❝হে মক্কা ও মদিনায় ইবাদত কারীগণ! তোমরা যদি আমাদেরকে দেখতে পেতে তাহলে বুঝতে যে, ইবাদতের নামে তোমরা নিছক খেলা করছ! কেননা তোমরা যখন চোখের পানিতে গাল ভেজাচ্ছো আমরা তখন রক্ত বন্যায় ভেসে যাচ্ছি!❞??
- পবিত্র মাহে রমজান উপলক্ষে
বিশ্ববাসীর প্রতি বিশেষ বার্তায় হা মা স মুখপাত্র আবু উবাইদা।
আল্লাহ আমাদের ভাইদের প্রতি রহমত দান করুন আমীন ?🔻🇵🇸
❝O worshipers in Makkah and Madinah! If you can see us, understand that you are just playing in the name of worship! Because when you wet your cheeks with tears, we are drowning in a flood of blood!❞??
- On the occasion of the holy month of Ramadan
Hamas spokesman Abu Ubaydah in a special message to the world.
May Allah have mercy on our brothers Amen?🔻🇵🇸
#FreePalestine #FreeGaza
- পবিত্র মাহে রমজান উপলক্ষে
বিশ্ববাসীর প্রতি বিশেষ বার্তায় হা মা স মুখপাত্র আবু উবাইদা।
আল্লাহ আমাদের ভাইদের প্রতি রহমত দান করুন আমীন ?🔻🇵🇸
❝O worshipers in Makkah and Madinah! If you can see us, understand that you are just playing in the name of worship! Because when you wet your cheeks with tears, we are drowning in a flood of blood!❞??
- On the occasion of the holy month of Ramadan
Hamas spokesman Abu Ubaydah in a special message to the world.
May Allah have mercy on our brothers Amen?🔻🇵🇸
#FreePalestine #FreeGaza
9 months ago
ইংরেজিতে কথা বলার ফর্মুলা # (৯১-শেষ)
Formula #91
বাংলা ক্রিয়ার পর ‘হয়েছিল/হল/হত/যেত’ থাকলে তার ইংরেজি করার সময় was/were বসে এবং verb-এর past participle হয়।
বালটিকে ঢাকা পাঠানো হল। —- The boy was sent to Dhaka.
করিমকে পুরস্কার দেয়া হয়েছিল। —- Karim was given a prize.
Formula #92
ক্রিয়ার পর ‘হয়েছিল কি/হল কি/হত কি/যেত কি’ থাকলে তার ইংরেজি করার সময় was/were বসে এবং verb-এর past participle হয়।
তোমাকে ডাকা হয়েছিল কি? —- Were you called in?
এই বনে বাঘ দেখা যেত কি? —- Were tigers seen in this jungle?
Formula #93
ক্রিয়ার পর ‘হয়নি/যায়নি/হল না/হত না’ থাকলে তার ইংরেজি করার জন্য were not/was not বসে এবং verb-এর past participle হয়।
বইটি পাওয়া যায় নি।—- The book was not found.
লোকগুলোকে সাহায্য করা হত না। —- The people were not helped.
Formula #94
বাংলা বাক্যের বিশেষণ (adjective)-এর পর ‘হল’ ক্রিয়ার became/grew/got ইংরেজি বসে।
বালকটি অন্ধ হল। —- The boy became blind.
সে রাগান্বিত হল। —- He got angry.
Formula #95
বাংলা বাক্যের ক্রিয়ার পর ‘হচ্ছে/যাচ্ছে’ থাকলে তার ইংরেজি am being/is being/are being বসে এবং verb-এর past participle হয়।
তাকে মাঠে দেখা যাচ্ছে। —- He is being seen in the field.
ঘরটি মেরামত করা হচ্ছে। —- The house is being repaired.
Formula #96
‘আদেশ করা, অনুরোধ করা, উপদেশ দেয়া’ ইত্যাদি ক্রিয়ার পর ‘হচ্ছে/যাচ্ছে’ থাকলে তর ইংরেজি am/is/are বসে এবং verb-এর past participle হয়।
কাজে যোগদানের জন্য তোমাকে নির্দেশ দেয়া হল। —- You are directed to join in your duty.
মিথ্যা কথা বলার জন্য তোমাকে নিষেধ করা হচ্ছে। —- You are forbidden to tell a lie.
Formula #97
বাংলা বাক্যে Adjective (বিশেষণ)-এর পর ‘হচ্ছে’ থাকলে তার ইংরেজি am/is/are এবং getting/growing বসে।
গাছটি লম্বা হচ্ছে। —- The tree is growing tall.
সে অসুস্থ হচ্ছে। —- He is getting sick.
Formula #98
বাংলা বাক্যে ক্রিযার পর ‘হচ্ছিল’ থাকলে তার ইংরেজি করার জন্য was being/were being বসে এবং verb-এর past participle হয়।
লোকটিকে উপহাস করা হচ্ছিল। —- The man was being laughed at.
সানজিদাকে ডাকঘরে পাঠানো হচ্ছিল। —- Sunjida was being sent to the post office.
Formula #99
বাংলা বাক্যের Adjective (বিশেষণ)-এর পর ‘হচ্ছিল’ থাকলে তার ইংরেজি করার জন্য was/were বসে এবং তার সঙ্গে getting/growing হয়।
জায়গাটা আরো গরম হচ্ছিল। —- The place was growing hot.
গরিবরা আরও গরিব হচ্ছি। —- The poor were getting poorer.
Formula #100
ক্রিয়ার পর ‘হব/হবে’ থাকলে তার ইংরেজি করার জন্য shall be/will be বসে এবং verb-এর past participle হয়।
বালকটিকে শাস্তি দেওয়া হবে। — The boy will be punished.
তোমাকে ভাল শিক্ষা দেয়া হবে। —- You will be given a good lesson.
Formula #101
কোন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু ‘কিছু হবে’ বুঝালে তার ইংরেজি shall be/will be হয়।
আমি শিক্ষক হব। —- I shall be a teacher.
রহিম ডাক্তার হবে। —- Rahim will be a doctor.
Formula #102
কোন অনির্দিষ্ট ব্যক্তি বা বস্ত ‘কিছু হবে’ বুঝালে তার ইংরেজি There shall be/There will be হবে।
স্কুল প্রাঙ্গণে জনসভা হবে। —- There will be a public meeting in the schoolyard.
এ বছর বন্যা হবে না। —- There will be no flood this year.
Formula #103
কোন কাজের ফলে কোন অবস্থার পরিবর্তনের কথা বলা হলে ‘হবে’ ক্রিয়ার ইংরেজি shall/will হয় এবং তার সঙ্গে become বসে।
নিয়মিত পড়লে সফল হবে। —- If you read regularly, you will become successful.
যদি তুমি নড়, তবে মারা যাবে। —- If you move, you will die.
Formula #104
কোন কাজের ফলে মানসিক অবস্থার পরিবর্তন হলে ‘হবে’ ক্রিয়ার ইংরেজি করার জন্য shall be/will be বসে।
তুমি আসলে আমি খুশি হব। —- I shall be glad if you come.
ফরিদাকে বিয়ে করলে তুমি সুখী হবে। —- You will be happy if you marry Farida.
Formula #105
ক্রিয়ার সঙ্গে ‘তে হয়’ যুক্ত থাকলে তার ইংরেজি করার জন্য have to/has to বসে।
আমাকে রোজ একটা ওষুধ কিনতে হয়। —- I have to buy a medicine every day.
জেলেকে কি মাছ ধরতে হয়? (প্রশ্নবোধক) —- Does the fisherman have to catch fish?
Formula #106
ক্রিয়ার শেষে ‘তে হল/তে হয়েছিল’ যুক্ত থাকলে তার ইংরেজি had to বসে।
আমাকে ঢাকা যেতে হয়েছিল। —- I had to go to Dhaka.
তাকে পদত্যাগ করতে হয়েছিল। —- He had to resign his post.
Formula #107
কর্তা না থাকলে ‘তে হয়েছিল’ যুক্ত ক্রিয়ার ইংরেজি করার জন্য had to be বসে এবং verb-এর past participle হয়।
স্বাধীনতা যুদ্ধে অনেক জীবন উৎসর্গ করতে হয়েছিল। —-Many lives had to be sacrificed during the war of independence.
একটা নতুন বাড়ি কিনতে হয়েছিল।—- A new house had to be bought.
প্রশ্নবোধক: Had a new house to be bought?
না-বোধক: A new house had not to be bought.
Formula #108
ক্রিয়ার পরে ‘তে হবে’ যুক্ত থাকলে তার ইংরেজি করার জন্য shall have to/will have to বসে।
আমাকে চট্টগ্রাম যেতে হবে। —- I shall have to go to Chittagong.
তোমাকে একটি ছবি আঁকতে হবে। —- You will have to draw a picture.
Formula #109
Subject (কর্তা) না থাকলে ‘তে হবে’ যুক্ত ক্রিয়ার ইংরেজি করার জন্য shall have to be/will have to be বসে এবং verb-এর past participle হয়।
কাজটি তাড়াতাড়ি শেষ করতে হবে। —- The work will have to be completed.
