারি) = এটি খুবই অদরকারী।

angry = (আংরি) = রাগ
Don't be angry = (ডন’ট বি আংরি) = রাগ করোনা।
fun = (ফান) = মজা করা
It was just fun = (ইট ওয়াছ জাস্ট ফান) = এটা আমি মজা করছিলাম।

drama = (ড্রামা) = নাটক
series = (সিরিজ) = সিরিয়াল
Drama series = (ড্রামা সিরিজ) = নাট্য সিরিয়াল
perfect = (পারফেক্ট) = সঠিক
Give me some perfect solution. = (গিভ মি ছাম পারফেক্ট সলুশন) = আমাকে সঠিক কিছু সমাধান দাও।

Guess = (গেইজ) = অনুমান/ধারণা
Guess what = (গেইজ হোয়াট) = বলতো কি
bought = (বওট) = কিনেছি
Guess what I bought for you? = (গেইজ হোয়াট আই বওট ফর ইউ) = বলতো আমি কি কিনেছি তোমার জন্য?

Can you guess what I'm going to tell you now? = (ক্যান ইউ গেইজ হোয়াট আই’ম গোয়িং টু টেল ইউ নাউ) = ভাবতে পারো এখন আমি তোমাকে কি বলতে যাচ্ছি?

Watch that. = (ওয়াচ দ্যাট) = দেখ
Watch out. = (ওয়াচ আউট) = সাবধান / সতর্ক থেকো
going on = (গোয়িং অন) = হচ্ছে / চলছে
What's going on? = (হোয়াট’স গোয়িং অন) = কি হচ্ছে / কি চলছে ?

What's going on here? = (হোয়াট’স গোয়িং অন হেয়ার?) = এখানে কি হচ্ছে?

Be off = (বি অফ) = বিদায় হও
Be off now. = (বি অফ নাউ) = এখন বিদায় হও।

Stay here. = (স্টে হেয়ার) = এখানে দাঁড়াও।
gotta = (গোটা) = হবে
gotta go = যেতে হবে
I gotta go home now. = (আই গোটা গো হোম নাও) = আমাকে বাড়িতে যেতে হবে এখন।

Keep quiet. = (কিপ কুয়াইট) = চুপ করো / শান্ত থাকো।
misinterpreted = (মিসইন্টারপ্রিটেড) = ভুল ব্যাখ্যা করা
You misinterpreted my words. = (ইউ মিসইন্টারপ্রিটেড মাই ওয়ার্ডস) = তুমি আমার কথার ভুল ব্যাখ্যা করেছো।

moment = (মোমেন্ট) = মুহূর্ত
One moment please. = (ওয়ান মোমেন্ট প্লিজ) = দয়া করে এক মুহূর্ত দাঁড়াও।

a hand = (এ হ্যান্ড) = সাহায্য করা
Give me a hand. = (গিভ মি এ হ্যান্ড) = আমাকে একটু সাহায্য করো।

personally = (পারসোনালি) = ব্যক্তিগতভাবে
come here = (কাম হেয়ার) = এখানে আস
enough = (এনাফ) = যথেষ্ট
energy = (এনার্জি) = শক্তি
compare = (কম্পেয়ার) = তুলনা করা
commitment = (কমিটমেন্ট) = প্রতিশ্রুতি/অঙ্গিকার
qualification = (কোয়ালিফিকেশন) = যোগ্যতা
go there = (গো দেয়ার) = সেখানে যাও
listen = (লিসেন) = কথা শোনা
stop = (স্টপ) = থেমে যাওয়া/বন্ধকরা
crime = (ক্রাইম) = অপরাধ
catch it = (কেচ ইট) = এটা ধর
keep it = (কিপ ইট) = এটা রাখ
সহজে ইংরেজি শেখা @SohojEnglishLearn
9 months ago
#আলোচনা

ইংরেজী শেখার আগে আমাদের করনীয়

ইংরেজী শেখার আগে কিছু কথা না বললেই নয়, আমাদের অ্যাপটি আপনাদের ইংরেজি বলা এবং লেখার জন্য প্রস্তুত করে দেবে ইনশাল্লাহ। আপনাকেও ঠিক একই ভাবে নিচের উপায়গুলো অনুসরণ করে নিজেকে প্রস্তুত করতে হবে। একইসাথে এখনে দেওয়া ৩০ টি ক্লাস ভালভাবে, সময় নিয়ে বুঝতে হবে এবং আত্মস্থ করতে হবে। প্রতিটি ক্লাস ১ দিন করে অনুশীলন করুন এবং ৩০ দিনেই হয়ে উঠুন ইংরেজিতে দক্ষ। ইনশাল্লাহ ইংরেজিতে আর কখনই ঠেকবেন না কোথাও।

সময় এখন এমন যে, ইংরেজি জানা ছাড়া কোন কিছু চিন্তাও করা যায় না। কি চাকরি, কি পড়াশোনা সব জায়গায়ই ইংরেজিতে দক্ষতা এখন সময়ের চাহিদা। বিভিন্ন বহুজাতিক কোম্পানিতে ভালো চাকরি পেতে হলে ভালো ইংরেজি বলতে পারার কোন বিকল্প নেই। এমনও দেখা যায়, সবরকম যোগ্যতা থাকা স্বত্বেও শুধুমাত্র ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে না পারার জন্য চাকরি হয় না। সময় এসেছে এখন সামনে এগিয়ে যাওয়ার, নিজের দক্ষতা বাড়ানোর।

ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে চান? তাহলে নীচের টিপসগুলো অনুসরণ করুনঃ

ভয় করবেন না একদমঃ ইংরেজিতে আপনি হয়তো কথা বলতে চান। কিন্তু আপনার ভয় লাগে। মনে হয়, আপনি ভুলভাল বলে বসবেন, আটকে যাবেন। আশেপাশের সবাই আপনাকে নিয়ে হাসাহাসি করবে। কে হাসলো বা কি করলো, ওইসব ভুলে যান। আপনি যদি শুরুই না করেন, আপনি কখনোই বুঝতে পারবেন না আপনার কোথায় ভুল হচ্ছে, কোন জায়গায় আপনাকে উন্নতি করতে হবে। কাজেই অহেতুক ভয় অথবা লজ্জ্বা দূর করুন।

ইংরেজিতে ভাবত শুরু করুনঃ আমরা যখন কথা বলি, আমাদের মাথার ভিতরে আগে কথাগুলো সাজাই। তারপরেই বলা শুরু করি। এখন আপনি যদি ইংরেজি বলতে গিয়ে বাংলাতেই কথা সাজানো শুরু করেন অথবা ভাবা শুরু করেন, আপনি ভালোভাবে ইংরেজিতে কথা বলতে পারবেন না। কাজেই কথা শুরু করার আগে ইংরেজিতে চিন্তা করতে শিখুন। ভাবতে শিখুন। ইংরেজিতেই কথা সাজাতে শিখুন আপনার মস্তিষ্কে।

শব্দভান্ডার বাড়ানঃ এটা একটা খুবই সাধারণ সমস্যা, কথা বলতে গিয়ে উপযুক্ত শব্দ খুঁজে না পাওয়া। এই সমস্যার সমাধান একটাই। সেটা হচ্ছে ইংরেজিতে Vocabulary বাড়ানো। প্রতিদিনই চেষ্টা করুন নতুন নতুন কিছু শব্দ শিখতে। আপনাদের সুবিধার্থে অ্যাপসটির শেষের দিকে কিছু প্রয়োজনীয় শব্দের অর্থ (Vocabulary) দিয়ে দিলাম সেখন থেকে সহজ শব্দগুলোই শিখুন যেগুলো আপনি কথা বলার সময় ব্যবহার করত পারবেন।

মিডিয়াকে কাজে লাগানঃ ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে আপনি বিভিন্ন মিডিয়া অথবা মাধ্যমের সাহায্য নিতে পারেন। ইংরেজি বই, ইংরেজি পত্রিকা পড়ুন। টেলিভিশনের ইংরেজি সংবাদ, বিভিন্ন প্রোগ্রাম দেখুন। ইংরেজি মুভি দেখুন। সম্ভব হলে Subtitle সহ দেখুন। এতে আপনার শেখাটা অনেক তাড়াতাড়ি হবে।

অনুশীলন করুনঃ অনুশীলনের বিকল্প নেই, প্রয়োজনে আপনি ঘরের দরজা বন্ধ করে আয়নার সামনে দাঁড়িয়ে ইংরেজিতে কথা বলা অনুশীলন করুন এবং নিজের Voice রেকর্ড করে শুনুন। এতে আপনার Confidence বাড়বে, নিজের ভুলগুলোও বুঝতে পারবেন। ইনশাল্লাহ এটা খুবই কাজে দেয়, করেই দেখুন একবার।

সমমনা বন্ধু খুঁজে নিনঃ এমন কিছু বন্ধু খুঁজে বের করুন, যারা আপনারই মতো ইংরেজিতে কথা বলা শিখতে চান। তাদের সাথে প্রতিদিন একবার হলেও বসে ইংরেজিতে কথা বলার চর্চা করুন। সেটা ১ ঘন্টার জন্য হলেও। এভাবে ৫/৬ জন মিলে প্রতিদিন ইংরেজিতে কথা বলতে থাকলে আপনি নিজেও বুঝতে পারবেন না যে কত দ্রুত আপনি ইংরেজিতে দক্ষভাবে কথা বলতে শিখে গেছেন।

নিজের ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে এগিয় যান। আপনিই সফল হবেন ।

#সহজেইংরেজিশেখা
Ruhul @ruhul
1 yr. ago
অ্যান্ড্রয়েড ফোনগুলো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় স্মার্টফোন

অ্যান্ড্রয়েড ফোনগুলো সুলভ মূল্যে পাওয়া যায় বা সাশ্রয়ী মূল্যে পাওয়া যায়। Android একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম যার অর্থ হল প্রচুর সংখ্যক অ্যাপস এবং কাস্টমাইজেশন অপশন উপলব্ধ রয়েছে। Android ফোনগুলি অত্যন্ত কাস্টমাইজযোগ্য।

