সাধারণত আমাদের দেশে বেশির ভাগ ট্রাক রাতের বেলায় পণ্য পরিবহন করে থাকে। ট্রাকের সামনের অংশ হলুদরঙা হওয়ার কারণে বিপরীত দিক থেকে আসা গাড়ির চালক স্পষ্টভাবে ট্রাকের গতিবিধি বুঝতে পারেন। কারণ এটা দূর থেকেও নজরে পড়ে। হলুদ রংকে ইংরেজিতে বলে most visible color at dark. রাতের অন্ধকারে লাল কিংবা সবুজের চেয়ে হলুদ রং বেশ দ্রুত আমাদের চোখে ধরা পড়ে।খুব ভোরে এবং সন্ধ্যার আবছা আলোতেও হলুদ রং খুব সহজেই বোঝা যায়। এসব কারণে বেশির ভাগ ট্রাকের সামনের অংশের রং হলুদ করা হয়।
#collected
#collected
1 yr. ago