Logo
Jewel @mkjuel
2 months ago (E)
যেকোনো সমাধানের জন্য search engine অথবা YouTube‌ etc তে খুঁজুন। আমরা use করি। New অনেকে এ আছেন টপিক বের করতে পারেন না।

Topic খুঁজুন আর logic কাজে লাগান। যাই করুন অবশ্যই logic খুঁজবেন বা কাজে লাগাবেন, যেকোনো ক্ষেত্রে।

Logic হতে পারে -
Logic means- এটা কেন হচ্ছে? এটা কী? এটার সত্যতা কী? লাভ কী? আমি এটা করছি কেন? / কেন, কী, কীভাবে, সত্য মিথ্যা যাচাই, ফলাফল, ধারণা।
এ ধরনের প্রশ্ন আপনার মাথায় সবসময় আনবেন এটা স্বাভাবিক। আর এটার উত্তর খুঁজুন, হয় আপনার পরিচিত কেউ বা ইন্টারনেট থেকে।

অনেকেই আছেন যারা new users, #Airdrop এ কাজ করছেন কিছু অনুধাবন করতে পারছেন না। আমিও হয়তো new -

অনেক প্রশ্ন ঘুরপাক খায়িয়ে নিতে হবে।

/***সাধারণ কিছু বিষয়***/

‌#Q1 - crypto Airdrop কী?
Ans: Crypto Airdrop হল একটি মার্কেটিং কৌশল যেখানে একটি প্রকল্প (ক্রিপ্টোকরেন্সি প্রজেক্ট) তার টোকেন (ক্রিপ্টোকরেন্সি ইউনিট) বিনামূল্যে বিতরণ করে। এর উদ্দেশ্য হল প্রকল্পটি সম্পর্কে সচেতনতা বাড়ানো, সম্প্রদায় গঠন করা এবং টোকেনের মূল্য বাড়ানো।

‌#Q2 - Airdrop এর মাধ্যমে কীভাবে আয় করা যায়?
Airdrop হল একটি দারুণ সুযোগ যেখানে আপনি বিনামূল্যে ক্রিপ্টোকরেন্সি পেতে পারেন। কিন্তু, এখানে কিছু কৌশল ও সতর্কতা অবলম্বন করতে হবে। Example:- ধরি কোন একটি project যারা Telegram এর মাধ্যমে তাদের user দের token বিতরণ করে । আপনি ঐ project এর user হলে আপনি ও telegram Airdrop বা ঐ apps এর মাধ্যমে token পেতে পারেন।

‌#Q3 - কোন airdrop #project ভালো?
যদি ও এটা বলা মুশকিল। সাধারণ প্রজেক্ট এর পিছনে যারা রয়েছে এদের সম্পর্কে ধারণা পেলে বোঝা যায়, airdrop কেমন , project scam or, legit। Airdrop এ অনেক জালিয়াতি রয়েছে, তাহলে আপনার #QA - আমি যে Airdrop এ কাজ করছি এটা scam কিনা?
Social media ঘুরে দেখুন, ইতিবাচক নেতিবাচক খুঁজে বের করুন। Social Like - Twitter, Binance community ইত্যাদি। অথবা, project এর social profile.

‌#Q4 - কোন airdrop token listing হওয়ার সময়( আপনি যে airdrop এ কাজ করেছেন)। যদি আপনি কাজ করে token পেয়ে থাকেন, তাহলে তখন করণীয় কী হবে?-
অবশ্যই, token গুলো wallet বা exchange নিতে তারা সময় দিবে। তাই আপনার কাছে wallet , exchange থাকতে হবে।
#Q5 - Airdrop থেকে token received করার পর কীভাবে token sell করবেন? Sell করে usd তে নেওয়ার পর কী করবেন? ইত্যাদি অনেক কিছু। (শুধু ধারণা দিলাম, এরকম প্রশ্ন মাথায় আসতে পারে, না আসলে ও এগুলো আপনার কাজে লাগবে)।
এগুলো আপনি গুগল/ ইউটিউব করে জেনে নিতে পারেন।
/***সাধারণ বিষয়***/ [Close]

কোন একটি ভালো airdrop project পেলে, সেখানে কীভাবে কাজ করতে হয়?
এর জন্য youtube search করতে পারেন-
#প্রশ্ন : এই এই project এ কী কী কাজ রয়েছে?