বাড়িটি বিক্রি করতে হবে। —- The house will have to be sold.
Formula #110
‘তে হবে’ যুক্ত ক্রিয়া জোড়ালো করা হলে must have to বসে।
তাকে কাজটা করতেই হবে। —- He must have to do the work.
আমাকে কথা রাখতেই হবে। —- I must have to keep my word.
Formula #111
Subject (কর্তা) না থাকলে ‘তে হবে’ ক্রিয়াকে জোরালো করা হলে must have to be বসে এবং verb-এর past participle হয়।
সন্ত্রাস নিয়ন্ত্রণ করতেই হবে। —- Terrorism must have to be controlled.
আইনের শাসন প্রতিষ্ঠা করতেই হবে। —- The rule of law must have to be established.
Formula #112
ক্রিয়ার শেষে ‘তে থাকবে’ যুক্ত থাকলে তার ইংরেজি করার জন্য shall be/will be বসে এবং verb-এর সাথে ing যোগ হয়।
আমরা দৌঁড়াতে থাকবো। —- We shall be running.
সাবিনা অপেক্ষা করতে থাকবে। —- Sabina will be waiting.
Formula #113
ক্রিয়ার শেষে ‘এ থাকব’ (য়া থাকবো) ‘এ থাকবে’ (য়া থাকিবে) যুক্ত থাকলে তার ইংরেজি করার জন্য shall have/will have বসে এবং verb-এর past participle রূপ হয়। অবশ্যই কথাটা থাকলে shall have/will have-এর পরিবর্তে must have হবে।
তোমরা গল্পটা শুনে থাকবে। —- You will have heard the story.
তুমি লোকটিকে অবশ্যই দেখে থাকবে। —- You must have seen the man.
Formula #114
বাংলা বাক্যে ক্রিয়ার সঙ্গে ‘তে’ থাকলে তার ইংরেজি to হবে।
সে আমাকে দেখতে এসেছিল। —- He came to see me.
মা আমাকে মিথ্যা কথা বলতে নিষেধ করেছিল। —- Mother forbade me to tell a lie.
Formula #115
Preposition ‘of’-এর পরে verb-এর সাথে ing যোগ করতে হয়।
I am afraid of working.
He is fond of playing cricket.
Formula #116
See, hear, find, watch ইত্যাদি verb-এর পর কোন verb ব্যবহার করার প্রয়োজন হলে শুধু simple verb ব্যবহার করতে হয়।
আমি বালকটিকে স্কুলে যেতে দেখলাম। —- I saw the boy to go to school.
আমি তাকে জোরে কথা বলতে শুনলাম। —- I heard him to talk loudly.
Formula #117
Verb-এর কাজ কিভাবে সম্পন্ন হয় বুঝাবার জন্য যদি অপর একটি verb ব্যবহার করা হয়, তাহলে সে verb-এর সাথে ing যুক্ত করতে হয়।
করিম এখানে দৌঁড়ে আসলো। —- Karim came hear running.
মেয়েটি নাচতে নাচতে চলে গেল। —- The girl went away dancing.
Formula #118
Know, teach, show ইত্যাদি verb-এর পর কোন verb ব্যবহার করার প্রয়োজন হলে how to + verb simple বসে।
আমি তাকে পড়া শিখিয়েছি। —- I have taught him how to read.
সে সাঁতার কাটতে জানে না। —- Se does not know how to swim.
Formula #119
Let, help ইত্যাদি verb-এর পর কোন verb ব্যবহার করতে হলে শুধু simple verb ব্যবহার করতে হবে।
তাকে যেতে দাও। —- Let him go.
তাকে ঘুমাতে দাও। —- Let him sleep.
Formula #120
Active form-এ ব্যবহার করা হলে used to-এর পর simple verb বসে। কিন্তু passive form-এ ব্যবহার করা হলে তার পর verb-এর ing form ব্যবহার করতে হয়।
He used to walk in the morning. (Active)
He was used to walking in the morning. (Passive)
Rana used to play for an hour every morning. (Active)
Rana was used to playing an hour in every morning. (Passive)
Formula #121
Finish, enjoy, practice, avoid, admit, appreciate, can’t, don’t mind ইত্যাদির পর অন্য কোন verb ব্যবহার করা প্রয়োজন হলে ing form বসে।
আমি বইটি পড়া শেষ করেছি। —- I have finished reading the book.
আমি দুপুরে সাঁতার কাটতে ভালোবসি। —- I enjoy swimming at noon.
Formula #122
বাংলায় যেমন ক্রিয়ার সঙ্গে ‘এ’ (ইয়া) যুক্ত হয়, তেমনি ইংরেজিতে verb-এর সঙ্গে ing যুক্ত হয়। যেমন: খেয়ে (খাইয়া) Eat-ing, শুনে (শুনিয়া) Hear-ing ইত্যাদি।
আমাকে দেখে সে পালিয়ে গেল। — Seeing me he ran away.
ঘরে ঢুকে আমি তাকে পড়তে দেখলাম। —- Entering the room I found him reading.
Formula #123
কোন কাজের ফলে কোন অবস্থার পরিবর্তনের কথা বলা হলে ‘এ’ (ইয়া) যুক্ত ক্রিয়ার ইংরেজি করতে হলে বাক্যের প্রথমে By ব্যবহার করতে হয় এবং ‘হওয়া’ ক্রিয়ার ইংরেজি become হয়।
অধিক আহার করে সে অসুস্থ হয়েছে। —- By eating much he has become ill.
Formula #124
কোন কাজের ফলে মানসিক অবস্থার পরিবর্তনের কথা বলা হলে ‘এ’ (ইয়ে) যুক্ত ক্রিয়ার ইংরেজি করতে হলে verb-এর ing form হবে এবং ‘হওয়া’ ক্রিয়ার ইংরেজি become হবে।
জাপানে গিয়ে তারা সুখী হল না। —- Going to Japan they could not become happy.
তোমাকে দেখে আমি খুশি হয়েছি। —- Seeing you I have become glad.
Formula #125
দেখার ফলে, শোনার ফলে, জানার ফলে, পাওয়ার ফলে কোন মানসিক অবস্থার পরিবর্তনের কথা বলা হলে ‘এ’ যুক্ত ক্রিয়ার ইংরেজি করার জন্য to + verb simple বসে এবং ‘হওয়া’ ক্রিয়ার ইংরেজি am/is/are/was/were হয়।
খবর শুনে তিনি রাগন্বিত হলেন। —- He was angry to hear the news.
তোমার চিঠি পেয়ে তোমার মা খুশি হয়েছেন। —- Your mother is glad to receive your letter.
Formula #91
বাংলা ক্রিয়ার পর ‘হয়েছিল/হল/হত/যেত’ থাকলে তার ইংরেজি করার সময় was/were বসে এবং verb-এর past participle হয়।
বালটিকে ঢাকা পাঠানো হল। —- The boy was sent to Dhaka.
করিমকে পুরস্কার দেয়া হয়েছিল। —- Karim was given a prize.
Formula #92
ক্রিয়ার পর ‘হয়েছিল কি/হল কি/হত কি/যেত কি’ থাকলে তার ইংরেজি করার সময় was/were বসে এবং verb-এর past participle হয়।
তোমাকে ডাকা হয়েছিল কি? —- Were you called in?
এই বনে বাঘ দেখা যেত কি? —- Were tigers seen in this jungle?
Formula #93
ক্রিয়ার পর ‘হয়নি/যায়নি/হল না/হত না’ থাকলে তার ইংরেজি করার জন্য were not/was not বসে এবং verb-এর past participle হয়।
বইটি পাওয়া যায় নি।—- The book was not found.
লোকগুলোকে সাহায্য করা হত না। —- The people were not helped.
Formula #94
বাংলা বাক্যের বিশেষণ (adjective)-এর পর ‘হল’ ক্রিয়ার became/grew/got ইংরেজি বসে।
বালকটি অন্ধ হল। —- The boy became blind.
সে রাগান্বিত হল। —- He got angry.
Formula #95
বাংলা বাক্যের ক্রিয়ার পর ‘হচ্ছে/যাচ্ছে’ থাকলে তার ইংরেজি am being/is being/are being বসে এবং verb-এর past participle হয়।
তাকে মাঠে দেখা যাচ্ছে। —- He is being seen in the field.
ঘরটি মেরামত করা হচ্ছে। —- The house is being repaired.
Formula #96
‘আদেশ করা, অনুরোধ করা, উপদেশ দেয়া’ ইত্যাদি ক্রিয়ার পর ‘হচ্ছে/যাচ্ছে’ থাকলে তর ইংরেজি am/is/are বসে এবং verb-এর past participle হয়।
কাজে যোগদানের জন্য তোমাকে নির্দেশ দেয়া হল। —- You are directed to join in your duty.
মিথ্যা কথা বলার জন্য তোমাকে নিষেধ করা হচ্ছে। —- You are forbidden to tell a lie.
