Logo
Barun Mondal @Barun
1 yr. ago
কাশফুল দেখতে অনেক সুন্দর।
04:16 PM - Oct 03, 2023 (UTC)
Barun Mondal @Barun
1 yr. ago
এই প্রকৃতির সৌন্দর্য হাঁসের দল আরো কিছুটা বাড়িয়ে দিয়েছে।
ছবি উরেলচাঁদপুর, মগরাহাট, দক্ষিণ ২৪ পরগনার।
ছবি: বরুন মন্ডল।
04:12 PM - Oct 03, 2023 (UTC)
Barun Mondal @Barun
1 yr. ago
গ্ৰামে এক সময় বাড়িতে বাড়িতে ধানের গোলা থাকলে ও আজ এটির দর্শন তেমন একটা মেলে না। তবে গ্ৰামের এই পুরানো ঐতিহ্য বাহী সম্পদ গ্ৰামের কিছু মানুষ আজও সযত্নে রেখেছেন। তাই আজও আমার এই দৃশ্য দেখতে পাচ্ছি। তাই সেই সব মানুষদের জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা।
এই ছবি উরেলচাঁদপুর গ্ৰামের যা মগরাহাট থানার অন্তর্গত, জেলা দক্ষিণ ২৪ পরগনা।
এই ছবির উঠিয়েছেন বরুন মন্ডল।
04:11 PM - Oct 03, 2023 (UTC)
Barun Mondal @Barun
1 yr. ago
পানা ভরা পুকুর , পুকুর পাড়ে বাঁশ বন ।
ছবি দক্ষিণ শালিগোরিয়া, মগরাহাট, দক্ষিণ ২৪ পরগনার।
ছবি বরুন মন্ডল।
04:10 PM - Oct 03, 2023 (UTC)
Barun Mondal @Barun
1 yr. ago
দক্ষিণ শালিগোরিয়া, মগরাহাট, দক্ষিণ ২৪পরগনা।
?নিজ
04:10 PM - Oct 03, 2023 (UTC)