/*
বেশিরভাগ airdrop এ task থাকে । task complete করলে point বা token earning বেশি অর্জন করা সম্ভব।
তো এর জন্য ও YouTube এ ভিডিও দেখতে পারবেন।
*/

যাইহোক, ধরলাম "OWT" নামে Airdrop। যেটা আপনি জানতে পেরেছেন , বা কেউ আপনাকে বলছে ,‌ তাহলে-
#প্রশ্ন - OWT এ কীভাবে কাজ করব? ( সবার প্রথমে আসবে ?)
উঃ আপনি নতুন হলে - YouTube search. (এখন সবাই YouTuber ?. So, আপনি অগণিত ভিডিও পেয়ে যাবেন। হাজারো টপিক এ)। যাইহোক, Airdrop এ মূলত task থাকে এগুলো complete করতে হয় , farming, game etc.একেকটা airdrop এর interface আলাদা হয়।

Next,
মনে করি কোন একটি coin/ token listing হইবে। ধরলাম ঐ "OWT" টোকেন ( owt উপরে যে টোকেন এর নাম দিয়েছিলাম)। /* সাধারণত Binance এ listing হলে token এর market cap বৃদ্ধি বেশি পায় : কারণ জানতে হলে tour দিন Google এ )*/

Search keyword-:
#token listing হলে করণীয় কী?
আপনি যদি exchange এ নিতে চান তাহলে YouTube search করুন, সে বিষয়ে বিভিও দেখতে-
#Airdrop এর token গুলো কীভাবে exchange এ নিতে হয়?

অথবা, ধরলাম আপনি #OWT নামে token গুলো exchange এ নিবেন না তাহলে keyword - #OWT token কীভাবে Wallet এ নিতে হয়? (OWT ধরে আজানা একটি টোকেন এর নাম don't serious)।

ধরুন, টোকেন কোন একটি exchange পেলাম তার পর কী? আপনি যদি চান listing তো হলো এখন টোকেন এর যে মূল্য ঐ মূল্যতে sell করবেন।
এক্ষেত্রে exchange এ trade (Spot suggest) অথবা convert করতে পারবেন।

নতুন, যারা বুঝতে পারছেন না , তার জন্য YouTube search -

১. Exchange থেকে token গুলো কীভাবে Usd তে trade করতে হয়? (Buy/Sell)

এই হচ্ছে ধাপ। আর বাংলা টাকা মানে usd বিক্রি করে নগদ, বিকাশ এগুলোতে নিতে হলে- p2p এর মাধ্যমে সরাসরি exchange থেকে sell করে নগদ, বিকাশে নেওয়া যায় আর website এ exchange করা যায় । (P2P risk রয়েছে)

নতুন হলে, YouTube এ search করুন। (আপনি যাই করেন search engine এ tour দিন। English না বুঝলে একটু সমস্যা হবেই, কারণ বাংলাই সব টপিক পাওয়া যায় না। এক্ষেত্রে ai use করতে পারেন। )

____Off topic______ #exchange কী ? #crypto Exchange হলো একটা marketplace। যেখানে সারা বিশ্বের মানুষেরা trade করতে পারে । #coin / #token ক্রয় বিক্রয় করতে পারে (trade) । Coin/ token received করতে পারে , কাউকে পাঠাতে পারে ইত্যাদি ।

Crypto জগতে হাজারো টপিক রয়েছে, সামান্য একটু লেখার মাধ্যমে বোঝানো সম্ভব নয়।

সুতরাং, একবার সবকিছু বুঝতে পারলে আপনার জন্য পরবর্তীতে নতুন কোন কাজ বা airdrop যাইহোক, আর ইউটিউব ভিডিও দেখার প্রয়োজন নেই। যেটাই করেন ভালো ভাবে mark করুন।

[যদি, কিছুটা ইংরেজি বোঝেন তাহলে Airdrop কিংবা crypto সম্পর্কে new update এর জন্য Twitter use করবেন। Twitter (X) এ search bar এ অনেক কিছু খুঁজে পাওয়া যায়, just use keyword. Why X , because you know, that means you know.]
#Part1
Subscribe to Unlock

For 10$ / Monthly

Ruhul @ruhul
6 months ago
⏩ প্রোগ্রামিং কি? কিভাবে শুরু করবো প্রোগ্রামিং? মোবাইলে ফোনে করতে পারবো? প্রোগ্রামিং শিখতে কি টাকা লাগে?