Formula #97
বাংলা বাক্যে Adjective (বিশেষণ)-এর পর ‘হচ্ছে’ থাকলে তার ইংরেজি am/is/are এবং getting/growing বসে।
গাছটি লম্বা হচ্ছে। —- The tree is growing tall.
সে অসুস্থ হচ্ছে। —- He is getting sick.
Formula #98
বাংলা বাক্যে ক্রিযার পর ‘হচ্ছিল’ থাকলে তার ইংরেজি করার জন্য was being/were being বসে এবং verb-এর past participle হয়।
লোকটিকে উপহাস করা হচ্ছিল। —- The man was being laughed at.
সানজিদাকে ডাকঘরে পাঠানো হচ্ছিল। —- Sunjida was being sent to the post office.
Formula #99
বাংলা বাক্যের Adjective (বিশেষণ)-এর পর ‘হচ্ছিল’ থাকলে তার ইংরেজি করার জন্য was/were বসে এবং তার সঙ্গে getting/growing হয়।
জায়গাটা আরো গরম হচ্ছিল। —- The place was growing hot.
গরিবরা আরও গরিব হচ্ছি। —- The poor were getting poorer.
Formula #100
ক্রিয়ার পর ‘হব/হবে’ থাকলে তার ইংরেজি করার জন্য shall be/will be বসে এবং verb-এর past participle হয়।
বালকটিকে শাস্তি দেওয়া হবে। — The boy will be punished.
তোমাকে ভাল শিক্ষা দেয়া হবে। —- You will be given a good lesson.
Formula #101
কোন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু ‘কিছু হবে’ বুঝালে তার ইংরেজি shall be/will be হয়।
আমি শিক্ষক হব। —- I shall be a teacher.
রহিম ডাক্তার হবে। —- Rahim will be a doctor.
Formula #102
কোন অনির্দিষ্ট ব্যক্তি বা বস্ত ‘কিছু হবে’ বুঝালে তার ইংরেজি There shall be/There will be হবে।
স্কুল প্রাঙ্গণে জনসভা হবে। —- There will be a public meeting in the schoolyard.
এ বছর বন্যা হবে না। —- There will be no flood this year.
Formula #103
কোন কাজের ফলে কোন অবস্থার পরিবর্তনের কথা বলা হলে ‘হবে’ ক্রিয়ার ইংরেজি shall/will হয় এবং তার সঙ্গে become বসে।
নিয়মিত পড়লে সফল হবে। —- If you read regularly, you will become successful.
যদি তুমি নড়, তবে মারা যাবে। —- If you move, you will die.
Formula #104
কোন কাজের ফলে মানসিক অবস্থার পরিবর্তন হলে ‘হবে’ ক্রিয়ার ইংরেজি করার জন্য shall be/will be বসে।
তুমি আসলে আমি খুশি হব। —- I shall be glad if you come.
ফরিদাকে বিয়ে করলে তুমি সুখী হবে। —- You will be happy if you marry Farida.
Formula #105
ক্রিয়ার সঙ্গে ‘তে হয়’ যুক্ত থাকলে তার ইংরেজি করার জন্য have to/has to বসে।
আমাকে রোজ একটা ওষুধ কিনতে হয়। —- I have to buy a medicine every day.
জেলেকে কি মাছ ধরতে হয়? (প্রশ্নবোধক) —- Does the fisherman have to catch fish?
Formula #106
ক্রিয়ার শেষে ‘তে হল/তে হয়েছিল’ যুক্ত থাকলে তার ইংরেজি had to বসে।
আমাকে ঢাকা যেতে হয়েছিল। —- I had to go to Dhaka.
তাকে পদত্যাগ করতে হয়েছিল। —- He had to resign his post.
Formula #107
কর্তা না থাকলে ‘তে হয়েছিল’ যুক্ত ক্রিয়ার ইংরেজি করার জন্য had to be বসে এবং verb-এর past participle হয়।
স্বাধীনতা যুদ্ধে অনেক জীবন উৎসর্গ করতে হয়েছিল। —-Many lives had to be sacrificed during the war of independence.
একটা নতুন বাড়ি কিনতে হয়েছিল।—- A new house had to be bought.
প্রশ্নবোধক: Had a new house to be bought?
না-বোধক: A new house had not to be bought.
Formula #108
ক্রিয়ার পরে ‘তে হবে’ যুক্ত থাকলে তার ইংরেজি করার জন্য shall have to/will have to বসে।
আমাকে চট্টগ্রাম যেতে হবে। —- I shall have to go to Chittagong.
তোমাকে একটি ছবি আঁকতে হবে। —- You will have to draw a picture.
Formula #109
Subject (কর্তা) না থাকলে ‘তে হবে’ যুক্ত ক্রিয়ার ইংরেজি করার জন্য shall have to be/will have to be বসে এবং verb-এর past participle হয়।
কাজটি তাড়াতাড়ি শেষ করতে হবে। —- The work will have to be completed.
বাড়িটি বিক্রি করতে হবে। —- The house will have to be sold.
Formula #110
‘তে হবে’ যুক্ত ক্রিয়া জোড়ালো করা হলে must have to বসে।
তাকে কাজটা করতেই হবে। —- He must have to do the work.
আমাকে কথা রাখতেই হবে। —- I must have to keep my word.
Formula #111
Subject (কর্তা) না থাকলে ‘তে হবে’ ক্রিয়াকে জোরালো করা হলে must have to be বসে এবং verb-এর past participle হয়।
সন্ত্রাস নিয়ন্ত্রণ করতেই হবে। —- Terrorism must have to be controlled.
আইনের শাসন প্রতিষ্ঠা করতেই হবে। —- The rule of law must have to be established.
Formula #112
ক্রিয়ার শেষে ‘তে থাকবে’ যুক্ত থাকলে তার ইংরেজি করার জন্য shall be/will be বসে এবং verb-এর সাথে ing যোগ হয়।
আমরা দৌঁড়াতে থাকবো। —- We shall be running.
সাবিনা অপেক্ষা করতে থাকবে। —- Sabina will be waiting.
Formula #113
ক্রিয়ার শেষে ‘এ থাকব’ (য়া থাকবো) ‘এ থাকবে’ (য়া থাকিবে) যুক্ত থাকলে তার ইংরেজি করার জন্য shall have/will have বসে এবং verb-এর past participle রূপ হয়। অবশ্যই কথাটা থাকলে shall have/will have-এর পরিবর্তে must have হবে।
তোমরা গল্পটা শুনে থাকবে। —- You will have heard the story.
তুমি লোকটিকে অবশ্যই দেখে থাকবে। —- You must have seen the man.
Formula #114
বাংলা বাক্যে ক্রিয়ার সঙ্গে ‘তে’ থাকলে তার ইংরেজি to হবে।
সে আমাকে দেখতে এসেছিল। —- He came to see me.
মা আমাকে মিথ্যা কথা বলতে নিষেধ করেছিল। —- Mother forbade me to tell a lie.
Formula #115
Preposition ‘of’-এর পরে verb-এর সাথে ing যোগ করতে হয়।
I am afraid of working.
He is fond of playing cricket.
Formula #116
See, hear, find, watch ইত্যাদি verb-এর পর কোন verb ব্যবহার করার প্রয়োজন হলে শুধু simple verb ব্যবহার করতে হয়।
আমি বালকটিকে স্কুলে যেতে দেখলাম। —- I saw the boy to go to school.
আমি তাকে জোরে কথা বলতে শুনলাম। —- I heard him to talk loudly.
Formula #117
Verb-এর কাজ কিভাবে সম্পন্ন হয় বুঝাবার জন্য যদি অপর একটি verb ব্যবহার করা হয়, তাহলে সে verb-এর সাথে ing যুক্ত করতে হয়।
করিম এখানে দৌঁড়ে আসলো। —- Karim came hear running.
মেয়েটি নাচতে নাচতে চলে গেল। —- The girl went away dancing.
Formula #118
Know, teach, show ইত্যাদি verb-এর পর কোন verb ব্যবহার করার প্রয়োজন হলে how to + verb simple বসে।
আমি তাকে পড়া শিখিয়েছি। —- I have taught him how to read.
সে সাঁতার কাটতে জানে না। —- Se does not know how to swim.
Formula #119
Let, help ইত্যাদি verb-এর পর কোন verb ব্যবহার করতে হলে শুধু simple verb ব্যবহার করতে হবে।
তাকে যেতে দাও। —- Let him go.
তাকে ঘুমাতে দাও। —- Let him sleep.
Formula #120
Active form-এ ব্যবহার করা হলে used to-এর পর simple verb বসে। কিন্তু passive form-এ ব্যবহার করা হলে তার পর verb-এর ing form ব্যবহার করতে হয়।
He used to walk in the morning. (Active)
He was used to walking in the morning. (Passive)
Rana used to play for an hour every morning. (Active)
Rana was used to playing an hour in every morning. (Passive)
Formula #121
Finish, enjoy, practice, avoid, admit, appreciate, can’t, don’t mind ইত্যাদির পর অন্য কোন verb ব্যবহার করা প্রয়োজন হলে ing form বসে।
আমি বইটি পড়া শেষ করেছি। —- I have finished reading the book.
