বাংলাদেশ-ভারতের ম্যাচের পর আমাদের মিডিয়া ও সোশ্যাল মিডিয়া আলোচনা হওয়ার কথা - ঐ ম্যাচে অভিষেক হওয়া তরুণ বোলার তানজিম হাসান সাকিব কীভাবে প্রথমে ভারতের দুটি উইকেট নিয়ে ভারতীয় দলকে চাপে ফেলে ঐ ম্যাচে জয়ের ক্ষেত্রে ভূমিকা রেখেছেন। তিনি আরও কীভাবে বোলিং করলে ভবিষ্যতে এক ম্যাচে প্রতিপক্ষের ৫ উইকেট নিতে পারবেন, খেলার মাঠে তরুণ বোলার হিসেবে কীভাবে মনোবলকে আরও শক্তিশালী করা যায়- সেইসব বিষয় নিয়ে।
অথচ, ২০২৩ সালের এশিয়া কাপের বাংলাদেশ-ভারতের ম্যাচের পর আমাদের মিডিয়াত ও সোশ্যাল মিডিয়াতে আলোচনা হচ্ছে তানজিম হাসান সাকিব ২০২২ সালে তার ব্যক্তিগত ফেইসবুক আইডিতে কী লিখেছিলেন সেগুলো এক এক করে খুঁজে বের করে সেগুলো নিয়ে বিভিন্ন ধাপে ও পর্বে আলোচনা-সমালোচনা করা!
#collected
অথচ, ২০২৩ সালের এশিয়া কাপের বাংলাদেশ-ভারতের ম্যাচের পর আমাদের মিডিয়াত ও সোশ্যাল মিডিয়াতে আলোচনা হচ্ছে তানজিম হাসান সাকিব ২০২২ সালে তার ব্যক্তিগত ফেইসবুক আইডিতে কী লিখেছিলেন সেগুলো এক এক করে খুঁজে বের করে সেগুলো নিয়ে বিভিন্ন ধাপে ও পর্বে আলোচনা-সমালোচনা করা!
#collected
09:58 AM - Sep 20, 2023 (UTC)
No replys yet!
It seems that this publication does not yet have any comments. In order to respond to this publication from Ruhul , click on at the bottom under it
Who to follow
Hot topics for you