Before we start:
নতুন যারা প্রোগ্রামিং শেখা শুরু করবেন, তাদের জন্য আমরা একটি SUPPORT GROUP ওপেন করেছি। যারা প্রোগ্রামিং পারেন, তারাও জয়েন করে নতুনদের হেল্প করুন। জয়েন করুন telegram এ shadownet_community

কোনো টাকা ছাড়াই ইউটিউব থেকে প্রোগ্রামিং শেখা শুরু করতে পারবে। ইভেন, অনেক পেইড কোর্সের চেয়েও ইউটিউবের ফ্রি কোর্স ভালো বেসিক প্রোগ্রামিং এর জন্য। ইংরেজি বা হিন্দি ভালো বুঝলে এডভান্স কোর্সও ইউটিউবে পেয়ে যাবা। নিচে বেস্ট কয়েকটি ভিডিও সিলেক্ট করে লিংক দিলাম। যদি আপনাদের আগ্রহ থাকে তাহলে আমরা প্রোসেস আরও ইজি করার জন্য টিউটোরিয়াল দিবো ইনশাল্লাহ।

? প্রোগ্রামিং কি; কেনো ও কিভাবে শিখবো প্রোগ্রামিং Jhankar Mahbub
ভাইয়ার এই ভিডিও দেখলে সব ডাউটস একদম ক্লিয়ার হয়ে যাবে।
https://www.youtube.com/wa...

আমি বলবো, যদি তুমি বিগিনার হও তাহলে Python দিয়ে শুরু করতে পারো। এইটা অনেক ইজি একটা ল্যাঙ্গুএজ এবং সবকিছুই করতে পারবা পাইথন দিয়ে।

? বাংলায় বেস্ট একটা PYTHON A-Z প্লেলিস্ট By Hablu Programmer
https://www.youtube.com/pl...

? হিন্দিতে PYTHON A-Z বেস্ট একটা প্লেলিস্ট by Code With Harry
https://www.youtube.com/pl...

? কিভাবে মোবাইলেই পাইথন কোডিং করতে পারো Easiest Way-তে
https://www.youtube.com/wa...

কোনো প্রব্লেম ফেইস করলে যেকোনো সময় গ্রুপে মেসেজ দিতে পারো হেল্প এর জন্য telegram এ shadownet_community

#CollectFromTelegram
Ruhul @ruhul
1 yr. ago (E)
YouTube এ Restricted Mode হল একটি সেটিং যা সম্ভাব্য পরিণত বা আপত্তিকর কন্টেন্ট ফিল্টার করতে সাহায্য করে। এটি এমন বাবা-মা বা অভিভাবকদের জন্য একটি ভাল বিকল্প যারা নিশ্চিত করতে চান যে তাদের সন্তানরা কেবল YouTube-এ বয়স-উপযুক্ত কন্টেন্ট দেখছে।

YouTube এ Restricted Mode চালু করতে:

* YouTube.com এ যান এবং আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন।
* স্ক্রিনের উপরের ডান কোণে আপনার প্রোফাইল ফটোতে ক্লিক করুন।
*ড্রপ-ডাউন মেনু থেকে "Settings" নির্বাচন করুন।
*বাম দিকের কলামে, "Restricted Mode" এ ক্লিক করুন।
* Restricted Mode এর পাশে থাকা সুইচটিকে On করুন।

Restricted Mode চালু হয়ে গেলে, YouTube এমন যে কোনো ভিডিও যা আপত্তিকর বলে মনে করে সেগুলো লুকিয়ে রাখবে। আপনি এখনও আপনার পছন্দের সমস্ত ভিডিও দেখতে পারবেন, তবে আপনি হয়তো আপনি যে আপত্তিকর ভিডিওগুলো খুঁজছেন সেগুলোর কিছু খুঁজে পাবেন না।

Restricted Mode বন্ধ করতে, উপরের একই পদক্ষেপগুলি অনুসরণ করুন, Restricted Mode এর পাশে থাকা সুইচটিকে Off এ ক্লিক করুন।
#ইউটিউব #রিস্ট্রিক্টেডমোড #সীমিতমোড #সুরক্ষা #টিপস

Nothing found!

Sorry, but we could not find anything in our database for your search query {{search_query}}. Please try again by typing other keywords.