আমি দুপুরে সাঁতার কাটতে ভালোবসি। —- I enjoy swimming at noon.
Formula #122
বাংলায় যেমন ক্রিয়ার সঙ্গে ‘এ’ (ইয়া) যুক্ত হয়, তেমনি ইংরেজিতে verb-এর সঙ্গে ing যুক্ত হয়। যেমন: খেয়ে (খাইয়া) Eat-ing, শুনে (শুনিয়া) Hear-ing ইত্যাদি।
আমাকে দেখে সে পালিয়ে গেল। — Seeing me he ran away.
ঘরে ঢুকে আমি তাকে পড়তে দেখলাম। —- Entering the room I found him reading.
Formula #123
কোন কাজের ফলে কোন অবস্থার পরিবর্তনের কথা বলা হলে ‘এ’ (ইয়া) যুক্ত ক্রিয়ার ইংরেজি করতে হলে বাক্যের প্রথমে By ব্যবহার করতে হয় এবং ‘হওয়া’ ক্রিয়ার ইংরেজি become হয়।
অধিক আহার করে সে অসুস্থ হয়েছে। —- By eating much he has become ill.
Formula #124
কোন কাজের ফলে মানসিক অবস্থার পরিবর্তনের কথা বলা হলে ‘এ’ (ইয়ে) যুক্ত ক্রিয়ার ইংরেজি করতে হলে verb-এর ing form হবে এবং ‘হওয়া’ ক্রিয়ার ইংরেজি become হবে।
জাপানে গিয়ে তারা সুখী হল না। —- Going to Japan they could not become happy.
তোমাকে দেখে আমি খুশি হয়েছি। —- Seeing you I have become glad.
Formula #125
দেখার ফলে, শোনার ফলে, জানার ফলে, পাওয়ার ফলে কোন মানসিক অবস্থার পরিবর্তনের কথা বলা হলে ‘এ’ যুক্ত ক্রিয়ার ইংরেজি করার জন্য to + verb simple বসে এবং ‘হওয়া’ ক্রিয়ার ইংরেজি am/is/are/was/were হয়।
খবর শুনে তিনি রাগন্বিত হলেন। —- He was angry to hear the news.
তোমার চিঠি পেয়ে তোমার মা খুশি হয়েছেন। —- Your mother is glad to receive your letter.
9 months ago
*****প্রয়োজনীয় ৫০০+ ইংরেজি শব্দ****
আপনি কি ইংরেজি কীভাবে বলবেন বা বুঝবেন তা নিয়ে চিন্তিত? কোনো ভাষা নিয়ে ভীতি দূর করার সবচেয়ে ভালো উপায় সেই ভাষার কমন শব্দগুলোর অর্থ জানা।
আমাদের প্রতিদিনের কথোপকথন এর জন্য খুব সাধারণ কিছু ইংরেজি শব্দ রয়েছে, যেগুলো জানতে পারলে ইংরেজিতে কথা বলা যায় খুব সহজেই।
এমন শব্দগুলো ক্যাটাগরি আকারে সাজানো হয়েছে যাতে করে খুব সহজ-গুছানো উপায়ে জানতে পারেন, এবং প্রতিদিন ব্যবহার করতে পারেন।
ইংরেজি শেখার সহজ উপায়: চলুন দেখে নিই ক্যাটাগরিগুলো :
১) মানবদেহ
২) পরিবার ও আত্বীয় স্বজন
৩) খাবার ও পানীয়
৪) বিভিন্ন রং
৫) সময়
৬) দিকসমূহ
৭) প্রাকৃতিক বিষয়
৮) ঋতু সমূহ
৯) ভ্রমণ সম্পর্কিত
১০) পরিমাপ এবং ওজন
১১) পেশা
১২) দৈনন্দিন জীবনে ব্যবহৃত
মানব দেহ (Human Body) নিয়ে গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দ:
Body (বডি) শরীর
Eyelid (আই-লিড্) চোখের পাতা
Leg (লেগ) পা
Head (হেড) মাথা
Lip (লিপ) ঠোঁট
Forehead (ফোরহেড) কপাল
Shoulder (শোল্ডার) কাঁধ
knee (নী) হাঁটু
Hair (হেয়ার) চুল
Finger (ফিঙ্গার) আঙ্গুল
Foot (ফুট) পায়ের পাতা
Cheek (চিক্) গাল
Chest (চেষ্ট) বুক
Toe (টো) পায়ের আঙ্গুল
Face (ফেস) মুখমন্ডল
Tongue (টাং) জিহ্বা
Thigh (থাই) উরু
Nose (নোজ) নাক
Tooth (টুথ) দাঁত
Palm (পাম) হাতের তালু
Mouth (মাউথ) মুখ
Belly (বেলী) পেট
Throat (থ্রোট) গলা
Eye (আই) চোখ
Elbow (এলবো) কনুই
Eye-brow (আই-ব্রাউ) চোখের ভ্র্রু
Hand (হ্যান্ড) হাত
Gum (গাম্) মাড়ি
Back (ব্যাক্) পৃষ্ঠ বা পিঠ
Skull (স্কাল) মাথার খুলি
Sole (সোল) পায়ের তলা
Stomach (স্টমাক্) পাকস্থলি
Thumb (থাম্ব) বৃদ্ধাঙ্গুল
Wrist (রিষ্ট) হাতের কব্জি
Back-bone (ব্যাক-বোন) মেরুদন্ড
Ear-hole (ইয়ার-হোল) কানের ছিদ্র
Nail (নেইল) নখ
Waist (ওয়েস্ট) কোমর
Ear-lap (ইয়ার-ল্যাপ) কানের লতি
Brain (ব্রেন) মগজ
Jaw (জ্ব) চোয়াল
skin (স্কিন) চামড়া
Vein (ভেন) শিরা
Ankle (অ্যাংকল) পায়ের গাট
Navel (নেভেল) নাভী
Abdomen (এবডোমেন) তলপেট
Kidney (কিডনি) মূত্রগ্রন্থি
Beard (বিয়ার্ড) দাড়ি
Liver (লিভার) যকৃত
Bone (বোন্) হাড়
Pupil (পিউপিল) চোখের তারা
Breast (ব্রেস্ট) বুক
Moustache (মাসটাশ) গোফ
Sweat (সোয়েট) ঘাম
Flesh (ফ্লেশ) গোশত
Tear (টিয়ার) চোখের জল
Arteries (আরটেরিজ) ধমনী
Lungs (লাঙন্স) শ্বাসযন্ত্র
পরিবার (Family) ও আত্বীয় স্বজন (Relatives) সম্পর্কিত কিছু কমন ইংরেজি শব্দ:
Parents (প্যারেন্টস) পিতা-মাতা
Grandfather দাদা, নানা
Stepfather বিপিতা, সৎপিতা, সতবাপ
Father (ফাদার) বাবা, পিতা
Grandmother দাদী, নানী
Stepmother সৎ মা
Mother (মাদার) মা, আম্মা
Grandson নাতি
Stepson সৎসন্তান
Son (সন) ছেলে, পুত্র
Granddaughter নাতনী
Stepdaughter সতমেয়ে
Sister(সিস্টার) বোন
Elder Brother বড় ভাই
Stepsister সৎবোন, বৈমাত্রেয় বোন
Daughter(ডটার) মেয়ে, কন্যা
Elder Sister বড় বোন
Stepbrother বৈমাত্রেয় ভাই, সৎভাই
Husband(হাজব্যান্ড) স্বামী
Uncle(আঙ্কেল) চাচা, মামা, জেঠা, খালু, ফুফা
Friend বন্ধু, বান্ধবী
Wife(ওয়াইফ) স্ত্রী
Aunt(আন্ট) চাচী, জেঠী, মামী, খালা, ফুফু
Relative আত্বীয়, স্বজন
Siblings(সিবলিংস) ভাইবোন
Nephew(নেফিউ) ভাইবো, ভাগনে
Neighbour প্রতিবেশী
Cousin(কাজিন) চাচাত ভাই/বোন, মামাত,খালাত, ফুফাত ভাই/বোন।
Niece(নীস) ভাইজি, ভাগনি
Child সন্তান
Son-in-law জামাতা
Daughter-in-law পুত্রবধূ
Brother-in-law দুলাভাই, ভাসুর, দেবর, ভগ্নিপতি
Sister-in-law ভাবী, জা, ননদ
Mother-in-law শাশুড়ী
Father-in-law শশুর
খাবার ও পানীয় (Foods and Drinks) সম্পর্কিত দরকারি ইংরেজি শব্দ:
Food খাবার/খাদ্য
Butter Milk ঘোল, মাখন-তোলা দুধ
Sauce আচার, সস
Breakfast সকালের নাস্তা
Chop বড়া
Salt লবণ
Lunch দুপুরের খাবার
Coffee কফি
Sweet মিষ্টি
Dinner রাতের খাবার
Curd দধি
Soup ঝোল/স্যুপ
Bread রুটি
Cream সর
Egg ডিম
Butter মাখন
Curry তরকারী
Fish মাছ
Barley যব/বার্লি
Cutlet গোশতের পিঠা
Flour ময়দা
Beef গরুর গোশত
Cake পিঠা
Flesh মাংস/গোশত
Mutton খাসির গোশত
Supper সন্ধ্যাভোজ, রাতের খাবার