#স্মার্টফোনেরসুবিধা #অ্যান্ড্রয়েড_ফোন
Ruhul @ruhul
1 yr. ago (E)
বাংলাদেশের জনপ্রিয় টেক সাইট প্রযুক্তি সম্পর্কিত কন্টেন্ট, রিভিউ, টিউটোরিয়াল এবং ফোরাম আলোচনা করা হয়।

বাংলাদেশের কিছু জনপ্রিয় টেক ওয়েবসাইট-

১। টেকশহর
২। বাংলা টেক ২৪
৩। বাংলা টেক
৪। টিউনার পেজ
৫। টেকটিউনস
৬। স্টার টেক
৭। সামহোয়ারিন ব্লগ
৮। টেকনিক্যাল বাংলা
৯। টেক জুম
১০। টেক জানো
১১। হইচই বাংলা
১২। টেক ভিউ ৭১ ইত্যাদি।

এই ওয়েবসাইটগুলি বিভিন্ন ধরণের টেক বিষয় নিয়ে আলোচনা করে।

হার্ডওয়্যার: স্মার্টফোন, ল্যাপটপ, ডেস্কটপ, টিভি ইত্যাদি।

সফটওয়্যার: অপারেটিং সিস্টেম, অ্যাপস, গেম ইত্যাদি।
ইন্টারনেট এবং নেটওয়ার্কিং, মোবাইল প্রযুক্তি, ক্লাউড কম্পিউটিং, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা এছাড়া অনেক কিছু।
#বাংলাদেশী_টেকসাইট #প্রযুক্তি #টেকসাইট
Ruhul @ruhul
1 yr. ago
ফোনে স্পাইওয়্যার শনাক্ত করার জন্য কিছু কৌশল

ফোনের ব্যাটারি লাইফ পরীক্ষা করা:
* স্পাইওয়্যার ফোনের ব্যাটারি লাইফের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
* ফোনের ব্যাটারি লাইফ হঠাৎ করে কমে গেলে বা অল্প ব্যবহারে ফোন গরম হয়ে গেলে স্পাইওয়্যার থাকার সম্ভাবনা থাকে।

ফোনের কর্মক্ষমতা পরীক্ষা করা:
* স্পাইওয়্যার ফোনের কর্মক্ষমতা হ্রাস করতে পারে।
* ফোন হঠাৎ করে স্লো হয়ে গেলে বা অ্যাপস চালাতে সমস্যা হলে স্পাইওয়্যার থাকার সম্ভাবনা থাকে।

অসম্বাভাবিক ফোন কল বা এসএমএস দেখা:
* স্পাইওয়্যার ব্যবহারকারীর ফোনে থেকে গোপনে ফোন কল বা এসএমএস করতে পারে।
* ফোনে অস্বাভাবিক ফোন কল বা এসএমএস দেখা গেলে স্পাইওয়্যার থাকার সম্ভাবনা থাকে।

অসম্বাভাবিক ডেটা ব্যবহার দেখা:
* স্পাইওয়্যার ফোনের ডেটা ব্যবহার বাড়াতে পারে।
* ফোনের ডেটা ব্যবহার হঠাৎ করে বেড়ে গেলে স্পাইওয়্যার থাকার সম্ভাবনা থাকে।

অসম্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধি দেখা:
* স্পাইওয়্যার ফোনের তাপমাত্রা বৃদ্ধি করতে পারে।
* ফোনের তাপমাত্রা হঠাৎ করে বেড়ে গেলে স্পাইওয়্যার থাকার সম্ভাবনা থাকে।

স্পাইওয়্যার ফোনের গোপনীয় তথ্য চুরি করতে পারে। স্পাইওয়্যার ব্যবহারকারীর ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করতে পারে। স্পাইওয়্যার ব্যবহারকারীর বিরুদ্ধে অপরাধমূলক কার্যকলাপের জন্য ব্যবহৃত হতে পারে।

প্রতিকারের উপায়:
* অনুমোদিত অ্যাপস ডাউনলোড করা।
* ফোনের সিকিউরিটি সেটিংস আপ টু ডেট রাখা।
* ফোনের জন্য অ্যান্টিভাইরাস ব্যবহার করা।
* ফোনের ব্যাটারি লাইফ, কর্মক্ষমতা, ফোন কল বা এসএমএস, ডেটা ব্যবহার এবং তাপমাত্রা নিয়মিত পর্যবেক্ষণ করা

#স্পাইওয়্যার #অ্যাপস
Md Ahasan Habib @habib
1 yr. ago
আপনি কি ঘরে বসেই নিত্যপ্রয়োজনীয় জিনিস কেনার বাংলাদেশের সেরা অনলাইন অ্যাপস খুজছেন? বর্তমানে ইন্টারনেটের এই যুগে সবকিছুই যেন হাতের মুঠোয় হয়ে গিয়েছে। এখন কেউ আর মার্কেটে ঘুরে ঘুরে প্রয়োজনীয় জিনিস কিনতে চায় না।
বিস্তারিত পড়ুনঃ https://www.ahasan-tech.co...

Nothing found!

Sorry, but we could not find anything in our database for your search query {{search_query}}. Please try again by typing other keywords.