Fowl মুরগীর গোশত
Milk দুধ
Sugar চিনি
Jelly চাটনী/জেলি
Rice চাল/ভাত
Ghee ঘি
Jam মোরব্বা
Fried rice খৈ
Honey মধু
Loaf পাউরুটি
Flattened rice চিড়া
Hotchpotch খিচুড়ি
Meat গোশত
Oil তৈল
Posset ছানা
Tea চা
Pulse ডাল
Roast ভাজা গোশত, মাংসের কাবাব
Water পানি
বিভিন্ন রং (Colors) সমূহের ইংরেজি শব্দ এবং অর্থ:
White সাদা
Golden সোনালী
Indigo বেগুনী নীল
Red লাল
Bright উজ্জল
Maroon তামাটে লাল
Black কালো
Ash Colour ছাই রং
Pink হালকা লাল/গোলাপী
Brown বাদামী
Rosy গোলাপী
Sky blue আকাশী নীল
Blue নীল
Crimson গাঢ় নীল
Orange color কমলা রং
Green সবুজ
Chocolate খয়েরী
Yellow হলুদ
Gray ধূসর
Grassy সবুজ বর্ণ
Violet বেগুনী
Dark blue শ্যামবর্ণ
Deep Green গাঢ় সবুজ
Raw color কাঁচা রং
Scarlet টকটকে লাল
সময় (Time) নিয়ে ব্যবহৃত দৈনন্দিন ইংরেজি শব্দসমূহ:
Day দিন
Night রাত
Morning সকাল
Hour ঘন্টা
Fortnight একপক্ষ
Afternoon বিকাল
Minute মিনিট
Midnight মধ্যরাত্রি
Dawn ভোরবেলা
Second সেকেন্ড
Mid-day মধ্যাহ্ন
Dark অন্ধকার
Month মাস
Sunrise সূর্যোদয়
Dusk গোধুলী/সন্ধ্যা/আবছা অন্ধকার
Century একশত বছর, শতাব্দী
Sunset সূর্যাস্ত
Evening সন্ধ্যা
Era যুগ
Today আজ
Everyday প্রতিদিন
Present বর্তমান
Tomorrow আগামীকাল/ কালকে
Noon দুপুর/মধ্যাহ্ন
Future ভবিষ্যৎ
Tonight আজ রাত
Date তারিখ
Past অতীত
Twilight গোধূলী
Week সপ্তাহ
Year বছর/বর্ষ
Yesterday গতকাল
Moment মুহূর্ত
Before পূর্বে/ আগে
Annual বার্ষিক
Afterward পরে/এরপরে
After পরে
Anytime যে কোন সময়
Decade দশক
Delay বিলম্ব/দেরী
Fiscal Year অর্থবছর
Leap Year অধিবর্ষ
Early তাড়াতাড়ি
Overtime অতিরিক্ত সময়
Punctual সময়নিষ্ঠ
Later পরে
Summer গ্রীষ্ম
Spring বসন্ত
Late বিলম্বে
Sometime একদা
Soon শীঘ্রই
দিকসমূহ (Directions) নিয়ে প্রতিদিন ব্যবহৃত কিছু কমন ইংরেজি শব্দ:
Right ডান, দক্ষিণ
West পশ্চিম
Down Ward নিচের দিকে
Left বাম
East পূর্ব
Endless সীমাহীন
Centre মধ্যস্থান
North উত্তর
Upward উপরে
Corner কোণ
North east উত্তর-পূর্ব কোণ
Backyard পিছনের দিকে
Back পিছন
North west উত্তর-পশ্চিম কোণ
Next to পাশেই
Below নিচে
South দক্ষিণ
Turn left বাম দিকে ঘুরুন
Map মানচিত্র
South east দক্ষিণ-পূর্ব কোণ
Turn right ডানে ঘোরা
Pointer দিক নির্দেশক
South West দক্ষিণ-পশ্চিম কোণ
Behind পিছনে
Horizon দিগন্ত
Compass দিক নির্ণয় যন্ত্র
Between মধ্যে, দুইয়ের মধ্যে
Front সামনে
Dimension মাত্রা, পরিমাণ
Turn back ঘুরে দারাও
Beside পাশে
Near কাছে, নিকটবর্তী
In front of সামনে
প্রাকৃতিক বিষয় (Natural Things) নিয়ে নিত্য প্রয়োজনীয় ইংরেজি শব্দ সমূহ:
Nature প্রকৃতি
Planet গ্রহ
Ice বরফ
World পৃথিবী
Sea সাগর
Mountain পর্বত
Earth পৃথিবী
Ocean মহাসাগর
Gulf উপসাগর
Star তারা
Lake হ্রদ
Hurricane প্রবল সামুদ্রিক ঝড়
Moon চাঁদ
Full moon পূর্ণিমা
River নদী
Sun সূর্য
Flood বন্যা
Sky আকাশ
Air বাতাস
Fog কুয়াশা
Rainbow রংধনু
Cloud মেঘ
Famine দুর্ভিক্ষ
Soil মাটি
Climate জলবায়ু
Fountain ঝরণা
Sand বালু
Desert মরুভূমি
Pond পুকুর
Water পানি
Weather আবহাওয়া
Village গ্রাম
Dew শিশির
Fire আগুন
Rain বৃষ্টি
Energy শক্তি
Creature জীবজন্তু
Species প্রজাতি
Plants গাছপালা/উদ্ভিদ
ঋতু সমূহের (Seasons) সম্পর্কে দৈনন্দিন ব্যবহৃত ইংরেজি শব্দ:
Seasons ঋতু
Rainy Season বর্ষাকাল
Late Autumn হেমন্তকাল
Summer গ্রীষ্মকাল
Autumn শরৎকাল
Winter শীতকাল
Spring বসন্তকাল
ভ্রমণ (Travel) সম্পর্কিত দৈনিক ইংরেজি শব্দ সমূহ:
All Inclusive Resort (অল ইনক্লুসিভ রিসোর্ট) থাকার সুবিধার পাশাপাশি তিন বেলা খাবারও সরবরাহ করা।
Bed & Breakfast (বেড অ্যান্ড ব্রেকফাস্ট) থাকার ব্যবস্থার পাশাপাশি সকালের নাশতা সরবরাহ করে এমন হোটেল।
Hostel (হোস্টেল) ছাত্রাবাস, সুলভমূল্যের থাকার জায়গা।
Motel (মোটেল) হাইওয়েগুলোর পাশে অবস্থিত মোটামুটি মানের থাকার জায়গা।
Guest House (গেস্ট হাউজ) পর্যটন এলাকাগুলোতে কারো ব্যক্তিগত বাসাকে ভ্রমণকারীদের জন্য ভাড়ার ব্যবস্থা করা হয়।
Single Room (সিংগেল রুম) একজনের জন্য উপযোগী রুম
Double Room (ডাবল রুম) দুইজনের জন্য উপযোগী রুম
Twin Sharing (টু-ইন শেয়ারিং) দুটি সিংগেল বেড যুক্ত রুম
Suite (সুইট) বিলাসবহুল রুমের সমষ্টি যেখানে কিচেন, ড্রয়িং রুম, বাথরুম সহ একটি বাসার সব সুবিধা থাকে।
Check–in (চেক ইন) হোটেলে আগে থেকে বুকিং করা থাকলে ওই হোটেলের রিসিপশনে নিয়ে তা নিশ্চিত করা।
Room Service ( রুম সার্ভিস) হোটেল স্টাফরা খাবার রুমে এসে সরবরাহ করে থাকে ।
House keeping ( হাউজ কিপিং) হোটেলের রুম, বেড এবং বাথরুম পরিষ্কার করা স্টাফ।
Safe (সেইফ) হোটেলের ছোট লকার, যেগুলোতে টাকা –পয়সা, মূল্যবান অলংকার ও ফাইলসমূহ রাখা যায়।
Amenities (এমেনিটিস) হোটেলে অবস্থানকালে হোটেল কর্তৃক প্রদানকৃত সেবাসমূহ।
Check-out (চেক আউট) হোটেল থেকে প্রস্থানের সময়
পরিমাপ এবং ওজন (Measurement and Weight) নিয়ে দৈনিক ইংরেজি শব্দ সমূহ:
Length দৈর্ঘ্য
Area আয়তন, ক্ষেত্রফল
Foot ফুট
Breadth প্রস্থ
Boundary সীমা
Pound পাউন্ড
Kilometer কিলোমিটার
Cubit একহাত পরিমিত মাপ
Ounce আউন্স
Centimeter সেন্টিমিটার
Liter লিটার
Scale নিক্তি
Decimeter ডেসিমিটার
Meter মিটার
Square বর্গ
Kilogram কিলোগ্রাম
Milligram মিলিগ্রাম
Thick পুরু
Hight উচ্চতা
Dram ড্রাম
Tape ফিতা
Weight ওজন
Measurement পরিমাপ
Yard গজ, উঠান
Gram গ্রাম
Balance দাঁড়িপাল্লা
degree মাত্রা
Inch ইঞ্চি
Furlong ফার্লং, এক মাইলের আট ভাগের এক ভাগ।
Dozen ডিগ্রি, মাত্রা
Hectare হেক্টর, জমির আয়তনের মাপবিশেষ
Mass ভর, পরিমাণ
Percent শতাংশ, শতকরা
পেশা (Occupation) সমূহ নিয়ে কমন ইংরেজি শব্দ:
Author গ্রন্থকার
Carpenter কাঠমিস্ত্রি, সূত্রধর
Artist শিল্পী
Compounder কম্পাউন্ডার
Doorkeeper দারোয়ান, দ্বার রক্ষক
Astrologer জ্যোতিষী
Coachman গাড়োয়ান
Disciple শিষ্য
Actress অভিনেত্রী
Clerk কেরানী
Empress সম্রাজ্ঞী
Actor অভিনেতা
Cook বাবুর্চি
Emperor সম্রাট
Banker ব্যাংকার, ব্যাংকের মালিক
Cowboy রাখালবালক
Engineer প্রকৌশলী
Baker রুটিওয়ালা
Cobbler মুচি
Farmer কৃষক
Butcher কসাই
Crew নাবিক
Fisherman জেলে
Barber নাপিত
Coolie কুলি
Guard পাহারাদার
Broker দালাল
Chief Minister মুখ্যমন্ত্রী
General সেনাপতি
Book Seller পুস্তক বিক্রেতা
Chairman চেয়ারম্যান, সভাপতি
Gatekeeper দারোয়ান
Book binder গ্রন্থ বাঁধািইকার
Cashier ক্যাশিয়ার, কোষাধ্যক্ষ
Goldsmith স্বর্ণকার
Beggar ভিক্ষুক
Customer ক্রেতা,খরিদ্দার
Grocer মুদি
Boatman মাঝি
Compositor মুদ্রাক্ষর, স্থাপক
Governor শাসনকর্তা , গভর্নর, কর্তা
Businessman ব্যবসায়ী
Cultivator চাষী, কৃষক
Gardener মালী
Hawker হকার, ফেরিত্তয়ালা
Lecturer প্রভাষক
Hunter শিকারী
Lawyer আইনজীবী
Judge বিচারক, হাকিম
King রাজা
Minister মন্ত্রী
Juggler বাজিকর
Laborer শ্রমিক
Merchant সওদাগর
Landlord জমিদার
Jeweler মণিকার
Nurse সেবিকা
Queen রাণী
Milkman গোয়ালা
Officer কর্মকর্তা
Quazi বিচারক
Milkmaid গোয়ালিনী
Orator বক্তা
Reader পাঠক
Mechanic মিস্ত্রি
Oilman কলু, তৈল-বিক্রেতা
Singer গায়ক
Magistrate ম্যাজিস্ট্রেট
Publisher প্রকাশক, পস্তক-প্রকাশক
Soldier সৈনিক, সৈন্য, সেনা
Tenant প্রজা
Peasant চাষী
Sailor নাবিক
Weaver তাঁতী
Pleader উকিল
Shopkeeper দোকানদার
Washerman ধোপা
Police পুলিশ
Sweeper ঝাড়ুদার
Hairdresser হেয়ারড্রেসার
Peon পিয়ন
Shoemaker মুচি
Gardener মালী
Painter চিত্রকর
Shepherd রাখাল
Journalist সাংবাদিক
Printer মুদ্রাকর, অক্ষরজীবক
Thief চোর
Postman ডাকবাহক, পিয়ন
Potter কুম্ভকার, কুমোর, কুমার
Trader ব্যবসায়ী
Secretary সেক্রেটারি, সম্পাদক
Poet কবি
Tailor দরজী
Waiter ওয়েটার
Priest পুরোহিত
Teacher শিক্ষক
Goldsmith স্বর্ণকার
আরও কিছু দৈনন্দিন জীবনে ব্যবহৃত ইংরেজি শব্দ:
Each প্রতিটি, প্রত্যেক, প্রতি
Much অনেক
Great মহান
Find অনুসন্ধান, আবিষ্কার
Take গ্রহণ করা, লওয়া
Help সাহায্য
Information তথ্য
Want প্রয়োজন
Where কোথায়
Those সেগুলো
Army সৈন্য
Important গুরুত্বপূর্ণ
While যখন
Peace শান্তি
Example উদাহরণ
Look দেখুন, তাকান
Victory জয়
Go যাওয়া
However যাহোক
Study অধ্যয়ন
Own নিজের
Another অন্য
Lot অনেক
Enough যথেষ্ট
Process প্রক্রিয়া
Better উত্তম
Long দীর্ঘ
Specific নি
আপনি কি ইংরেজি কীভাবে বলবেন বা বুঝবেন তা নিয়ে চিন্তিত? কোনো ভাষা নিয়ে ভীতি দূর করার সবচেয়ে ভালো উপায় সেই ভাষার কমন শব্দগুলোর অর্থ জানা।
আমাদের প্রতিদিনের কথোপকথন এর জন্য খুব সাধারণ কিছু ইংরেজি শব্দ রয়েছে, যেগুলো জানতে পারলে ইংরেজিতে কথা বলা যায় খুব সহজেই।
এমন শব্দগুলো ক্যাটাগরি আকারে সাজানো হয়েছে যাতে করে খুব সহজ-গুছানো উপায়ে জানতে পারেন, এবং প্রতিদিন ব্যবহার করতে পারেন।
ইংরেজি শেখার সহজ উপায়: চলুন দেখে নিই ক্যাটাগরিগুলো :
১) মানবদেহ
২) পরিবার ও আত্বীয় স্বজন
৩) খাবার ও পানীয়
৪) বিভিন্ন রং
৫) সময়
৬) দিকসমূহ
৭) প্রাকৃতিক বিষয়
৮) ঋতু সমূহ
৯) ভ্রমণ সম্পর্কিত
১০) পরিমাপ এবং ওজন
১১) পেশা
১২) দৈনন্দিন জীবনে ব্যবহৃত
মানব দেহ (Human Body) নিয়ে গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দ:
Body (বডি) শরীর
Eyelid (আই-লিড্) চোখের পাতা
Leg (লেগ) পা
Head (হেড) মাথা
Lip (লিপ) ঠোঁট
Forehead (ফোরহেড) কপাল
Shoulder (শোল্ডার) কাঁধ
knee (নী) হাঁটু
Hair (হেয়ার) চুল
Finger (ফিঙ্গার) আঙ্গুল
Foot (ফুট) পায়ের পাতা
Cheek (চিক্) গাল
Chest (চেষ্ট) বুক
Toe (টো) পায়ের আঙ্গুল
Face (ফেস) মুখমন্ডল
Tongue (টাং) জিহ্বা
Thigh (থাই) উরু
Nose (নোজ) নাক
Tooth (টুথ) দাঁত
Palm (পাম) হাতের তালু
Mouth (মাউথ) মুখ
Belly (বেলী) পেট
Throat (থ্রোট) গলা
Eye (আই) চোখ
Elbow (এলবো) কনুই
Eye-brow (আই-ব্রাউ) চোখের ভ্র্রু
Hand (হ্যান্ড) হাত
Gum (গাম্) মাড়ি
Back (ব্যাক্) পৃষ্ঠ বা পিঠ
Skull (স্কাল) মাথার খুলি
Sole (সোল) পায়ের তলা
Stomach (স্টমাক্) পাকস্থলি
Thumb (থাম্ব) বৃদ্ধাঙ্গুল
Wrist (রিষ্ট) হাতের কব্জি
Back-bone (ব্যাক-বোন) মেরুদন্ড
Ear-hole (ইয়ার-হোল) কানের ছিদ্র
Nail (নেইল) নখ
Waist (ওয়েস্ট) কোমর
Ear-lap (ইয়ার-ল্যাপ) কানের লতি
Brain (ব্রেন) মগজ
Jaw (জ্ব) চোয়াল
skin (স্কিন) চামড়া
Vein (ভেন) শিরা
Ankle (অ্যাংকল) পায়ের গাট
Navel (নেভেল) নাভী
Abdomen (এবডোমেন) তলপেট
Kidney (কিডনি) মূত্রগ্রন্থি
Beard (বিয়ার্ড) দাড়ি
Liver (লিভার) যকৃত
Bone (বোন্) হাড়
Pupil (পিউপিল) চোখের তারা
Breast (ব্রেস্ট) বুক
Moustache (মাসটাশ) গোফ
Sweat (সোয়েট) ঘাম
Flesh (ফ্লেশ) গোশত
Tear (টিয়ার) চোখের জল
Arteries (আরটেরিজ) ধমনী
Lungs (লাঙন্স) শ্বাসযন্ত্র
পরিবার (Family) ও আত্বীয় স্বজন (Relatives) সম্পর্কিত কিছু কমন ইংরেজি শব্দ:
Parents (প্যারেন্টস) পিতা-মাতা
Grandfather দাদা, নানা
Stepfather বিপিতা, সৎপিতা, সতবাপ
Father (ফাদার) বাবা, পিতা
Grandmother দাদী, নানী
Stepmother সৎ মা
Mother (মাদার) মা, আম্মা
Grandson নাতি
Stepson সৎসন্তান
Son (সন) ছেলে, পুত্র
Granddaughter নাতনী
Stepdaughter সতমেয়ে
Sister(সিস্টার) বোন
Elder Brother বড় ভাই
Stepsister সৎবোন, বৈমাত্রেয় বোন
Daughter(ডটার) মেয়ে, কন্যা
Elder Sister বড় বোন
Stepbrother বৈমাত্রেয় ভাই, সৎভাই
Husband(হাজব্যান্ড) স্বামী
Uncle(আঙ্কেল) চাচা, মামা, জেঠা, খালু, ফুফা
Friend বন্ধু, বান্ধবী
Wife(ওয়াইফ) স্ত্রী
Aunt(আন্ট) চাচী, জেঠী, মামী, খালা, ফুফু
Relative আত্বীয়, স্বজন
Siblings(সিবলিংস) ভাইবোন
Nephew(নেফিউ) ভাইবো, ভাগনে
Neighbour প্রতিবেশী
Cousin(কাজিন) চাচাত ভাই/বোন, মামাত,খালাত, ফুফাত ভাই/বোন।
Niece(নীস) ভাইজি, ভাগনি
Child সন্তান
Son-in-law জামাতা
Daughter-in-law পুত্রবধূ
Brother-in-law দুলাভাই, ভাসুর, দেবর, ভগ্নিপতি
Sister-in-law ভাবী, জা, ননদ
Mother-in-law শাশুড়ী
Father-in-law শশুর
খাবার ও পানীয় (Foods and Drinks) সম্পর্কিত দরকারি ইংরেজি শব্দ:
Food খাবার/খাদ্য
Butter Milk ঘোল, মাখন-তোলা দুধ
Sauce আচার, সস
Breakfast সকালের নাস্তা
Chop বড়া
Salt লবণ
Lunch দুপুরের খাবার
Coffee কফি
Sweet মিষ্টি
Dinner রাতের খাবার
Curd দধি
Soup ঝোল/স্যুপ
Bread রুটি
Cream সর
Egg ডিম
Butter মাখন
Curry তরকারী
Fish মাছ
Barley যব/বার্লি
Cutlet গোশতের পিঠা
Flour ময়দা
Beef গরুর গোশত
Cake পিঠা
Flesh মাংস/গোশত
Mutton খাসির গোশত
Supper সন্ধ্যাভোজ, রাতের খাবার
Fowl মুরগীর গোশত
Milk দুধ
Sugar চিনি
Jelly চাটনী/জেলি
Rice চাল/ভাত
Ghee ঘি
Jam মোরব্বা
Fried rice খৈ
Honey মধু
Loaf পাউরুটি
Flattened rice চিড়া
Hotchpotch খিচুড়ি
Meat গোশত
Oil তৈল
Posset ছানা
Tea চা
Pulse ডাল
Roast ভাজা গোশত, মাংসের কাবাব
Water পানি
বিভিন্ন রং (Colors) সমূহের ইংরেজি শব্দ এবং অর্থ:
White সাদা
Golden সোনালী
Indigo বেগুনী নীল
Red লাল
Bright উজ্জল
Maroon তামাটে লাল
Black কালো
Ash Colour ছাই রং
Pink হালকা লাল/গোলাপী
Brown বাদামী
Rosy গোলাপী
Sky blue আকাশী নীল
Blue নীল
Crimson গাঢ় নীল
Orange color কমলা রং
Green সবুজ
Chocolate খয়েরী
Yellow হলুদ
Gray ধূসর
Grassy সবুজ বর্ণ
Violet বেগুনী
Dark blue শ্যামবর্ণ
Deep Green গাঢ় সবুজ
Raw color কাঁচা রং
Scarlet টকটকে লাল
সময় (Time) নিয়ে ব্যবহৃত দৈনন্দিন ইংরেজি শব্দসমূহ:
Day দিন
Night রাত
Morning সকাল
Hour ঘন্টা
Fortnight একপক্ষ
Afternoon বিকাল
Minute মিনিট
Midnight মধ্যরাত্রি
Dawn ভোরবেলা
Second সেকেন্ড
Mid-day মধ্যাহ্ন
Dark অন্ধকার
Month মাস
Sunrise সূর্যোদয়
Dusk গোধুলী/সন্ধ্যা/আবছা অন্ধকার
Century একশত বছর, শতাব্দী
Sunset সূর্যাস্ত
Evening সন্ধ্যা
Era যুগ
Today আজ
Everyday প্রতিদিন
Present বর্তমান
Tomorrow আগামীকাল/ কালকে
Noon দুপুর/মধ্যাহ্ন
Future ভবিষ্যৎ
Tonight আজ রাত
Date তারিখ
Past অতীত
Twilight গোধূলী
Week সপ্তাহ
Year বছর/বর্ষ
Yesterday গতকাল
Moment মুহূর্ত
Before পূর্বে/ আগে
Annual বার্ষিক
Afterward পরে/এরপরে
After পরে
Anytime যে কোন সময়
Decade দশক
Delay বিলম্ব/দেরী
Fiscal Year অর্থবছর
Leap Year অধিবর্ষ
Early তাড়াতাড়ি
Overtime অতিরিক্ত সময়
Punctual সময়নিষ্ঠ
Later পরে
Summer গ্রীষ্ম
Spring বসন্ত
Late বিলম্বে
Sometime একদা
Soon শীঘ্রই
দিকসমূহ (Directions) নিয়ে প্রতিদিন ব্যবহৃত কিছু কমন ইংরেজি শব্দ:
Right ডান, দক্ষিণ
West পশ্চিম
Down Ward নিচের দিকে
Left বাম
East পূর্ব
Endless সীমাহীন
Centre মধ্যস্থান
North উত্তর
Upward উপরে
Corner কোণ
North east উত্তর-পূর্ব কোণ
Backyard পিছনের দিকে
Back পিছন
North west উত্তর-পশ্চিম কোণ
Next to পাশেই
Below নিচে
South দক্ষিণ
Turn left বাম দিকে ঘুরুন
Map মানচিত্র
South east দক্ষিণ-পূর্ব কোণ
Turn right ডানে ঘোরা
Pointer দিক নির্দেশক
South West দক্ষিণ-পশ্চিম কোণ
Behind পিছনে
Horizon দিগন্ত
Compass দিক নির্ণয় যন্ত্র
Between মধ্যে, দুইয়ের মধ্যে
Front সামনে
Dimension মাত্রা, পরিমাণ
Turn back ঘুরে দারাও
Beside পাশে
Near কাছে, নিকটবর্তী
In front of সামনে
প্রাকৃতিক বিষয় (Natural Things) নিয়ে নিত্য প্রয়োজনীয় ইংরেজি শব্দ সমূহ:
Nature প্রকৃতি
Planet গ্রহ
Ice বরফ
World পৃথিবী
Sea সাগর
Mountain পর্বত
Earth পৃথিবী
Ocean মহাসাগর
Gulf উপসাগর
Star তারা
Lake হ্রদ
Hurricane প্রবল সামুদ্রিক ঝড়
Moon চাঁদ
Full moon পূর্ণিমা
River নদী
Sun সূর্য
Flood বন্যা
Sky আকাশ
Air বাতাস
Fog কুয়াশা
Rainbow রংধনু
Cloud মেঘ
Famine দুর্ভিক্ষ
Soil মাটি
Climate জলবায়ু
Fountain ঝরণা
Sand বালু
Desert মরুভূমি
Pond পুকুর
Water পানি
Weather আবহাওয়া
Village গ্রাম
Dew শিশির
Fire আগুন
Rain বৃষ্টি
Energy শক্তি
Creature জীবজন্তু
Species প্রজাতি
Plants গাছপালা/উদ্ভিদ
ঋতু সমূহের (Seasons) সম্পর্কে দৈনন্দিন ব্যবহৃত ইংরেজি শব্দ:
Seasons ঋতু
Rainy Season বর্ষাকাল
Late Autumn হেমন্তকাল
Summer গ্রীষ্মকাল
Autumn শরৎকাল
Winter শীতকাল
Spring বসন্তকাল
ভ্রমণ (Travel) সম্পর্কিত দৈনিক ইংরেজি শব্দ সমূহ:
All Inclusive Resort (অল ইনক্লুসিভ রিসোর্ট) থাকার সুবিধার পাশাপাশি তিন বেলা খাবারও সরবরাহ করা।
Bed & Breakfast (বেড অ্যান্ড ব্রেকফাস্ট) থাকার ব্যবস্থার পাশাপাশি সকালের নাশতা সরবরাহ করে এমন হোটেল।
Hostel (হোস্টেল) ছাত্রাবাস, সুলভমূল্যের থাকার জায়গা।
Motel (মোটেল) হাইওয়েগুলোর পাশে অবস্থিত মোটামুটি মানের থাকার জায়গা।
Guest House (গেস্ট হাউজ) পর্যটন এলাকাগুলোতে কারো ব্যক্তিগত বাসাকে ভ্রমণকারীদের জন্য ভাড়ার ব্যবস্থা করা হয়।
Single Room (সিংগেল রুম) একজনের জন্য উপযোগী রুম
Double Room (ডাবল রুম) দুইজনের জন্য উপযোগী রুম
Twin Sharing (টু-ইন শেয়ারিং) দুটি সিংগেল বেড যুক্ত রুম
Suite (সুইট) বিলাসবহুল রুমের সমষ্টি যেখানে কিচেন, ড্রয়িং রুম, বাথরুম সহ একটি বাসার সব সুবিধা থাকে।
Check–in (চেক ইন) হোটেলে আগে থেকে বুকিং করা থাকলে ওই হোটেলের রিসিপশনে নিয়ে তা নিশ্চিত করা।
Room Service ( রুম সার্ভিস) হোটেল স্টাফরা খাবার রুমে এসে সরবরাহ করে থাকে ।
House keeping ( হাউজ কিপিং) হোটেলের রুম, বেড এবং বাথরুম পরিষ্কার করা স্টাফ।
Safe (সেইফ) হোটেলের ছোট লকার, যেগুলোতে টাকা –পয়সা, মূল্যবান অলংকার ও ফাইলসমূহ রাখা যায়।
Amenities (এমেনিটিস) হোটেলে অবস্থানকালে হোটেল কর্তৃক প্রদানকৃত সেবাসমূহ।
Check-out (চেক আউট) হোটেল থেকে প্রস্থানের সময়
পরিমাপ এবং ওজন (Measurement and Weight) নিয়ে দৈনিক ইংরেজি শব্দ সমূহ:
Length দৈর্ঘ্য
Area আয়তন, ক্ষেত্রফল
Foot ফুট
Breadth প্রস্থ
Boundary সীমা
Pound পাউন্ড
Kilometer কিলোমিটার
Cubit একহাত পরিমিত মাপ
Ounce আউন্স
Centimeter সেন্টিমিটার
Liter লিটার
Scale নিক্তি
Decimeter ডেসিমিটার
Meter মিটার
Square বর্গ
Kilogram কিলোগ্রাম
Milligram মিলিগ্রাম
Thick পুরু
Hight উচ্চতা
Dram ড্রাম
Tape ফিতা
Weight ওজন
Measurement পরিমাপ
Yard গজ, উঠান
Gram গ্রাম
Balance দাঁড়িপাল্লা
degree মাত্রা
Inch ইঞ্চি
Furlong ফার্লং, এক মাইলের আট ভাগের এক ভাগ।
Dozen ডিগ্রি, মাত্রা
Hectare হেক্টর, জমির আয়তনের মাপবিশেষ
Mass ভর, পরিমাণ
Percent শতাংশ, শতকরা
পেশা (Occupation) সমূহ নিয়ে কমন ইংরেজি শব্দ:
Author গ্রন্থকার
Carpenter কাঠমিস্ত্রি, সূত্রধর
Artist শিল্পী
Compounder কম্পাউন্ডার
Doorkeeper দারোয়ান, দ্বার রক্ষক
Astrologer জ্যোতিষী
Coachman গাড়োয়ান
Disciple শিষ্য
Actress অভিনেত্রী
Clerk কেরানী
Empress সম্রাজ্ঞী
Actor অভিনেতা
Cook বাবুর্চি
Emperor সম্রাট
Banker ব্যাংকার, ব্যাংকের মালিক
Cowboy রাখালবালক
Engineer প্রকৌশলী
Baker রুটিওয়ালা
Cobbler মুচি
Farmer কৃষক
Butcher কসাই
Crew নাবিক
Fisherman জেলে
Barber নাপিত
Coolie কুলি
Guard পাহারাদার
Broker দালাল
Chief Minister মুখ্যমন্ত্রী
General সেনাপতি
Book Seller পুস্তক বিক্রেতা
Chairman চেয়ারম্যান, সভাপতি
Gatekeeper দারোয়ান
Book binder গ্রন্থ বাঁধািইকার
Cashier ক্যাশিয়ার, কোষাধ্যক্ষ
Goldsmith স্বর্ণকার
Beggar ভিক্ষুক
Customer ক্রেতা,খরিদ্দার
Grocer মুদি
Boatman মাঝি
Compositor মুদ্রাক্ষর, স্থাপক
Governor শাসনকর্তা , গভর্নর, কর্তা
Businessman ব্যবসায়ী
Cultivator চাষী, কৃষক
Gardener মালী
Hawker হকার, ফেরিত্তয়ালা
Lecturer প্রভাষক
Hunter শিকারী
Lawyer আইনজীবী
Judge বিচারক, হাকিম
King রাজা
Minister মন্ত্রী
Juggler বাজিকর
Laborer শ্রমিক
Merchant সওদাগর
Landlord জমিদার
Jeweler মণিকার
Nurse সেবিকা
Queen রাণী
Milkman গোয়ালা
Officer কর্মকর্তা
Quazi বিচারক
Milkmaid গোয়ালিনী
Orator বক্তা
Reader পাঠক
Mechanic মিস্ত্রি
Oilman কলু, তৈল-বিক্রেতা
Singer গায়ক
Magistrate ম্যাজিস্ট্রেট
Publisher প্রকাশক, পস্তক-প্রকাশক
Soldier সৈনিক, সৈন্য, সেনা
Tenant প্রজা
Peasant চাষী
Sailor নাবিক
Weaver তাঁতী
Pleader উকিল
Shopkeeper দোকানদার
Washerman ধোপা
Police পুলিশ
Sweeper ঝাড়ুদার
Hairdresser হেয়ারড্রেসার
Peon পিয়ন
Shoemaker মুচি
Gardener মালী
Painter চিত্রকর
Shepherd রাখাল
Journalist সাংবাদিক
Printer মুদ্রাকর, অক্ষরজীবক
Thief চোর
Postman ডাকবাহক, পিয়ন
Potter কুম্ভকার, কুমোর, কুমার
Trader ব্যবসায়ী
Secretary সেক্রেটারি, সম্পাদক
Poet কবি
Tailor দরজী
Waiter ওয়েটার
Priest পুরোহিত
Teacher শিক্ষক
Goldsmith স্বর্ণকার
আরও কিছু দৈনন্দিন জীবনে ব্যবহৃত ইংরেজি শব্দ:
Each প্রতিটি, প্রত্যেক, প্রতি
Much অনেক
Great মহান
Find অনুসন্ধান, আবিষ্কার
Take গ্রহণ করা, লওয়া
Help সাহায্য
Information তথ্য
Want প্রয়োজন
Where কোথায়
Those সেগুলো
Army সৈন্য
Important গুরুত্বপূর্ণ
While যখন
Peace শান্তি
Example উদাহরণ
Look দেখুন, তাকান
Victory জয়
Go যাওয়া
However যাহোক
Study অধ্যয়ন
Own নিজের
Another অন্য
Lot অনেক
Enough যথেষ্ট
Process প্রক্রিয়া
Better উত্তম
Long দীর্ঘ
Specific নি
লিবিয়ায় বন্যায় ৫০০০ এরও বেশি লোকের মৃত্যু হয়েছে-
লিবিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় অন্তত ৫,০০০ লোকের মৃত্যু হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। রবিবার থেকে টানা বৃষ্টিপাতের কারণে দেশটির অনেক অঞ্চলে বন্যা দেখা দিয়েছে।
বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার এক বাসিন্দা বলেন, “এটা ডুমসডে এর মতো। আমি কখনও এরকম বন্যা দেখিনি।”
বন্যায় ঘরবাড়ি, রাস্তাঘাট এবং কৃষি জমি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক মানুষ এখনও পানিবন্দি রয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার তৎপরতা চলছে। তবে বন্যা পরিস্থিতির কারণে উদ্ধার কাজে বিঘ্ন ঘটছে।
বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য আন্তর্জাতিক সাহায্য আহ্বান করা হয়েছে।
সূত্র: বিবিসি
#লিবিয়া #বন্যা
লিবিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় অন্তত ৫,০০০ লোকের মৃত্যু হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। রবিবার থেকে টানা বৃষ্টিপাতের কারণে দেশটির অনেক অঞ্চলে বন্যা দেখা দিয়েছে।
বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার এক বাসিন্দা বলেন, “এটা ডুমসডে এর মতো। আমি কখনও এরকম বন্যা দেখিনি।”
বন্যায় ঘরবাড়ি, রাস্তাঘাট এবং কৃষি জমি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক মানুষ এখনও পানিবন্দি রয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার তৎপরতা চলছে। তবে বন্যা পরিস্থিতির কারণে উদ্ধার কাজে বিঘ্ন ঘটছে।
বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য আন্তর্জাতিক সাহায্য আহ্বান করা হয়েছে।
সূত্র: বিবিসি
#লিবিয়া #বন্যা